নওগাঁয় প্রাক্তন সৈনিক সংস্থার ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
আতাউর শাহ্, নওগাঁ : নওগাঁয় বাংলাদেশ প্রাক্তন সৈনিক সংস্থা রেজি নং ১২/৯৫ নওগাঁ জেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের মুক্তির মোড় নিজ সংগঠনের কার্যালয়ে সাধারন সভার মধ্য দিয়ে ৩১জন বিশিষ্ঠ নব কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়। এতে সভাপতিত্ব করেন সাবেক সভাপতি তার সভাপতিত্বে নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচনে রির্টানিং অফিসারের দায়িত্ব পালন করেন আব্দুল মান্নান।
নব নির্বাচিত কমিটির সভাপতি মো: খোরশেদ আলম, সাধারন সম্পাদক মো: মোস্তাকিম রহমান, সাংগঠনিক সম্পাদক মো: আতাউর রহমান,
অন্যানোদের মধ্যে উপষ্ঠিত ছিলেন, এরশাদুল ইসলাম, আমিনুল ইসলাম ও সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজ খাঁন, উক্ত নির্বাচনে ৫৫০জন ভোটারের ভাটাধিকার প্রয়োগ করেন।