নওগাঁর মান্দায় ফিলিং ষ্টেশন থেকে ট্রাক চুরি
কাজী কামাল হোসেন, নওগাঁ: নওগাঁর মান্দায় সরকার ফিলিং ষ্টেশন থেকে একটি ট্রাক চুরি হয়েছে। উপজেলার নওগাঁ-রাজশাহী মহাসড়কের সতীহাট বাসস্ট্যান্ড সংলগ্ন সরকার ফিলিং ষ্টেশনে গতরাতে এ চুরির ঘটনাটি ঘটেছে। এবিষয়ে ট্রাক মালিক সতীহাটের মৃত: জয়নাল আবেদীনের ছেলে জাহাঙ্গীর আলম গতকাল শনিবার বিকেলে মান্দা থানায় একটি সাধারন ডায়েরী করেছে।
ট্রাক মালিক আলম জানান, আমার অশোক লেইল্যান্ড ট্রাক যার রেজি: নং ঢাকা মেট্রো-ট-১৮-৪৯৫০, চেসিস নং-
MB1A3KWC9ERYJ9951, ইঞ্জিন নং- EYHJ409943, অন্যান্য দিনেরমতো গত শুক্রবার বেলা আনুমানিক ১২ টার সময় আমার ট্রাকের চালক মিজানুর রহমান (নিশান) ট্রাকটি সতীহাট সরকার ফিলিং ষ্টেশনে রেখে প্যাম্পের ম্যানেজার আনিছুর রহমানকে বুঝিয়ে দিয়ে চলে যায়। পরের দিন শনিবার অনুমান ১১ টার সময় আমার ট্রাকের চালক সেখানে গিয়ে ট্রাকটি দেখতে না পেয়ে সরকার ফিলিং ষ্টেশন ম্যানেজার আনিছুর রহমানকে ট্রাকের বিষয়ে জিজ্ঞাসা করলে কোন জবাব দিতে পারেনি।
এব্যাপারে সরকার ফিলিং ষ্টেশন ম্যানেজার আনিছুর রহমান ট্রাকটি বুঝিয়ে নেওয়ার কথা স্বীকার করলেও, ট্রাকটি হারিয়ে যাওয়া সম্পর্কে কিছু জানেন না বলে জানান।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাকটি উদ্ধারে জোর চেষ্টা চলছে।
ট্রাক মালিক আলম জানান, আমার অশোক লেইল্যান্ড ট্রাক যার রেজি: নং ঢাকা মেট্রো-ট-১৮-৪৯৫০, চেসিস নং-
MB1A3KWC9ERYJ9951, ইঞ্জিন নং- EYHJ409943, অন্যান্য দিনেরমতো গত শুক্রবার বেলা আনুমানিক ১২ টার সময় আমার ট্রাকের চালক মিজানুর রহমান (নিশান) ট্রাকটি সতীহাট সরকার ফিলিং ষ্টেশনে রেখে প্যাম্পের ম্যানেজার আনিছুর রহমানকে বুঝিয়ে দিয়ে চলে যায়। পরের দিন শনিবার অনুমান ১১ টার সময় আমার ট্রাকের চালক সেখানে গিয়ে ট্রাকটি দেখতে না পেয়ে সরকার ফিলিং ষ্টেশন ম্যানেজার আনিছুর রহমানকে ট্রাকের বিষয়ে জিজ্ঞাসা করলে কোন জবাব দিতে পারেনি।
এব্যাপারে সরকার ফিলিং ষ্টেশন ম্যানেজার আনিছুর রহমান ট্রাকটি বুঝিয়ে নেওয়ার কথা স্বীকার করলেও, ট্রাকটি হারিয়ে যাওয়া সম্পর্কে কিছু জানেন না বলে জানান।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাকটি উদ্ধারে জোর চেষ্টা চলছে।