Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 588 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 45 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 3 দিনাজপুর 4784 দেশজুড়ে 42 ধর্ম 3414 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2782 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 82 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল (যশোর) প্রতিনিধি: “বই হোক মোদের সাথি , জ্ঞানার্জনে গড়বো জাতি” “ শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বছরের প্রথম দিনে বিপুল উৎসাহ-উদ্দীপনা এবং আনন্দমুখর পরিবেশে  নতুন বই বিনামূল্যে বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।
নতুন বইয়ের জন্য সকাল থেকেই বিদ্যালয়ে শিক্ষার্থীদের পদচারণে মুখর হয়ে ওঠে স্কুল মাঠ । প্রতিবারের মতো এবারও নতুন  বইয়ের ঘ্রাণ নেওয়ার জন্য মুখিয়ে ছিল শিক্ষার্থীরা। নতুন বই হাতে পেয়ে  আনন্দে মাতোয়ারা বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরা। ১ জানুয়ারী মঙ্গলবার সকাল ১০টার সময় সারা বাংলাদেশে ঢাকার সাথে এক যোগে পালিত হলো জাতীয় বই উৎসব।
তারই ধারাবাহিকতায় যশোরের শার্শা উপজেলায় এক মনোমুগ্ধকর পরিবেশের মধ্যদিয়ে নতুন বইয়ের স্বাধ নিলো ক্ষুদে শিক্ষার্থী সহ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষার্থরা। বই হাতে আনন্দ উল্লাসে ঘরে ফেরা যেন সে এক অভাবনীয় দূর্লভ পরিবেশের সৃষ্টি। মঙ্গলবার সকাল ১০টার সময় ৮৫ যশোর-১ এর মাননীয় সংসদ সদস্য আলহাজ¦ শেখ আফিল উদ্দিন কোমলমতি ক্ষুদে শিক্ষার্থীদের হাতে ২০১৯ সালের নতুন বছরের বই তুলে দিয়ে বই উৎসবের সুভ সুচনা করেণ।
এর পর থেকেই এই উপজেলার ১১ টি ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে বই বিতরণী শুরু হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ সিরাজুল হক মঞ্জু, নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান, ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মোফাজ্জল হোসেন, নওগাঁ: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁর ৬টি আসনের বেসরকারি ফলাফল ঘোষনা করা হয়েছে। নওগাঁ-১ (সাপাহার-পোরশা-নিয়ামতপুর) আসনের মোট ১৫৬টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে আওয়ামীলীগের প্রার্থী সাধন চন্দ্র মজুমদার নৌকা প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ১৮৭৫৯২টি তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি প্রার্থী মোস্তাফিজুর রহমান ধানের শীষ প্রতীকে ভোট পেয়েছেন ১৪১৩৬৪টি। বেসরকারি ফলাফলে আওয়ামীলীগের প্রার্থী সাধন চন্দ্র মজুমদারকে বিজয়ী ঘোষনা করা হয়েছে। নওগাঁ-২ (ধামইরহাট-পতœীতলা) আসনের মোট ১১০টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে আওয়ামীলীগের প্রার্থী শহীদুজ্জামান সরকার নৌকা প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ১৯৯৮৯৪টি তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি প্রার্থী সামসুজ্জোহা খাঁন ধানের শীষ প্রতীকে ভোট পেয়েছেন ৯৯৯১৬টি। বেসরকারি ফলাফলে আওয়ামীলীগের প্রার্থী শহীদুজ্জামান সরকারকে বিজয়ী ঘোষনা করা হয়েছে। নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের মোট ১২৩টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে আওয়ামীলীগের প্রার্থী ছলিম উদ্দীন তরফদার নৌকা প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ১৯৯৭৯৩টি তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি প্রার্থী পারভেজ আরেফিন সিদ্দিকী জনি ধানের শীষ প্রতীকে ভোট পেয়েছেন ১০০১৪২টি। বেসরকারি ফলাফলে আওয়ামীলীগের প্রার্থী ছলিম উদ্দীন তরফদারকে বিজয়ী ঘোষনা করা হয়েছে। নওগাঁ-৪ (মান্দা) আসনে মোট ১০৮টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে আওয়ামীলীগের প্রার্থী মুহা. ইমাজ উদ্দিন প্রামানিক নৌকা প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ১৬৬৪৬২টি তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি প্রার্থী আবুল হায়াত মোহাম্মদ সামসুল আলম প্রামানিক ধানের শীষ প্রতীকে ভোট পেয়েছেন ৪৯৯৭১টি। বেসরকারি ফলাফলে আওয়ামীলীগের প্রার্থী মুহা. ইমাজ উদ্দিন প্রামানিককে বিজয়ী ঘোষনা করা হয়েছে। নওগাঁ-৫ (সদর) আসনের মোট ৯৮টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে আওয়ামীলীগের প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দীন জলিল জন নৌকা প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ১৫৬৮৭৬টি তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি প্রার্থী জাহিদুল ইসলাম ধলু ধানের শীষ প্রতীকে ভোট পেয়েছেন ৮৩৭৫৯টি। বেসরকারি ফলাফলে আওয়ামীলীগের প্রার্থী ব্যারিষ্টার নিজাম উদ্দীন জলিল জনকে বিজয়ী ঘোষনা করা হয়েছে। নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের মোট ১০৪টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে আওয়ালীগের প্রার্থী ইসরাফিল আলম নৌকা প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ১৯০৪২৯ টি আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি প্রার্থী আলমগীর কবীর ধানের শীষ প্রতীকে ভোট পেয়েছেন ৪৬১৫৪টি। বেসরকারি ফলাফলে আওয়ামীলীগের প্রার্থী ইসরাফিল আলমকে বিজয়ী ঘোষনা করা হয়েছে।

নওগাঁ  প্রতিনিধি: নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসনের ঐক্যফ্রন্ট ও বিএনপি মনোনিত প্রার্থী সামছুজ্জোহা খাঁন ভোট থেকে সরে এসে তার আসনের ভোট কেন্দ্রে পুনরায় ভোটের দাবী জানিয়ে রোববার বিকালে তার নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে তিনি লিখিত অভিযোগে বলেন, তার আসনের সকল কেন্দ্রে আ’লীগের নেতাকর্মীরা প্রশাসনের সহযোগিতায় নিজেরা ব্যালট পেপারে সিল মেরে ব্যালট বাক্স পূরন করেছে। আমার এজেন্টদের ভোট কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। তাই আমি এই পাতানো ভোট থেকে সরে এলাম এবং এই আসনের সকল কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণ করা হোক।

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল (যশোর) প্রতিনিধি : যশোর-১ (শার্শা) আসনে হ্যাটট্রিক করলেন আওয়ামীলীগের প্রার্থী শেখ আফিল উদ্দিন। এবার নিয়ে তিনি পর পর ৩ বার এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এবারের নির্বাচনে তিনি ২ লাখ ৯ হাজার ৩৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী বিএনপির মফিকুল হাসান তৃপ্তি পেয়েছেন ৪ হাজার ৮শ দুই ভোট। নির্বাচনে জয়লাভের পর পরই শার্শা ও বেনাপোলের বিভিন্ন স্থানে বিজয় মিছিল বের করে আওয়ামীলীগের নেতাকর্মীরা। এদিকে যশোর-১ আসনের মহাজোট প্রার্থী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব শেখ আফিল উদ্দিন বিজয়ের পর তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় বলেন, এ বিজয় গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনার বিজয়। এ বিজয় জননেত্রী শেখ হাসিনার প্রতি আস্থা আর আকাঙ্খার প্রতিফলন। এ আসনের সকল ভোটারের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা জানিয়ে বলেন, এ বিজয় আমার বিজয় নয়। শার্শাবাসীর বিজয়। জীবনের শেষ মুহুর্ত পর্যন্ত আমার প্রতি শার্শাবাসী যে ভালোবাসা দিয়েছে আমি তার প্রতিদান দেব। দলের পক্ষ থেকে যেসব প্রতিশ্রুতি দেয়া হয়েছে তা বাস্তবায়নে সর্বদা সচেষ্ট থাকবো। এ জন্য তিনি শার্শাবাসীর দোয়া কামনা করেন।


নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় ৬টি আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ন ভাবে অনুষ্ঠিত হচ্ছে। সকালে বিএমসি সরকারী মহিলা কলেজে আওয়ামীলীগের প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন ও মরছুলা বালিকা উচ্চ বিদ্যালয়ে ধানের শীষের প্রার্থী জাহিদুল ইসলাম ধলু ভোট প্রদান করেন। সকাল থেকে শহরের প্রতিটি কেন্দ্রগুলোতে নারী-পুরুষের উপস্থিতি ছিল চোখে পরার মত। জেলার ৬টি আসনে এখনও পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটে নি বলে রির্টানিং কর্মকর্তা জানিয়েছেন। এসময় বিএনপির প্রার্থী অভিযোগ করে বলেন, অনেক কেন্দ্র তার এজেন্টকে জোর পূর্বক বের করে দিয়ে আওয়ামীলীগের সমর্থকরা নৌকা প্রতীকে ভোট দিচ্ছেন। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে বলেও তারা কোন সুফল পাচ্ছেন না।

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় ৬টি আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ন ভাবে অনুষ্ঠিত হচ্ছে। সকালে বিএমসি সরকারী মহিলা কলেজে আওয়ামীলীগের প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন ও মরছুলা বালিকা উচ্চ বিদ্যালয়ে ধানের শীষের প্রার্থী জাহিদুল ইসলাম ধলু ভোট প্রদান করেন। সকাল থেকে শহরের প্রতিটি কেন্দ্রগুলোতে নারী-পুরুষের উপস্থিতি ছিল চোখে পরার মত। জেলার ৬টি আসনে এখনও পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটে নি বলে রির্টানিং কর্মকর্তা জানিয়েছেন। এসময় বিএনপির প্রার্থী অভিযোগ করে বলেন, অনেক কেন্দ্র তার এজেন্টকে জোর পূর্বক বের করে দিয়ে আওয়ামীলীগের সমর্থকরা নৌকা প্রতীকে ভোট দিচ্ছেন। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে বলেও তারা কোন সুফল পাচ্ছেন না।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget