নওগাঁয় প্রাইম ব্যাংক ইয়ং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার চ’ড়ান্ত খেলা ও পুরস্কার বিতরন
আব্দুর রউফ রিপন,নওগাঁ: নওগাঁয় প্রাইম ব্যাংক ইয়ং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা-২০১৯ এর চ’ড়ান্ত খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে জেলা স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক ও জেলা প্রশাসক মো: মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরন করেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দীন জলিল (জন)। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ক্রিড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য ও নওগাঁ চেম্বারের সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেল, প্রাইম ব্যাংক নওগাঁ শাখার ম্যানেজার শাহ মো: আবু সালেহ, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব রফিক উদ্দিন, প্রবীন রাজনৈকিত বাবু কৃষ্ণ চন্দ্র, ক্রীড়া ব্যক্তিত্ব ডা: দুলদুল প্রমুখ। এই প্রতিযোগিতায় জেলার ৮টি স্কুল দল অংশগ্রহণ করে। চ’ড়ান্ত ম্যাচে নওগাঁ জিলা স্কুল দলকে ৫ উইকেটে হারিয়ে বিজয়ী হয় সীমান্ত পাবলিক স্কুল দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ও জেলা ক্রিড়া সংস্থার ব্যবস্থাপনায় এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। গত ৩১ জানুয়ারী এই প্রতিযোগিতা শুরু হয়।