নওগাঁর পত্নীতলায় ৭৫ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার
মাহমুদুন নবী বেলাল,নওগাঁ: নওগাঁর পত্নীতলায় গোপন সংবাদের ভিত্তিতে ৭৫ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড-১৪ এর সদস্যরা। শুক্রবার ভোরে উপজেলার কুমরইল এলাকা থেকে ফেন্সিডিলগুলো উদ্ধার করা হয়। জানা যায়, বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)-১৪ পত্নীতলা ব্যাটালিয়নের অধীনস্থ শীতলমাঠ বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ নুরুল আমিনের এর নেতৃত্বে একটি টহলদল সীমান্ত পিলার ২৫৬ হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কুমরইল নামক এলাকায় অভিযান চালান। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ফেন্সিডিল ফেলে মাদক কারবারি পালিয়ে যায়। পরে সেখান থেকে ৭৫ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে বিজিবি। যার সিজার মূল্য-৩০,০০০/- টাকা । বিজিবি-১৪ পত্নীতলা ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল জাহিদ হাসান জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য ব্যাটালিয়ন সিজার ষ্টোরে জমা রাখা হয়েছে। পরে, প্রচলিত নিয়ম অনুযায়ী আটককৃত মাদকদ্রব্য পরবর্তীতে জনসম্মুখে ধ্বংস করা হবে।