Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 588 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 45 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 3 দিনাজপুর 4784 দেশজুড়ে 42 ধর্ম 3414 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2782 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 82 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ): আমন ধান ঘরে তোলার সাথে সাথে শুরু হয়েছে আসন্ন ইরি-বোরো ধান চাষাবাদের জন্য আদর্শ বীজ তলা তৈরির কাজ। শষ্য ভান্ডার খ্যাত নওগাঁর আত্রাই উপজেলার প্রত্যন্ত অঞ্চলে আদর্শ বীজতলা তৈরীতে ব্যস্ত হয়ে পড়েছে কৃষকরা। স্বল্প খরচে ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আদর্শ বীজতলার দিকে ঝুঁকে পড়েছেন এ অঞ্চলের কৃষক।

ভালো ফলনের আশায় উপজেলার কৃষকেরা রাতদিন পরিশ্রম করে যাচ্ছে। কৃষকের পাশাপাশি বসে নেই কৃষি কর্মকর্তারাও।

আদর্শ বীজতলা গুনগত ও উৎকৃষ্ট মানের ধানের চারা উৎপাদনের জন্য ১ মিটার প্রস্ত বেড করে এবং দুই বেডের মাঝে নালা রেখে প্রধানত এ বীজতলা করা হয়। সেচ দেয়া ও অতিরিক্ত পানি নিষ্কাশনের স্বুধিা, আন্ত পরিচর্যার সুবিধা ও সঠিক অনুপাতে বীজ বপনের জন্য এই আদর্শ বীজতলা।

উপজেলার শাহাগোলা ইউনিয়নের ভবানীপুর, রসুলপুর ও তারাটিয়া এলাকার কৃষক রফিকুল ইসলাম, আবুল কালাম ও রেজাউল করিম জানান, কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী আমরা এখন সবাই আদর্শ বীজতলা তৈরি করছি। এতে আমরা ভাল মানের চারা তৈরি হবে। এ বীজতলায় বীজ কম লাগছে। রোপণের সময় চারা সাশ্রয় হয়। এ চারা দিয়ে লাইন লোগো পদ্ধতিতে ধান রোপণ করে গত কয়েক বছর ধরে ভালো ফলন পেয়েছে বলেন জানান তাঁরা।

উপজেলার কালিকাপুর ইউনিয়নের পাইকড়া ব্লকের উপ-সহকারি কৃষি কর্মকর্তা হিরু প্রামানিক বলেন, আদর্শ বীজতলার প্রতি বর্গমিটারে ৩০ গ্রাম বীজ প্রয়োজন হয়। সেই হিসাবে ১ শতক আয়তনের বীজ তলায় মাত্র ১ হাজার ২শ’ বীজ প্রয়োগ করতে হয়। পক্ষান্তরে সমাতলী বীজতলায় এর থেকে আনেক বেশি বীজ লাগে। আদর্শ বীজতলার ওপরে কোন বাড়তি পানি জমা হতে পারে না। সমান হারে বীজগুলো বীজতলায় দেয়া সম্ভব হয়। ফলে প্রত্যেকটি চারা সমান মানের হয়। আবার কখনো বীজতলায় রোগ ও পোকা- মাকড়ের কারণে ক্ষতিগ্রস্ত হতে দেখা গেলে সাথে সাথে প্রয়োজনীয় পরিচর্যা করা যায়।

উপজেলার সাহেবগঞ্জ ব্লকের উপ-সহকারি কৃষি কর্মকর্তা কেরামত আলী বলেন, আদর্শ বীজতলা করলে অল্প জায়গায় চারা দিয়ে বেশি জমি রোপণ করা যায়। হিসাব মতে ১ শতক বীজতলার চারা দিয়ে প্রায় ২০ শতক ধানের জমি রোপণ করা যায়। আদর্শ বীজতলার চারায় কুশি গজায়। এ কারণে মাত্র একটি বা দুটি চারা দিয়ে একটি গোছা তৈরি করা যায়। অপর পক্ষে সমাতলী বীজতলার চারা লিকলিকে চিকন, দুর্বল এবং কম বাড়তি সম্পন্ন হয়। ফলে ওই চারা দিয়ে ধানের জমি রোপণ করলে ধানের ফলন কমে যায়।

ভবানীপুর ব্লকের উপ-সহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শফি উদ্দিন আহম্মেদ বলেন,  আশা করছি আগামী বছর শতভাগ আদর্শ বীজতলা করবে কৃষক। এতে বীজ খরচ কম হয়। বীজ তলায় রোগ বালাই হয়না বললেই চলে। জমিতে ধান রোপণে চারা কম লাগে। ধানের উৎপাদন বৃদ্ধি পেয়ে কৃষক লাভবান হবে।

এ ব্যাপারে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ কে এম কাউছার হোসেন জানান, আবহাওয়া অনুকূলে থাকলে বরাবরের ন্যায় উপজেলায় এবারও লক্ষ্যমাত্রার চেয়ে অর্জন বেশি হবে। তিনি আরো বলেন বোরো আবাদের উপযোগী সব জমিকে চাষের আওতায় আনতে জমির সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করে, কৃষি পণ্য উৎপাদ বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের নিয়মিত পরামর্শ, প্রশিক্ষণ ও কৃষি প্রণোদনা প্রদান করা হচ্ছে।

আতাউর শাহ্, নওগাঁ : মাদক‘কে না বলুন, কে হবে প্রিজম আইকন? এই শ্লোগান নিয়ে প্রতি বছরের ন্যায় এবারেও নওগাঁয় প্রিজম শিক্ষা পরিবারের উদ্যোগে নওগাঁ সদর উপজেলার ২৭টি বিদ্যালয়ের সাড়ে ৪হাজার শিক্ষার্থীদের মধ্যে পিলিমিনারী পরীক্ষা নেয়া হয়। সেখান থেকে বাছাইকৃত ৩০০জন শিক্ষার্থীদের নিয়ে লিখিত পরীক্ষার মাধ্যমে “প্রিজম আইকন“ নির্বাচন করা হয়। ৭টি ক্লাশের ৭জন ক্লাশ সেরাসহ মোট ৩৪জনকে পুরস্কৃত করা হয়। সর্বোচ্চ নম্বর প্রাপ্তদের মধ্যে লটারীর মাধ্যমে প্রিজম আইকন নির্বাচন করা হয়। এবারের প্রিজম আইকন নওগাঁ জিলা সরকারী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেনীর ছাত্র রাহাত আযম জালাল। তাকে পুরস্কার হিসাবে একটি ট্যাব, ৩জন সদস্য বিশিষ্ট ডিনারের সুযোগ এবং কক্স্রবাজার সমুদ্র সৈকতে যাতায়াতের বাসের টিকিট। প্রিজম শিক্ষা পরিবার ও মাদক বিরোধী সামাজিক আন্দোলন এর আয়োজন করেন। এতে প্রধান অতিথি ছিলেন, সদর থানা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার লিমন রায়। গত শুক্রবার বিকেলে শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারে প্রিজম শিক্ষা পরিবারের প্রধান উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে রাজশাহী বিভাগের মাদক দ্রব্য নিয়ন্ত্রনের অতিরিক্ত পরিচালক জাফরউল্লাহ কাজল, জেলা মাদক বিরোধী সামাজিক আন্দোলনের সভাপতি মাষ্টার হাফিজুর রহমান, জেলা কেমিষ্ট এন্ড ড্রাগস সমিতির সভাপতি আতাউর রহমান খোকা, জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, নওগাঁ জজ কোর্টের সাবেক পিপি (নারী ও শিশু) ত্র্যাড. আব্দুল বাকী, প্রিজম শিক্ষা পরিবারের ব্যবস্থাপনা পরিচালক নয়ন হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা মাদকের কুফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। পরে অতিথিরা বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন। পরে গভীর রাত পর্যন্ত চলে প্রিজম পরিবারের ছাত্র-ছাত্রীদের এবং স্থানীয় শিল্পীদের নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৃত্য একাডেমীর নৃত্য পরিবেশিত হয়।

মাহমুদুন নবী বেলাল, নওগাঁ : নওগাঁয় ইথেন এন্টারপ্রাইজের উদ্যোগে গরীব, অসহায় ও দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে সাড়ে ৭হাজার শীতবস্ত্র (কম্বল) বিতরন করা হয়েছে। নওগাঁ শহরের বিভিন্ন পয়েন্টে এসব শীতবস্ত্র বিতরন করা হয়। এরই অংশ হিসেবে শনিবার সকালে ভবানীপুর মোজাফ্ফর হোসেনের বয়লারে প্রায় ৬শ শীতবস্ত্র বিতরন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন নওগাঁ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ-এর সভাপতি ও ইথেন এন্ট্রাপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক ইকবাল শাহরিয়ার রাসেল। এসময় নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি কায়েস উদ্দিন, জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মীর মোশারফ হোসেন জুয়েল এবং চেম্বারের সাবেক পরিচালক মীর জাহিদুল হাসান জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি গরীব, অসহায় ও দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরন করেন।#
নওগাঁর পতœীতলায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত-আহত দুই
আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধি ঃ
নওগাঁর পতœীতলায় বাস ও ব্যাটারি চালিত সিএনজির সংঘর্ষে দুদুসোনার (৩৫) নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও দুইজন। শনিবার সকাল ১০টায় উপজেলার নজিপুর-সাপাহার সড়কে আর্দশ গ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুদুসোনার বদলগাছি উপজেলার খোজাগাড়ি  গ্রামের মৃত জামাল সোনারের ছেলে। আহত হয়েছেন একই  গ্রামের শফির উদ্দীনের ছেলে সানোয়ার (৪৫) এবং মালেক সোনারের ছেলে আবুল সোনার (৪৮)।
স্থানীয়রা জানায়, নজিপুর সদর থেকে ব্যাটারি চালিত সিএনজি নিয়ে দুদুসোনারসহ অপর দুুইজন সাপাহারের দিকে যাচ্ছিলেন। পথে আর্দশ গ্রাম এলাকায় পৌছালে সাপাহার থেকে আসা একটি বাসের সঙ্গে সিএনজিটির সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা তিন আরোহীর মধ্যে ঘটনাস্থলে নিহত হন দুদুসোনার এবং আহত হয় আরো দুইজন। পরে আহতদের উদ্ধার করে পতœীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় পতœীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল কুমার বলেন, ঘটনাস্থল থেকে ঘাতক বাসটি আটক করা হয়েছে এবং লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে।

আতাউর শাহ্, নওগাঁ:  নওগাঁয় সৃষ্টি আইটির উদ্দ্যোগে আসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১টায় শহরের তাজের মোড়ে সৃষ্টি আইটি ভবনের সামনে প্রায় আড়াই শতাধিক দুস্থদের মাঝে এসব শীতবস্ত্র বিতরন করা হয়।

শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে সৃষ্টি আইটির পরিচালক আরিফুল আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রধান সহযোগী আবির রয়, বিশেষ সহযোগী হযরত আলমাস শান্ত, সুমন রয়, সৌরভ বাসার নিলয় প্রমূখ।

এসময় সৃষ্টি আইটির পরিচালক আরিফুল আলম বলেন, নওগাঁকে বেকার মুক্ত করার লক্ষে আমরা যুবসম্প্রদায়ের মাঝে সল্প খরচে ইনফরমেশন টেকনোলজি (আইটি) শিক্ষা প্রদান করছি। আমরা আশাকরি আগামীতে যুবসম্প্রদায় আইটি শিক্ষা গ্রহন করে বেকারত্ব দুরীকরনের মাধ্যমে নওগাঁকে বিশ্বের দরবারে আরো এগিয়ে নিয়ে যাবেন।

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: বেনাপোলে -চারুকারু প্রশিক্ষন কোর্সের “চারুবর্ণ” আর্ট সেন্টারের শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট প্রদান ও মতবিনিময় সভা অুনষ্ঠিত হয়।

শুক্রবার ১১ই জানুয়ারী সকাল ৯টার সময় বেনাপোল নবদিগন্ত প্রি-ক্যাডেট এন্ড হাইস্কুলে অনুষ্ঠিত হয়েছে। “চারুবর্ণ” আর্ট সেন্টারের উদ্যোগে ২০১৮-১৯সন (১ম ব্যাচ) হতে বেনাপোলে চারুবর্ণের নবদিগন্ত প্রি- ক্যাডেট, গাজীপুর মডেল স্কুল, আইডিয়াল কিন্ডার গার্টেন ও সানরাইজ পাবলিক স্কুল শাখার ৩০জনকে চারুকারু প্রশিক্ষন কোর্সের ১ বছরের সার্টিফিকেট প্রদান করা হয়।

চারুবর্ণ আর্ট সেন্টারের পরিচালক মহাসিন হোসেন হৃদয়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবদিগন্ত প্রি- ক্যাডেট এর প্রধান শিক্ষক আবু তালহা, বিশেষ অতিথী বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ইন্তাজুর রহমান, চারুবর্ণ আর্ট সেন্টারর শিক্ষক অবনিশ মন্ডল, আমরা বেনাপোলের বাসিন্দার সিনিয়র সহ সভাপতি সেলিম রেজা, সাধারন সম্পাদক সাইদুর রহমান। মিডিয়া পার্টনার হিসেবে সহযোগীতা করেছেন সীমান্ত প্রেসক্লাব বেনাপোল। অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন আমরা বেনাপোলের বাসিন্দার সদস্য মুশফিকুর রহমান সাকিব ও মেহেদী হাসান প্রান্ত।

মোঃ রাসেল ইসলাম,যশোর জেলা প্রতিনিধি: যশোরের ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৬ এর সদস্যরা।

শুক্রবার রাতে যশোর র‌্যাব-৬ এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার বাঘারপাড়া থানাধীন দরাজাট মধ্যে পাড়া গ্রামে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মোঃ সাইদুর রহমান(৩৮)এর বাড়ি থেকে ১ কেজি গাঁজাসহ তাকে আটক করতে সক্ষম হয়। আটক সাইদুর রহমান দরাজাট গ্রামের মোঃ ছালাম মোল্লার ছেলে।  

র‌্যাব-৬,সিপিসি-৩ যশোর ক্যাম্পের কমান্ডার অতিঃ পুলিশ সুপার মুহাম্মদ ছুরত আলম সাংবাদিক রাসেল ইসলামকে জানান, আমার নেতৃত্বে একটি অভিযানিক দল সাইদুর রহমানে বাড়িতে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ তাকে আটক করি। তিনি আরো বলেন, মাদক ব্যবসায়ী সাইদুর রহমান দীর্ঘদিন ধরে এলাকায় যুবকদের কাছে মাদক বিক্রি করে আসছে। এলাকার যুব সমাজকে মাদকাসক্ত সহ বিভিন্ন অপরাধের সাথে তিনি জড়িত রয়েছে। আটক আসামীকে মাদক সহ আইনগত ব্যবস্থার জন্য বাঘারপাড়া থানায় হস্তান্তর করা  হয়েছে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget