Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 588 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 45 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 3 দিনাজপুর 4784 দেশজুড়ে 42 ধর্ম 3414 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2782 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 82 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁয় নার্সেস পরিষদের সভাপতির হয়রানি মূলক বদলির আদেশ স্থগিত ও স্বাস্থ্য সেবার মান বাড়ানোর দাবীতে মানববন্ধন
মাহমুদুন নবী বেলাল, নওগাঁ: নওগাঁয় আধুনিক সদর হাসপাতালের চিকিৎসা সেবার মান বৃদ্ধি করা সহ সম্প্রতি স্বাধীনতা নার্সেস পরিষদ নওগাঁর সভাপতি সিনিয়র স্টাফ নার্স নাজনিন সুলতানাকে হয়রানি মূলক বদলির আদেশ স্থগিত ও স্বাস্থ্য সেবার মান বাড়ানোর দাবীতে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশন জেলা শাখা, জেলা ধান্য বয়লার শ্রমিক ইউনিয়ন ও সুজন-সুশাসনের জন্য নাগরিক জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচী পালিত হয়।বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশন জেলা শাখার যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংগঠনের যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেন, সদস্য সচিব আছলাম শেখ, মনোয়ার হোসেন রাজু, অর্থ সম্পাদক সমসের আলী, সুজনের ভারপ্রাপ্ত সভাপতি মোজাফ্ফর হোসেন, সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক ইউনুছ আলী, জেলা ধান্য বয়লার শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা শাহিন মন্ডল, সভাপতি মোজাফ্ফর হোসেন, সাধারন সম্পাদক রেজাউল ইসলামসহ প্রমূখ। বক্তারা বলেন, সদর হাসপাতালকে ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নিত করা হয়েছে। সে তুলনায় পর্যাপ্ত জনবল ডাক্তার ও নার্স সংকট। কিন্তু সম্প্রতি (২৪/০২/১৯) স্বাধীনতা নার্সেস পরিষদ নওগাঁর সভাপতি সিনিয়র স্টাফ নার্স নাজনিন সুলতানাকে সদর হাসপাতাল থেকে বদলির জন্য আদেশ করা হয়েছে। তার হয়রানি মূলক বদলীর আদেশ স্থগিত এবং সদর হাসপাতালসহ বগুড়া ও জয়পুরহাট জেলার সাধারন মানুষের পাশাপাশি শ্রমিকদের চিকিৎসা সেবার মান বৃদ্ধি করতে প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীসহ উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।

নওগাঁয় মানব বন্ধন ও মাদক বিরোধী লিফলেট বিতরন
মাহমুদুন নবী বেলাল, নওগাঁ: “মাদকমুক্ত সমাজ গঠনই আমাদের লক্ষ্য“ এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁয় মানব বন্ধন ও মাদক বিরোধী লিফলেট বিতরন করেছে মাদক বিরোধী সামাজিক আন্দোলন। এতে প্রধান অতিথি ছিলেন, পুলিশ সুপার মোঃ ইকবাল হোসেন পিপিএম। বৃহষ্পতিবার সকালে শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিারের সামনের সড়কে মানব বন্ধন চলাকালে সংগঠনের সভাপতি মাষ্টার হাফিজুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল আকতার, সদর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল হাই, সংগঠনের সহ-সভাপতি রেজাউল করিম, সাধারন সম্পাদক আতোয়ার রহমান, যুগ্ম সম্পাদক সৈয়দ মোস্তাফা কালিমী বাবুু ও সাংবাদিক রায়হান আলম ও সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম, টুকু প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা মাদকের কুফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। পরে প্রধান অতিথি জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাদক বিরোধী লিফলেট বিতরন করেন।

ডিভাইসে মিলল ৮টি মোটরসাইকেল : আটক ৩
আবু রায়হান রাসেল, নওগাঁ প্রতিনিধি: যোগাযোগের মাধ্যম হিসেবে বর্তমান সময়ে মোটরসাইকেলের স্থান এখন প্রায় শীর্ষে। স্বল্প সময়ে চলাচলের জন্য মানুষ এখন মোটরসাইকেলকে বেছে নিয়েছেন। এ যানবাহনটি এখন পছন্দের জায়গাও দখল করে রেখেছে। তাই পছন্দের এ যানটিকে কেউ সহজে হাতছাড়া করতে চাননা। মোটরসাইকেলের মালিকরা তার পছন্দের এ বাহনটিকে নিরাপত্তার জন্য ব্যবহার করছেন বিভিন্ন সিকিউরিটি ডিভাইস। কিন্তু চোরে না শুনে ধর্মের কথা। প্রযুক্তি যত উন্নত হচ্ছে চোরেরাও ততই কৌশল অবলম্বন করে চুরি করছেন।

নওগাঁ শহরের উকিলপাড়ার ছয়তলা ভবনের নিচ থেকে গত ২৪/০২/১৯ ইং মধ্যরাতে একটি ডিভাইস লাগানো নতুন ১৫০ সিসি পালসার মোটরসাইকেল চুরি হয়। মোটরসাইকেল চুরির পর মালিক জহুরুল ইসলামের মোবাইল ফোনে একটি ক্ষুদে বার্তা যাওয়ার পর তিনি বিষয়টি বুঝতে পারেন। এরপর ডভিাইস আবিষ্কারক রাশেদুল বারী রাশেদকে জানালে রাশেদ থানা পুলিশকে বিষয়টি অবগত করে। ওই রাতেই অভিযানে নামে পুলিশ। মোটরসাইকেলে থাকা ডিভাইসের সাথে মালিকের মোবাইলের সংযোগ থাকায় তিনি অবস্থান বুঝতে পারেন। এরপর পুলিশ সদর উপজেলার তিলপুরে ভোর সাড়ে ৪টার দিকে অভিযান পরিচালনা করে হাতেনাতে দুই চোর আজিজুল হক ও আক্তার আলমকে আটক করা হয়।

গত মঙ্গলবার বিকলে ৪টায় জেলা গোয়েন্দা শাখার পুলিশ (ডিবি) অফিসে সংবাদ সম্মেলন করে পুলিশ সুপার ইকবাল হোসেন এসব তথ্য জানান।

আটককৃতরা হলেন, জয়পুরহাট জেলার ভাদশা গ্রামের মৃত অছির উদ্দিনের ছেলে আজিজুল হক (৫০) ও উত্তর মহেশপুর গ্রামের নাজিমুদ্দিনের ছেলে আক্তার আলম (৪৫) এবং বগুড়া জেলার ছাতিয়ানতলা গ্রামের আব্দুল হালিমের ছেলে আইনুল হক (২৭)।

ডভিাইস আবিষ্কারক রাশেদুল বারী রাশেদ বলনে, আমার আবিষ্কৃত এ ডভিাইস ব্যবহার করার কারণে নওগাঁতে তিনটি এবং ঢাকায় একটি মোটরসাইকেল উদ্ধার হয়েছে। র্বতমানে এটি যুগোপযোগী একটি ডভিাইস মোটরসাইকেল সহ অন্যান্য সকল যানবাহন এই ডিভাইসটি ব্যবহার করা যেতে পারে।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার ইকবাল হোসেন বলেন, যাদেরকে আটক করা হয়েছে তারা আন্ত:জেলা চোর চক্রের সদস্য। আজিজুল হক ও আক্তার আলমকে আটকের পর তাদের দেয়া তথ্যমতে ডিবি পুলিশের সদস্যরা নওগাঁ সদর, বগুড়া ও গাইবান্ধা জেলায় অভিযান চালিয়ে আরো ৭টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এসময় আন্ত:জেলা চোর চক্রের আরেক সদস্য আইনুল হককে আটক করা হয়। এরমধ্যে আক্তার আলম ৩২ বছরের সাজাপ্রাপ্ত আসামী। পুলিশের চোখকে ফাঁকি দিয়ে সে পালিয়ে ছিল। এ চক্রের সাথে আরো যারা জড়িত তাদের আটকের চেষ্টা চলছে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল লিমন রায়, সদর থানার ওসি আব্দুল হাই, জেলা গোয়েন্দা পুলিশের ওসি কেএম সামছুদ্দিনসহ পুলিশের অন্যান্য কর্মকর্তা।

আত্রাইয়ে মুক্তিযোদ্ধা মার্কেটে আগুনে ১টি দোকান ভস্মীভূত
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ): নওগাঁর আত্রাইয়ে বিহারীপুর মুক্তিযোদ্ধা মার্কেটের আকরাম স্টোর আগুনে পুড়ে গেছে। বুধবার সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে। ফলে প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এঘটনায় কেউ হতাহত হয়নি।

ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার সকালে হঠাৎ করে এলাকাবাসী উপজেলার বিহারীপুর মুক্তিযোদ্ধা মার্কেটে আগুনের শিখা দেখতে পেয়ে আত্রাই ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের ১টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। মুহুর্তের মধ্যে আগুনে পুড়ে ছাই হয়ে যায় দোকানে থাকা সকল মালামাল। এতে প্রায় দুই লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর।

এ ব্যাপারে আকরাম স্টোরের মালিক মো: আকরাম হোসেন বলেন, আগুনে আমার দোকানে থাকা কনফেকশনারী ও কসমেটিক্স সামগ্রীসহ সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমার যা ক্ষতি হয়েছে তা কাটিয়ে ওঠা অসম্ভব।

এ ব্যাপারে আত্রাই ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাষ্টার নিতাই চন্দ্র বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে। এবং এত প্রায় দুই লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

পত্নীতলা ব্যাটালিয়ান (১৪বিজিবি) এর অভিযানে ৬৬০ বোতল ফেন্সিডিল আটক
মাসুদ রানা ,পত্নীতলা (নওগাঁ) : পত্নীতলা ব্যাটালিয়ান (১৪বিজিবি ) এর অধিনস্থ কালুপাড়া বিওপি ও শীতলমাঠ বিওপি ’র পৃথক  অভিযানে ৬৬০ বোতল ফেন্সিডিল আটক করে

বুধবার ( ২৭ ফেব্রুয়ারি ) ভোরে  গোপন সংবাদের ভিত্তিতে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধীনস্থ কালুপাড়া বিওপি’র টহল কমান্ডার নাঃ সুবেঃ মোঃ আব্দুল আজিম এর নেতৃত্বে একটি টহলদল সীমান্ত পিলার ২৭১/৭-এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাদদিঘী নামক এলাকায় অভিযান পরিচালনা করে ৪২০ বোতল ভারতীয় ফেন্সিডিল (প্রতি বোতল ১০০ মিঃ লিঃ) আটক করে। যার সিজার মূল্য-১,৬৮,০০০/- টাকা। বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে নিম্নেবর্ণিত ০২জন মাদক চোরাকারবারী ফেন্সিডিল ফেলে দৌঁড়ে পালিয়ে যাওয়ায় টহল দল তাদের আটক করতে সক্ষম হয়নি। ঘটনাস্থল হতে পলাতক ০৪জন আসামী যথাক্রমে- (১) মোঃ মিলন (৩০), পিতা-ধরুয়া মন্ডল (২) মোঃ নাজমুল হোসেন (৩৫), পিতা- মৃত-আলিম মিয়া (৩) মোঃ মাহাবুল (২৬), পিতা-মোঃ এনামুল ও (৪) মোঃ এরশাদুল (২৮), পিতা- মোঃ আঃ সাত্তার প্রত্যেকের গ্রাম-রুপনারায়নপুর, পোষ্ট-শৈলপী, থানা-ধামুইরহাট, জেলা-নওগাঁ।

অপর দিকে একঐ তারিখে ভোরে  গোপন সংবাদের ভিত্তিতে পতœীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধীনস্থ শীতলমাঠ বিওপি’র টহল কমান্ডার সুবেঃ মোঃ রহমত উল্লাহ এর নেতৃত্বে একটি টহলদল সীমান্ত পিলার ২৫৬ হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কুমড়াইল নামক এলাকায় অভিযান পরিচালনা করে ১৩০ বোতল ভারতীয় ফেন্সিডিল (প্রতি বোতল ১০০ মিঃ লিঃ) আটক কওে । যার সিজার মূল্য-৫২,০০০/- টাকা। বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে নিম্নেবর্ণিত ০২জন মাদক চোরাকারবারী ফেন্সিডিল ফেলে দৌঁড়ে পালিয়ে যাওয়ায় টহল দল তাদের আটক করতে সক্ষম হয়নি। ঘটনাস্থল হতে পলাতক আসামী  পত্নীতলার কৃষ্ণপুর গ্রামের মোঃ সেকেন্দার (৫০) ও  মোঃ সিদ্দিক (৪০)

আরও একটি অভিযানে সকাল ১০ টায় ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে পতœীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধীনস্থ কালুপাড়া বিওপি’র টহল কমান্ডার হাবিঃ মোঃ লিটন এর নেতৃত্বে একটি টহলদল সীমান্ত পিলার ২৭১/৯-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধামুইরহাট উপজেলার বাদদিঘী নামক এলাকায় অভিযান পরিচালনা করে ১১০ বোতল ভারতীয় ফেন্সিডিল (প্রতি বোতল ১০০ মিঃ লিঃ) আটক করতে সক্ষম হয়। যার সিজার মূল্য-৪৪,০০০/- টাকা। বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারী ফেন্সিডিল ফেলে দৌঁড়ে পালিয়ে যাওয়ায় টহল দল তাদের কাউকে আটক বা সনাক্ত করতে সক্ষম হয়নি।
 ১৪ বিজিবি পরিচালক অধিনায়ক মো: জাহিদ হাসান জানান আটককৃত ফেন্সিডিলসহ পলাতক আসামীদের বিরুদ্ধে নিকটস্থ থানায় মামলা দায়ের এর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সমন্বিত নবজাতকের সেবা প্যাকেজের প্রশিক্ষণের সমাপ্তি
আবু রায়হান রাসেল, নওগাঁ: মাঠ পর্যায়ে কর্মরত পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যান সহকারীদের ৪দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি ঘোষণা করা হয়েছে। গত মঙ্গলবার জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের হল রুমে এই সমাপনী ঘোষনা করা হয়।
নওগাঁয় সমন্বিত নবজাতকের সেবা প্যাকেজের প্রশিক্ষণের সমাপ্তি

পরিবার পরিকল্পনা অফিসসূত্রে জানা যায়, নওগাঁ জেলায় এই ‘কমপ্রেহেনসিভ নিউ বর্ন কেয়ার ’ বা সমন্বিত নবজাতকের সেবা প্যাকেজের প্রশিক্ষণ শুরু হয়েছিল গত ডিসেম্বর মাসে। এ পর্যন্ত  দুই দফায় ৬ ব্যাচে মোট ১২০ জনকে এই প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষক ছিলেন উপজেলা পর্যায়ে  কর্মরত পরিবার পরিকল্পনা বিভাগের এই বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত মেডিক্যাল অফিসারবৃন্দ। প্রশিক্ষনে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক মো. শফিকুল ইসলাম,নওগাঁ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: রওশন আরা খানম, নওগাঁ সিভিল সার্জন ডা: মো. মুমিনুল হক, পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক ড. কস্তুরী আমেনা কুইন,নওগাঁ সদর হাসপাতালের শিশু ও গাইনী কনসালটেন্টবৃন্দ এবং উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তাবৃন্দ। প্রশিক্ষনটি সমন্বয় করেন নওগাঁ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের  ডিসট্রিক্ট কনসালটেন্ট ও সহকারী পরিচালক (সিসি) ডা: মো. কামরুল আহসান। পরিবার পরিকল্পনা অধিদপ্তর ঢাকার পরিচালক (এমসিএইচ) এর উদ্যোগে সাড়া দেশব্যাপী এই প্রশিক্ষণ পরিচালিত হচ্ছে।
 
নওগাঁ ডিসট্রিক্ট কনসালটেন্ট ও সহকারী পরিচালক (সিসি) ডা: মো. কামরুল আহসান জানান, এই প্রশিক্ষনের উদ্দেশ্য হলো  নবজাতক ও মাতৃ মৃত্যুর হার কমে নিয়ে আসা।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget