প্রতিনিধি নওগাঁ : শেষ দিনে নওগাঁয় নৌকার প্রচারনা তুঙ্গে। গত বৃহসপ্রতিবার নওগাঁ-৫ আসনে নৌকার প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জনের পক্ষে গণসংযোগ করেছেন আওয়ামীলীগ নেতাকর্মী ও তার সমর্থকরা। এ আসনে বিভিন্ন এলাকায় দিনব্যাপি গণসংযোগে ব্যাস্ত সময় পার করেছেন তারা। রোববার একাদশ জাতীয় সংসদ নির্বাচন তবে শুক্রবার সকাল ৮টা থেকে শেষ হয়েছে নির্বাচনি প্রচারনা। তাই আজই প্রচারণার শেষ দিন ছিলো। এসময় নৌকার গণসংযোগে সাধারন মানুষের মধ্যে গণজোয়ার সৃষ্টি হয়। নৌকার বিজয়ের স্লোগানে মুখরিত থাকে আশপাশের এলাকাগুলো। সরেজমিনে নওগাঁ সদর উপজেলা যুবলীগের সাবেক যুব ও ক্রিয়া বিষয়ক সম্পাদক তানভির হায়দার খান রয়েল ও স্থানিয় নেতাকর্মীদেও সমন্বয়ে পৌরসভার ৪ ও ৬ নং ওয়ার্ডের আলোপাড়ার,পালোয়ানপড়া ও ডাঙ্গাপাড়া, আনন্দনগর,সাহানাবাগসিটিসহ বেশ কয়েকটি এলাকায় সাধারন ভোটারদেও মাঝে উপস্থিত হয়ে নৌকার পক্ষে ভোট প্রার্থনা করেন। নওগাঁ জেলা যুবলীগের সদস্য দেলোয়ার হোসেন দুলু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যহত রাখতে হলে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।
পৌরসভার ৯নং ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক কাউছার আলী, দপ্তর সম্পাদক শাহাদত হোসেন রুবেল, রাজু,নয়নসহ বেশ কিছু নেতাকর্মীরা ভবানীপুর,কাঁঠালতলী ও রজাকপুরে নৌকা প্রতিকে ভোট চেয়েছেন। নওগাঁ সদর উপজেলার ছাত্রলীগের সভাপতি বাহাদুর জানান, আমরা স্বতসফুর্ত ভাবে নির্বাচনের প্রচারনার শেষ সময় পর্যন্ত আমাদের ছাত্রলীগের নেতাকর্মীরা মাঠে ছিলো ৩০ ডিসেম্বর জনসাধারন ভোটের মাধ্যমে আবারো আওয়ামীলীগ সরকারের হাতে দেশ পরিচালনা ক্ষমতা ফিরিয়ে দিবে।