Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 588 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 45 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 3 দিনাজপুর 4784 দেশজুড়ে 42 ধর্ম 3414 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2782 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 82 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

আতাউর শাহ্, নওগাঁ : নওগাঁর মান্দায় ইটভাটাসহ ৩ টি ব্যাবসায়ীক প্রতিষ্ঠানে জরিমানা আদায় করা হয়েছে। গত রবিবার দুপুরে উপজেলার প্রসাদপুর বাজার হাসপাতাল মোড়ে ৩ ব্যাবসায়ীক প্রতিষ্ঠানে এবং বিজয়পুরের ১ টি ইটভাটায় ভ্রামমাণ আদালত আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম হাবিবুল হাসান।

এসি ল্যান্ড হাবিবুল হাসান জানান, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় এবং পণ্যের মূল্য তালিকা প্রদর্শন করতে না পারার কারনে প্রসাদপুর বাজারের শামীম হোসেনের ভাইভাই ভ্যারাইটিজ স্টোর ও আলম চৌধুরীর মার্কেটে ভোলানাথ দাসের মনোহরীর দোকানে ৪ হাজার ৫ শ টাকা এবং লাইসেন্স না থাকার কারনে বিজয়পুরের মেসার্স আতিক ব্রিক্স এর ৩০ হাজার টাকা মোট ৩৪ হাজার ৫ শ টাকা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হয়। পাশাপাশি এ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

নওগাঁ পলিটেকনিক ইনিস্টিটিউট এর বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠিত
প্রতিনিধি নওগাঁ: নওগাঁ পলিটেকনিক ইনিস্টিটিউট এর বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্টান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় নওগাঁ পলিটেকনিক ইনিস্টিটিউট এর মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরনী অনষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন।
 
অনুষ্ঠানে নওগাঁ পলিটেকনিক ইনিস্টিটিউটের অধক্ষ্য প্রকৌশলী ফজলুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক, উপজেলা ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা শাহনাজ আক্তার সহ উক্ত প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকসহ আরও অনেকে ।
 
অনুষ্ঠান শেষে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও সাংকৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে প্রধান অতিথি নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন পুরস্কার বিতরণ করেন ।

নারীদের উন্নয়নে কাজ করতে চান সাবিনা
মাসুদ রানা, পত্নীতলা (নওগাঁ) : আসন্ন পত্নীতলা উপজেলা পরিষদ র্নিবাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা মহিলা আওয়ামীলীগের অন্যতম সদস্য মোসা: সাবনা আক্তার নারীর উন্নয়নে কাজ করতে চান ।

শুক্রবার (১ র্মাচ ) এ প্রতিবেদকের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা জানান। সাবিনা আক্তার বলেন, আমাদের গোটা পরিবার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। বঙ্গবন্ধুর আদর্শ আমাদের রক্তে মিশে আছে। খুব ছোট থেকেই বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারন করে আসছি, তাই মানুষের সেবাই নিজেকে সমপৃক্ত করতে চাই ,তিনি আরও বলেন, দেশের সার্বিক উন্নয়নে পুরুষের পাশাপাশি নারীদের ভূমিকা অপরিসীম। নারীরা এখন পরিবার ব্যবস্থাপনা থেকে শুরু করে বড় বড় সংগঠন পরিচালনা করছেন। তারা শিক্ষায়ও অনেক এগিয়ে। তাদের সুষ্ঠু ব্যবস্থাপনা করতে পারলে দেশ আরও অনেক এগিয়ে যাবে। সুযোগ পেলে সেই কাজটিই করতে চাই। দেশে নারীর উন্নয়ন বলতে যতটুকু কাজ হয়েছে তা কেবলই শেখ হাসিনার অবদান। এ সেক্টরে এখনও প্রচুর কাজ আছে। জননেত্রী শেখ হাসিনার উন্নত বাংলাদেশের উপযোগী উন্নত নারী সমাজ গঠনে উল্লেখযোগ্য ভূমকিা রাখতে চাই ক্ষমতায়নের পাশাপাশি নারীর উন্নয়নের পদক্ষেপ গ্রহণ করব। শিক্ষা ছাড়াও নারীরা যাতে দক্ষ হয়ে গড়ে ওঠে সেই লক্ষ্যে কাজ করে যাব। এছাড়া কর্ম ক্ষেত্রে যাতে নারীরা আরও দক্ষ হতে পারে সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। নারীদের জন্য সরকার যে পদক্ষেপ নিয়েছে সেগুলো বাস্তবায়নে গুরুত্ব দেওয়া হবে। কম্পিউটার শিক্ষার পাশাপাশি নারীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করা হবে। তিনি ভোটারদের উদ্দ্যেশে বলেন আমি মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী , আমার র্মাকা কলস, আগামী ১৮ ই মার্চ আপনারা আমাকে কলস মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন আমি যদি নির্বচিত হতে পারি পতœীতলা উপজেলা কে মাদক, সন্ত্রাস মুক্ত ,জঙ্গীবাদ র্নিমূল ,ইভটিজিং বন্ধ ,বাল্যবিবাহ প্রতিরোধ র্সবোপরি পতœীতলার সার্বিক উন্নয়নে সবর্দা মানুষের পাশে থেকে কাজ করবো ।

সাবিনা আক্তার জানান জনগনের ভালবাসা , সমর্থন আমার সাথে আছে ,আমি শতভাগ আশাবাদী আমি বিজয়ী হবো ইনশাল্লাহ্ ।

পাঠদানসহ সকল কার্যক্রম স্থবির
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুর উপজেলার ঐতিহ্যবাহী রাইগাঁ উচ্চ বিদ্যালয় দীর্ঘদিন চলছে প্রধান শিক্ষক বিহীন। এতে করে ওই বিদ্যালয়ের পাঠদান চরমভাবে ব্যাহত হচ্ছে। স্থবির হয়ে পড়েছে বিদ্যালয়ের অভ্যন্তরীন কর্মকান্ড।
জানা যায়, ১৯৩০ সাল থেকে অত্র অঞ্চলের মানুষের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে আসছে ঐতিহ্যবাহী এই বিদ্যাপীঠ। প্রতিদিন এই বিদ্যালয়ে প্রায় ১২শত শিক্ষার্থীরা পাঠদান গ্রহণ করে। নিভৃত পল্লী এলাকার অনেক মানুষ এই ঐতিহ্যবাহী বিদ্যালয় থেকে শিক্ষা গ্রহণ করে আলোকিত করেছে দেশের বিভিন্ন অঙ্গনকে। কিন্তু বর্তমানে নানা সমস্যায় জর্জড়িত বিদ্যালয়টি। গত ২০১৭ সালের নভেম্বর মাস থেকে অভিভাবকহীন হয় বিদ্যাপীঠটি। ওই বছরেই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আনোয়ারা বেগম। তিনি দায়িত্ব গ্রহণ করার পর ২০১৭ সালের ২ ডিসেম্বর মাসে প্রধান শিক্ষক নিয়োগের জন্য পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আবেদনের মেয়াদ ছিল বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিন। আর ওই বিজ্ঞপ্তি অনুসারে প্রধান শিক্ষক নিয়োগের মেয়াদ ছিল ২০১৮ সালের জুন পর্যন্ত। কিন্তু আজ পর্যন্ত নানা জটিলতার কারণে বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হয়নি। যার কারণে বিদ্যালয়ে প্রধান শিক্ষক না থাকায় পাঠদান চরমভাবে ব্যাহত হচ্ছে এবং বিদ্যালয়ের অভ্যন্তরীন কর্মকান্ড স্থবির হয়ে পড়েছে।
বিদ্যালয়ের শিক্ষার্থী রাদিতা জামান ও ইশরাত জাহানসহ অনেকেই জানায়, দীর্ঘ এক বছর পার হলেও আমরা অভিভাবকহীন অবস্থায় রয়েছি। প্রধান শিক্ষক না থাকায় একজন অভিজ্ঞ শিক্ষকের পাঠদান থেকে বঞ্চিত হচ্ছি। প্রধান শিক্ষক না থাকায় অন্যান্য শিক্ষকরা গুরুত্ব সহকারে পাঠদান করায় না। এতে করে শিক্ষার্থীরা চরম বিপাকে পড়েছে। বিদ্যালয়ে দ্রুত একজন অভিজ্ঞ প্রধান শিক্ষক নিয়োগ দিয়ে পাঠদানসহ অন্যান্য কর্মকান্ডকে ত্বরানিত করা হোক এটাই তাদের দাবী। অভিভাবক রিপন হোসেনসহ অনেকেই বলেন, বিদ্যালয় একজন মহিলা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে চলতে পারে না। বর্তমানে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককের সকল নির্দেশনাকে মেনে না চলার কারনে বিদ্যালয়ের পাঠদান চরমভাবে ব্যাহতসহ অভ্যন্তরীন কর্মকান্ড স্থবির হয়ে পড়েছে। বিদ্যালয়টি তার ঐতিহ্য হারাতে বসেছে।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনোয়ারা বেগম বলেন, ভারপ্রাপ্ত হিসেবে সব কাজ করা সম্ভব হয় না। অন্যান্য শিক্ষকরাও সব নির্দেশ পুরোপুরি মানতে চায় না। এতে করে বিদ্যালয়ের পাঠদান থেকে শুরু করে অনেক কাজই বর্তমানে স্থবির হয়ে পড়েছে। বিদ্যালয়ের হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ফিরিয়ে আনতে দ্রুত অভিজ্ঞ প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া জরুরী হয়ে পড়েছে। উপজেলা শিক্ষা কর্মকর্তা হাবিবুর রহমান জানান, স্কুলের ম্যানেজিং কমিটি সিদ্ধান্ত নিতে দেরি করায় প্রধান শিক্ষকের নিয়োগ হয়নি। তাই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে চলছে বিদ্যালয়টি। ম্যানেজিং কমিটি প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে চুড়ান্ত ভুমিকা রাখলে এ সমস্যা থেকে দ্রুত উত্তরন পাওয়া সম্ভব। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য সামসুজ্জামান বলেন, আভ্যন্তরীন কোন্দলের কারনে ঐতিহ্যবাহী এই বিদ্যালয়টি প্রধান শিক্ষক নিয়োগ হয়নি। তবে দ্রুত এ সমস্যার সমাধান করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

পুনরায় জয়পুরহাট সুগারমিলের বিষাক্ত গাদের প্রভাবে নওগাঁ’র ছোট যমুনা নদীতে দুষন, মাছসহ জলজ প্রাণীর মারাত্মক মড়ক দেখা দিয়েছে, মিল কর্ত্তৃপক্ষের অস্বীকার
মাহমুদুন নবী বলোল, নওগাঁ:  পুনরায় জয়পুরহাট সুগারমিলের বিষাক্ত গাদের প্রভাবে নওগাঁ’র ছোট যমুনা নদীর পানি মারাত্মক দুষনের শিকার হয়েছে। ফলে নদীর মাছ এবং জলজ প্রাণীর মারাত্মক মড়ক দেখা দিয়েছে। এতে বিশেষ করে মৎস্য সম্পদের ব্যপক ক্ষতি হয়েছে। পানি হঠাৎ করে বিবর্ণ হয়ে পড়েছে। অন্যদিকে পানি দুষনের ফলে পরিবেশ হুমকীর মুখে পড়েছে। গত দুইদনি ধরে হঠাৎ করে নওগাঁ’র ছোট যমুনা নদীর পানিতে দুষন দেখা দেয়। দুষিত গাদ নদীর উজান থেকে যতই ভাটার দিকে নেমে যেতে থাকে মাছের মড়কও তেমনই নদীর উজান থেকে ধীরে ধীরে তা ভাটার দিকে নেমে যেতে থাকে। এর দুষনের প্রভাবে প্রথমে মাছ অসুস্থ্য হয়ে ভেসে উঠে এবং পরবর্তীতে মারা যেতে থাকে। নদীর দু’ধারের শত শত মানুষকে এসব অসুস্থ্য ও মৃত মাছ ধরতে দেখা গেছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত নওগাঁ শহরের মাঝখান দিয়ে বয়ে যাওয়া ছোট যমুনা নদীর দুই পার্শ্বের শত শত নারী পুরুষ, তরুন তরুনীকে জাল দিয়ে এবং বিভিন্নভাবে ছেঁকে মাছ ধরতে থাকেন। রাতের বেলা মশালের আলো, হারিকেনের আলো এমন কি মোবাইলের আলো দিয়ে গভীর রাত পর্যন্ত মাছ ধরতে দেখা গেছে। এ যেন মাছ ধরার উৎসবে পরিনত হয়েছে। 

এ ব্যাপারে জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমানের সাথে কথা বললে তিনি বলেছেন ইতিমধ্যে জয়পুরহাট চিনিকল কর্ত্তপক্ষের সাথে কথা বলেছেন। তবে তারা সম্পূর্নভাবে সুগারমিলের গাদ ফেলার কথা অস্বীকার করেছেন। জেলা প্রশাসক নওগাঁ জেলা মৎস্য বিভাগকে পরীক্ষা নিরীক্ষা করে পানি দুষনের মুল কারন উদঘাটনপূর্বক রিপোর্ট দেয়ার জন্য নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য ইতিপূর্বে প্রতি বছর জয়পুরহাট সুগারমিলের দুষিত গাদের প্রভাবে নওগাঁ ছোট যমুনা নদীর পানি দুষনের ফলে বেধড়ক মাছের মড়ক দেখা দিত এবং পরিবেশের মারাত্মক ক্ষতি সাধিত হতো যা ফসল উৎপাদনসহ প্রাত্যহিক গৃহস্থালি কাজের মারাত্মক ব্যঘাত ঘটতো। সে সময় স্থানীয় একুশে পরিষদসহ পরিবেশ নিয়ে যেসব সংগঠন কাজ করে তারা একযোগে মানববন্ধন, প্রতিবাদসভাসহ সামাজিক আন্দোলন গড়ে তোলে। এর ফলে গত ৩/৪ বছর বিষাক্ত গাদ ফেলা বন্ধ থাকায় এই দুষন বন্ধ ছিল। কিন্তু হঠাৎ করে এ বছর পানি দুষনের ঘটনা পুনরায় নওগাঁবাসীকে আতঙ্কিত করে তুলেছে। 

এ ব্যপারে জয়পুরহাট সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক এ এস এম জিয়াউল ফারুক বিষয়টি সম্পূর্ন অস্বীকার করে বলেছেন গত ৮ ফেব্রুয়ারী থেকে মিল বন্ধ রয়েছে। তাছাড়া মিলে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা সুনিশ্চিত করা হয়েছে। ফলে বিষাক্ত গাদ নওগাঁ’র ছোট যমুনা নদীতে যাওয়ার কোন কারন নেই।

নওগাঁয় নার্স ট্রেনিং ইন্সটিটিউটের শিক্ষার্থীদের মানব বন্ধন কর্মসুচী পালন
নওগাঁ প্রতিনিধিঃ নার্সিং সেবা ধ্বংসের মাধ্যমে জনগনকে প্রকৃত নার্সিং সেবা বঞ্চিত করার পায়তারা রুখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হস্তক্ষেপ কামনায় নওগাঁয় মানব বন্ধন কর্মসুচী পালন করেছে নওগাঁ নার্স ট্রেনিং ইন্সটিটিউটের শিক্ষার্থীরা। রবিবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত শহরের নার্স ট্রেনিং ইন্সটিটিউটের সামনের সড়কে ঘন্টাকাল ব্যাপী এ মানব বন্ধন কর্মসুচী পালন করে। মানব বন্ধন চলাকালে শিক্ষার্থী ফারিহা তানজুম, আছিয়া খাতুন ও রতœা আকতার প্রমুখ বক্তব্য রাখেন। শিক্ষার্থীরা বলেন, আমরা ৩ বছরের কোর্স সম্পন্ন করে, এর মধ্যে ৬ মাস শুধুমাত্র পড়াশুনা বাকী আড়াই বছর ইন্টানি করে রোগীদের সেবা করে থাকি। বর্তমান সরকার আমাদেরকে দ্বিতীয় শ্রেনীর মর্যাদা দিয়েছেন। অথচ কারিগরি শিক্ষার্থীরা মাত্র ৬ মাসের পড়াশুনা ও ইন্টানি কোর্স করে রোগীদের সেবা করতে চায়। তারা রোগীদের কি সেবা দিবে আমাদের সন্ধিহান। তারা আমাদের সমমর্যাদা হতে চায়। আমরা সেটা হতে দিব না। কারিগরিদের সাধনা আমরা পুরন হতে দিব না। তাই অতি সত্তর মাননীয় প্রধান মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget