Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 588 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 45 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 3 দিনাজপুর 4784 দেশজুড়ে 42 ধর্ম 3414 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2782 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 82 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোর-১ (শার্শা) আসনে নৌকার প্রার্থী শেখ আফিল উদ্দীনের সহধর্মিনী তাহেরা ছোবহা বলেছেন আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন তবে ৩০শে ডিসেম্বর শার্শায় নৌকার বিজয় কেউ ঠেকাতে পারবে না।

বাগআঁচড়া মহিলা আওয়ামীলীগের উদ্যোগে সংরক্ষিত ইউপি সদস্য আরিনা খাতুনের সভাপতিত্বে সাতমাইল বাগআঁচড়া বালিকা আলিম মাদ্রাসা মাঠে দুপুর ৩টার সময় মতবিনিময় সভায় প্রধান অতিথীর বক্তব্য তিনি একথা বলেন। দেশ উন্নয়নের রেল গাড়িতে উঠে গেছে এ ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিতে বলেন। তিনি বলেন, পদ্মা সেতু নিজস্ব অর্থায়নে তৈরী করা নজিরবিহীন ঘটনা। সরকারী কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা তিন গুন করেছে আওয়ামীলীগ সরকার।

শিক্ষার্থীদের অবৈতনিক শিক্ষা ব্যবস্থা ও বিনামুল্যে বই পুস্তক বিতরনের ব্যবস্থা করা হয়েছে। শেখ আফিল উদ্দীন শার্শা উপজেলায় স্কুল,কলেজ, মাদ্রাসা,মসজিদ, রাস্তাঘাট উন্নয়ন করেছেন। এ অঞ্চলে প্রায় দশ হাজার লোকের কর্মসংস্থান করেছেন আফিল জুট মিল স্থাপন করে। তিনি সকলকে  ৩০শে ডিসেম্বর সকাল বেলায় নৌকা মার্কায় ভোট দিতে নিজ নিজ কেন্দ্রে যেতে বলেন।

এ সময় উপস্থিত ছিলেন বাগআঁচড়া ইউপি চেয়ারম্যান ইলিয়াস কবির বকুল,আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, সাংগঠনিক সম্পাদক আকবার আলী, আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান মন্ডল, আবু তালেব সরদার, আব্দুল খালেক, খতিব ধাবক, আলহাজ্ব রবিউল হোসেন, ডাক্তার নুরুল ইসলাম, তবিবর রহমান, মতিয়ার রহমান, আব্দুর রফিক, আলহাজ্ব রাজ আলী মিয়া, আব্দুস ছালাম, আল আমিন খান, ইদ্রিস আলী সর্দার, ইউনুচ আলী, ইউপি সদস্যগণ আলমগীর কবির, আবু তালেব, আসাদুল ইসলাম, মোজাম গাজী, আশরাফ আলী আশু, আব্দুল হান্নান, নাসির উদ্দিন, আলী আহম্মাদ, আরিনা খাতুন, বাগআঁচড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন তুতুল, যুবলীগ নেতা আসাদুজ্জামান নয়ন, মহিদুল ইসলাম, হাবিবুর রহমান, মিজানুর রহমান, এরশাদ আলী চৌধুরী, আকবর আলী, রেজাউল ইসলাম, মাসুম, জুয়েল, আনোয়ার হোসেন, বাগআঁচড়া কলেজ ছাত্রলীগের সভাপতি অহিদ হাসান প্রমুখ।

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পোরশায় গাঙ্গুরিয়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গফুর শাহ্ধসঢ়; (৫৮) ট্রাক চাপায় নিহত হয়েছেন। রবিবার সকাল ৯ টার দিকে উপজেলার গাঙ্গুরিয়া মোড়ে এই দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনারপর ঘাতক ট্রাকটি জব্দ করেছে পুলিশ। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে। নিহত প্রধান শিক্ষক আব্দুল গফুর শাহ্ধসঢ়; একই উপজেলার পুরইল গ্রামের মৃত মোজাম্মেল হক শাহ এর ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে গ্রামের বাড়ি থেকে বাস যোগে প্রধান শিক্ষক আব্দুল গফুর শাহ গাঙ্গুরিয়া বালিকা বিদ্যালয়ের সামনে নামেন। এরপর তিনি রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপায় দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এরপর স্থানীয়রা ট্রাকটি আটক করে পুলিশে সংবাদ দেন। পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেসবারুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহত প্রধান শিক্ষকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনায় থানায় মামলা দায়ের করা হলেও পুলিশ ট্রাকটি জব্দ করেছে। তবে চালক ও হেলপার পালিয়ে যাওয়ায়। তাদের আটক করা সম্ভব হয়নি।

নয়ন বাবু, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে নওগাঁর সাপাহারে ৪৭ টি কেন্দ্রে ৭৮৯ জন প্রিজাইটিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পুলিং এজেন্টদের প্রশিক্ষন শনিবার সদরের পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

সকাল ৯টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত এ প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। বেলা ১১টার দিকে নওগাঁ জেলা রিটানিং অফিসার ও জেলা প্রশাসক মিজানুর রহমান প্রিজাইটিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পুলিং এজেন্টদের প্রশিক্ষন পরিদর্শনে আসেন।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও ইউএনও কল্যাণ চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) সবুর আলী সহ পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

জেলা রিটানিং অফিসার ও জেলা প্রশাসক মিজানুর রহমান বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ভাবে অনুষ্ঠিত হবে এবং প্রিজাইটিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পুলিং এজেন্টদের সব ধরনের আইনী সহযোগীতা করা হবে।

bqb evey, mvcvnvi (bIMuv) cÖwZwbwa: GKv`k RvZxq msm` wbe©vPb‡K mvg‡b †i‡L evsjv‡`k AvIqvgxjx‡Mi mviv‡`‡ki †nwfI‡qU 8 R‡bi g‡a¨ GKRb bIMuv-1 Avm‡bi cÖv_©x mvab P›`ª gRyg`vi Gi c‡ÿ †bŠKv cÖwZ‡K †fvU PvB‡jb RvZxi m„ô mšÍvb exi gyw³‡hv×vMY|

mvcvnvi Dc‡Rjv gyw³‡hv×v msm‡`i mv‡eK KgvÛvi I Dc‡Rjv AvIqvgxjx‡Mi fvicÖvß mfvcwZ AvjnvR¡ Igi Avjxi †bZ…‡Z¡ kwbevi mKvj †_‡KB m`‡ii RbZv gv‡K©‡Ui wewfbœ e¨emv cÖwZôvb, ZiKvix evRvi, gvQ I gvsk evRvi mn wewfbœ ¸iæZ¡c~b© ‡gv‡o †gv‡o c_Pvix‡`i gv‡S †bŠKv cÖwZ‡Ki wjd‡jU weZib K‡ib Ges Dbœq‡bi aviv Ae¨vnZ ivL‡Z Avev‡iv †bŠKv gvK©vq †fvU Pvb gyw³‡hv×vMY| G mgq †mLv‡b mšÍvb Kgv‡Ûi mKj m`m¨ Dcw¯’Z wQ‡jb|

নওগাঁ প্রতিনিধি: মহান বিজয় দিবস উপলক্ষে স্বানাপ নওগাঁ শাখার উদ্যোগে নার্সেস সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১টায় নওগাঁ সদর হাসপাতালে স্বাধীনতা নার্সেস পরিষদের আয়োজনের এ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. রওশন আরা খানম। স্বানাপ জেলা শাখার সভাপতি নাজনীন সুলতানার সভাপতিত্বে বক্তব্য রাখেন, হাসপাতালের আবাশিক চিকিৎসক ডা. মুনির আলী আকন্দ, স্বাচিপের সভাপতি ডা. আশেক হোসেন, বিএমএ’র সভাপতি ডা. হাবিবুর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক রতন কুমার সিংহ, নার্সিং তত্ত্বাবধায়ক শাহানারা বেগম, স্বানাপ জেলা শাখার সাধারন সম্পাদক আতিকুর রহমান, ব্রাদার কবীর হোসেন ও ফারুক হোসেনসহ অন্যান্যরা। এসময় জেলার ১১টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য সেবিকারা উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা নওগাঁ সদর হাসপাতালকে ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নতি, নওগাঁ মেডিকেল কলেজ স্থাপন এবং নার্সদের মান দ্বিতীয় শ্রেনী করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেই সাথে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন। এছাড়া ৩০ ডিসেম্বর নির্বাচনকে কেন্দ্র করে যদি কোন অনাকাঙ্খিত ঘটনা ঘটে তাহলে সেবিকাদের নিজ নিজ অবস্থান থেকে মোকাবেলা করতে সেবার মান বাড়ানো তাগিত করা হয়।

আতাউর শাহ্, নওগাঁ :  দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ২০০৯ সালে শুরু হওয়া অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পটি বন্ধ হয়ে যায় ২০১৪ সালে। এর ফলে প্রকল্পের ২২ জন ফিল্ড সুপারভাইজার কর্মহীন হয়ে পড়েন। এ বিষয়ে দায়ের করা একটি রিটের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালাত তাদের দ্বিতীয় শ্রেণি সমমানের পদে আত্মীকরণের নির্দেশ দিয়েছেন।
ইজিপিপি প্রকল্পের ২২ জন ফিল্ড সুপারভাইজার ২০১৬ সালে ও ২০১৭ সালে কনটেম্পট রীট পিটিশন মামলা করেন। আদালত পাবলিক সার্ভিস কমিশন, জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়ের কাছে পৃথকভাবে মতামত জানতে চান। বিষয়টি নিয়ে ইতিবাচক মতামত ও সম্মতি পাওয়ার পর রাজস্ব বাজেটের দ্বিতীয় শ্রেণি সমমানের পদে তাদের নিয়োগ ও আত্মীকরণের নির্দেশ দেন হাইকোর্ট।
আদালতের নির্দেশনার পরিপ্রেক্ষিতে দুর্যোগ ব্যবস্থাপনার অধিদপ্তরের মহাপরিচালক ২২ জন ফিল্ড সুপারভাইজার/উপ-সহকারী প্রকৌশলীকে গত ১২ ডিসেম্বর আত্মীকরণের প্রজ্ঞাপন জারি করেন।
এ প্রক্রিয়ায় নওগাঁ জেলার রাণীনগর উপজেলা উপ-সহকারী প্রকৌশলী ও বর্তমান পদে নিয়োগ পাওয়া প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. তারিকুল ইসলাম বলেন, সরকারি আদেশ  অনুযায়ী  গত ১৯ ডিসেম্বর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ২২ জন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা যোগদান করেছেন। আমাদের জানা মতে, সারাদেশে প্রায় ৪৯টি উপজেলায় শূন্য পদ রয়েছে। আমাদের ২২ কর্মকর্তাকে উপজেলা পর্যায়ে দ্রুত পদায়ন হলে আমরা মাঠ পর্যায়ে সরকারের চলমান উন্নয়নমূলক কর্মকান্ডের গতি ত্বরান্বিত করতে পারবো।
উল্লেখ্য, ইতোপূর্বে আদালতের নির্দেশনার পরিপ্রেক্ষিতে দুর্যোগ ব্যবস্থাপনার অধিদপ্তরের মহাপরিচালক ৭২ জন ফিল্ড সুপারভাইজার/উপ-সহকারী প্রকৌশলীকে গত ১৫ জুলাই আত্মীকরণের প্রজ্ঞাপন জারি করেন। পরে তারা ওই পদে যোগদান করেন।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget