Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 588 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 45 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 3 দিনাজপুর 4784 দেশজুড়ে 42 ধর্ম 3414 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2782 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 82 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুর উপজেলার চেরাগপুর ইউনিয়ন পরিষদে প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় অসহায় ও প্রবীণদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে।  রোববার সকালে স্থানীয় উন্নয়ন সংস্থা মৌসুমী এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর যৌথ অর্থায়নে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। মৌসুমীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস.কে.এম মজনু-নুল হকের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে চেরাগপুর ইউনিয়নের চেয়ারম্যান শিবনাথ মিশ্র, মৌসুমী সংস্থার এ্যাডভাইজার মাহবুবার রহমান, প্রধান নির্বাহী হোসেন শহীদ ইকবাল রানা, উপ-প্রধান নির্বাহী গৌতম কুমার ঘোষ, পরিচালক এরফান আলী, উজ্জীবিত প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী আব্দুর রউফ, প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির কর্মসূচি কর্মকর্তা ইমদাদ আলী, চেরাগপুর ইউনিয়ন প্রবীণ কমিটির সভাপতি আব্দুল মজিদসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপ¯ি’ত ছিলেন। মৌসুমীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মজনু-নুল হক বলেন, প্রতি বছর আমরা অসহায় মানুষের পাশে থাকি। তারই ধারাবাহিকতায় চেরাগপুরে শতাধিক অসহায় মানুষের মাঝে কম্বল ও চাদর বিতরন করা হয় এবং আগামীতে এই ধারাবাহিকতা অব্যহত থাকবে বলে জানান তিনি।

মাহমুদুন নবী বেলাল, নওগাঁ: অবশেষে নওগাঁ জেলা প্রশাসক মিজানুর রহমানের হস্তক্ষেপে দু পক্ষের মধ্যে সমঝোতার মাধ্যমে শনিবার দুপুর আড়াইটা থেকে জেলার আভ্যন্তরীণ সকল পথে বাস চরাচল শুরু হয়েছে। জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ও দুরপাল্লার বাস মালিক ওমর ফারুকের বিরুদ্ধে নিয়ম না মেনে নওগাঁর মান্দা ফেরিঘাট থেকে ঢাকা পর্যন্ত দুরপাল্লার বাস চলাাচলের অভিযোগ এনে শুক্রবার সকাল ৮ টা থেকে জেলার সকল আভ্যন্তরীন পথে বাস চলাচল বন্ধ করে দেয় জেলা সড়ক পরিাবহন মালিক গ্রুপ। এই বাস চলাচল  বন্ধ থাকায় ভোগান্তীর মুখে পড়েন েেজলার বিভিন্ন রুটে যাতায়াতকারি যাত্রীরা। নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম জানান, নওগাঁ জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক সম্প্রতি ফারুক এন্টারপ্রাইজের ব্যানারে নিয়ম বর্ভিভ’তভাবে নওগাঁর মান্দা ফেরিঘাট থেকে ঢাকা পর্যন্ত দুরপাল্লার পথে বাস চলাচল শুরু করেন। নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের নিয়ম মেনে বাসচলাচল করার জন্য তাকে এ বিষয়ে মৌখিক ও লিখিতভাবে জানানো সত্ত্বেও তিনি কোন তোয়াক্কা না করে বাস চলাচউুুুুুুুুল অব্যাহত রেখেছেন। এ অবস্থায়  বাধ্য হয়েই বিষয়টির সমাধানের লক্ষ্যে শুক্রবার সকাল থেকে জেলার আভ্যন্তরীন পথেবাস চলাচল বন্ধ রাখে সড়ক পরিবহন মালিক গ্রুপ।তবে জেলা প্রশাসকের কার্যালয়ে এনিয়ে  আলোচনা বৈঠকের পর বাস চলাচল শুরু হয়েছে দুপুর থেকে। এ ব্যাপারে নওগাঁ জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. ওমর ফারুক বলেন, তার বিরুদ্ধে নিয়ম বহিভূর্তভাবে দুরপাল্লার বাস চালু রাখার অভিযোগ সঠিক নয়। তিনি বলেন, নিয়ম মেনেই ও যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে গেল ঈদ থেকে তার ফারুক এন্টারপ্রাইজের ব্যানারে ৫টি গাড়ি নওগাঁ-ঢাকা রুটে চলাচল করছে। কিন্তু হঠ্যাৎ করে কাউকে কিছু জানিয়ে কোন আলোচনা বৈঠক ছাড়াই সড়ক পরিবহন মালিক গ্রুপ শুক্রবার সকাল বাস চলাচল বন্ধ করে দিয়ে যাত্রীদের কেন ভোগান্তির মুখে এবং মটর শ্রমিকদের কষ্টের মধ্যে ফেলেন।  শনিবার নওগাঁ জেলা প্রশাসকের সাথে আমার ও জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ নেতৃবৃন্দের আলোচনা বৈঠকের পর সমঝোতার মাধ্যমে দুপুর আড়াইটা থেকে জেলার সব পথে বাস চলাচল শুরু হয়েছে। নওগাঁ জেলা প্রশাসক মিজানুর রহমান বলেন, এ বিষয়ে আমার বাসভবনে ত্রিপক্ষীয় বৈঠকের পর  দুপুর থেকে জেলার সকল পথে বাস চলাচল স্বাভাবিক হয়েছে।

আবু রায়হান রাসেল, নওগাঁ: নওগাঁ মাল্টিাপারপাস কো-অপারেটিভ সোসাইটির “মানবতার বাক্স” দরিদ্র ও অসহায় পরিবারের জন্য আশির্বাদ হিসেবে পরিচিতি লাভ করেছে। প্রতিষ্ঠানের প্রধান অফিসসহ অন্য ১৩টি অফিসে মানবতার বাক্স স্থাপন করা হয়েছে। এই বাক্সে মাস শেষে বেতন পাওয়ার পর যার যা সাধ্যমত এই বাক্সে সহযোগিতা করবেন। তার সাথে অফিসের তহবিল থেকে আরও শাখা অফিসে ৪ গুন এবং প্রধান অফিসে ৯ গুন অথ্য যুক্ত করে দরিদ্র অসহায় মানুষদের স্বনির্ভর করতে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে।

নওগাঁ মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির ব্যবস্থাপনা পরিচালক এম মাসুদ রানা জানিয়েছেন প্রধান দপ্তরে একটি এবং অন্য ১৩টি শাখা অফিসে ১টি করে বাক্স স্থাপন করা হয়েছে।

শাখা অফিসগুলোতে মাসের প্রথমে বেতন পাওয়ার পর কর্মরত প্রত্যেক কর্মকর্তা কর্মচারী এই বাক্সে তাদের সাধ্যমত আর্থিক সহযোগিতা প্রদান করবেন। পরে বাক্স খুলে যে অর্থ সঞ্চিত পাওয়া যাবে সংশ্লিষ্ট শাখা অফিসের তহবিল থেকে তার ৪ গুন টাকা যুক্ত করে একজন বা দুইজন দরিদ্র অসহায় পরিবারকে সেই অর্থ অনুদান হিসেবে প্রদান করা হচ্ছে।

প্রধান দপ্তরে অনুরুপ আরেকটি বাক্স রাখা হয়েছে। সেই বাক্সে একইভাবে মাসের প্রথমে বেতন গ্রহণের পর কর্মকর্তা কর্মচারীবৃন্দ তাঁদের সাধ্যমত আর্থিক অনুদান প্রদান করবেন। বাক্স খুলে যে অর্থ পাওয়া যাবে অফিসের তহবিল থেকে তার ৯ গুন অর্থ যুক্ত করে দরিদ্র অসহায় পরিবারগুলোর মধ্যে সহায়তা প্রদান করা হয়ে আসছে।

নওগাঁ মাল্টিারপারপাস কো-অপারেটিভ সোসাইটির এই “মানবতার বাক্স” এলাকার দারিদ্রতা দুরীকরনে ভুমিকা রাখবে বলে সচিতন মহলের ধারনা।

আব্দুর রউফ রিপন, রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা: নওগাঁর রাণীনগরে মুক্তিযোদ্ধাদের মাঝে প্রধানমন্ত্রীর প্রদানকৃত শীতবস্ত্র (কম্বল) বিতরন করা হয়েছে। শনিবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে এই শীতবস্ত্র উপজেলার ২শত জন মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের মাঝে বিতরন করা হয়। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এ্যাড. ইসমাইল হোসেনের নেতৃত্বে বিতরন অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন ডেপুটি কমান্ডার সরদার আব্দুল ওয়াহেদ, সহকারি কমান্ডার আয়েজ উদ্দিন, সংসদের সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম, ইউপি কমান্ডার মুনছুর রহমানসহ সংসদের অন্যান্য নেতৃবৃন্দ ও সকল মুক্তিযোদ্ধা। বিতরন অনুষ্ঠানে কমান্ডার এ্যাড. ইসমাইল হোসেন বরেন বর্তমান সরকার মুক্তিযুদ্ধের পক্ষের সরকার। জনগন আবারো এই সরকারকে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করেছে। আমরা এই সরকারের পক্ষে কাজ করবো। আর আমাদের পক্ষের সংসদ সদস্য মো: ইসরাফিল আলমকে এই আসনের জনগন বিপুল ভোটে ৩য় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত করেছে। তিনি সব সময় আমাদের সঙ্গে ছিলেন এখনও আছেন। তাই প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন আমরা আমাদের সংসদ সদস্য ইসরাফিল আলমকে মন্ত্রী হিসেবে দেখতে চাই।

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের বেনাপোল আমড়াখালী চেকপোষ্ট বিজিবি’র পৃথক অভিযানে ৪টি গরু ও ১৭ বোতল ভারতীয় মদ আটক।

শনিবার সকালে আমড়াখালী বিজিবি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুটি অভিযানে শার্শা বুজতলা গ্রাম থেকে ৪টি ভারতীয় গরু অপর দিকে বেনাপোল আমড়াখালী চেকপোষ্ট থেকে লোকাল বাসের সীটের নিচে থেকে ১৭ বোতল ভারতীয় মদ আটক করে। সেসময় কোনো পাচারকারীকে আটক করতে পারিনি বিজিবি।

৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি’র আমড়াখালী চেকপোষ্টের সুবেদার মিজানুর রহমান সাংবাদিক রাসেল ইসলামকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুটি অভিযানে ৪৯ বিজিবি’র টহল দল ৪টি ভারতীয় গরু ও ১৭ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়।

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার নাভারণে প্রতিবন্ধি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ ও বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষনা করা হয়েছে।

শনিবার সকাল ১১ টার দিকে শার্শা উপজেলার ১০ নং শার্শা ইউনিয়ন পরিষদ সংলগ্ন নাভারণ প্রতিবন্ধি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিবন্ধি ক্ষুদে শিক্ষার্থী ও বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা এবং পরিচালনা পরিষদের সদস্যদের সম্বনয়ে বই বিতরণ করা হয়।

শার্শা উপজেলা প্রতিবন্ধি কল্যাণ সংস্থার সভাপতি আবু বাক্করের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শার্শা থানা আওয়ামীলীগের সহ-সভাপতি সালে আহম্মেদ মিন্টু। প্রধান অতিথি বলেন, প্রতিবন্ধি শিশুরা অন্যসব শিশুদের থেকে মানসিক ভাবে আলাদা। তাদেরকে সুরক্ষা ও পাশে থাকা আমাদের কর্তব্য।

তাই মন্ত্রনালয়ের নির্দেশ মোতাবেক আমরা তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধার ব্যবস্থা করেছি,প্রতিবন্ধি কোমলমতি শিশুদের সুরক্ষার জন্য আমাদের বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মসূচী অব্যাহত থাকবে। তিনি আরো বলেন সমাজের বিত্মবানরা যেন প্রতিবন্ধিদের পাশে এসে দাঁড়ায়। প্রতিবন্ধি প্রাথমিক বিদ্যালয়কে সরকারী করনের জোর দাবী জানান।

বিশেষ অতিথি শার্শা বি,আর,পি এর সভাপতি তরিকুল ইসলাম ঝন্টু,বুরুজ বাগান হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক আব্দুল ওহাব,শার্শা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও প্রতিবন্ধি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মুরাদ হোসেন, দাতা সদস্য- মোখলেছুর রহমান কাজল, শিরিনা আক্তার,প্রধান শিক্ষিকা বন্যা রানী সহ বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা ও কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget