Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 588 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 45 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 3 দিনাজপুর 4784 দেশজুড়ে 42 ধর্ম 3414 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2782 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 82 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

সাপাহার(নওগাঁ)প্রতিনিধিঃ নওগাঁর সাপাহার উপজেলার ঐতিহ্যবাহী জবাই বিল মৎস্যচাষ উন্নয়ন প্রকল্পের ১৯ তম মৎস্য আহরণের শুভ উদ্বোধন ঘোষনা করা হয়েছে।
গত বুধবার সকাল ১১টায় বিলের পশ্চিম পাড়ে অবস্থিত পাহাড়ীপুকুর বদ্ধভুমি স্মৃতি সৌধ চত্বরে অনুষ্ঠিত ওই উদ্বোধনী অনুষ্ঠানে শুভ উদ্বোধন ঘোষনা করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরী। এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহা: সবুর আলী, জবাই বিল মৎস্য চাষ উন্নয়ন প্রকল্পের মৎস্যজীবি দলনেতা মোন্তাজ আলী,বকুল হোসেন, নুরুল ইসলাম এসপি,মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মিথুন চন্দ্র দেবনাথ প্রমুখ। উল্লেখ্য যে বিগত ৯ বছরে জবাই বিল মৎস্যচাষ উন্নয়ন প্রকল্প হতে প্রায় ৮৫ লক্ষ টাকা আয় হয় যা মৎস্যজীবিদের ব্যাংক একাউন্টে জমা রয়েছে। চলতি বছরে তালিকা ভুক্ত প্রায় ৭৯৯জন মৎস্য জীবির মাঝে নগত দুই হাজার টাকা করে বোনাস দেয়া হয়েছে। মৎস্য আহরণ উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা মৎস্য কর্মকর্তা প্রকল্পের চলমান উন্নয়ন সংক্রান্ত এ তথ্য উপস্থাপন করেন। শুভ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মনিরুজ্জামান।

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: তামাবিল সীমান্তে পাসপোর্ট যাত্রীর ব্যাগেজ তল্লাশিকে কেন্দ্র করে হামলায় কাস্টমস (শুল্ক) কর্মকর্তা ও কর্মচারী আহত হওয়ার ঘটনার বিচারের দাবিতে সারাদেশে একযোগে ৪ ঘন্টা কর্মবিরতির ডাক দিয়েছে কাস্টমস এক্সাইজ অ্যান্ড ভ্যাট এক্সিকিউটিভ অফিসার্স অ্যাসোসিয়েশন। বুধবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পযন্ত এ কর্মবিরতি পালন করা হয়।এ ব্যাপারে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বলেন, গত ৬ ডিসেম্বর বিকেলে তামাবিল চেকপোস্ট হয়ে ভারত থেকে কয়েকজন পাসপোর্ট যাত্রী বাংলাদেশে আসছিলেন।
এ সময় কাস্টমস তল্লাশির আগে শূন্য রেখায় অনিয়ম করে বিজিবি সদস্যরা যাত্রীদের ব্যাগ তল্লাশি চালান। এতে কাস্টমস সদস্যরা আপত্তি জানালে এক পর্যায়ে বিজিবি সদস্যরা কাস্টমস সদস্যদের ওপর হামলা চালিয়ে ছয়জনকে গুরুতর আহত করেন। মামুন বলেন, বিষয়টি নিয়ে অভিযুক্ত বিজিবি সদস্যদের সুষ্ঠু বিচারের দাবি করা হয়েছিল। কিন্তু এ পর্যন্ত তাদের পক্ষ থেকে কোনো সন্তোষজনক সাড়া পাওয়া যায়নি।এর পরও যদি কোনো সাড়া না পাই তাহলে পরবর্তীতে কঠরকর্মসূচী দেওয়া হবে। এর প্রতিবাদে সারাদেশ একযোগে কাস্টমসের প্রতিটি দপ্তরে বুধবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ৪ ঘণ্টা কর্মবিরতি পালনের ডাক দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, এ সময় সংশ্লিষ্ট এলাকায় কাস্টমসের সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে। পরবর্তী কর্মসূচি বিরতির দিন ঘোষণা করা হবে। এর আগে ১০ই ডিসেম্বর হামলার প্রতিবাদ ও দোষীদের বিচারের দাবীতে সারাদেশের ন্যায় বেনাপোল কাস্টমসে মানব বন্ধন পালন করা হয়।

আতাউর শাহ্, নওগাঁ: নওগাঁ সদর হাসপাতালে লেগেছে দিন বদলের হাওয়া। বর্তমান তত্বাবধায়ক ডা: রওশন আরা খানম তার আন্তরিক প্রচেষ্টায় এবং বলিষ্ঠ নেতৃত্বের পাশাপাশি ক্রমাগত উন্নয়নের ধারা অব্যাহত রেখে পাল্টে দিয়েছেন পূর্বের চিত্র। হাসপাতালে আর পূর্বের মতো দূর্গন্ধ নেই। নোংরা আবর্জনা যেখানে সেখানে ফেলা হচ্ছে না।

বর্তমানে হাসপাতালের পরিবেশ  আগের চেয়ে অনেক বেশী পরিস্কার পরিচ্ছন্ন। আরও একটি বিশেষ চিত্র দৃশ্যমান যা ইতি পূর্বে কেউ দেখে নাই। আর সেটি হলো এ যাবৎকালে শয্যা সংখ্যার অতিরিক্ত রোগী মেঝেতে থাকত। ডা: রওশন আরা তার মহানুভতা দিয়ে ওয়ার্ডের বারান্দার করিডোরে ৭৫ টি শয্যা বানিয়ে দিয়েছেন এবং শয্যার সাথে ফ্যানের ব্যবস্থা করে দিয়েছেন।
হাসপাতালে আসা সেবা প্রত্যাশীদের এখন আর রোগীদের মেঝেতে থাকতে হচ্ছে না। এটি তার অন্যতম একটি বিশেষ উদ্যোগ যা ইতি পূর্বে কখনও কেউ ভাবেনি এবং এই উদ্যোগ জনগনের নিকট অত্যন্ত প্রসংশিত হয়েছে। তিনি নওগাঁ সদর হাসপাতালে তত্বাবধায়কের দায়িত্বে আসার পর হাসপাতালের সৌন্দর্য বৃদ্ধি করতে সংস্কার ও মেরামতের মাধ্যমে হাসপাতালের চেহারা পাল্টে দিয়েছেন। তারই সার্বিক তত্বাবধানে হাসপাতালের বাহিরে ও ভেতরে পূরো মেঝে টাইলস লাগানো হচ্ছে বলে সংশ্লিষ্টসূত্রে জানা গেছে। তিনি শুধুমাত্র পরিবেশগত পরিবর্তনেই নয় রোগীদের সেবার মানও বৃদ্ধি করতেও নিয়েছেন নানান যুগান্তকারী উদ্যোগ ।

অনুদানের মাধ্যমেও হাসপাতালের সম্পদ বৃদ্ধি করেছেন তিনি। যেমন এনালাইজার মেশিন, সাকার মশিন, নেবুলাইজার মেশিন, ইসিজি মেশিন, ওয়েট মেশিন প্লাষ্টিক চেয়ারসহ অন্যান্য চিকিৎসা সরঞ্জামাদি। চিকিৎসক, নার্স, মেডিকেল টেকনোলজিষ্ট, ফার্মাসিষ্ট ও অন্যান্য কর্মচারীরাও একাত্মতার মাধ্যমে একনিষ্ঠ হয়ে আন্তরিকতার সহিত কাজ করে চলেছেন।

তার সব চাইতে মহৎ উদ্যোগ হচ্ছে এই হাসপাতালে যোগদান করে প্রথমেই তিনি যুগ যুগ ধরে অব্যাহত থাকা রোগীধরা দালালদের দৌরাত্ম্য কমাতে কঠোর পদক্ষেপ গ্রহন করেছেন। ফলে একদিকে যেমন, রোগীরা দালাল দ্বারা প্রতারিত হচ্ছে না। অন্যদিকে রোগীদের পকেটের টাকা অতিরিক্ত গুনতে হচ্ছে না। এছাড়াও রোগীদের হয়রানির শিকার হয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে না এবং সাধারন রোগীরা স্বল্প খরচে সরকারী হাসপাতালে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বিশেষজ্ঞ ডা: দ্বারা চিকিৎসাসেবা নিতে পারতিছেন।

অন্যদিকে, হাসপাতাল থেকে অধিক পরিমান রাজস্ব আয় বেড়ে  যাওয়ায় তিনি তা সরকারী কোষাগারে প্রতি মাসে জমা দিচ্ছেন। তিনি প্রতি মাসে এ হাসপাতাল থেকে প্রায় ৮,০০০০০/-আট লক্ষ টাকার মত জমা দেন বলে জানা গেছে। যা আগে ছিল এর অর্ধেক। এই তত্বাবাধায়কের বলিষ্ট নেতৃত্বে এটি সম্ভব হয়েছে যা নি:সন্দেহে একটি যুগান্তকারী ও প্রসংশনীয় উদ্যোগ। তিনি নওগাঁ সদর হাসপাতালে যোগদান করার পর থেকে সময়ে অসময়ে ডাক্তারদের চেম্বারে বিভিন্ন ঔষুধ কোম্পানীর রিপ্রেজেন্টেটিভ বা প্রতিনিধিদের হাসপাতালে অবাধ চলাচল প্রতিরোধ করেছেন। যার ফলে সেবা প্রত্যাশী রোগীদের চিকিৎসাসেবা আর ব্যাহত হচ্ছে না। নির্দিধায় তারা মন খুলে ডাক্তারদের সাথে সমস্যার কথা বলে চিকিৎসা সেবা নিতে পারতিছে বলেও জানা গেছে।

ডা: রওশন আরা নওগাঁ সদর হাসপাতালে নিজ উদ্যোগে হেল্প ডেক্স বা অনুসন্ধান সেবা চালু করেছেন যা ইতি পূর্বে এ হাসপাতালে  কোনদিনই চালু ছিল না। চিকিৎসক, নার্স, ও অন্যান্য কর্মচারীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার ফলে বহি: বিভাগে সময় মেনে চিকিৎসগণরা রোগী দেখছেন। চিকিৎসগণরা ইনডোরে দু-বেলা রাউন্ড দিচ্ছেন অপারেশন থিয়েটারে প্রতিদিনই বিভিন্ন ধরনের মেজর ও মাইনর অপারেশন করছেন। জরুরী বিভাগে ২৪ ঘন্টা একজন মেডিকেল অফিসার, মেডিকেল এ্যাসিসটেন্ট, ও অন্যান্য কর্মচারীরা সঠিকভাবে দায়িত্ব পালন করছেন। তিনি জানান, কনসালটেন্টগণ যে কোন সময় জরুরী রোগীদের অনকলে এসে চিকিৎসাসেবা প্রদান করছেন। বহি: বিভাগে ও অন্ত বিভাগে নিয়মিত স্বাস্থ্য শিক্ষার ব্যবস্থা করেছেন তিনি। স্বাস্থ্য শিক্ষার জন্য তিনি একটি  ৩২ ইঞ্চি এলইডি টিভি দিয়েছেন যা বহি:বিভাগের দৃশ্যমান জায়গায় বসানো হয়েছে।

বর্তমান তত্বাবধায়ক ডা: রওশন আরা খানম হাসপাতালে দায়িত্বপ্রাপ্ত সকল কর্মকর্তা-কর্মচারীকে সেবা প্রত্যাশী রোগীদের সহিত ভাল আচরণ করার জন্য প্রতিনিয়ত আহবান জানান। বর্তমানে  যিনি এই নওগাঁ জেলা সদর হাসপাতালের সকল কর্মকান্ডের নেতৃত্ব দিচ্ছেন-তিনি হলেন অত্যান্ত বুদ্ধিমতি, বিচক্ষণ, পরিশ্রমী, বিনয়ী, মানবিক, উদ্ভাবনী উদ্যোগ গ্রহনকারী এবং দূরদর্শী কর্মপরিকল্পনার অধিকারী সম্পন্ন তত্বাবধায়ক ডা: রওশন আরা খানম।

তিনি মায়ের মমতায় এক ছাতার মধ্যে সকলকে নিয়ে এই নওগাঁ জেলা হাসপাতালটি সুন্দরভাবে পরিচালনা করে যাচ্ছেন। তিনি সকল সরকারী/বেসরকারী বিভাগ, রাজনৈতিকনেতা, সংবাদকর্মী ও বিভিন্ন সংগঠনের সকলের সহিত যোগাযোগ ও সু-সম্পর্ক বজায় রাখেন বলে জানাগেছে। পাশাপাশি এই হাসপাতালের অবকাঠামোর এক অংশে নওগাঁ মেডিকেল কলেজ চালু হওয়ায় মেডিকেল কলেজের সকল কর্মকান্ডে আন্তরিকভাবে পূর্ন সহযোগীতা করে যাচ্ছেন ও তিনি।

সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা: রওশন আরা খানম বলেন, মহান আল্লাহ্ আমাকে অনেক সৌভাগ্য দিয়েছেন যে, আমার নিজের জেলার এক মাত্র চিকিৎসার ভরসার স্থল এই নওগাঁ জেলার সদর হাসপাতালটির দায়িত্ব পেয়েছি। তাই এই হাসপাতালটিতে বিদ্যমান সকল অনিয়ম/সমস্যা দুর করার জন্য আন্তরিক ভাবে চেস্টা করে যাচ্ছি, যেন এই জেলার জনগণ অসুস্থ হলে একটি পরিছন্ন সুন্দর পরিবেশে সুষ্ট ও উন্নত চিকিগসা পায়। এ ছাড়া আমাদের বহুদিনের স্বপ্ন নওগাঁ মেডিকেল কলেজ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উপহার দিয়েছেন। তাঁকে জানাই আমার প্রাণঢালা অভিনন্দন ও কৃতজ্ঞতা। আমার নওগাঁ জেলা সদর হাসপাতালের অবকাঠামতে মেডিকেল কলেজের কার্যক্রম শুরু হবে তাই যাহাতে খুব ভালভাবে মেডিকেল কলেজের ক্লাস শুরু হয় সেই লক্ষ্যে একাডেমিক কার্যক্রমের জন্য হাসপাতালের কিছু অংশ ছেড়ে দিয়েছি, এবং ছাত্রছাত্রীদের পৃথক পৃথক হোস্টেলের জন্য একটি ৮ ইউনিট বিশিষ্ট নার্সসেস কোয়াটার ভবন ও ৪ ইউনিট বিশিষ্ট ডক্টরস্ কোয়াটার ভবন খালি করে দিয়েছি। সব কিছুই যেন সুন্দর ভাবে চলে সেই লক্ষে নিরলস্ ভাবে কাজ করে যাচ্ছি।

ইউসুফ আলী সুমন, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: বরেন্দ্র অঞ্চল খ্যাত নওগাঁর অন্যতম খাদ্য ভান্ডার মহাদেবপুর উপজেলায় চলতি মৌসুমে রেকর্ড পরিমাণ জমিতে উন্নত জাতের সরিষা চাষ হয়েছে। বেড়ে উঠা গাছ আর ফুল দেখে অধিক ফলনের স্বপ্ন দেখছেন কৃষকরা। দৃষ্টি জুড়ে শুধুই হলুদের সমারোহ। সরিষার মাঠে দেখা মিলছে মৌমাছির মধু আহরণের দৃশ্য। গত বছর স্থানীয় বাজারে উন্নত জাতের সরিষার দাম ভাল পাওয়ায় কৃষকরা এবার সরিষা চাষে অধিক আগ্রহী। আবহাওয়া অনুকূলে থাকলে গত বছরের তুলনায় এ বছর প্রত্যেক সরিষা চাষী অধিক মুনাফা লাভ করবে বলে মনে করছে উপজেলা কৃষি বিভাগ। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার ১০টি ইউনিয়নে ১ হাজার ৬’শ ৬০ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। আর কৃষকরা ৮’শ ২৫ হেক্টর জমিতে উচ্চ ফলনশীল (উফশী) বারি-১৪, বারি-১৫, বারি-১১, হাইল্যান্ড ও সম্পদ জাতের সরিষা চাষ করেছে। তবে এখনো কোন কোন মাঠে বীজ বপন চলছে, ফলে লক্ষ্যমাত্রা অতিক্রমের প্রত্যাশা সংশ্লিষ্টদের। জানা গেছে, বছরের পর বছর স্থানীয় জাত চাষ করে ফলন কম হওয়া ও উৎপাদনে সময় বেশি লাগার কারণে কৃষকরা সরিষা চাষ মাত্রারিক্ত কমিয়ে দেয়। তবে চলতি মৌসুমের শুরুতে উপজেলা কৃষি বিভাগ “বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট” উদ্ভাবিত অধিক ফলনশীল বারি-১৪ ও বারি-১৫ জাতের সরিষা চাষে কৃষকদের উদ্বুদ্ধ করে। এ দুটি জাতের সরিষা মাত্র ৭৫-৮০ দিনে ঘরে তোলা যায়। প্রতি হেক্টরে ফলন হয় প্রায় দেড় হাজার কেজি। সরিষা কেটে ওই জমিতে আবার বোরো আবাদ করা যায়। এতে কৃষি জমির সর্বাধিক ব্যবহার নিশ্চিত হয়। উপজেলার নাটশাল গ্রামের কৃষক খাদেমুল ইসলাম জানান, এ বছর ৩ বিঘা জমিতে বারি-১৪ ও বারি-১৫ জাতের সরিষার আবাদ করেছি। বিঘা প্রতি প্রায় ৩-৪ হাজার টাকা খরচ হয়েছে। সরিষার গাছ ভাল হয়েছে। আশা করছি বাম্পার ফলন হবে। একই গ্রামের কৃষক মকলেছুর রহমান জানান, গত বছর বাজারে সরিষার দাম ভাল পাওয়ায় এবার চাষ করেছি ৪ বিঘা। উপজেলার সুলতানপুর গ্রামের কৃষক আজিবর রহমান জানান, কৃষি অফিসের পরামর্শে ২ বিঘা জমিতে উন্নত জাতের সরিষার আবাদ করেছি। সরিষার জমিতে ধানের আবাদ ভাল হয় এবং বোরো চাষে খরচ কম হয়। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাহাঙ্গীর আলম প্রামাণিক জানান, কৃষকদের যথাযথ পরামর্শ ও পরিচর্যার বিষয়ে দিক নির্দেশনা দেয়া হচ্ছে। বারি-১৪ ও বারি-১৫ সরিষা বপনের মাত্র ৭৫-৮০ দিনের মধ্যে এর ফলন পাওয়া যায়। এ সরিষা উত্তোলন করে ফের বোরো আবাদ করতে পারেন বলে এটাকে কৃষকরা ‘ফাও ফসল’ হিসেবে অভিহিত করে থাকেন। তিনি আরো জানান, বারি-১৪ সরিষার গাছ লম্বা হওয়ায় এর পাতা মাটিতে ঝরে পরে জৈব সারের কাজ করায় জমির উর্বরতা শক্তি বাড়ে। এ জাতের সরিষা আবাদের পর ওই জমিতে বোরো আবাদে সারের পরিমাণ কম লাগে।

আবু রায়হান রাসেল, নওগাঁ: নওগাঁয় রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন বীর মুক্তিযোদ্ধা কাজী মো: মোসায়েদ হোসেন। গত সোমবার দুপুরে বাদ জোহর তাঁর গ্রামের বাড়ি নওগাঁ সদর উপজেলার বলিহার গ্রামের কাজী পাড়া স্কুল মাঠে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে সমাহিত করা হয়। জানাজার আগে নওগাঁ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ শ্রদ্ধা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য মো: আব্দুল মালেক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আব্দুল্লাহ আল মামুন, সদর উপজেলার সাবেক কমান্ডার গোলাম সামদানী প্রমূখ।
উল্লেখ্য, মুক্তিযোদ্ধা কাজী মো: মোসয়েদ হোসেন রোববার বেলা ১১টায় তাঁর নিজ বাসভবনে অসুস্থ হলে প্রথমে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে তাঁর শারিরীক অবস্থার অবনতি হলে বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। দ্রুত বগুড়ায় যাওয়ার পথেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু বরণ করেন। তিনি স্ত্রী, ৪ কন্যা ও গুণগ্রাহী রেখে মারা যান। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর।

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের শার্শা থানাধীন অগ্রভুলাট সীমান্ত থেকে বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেট সহ একজনকে আটক করেছে বিজিবি।

সোমবার দুপুর সাড়ে ২ টার দিকে অগ্রভুলাট বিওপি’র একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানাধীন অগ্রভুলাট বাজারের পশ্চিম পার্শ্বে খায়রুল হোসেনের বাড়ি তল্লাশী করে। দেওয়ালের উপর পলিথিনে মোড়ানো অবস্থায় ১০৯০ পিস ইয়াবা সহ খায়রুল হোসেন(১৮)নামে একজনকে আটক করে ২১ বিজিবি সদস্যরা। আটক খায়রুল হোসেন অগ্রভুলাট গ্রামের মনিরুল হোসেনের ছেলে।

২১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি’র অধিনায়ক ইমরান উল্লাহ সরকার জানান, আটককৃত আসামী ও ইয়াবা ট্যাবলেট শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget