নওগাঁর সাপাহারে জলাতঙ্ক রোগ নির্মূলের লক্ষ্যে অবহিতকরণ সভা অনুষ্ঠিত
নয়ন বাবু, উপজেলা প্রতিনিধি: নওগাঁর সাপাহারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের সভা কক্ষে জলাতঙ্ক রোগ নির্মূলের লক্ষ্যে উপজেলায় ব্যাপক হারে কুকুরের টিকাদান (এমডিভি) কার্যক্রমের বাস্তবায়নের নিমিত্তে উপজেলা অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরী।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার (টিএস) ডা: মুহা: রুহুল আমিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওয়াহেদ, ডাঃ মোরশেদ মঞ্জুর কবির লিটন, প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মানিক, সাধারণ সম্পাদক গোলাপ খন্দকার, কেটিভি বাংলার নওগাঁ জেলা প্রতিনিধি সাংবাদিক নয়ন বাবু প্রমুখ।
এ সময় সেখানে সকল ইউপি চেয়ারম্যান, মেডিকেলের সকল চিকিৎসক, কর্মকর্তা, সাংবাদিক সহ অনেকেই উপস্থিত ছিলেন।