Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 588 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 45 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 3 দিনাজপুর 4784 দেশজুড়ে 42 ধর্ম 3414 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2782 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 82 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে বেগম রোকেয়া দিবস উদযাপন করা হয়েছে। রোববার উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির প্রথমেই উপজেলা চত্বরে ঘন্টাকাল ব্যাপী এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, আত্রাই প্রেসক্লাবের সভাপতি রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নাজমুল হক নাহিদসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকরা মানববন্ধনে অংশগ্রহণ করেন।

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ৯ জনকে আটক করছে। এবং পুটখালী সীমান্ত থেকে বিপুল পরিমান ভারতীয় ফেন্সিডিল জব্দ করেছে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বেনাপোলের পুটখালী সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধ ৯ জন নারী পুরুষ শিশু অনুপ্রবেশ করছে। এমন সংবাদের ভিত্তিতে বেনাপোলের পুটখালী সীমান্তে অভিযান চালিয়ে ৯ জন নারী পুরুষ শিশুকে আটক করা হয়। তবে এসময় কোন পাচারকারীকে আটক করতে পারিনি। আটকৃতদের মধ্যে ৩ জন পুরুষ ৫ জন নারী ও ১ জন শিশু রয়েছে। আটকৃতদের বাড়ী নড়াইল মাগুরা ও সাতক্ষীরা বিভিন্ন জেলায়। অপর দিকে পুটখালী ক্যাম্পের বিজিবি সদস্যরা পুটখালী সীমান্তে অভিযান চালিয়ে ৫৮৯ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করেছে। তবে এসময় কোন পাচারকারীকে আটক করতে পারিনি বিজিবি সদস্যরা।
খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল ইমরান উল্লাহ সরকার ( পিবিজিএমএস) জানান,বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে ৯ জন নারী পুরুষ শিশুকে আটক করা হয়েছে তাদেরকে বেনাপোল পোর্ট থানায় সোর্পদ করা হবে। এবং পুটখালী সীমান্ত থেকে আটককৃত মাকদদ্রব ব্যাটালিয়নে জমা দেওয়া হবে।

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের শার্শার বসতপুরে মাটি বাহি ট্রাকের চাপায় পিষ্ট হয়ে খৃষ্টান পরিবারের সদস্য সোহাগ দাস নামে এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনার প্রতিবাদে স্থানীয় গ্রামবাহি ট্রাকটিতে আগুন দিয়ে জালিয়ে দিয়েছে। এসময় একটি এক্সটেমিটার ভাংচুর করে তারা।  নিহত সোহাগ বসতপুর গ্রামের জ্যোতিন দাসের ছেলে।


পৃুলিশ ও স্থানীয় নিজামপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, রবিবার সকালে বসতপুর বাজারের রাস্তার পাশে খোরাফেরা করছিল দ্বিতীয় শ্রেনীর ছাত্র সোহাগ দাস। এসময় আতর্কিতভাবে একটি মাটিবাহি একটি ট্রাক তাকে পিষ্ট করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। স্থানীয়রা ট্রাকটি আটক করে আগুন ধরিয়ে দেয়। ভাংচুর করে এক্সটেভেটর ট্রাক্টর। তবে পালিয়ে যায় ট্রাকটির ড্রাইভার। পরে দুটি ফায়ার ষ্টেশনের কর্মিরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনেন। শিশুটিক চাপা দিয়ে হত্যার ঘটনার বিচার দাবী করেন স্বজনেরা।

শার্শা থানার ওসি এম মসিউর রহমান জানান,ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জব্দ করা হয়েছে ট্রাকটি। অভিযুক্তকে আটকের চেষ্টা করা হচ্চে।

নওগাঁ প্রতিনিধি: আগামী ৩০ শে ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন। নওগাঁর ছয়টি সংসদীয় আসনে ৩৮ জন প্রার্থী তাদের মনোনয়পত্র জেলা রির্টানিং কর্মকতা ও জেলা প্রশাসকের কাছে জমা দিয়েছেন। এ ৩৮ জন প্রার্থীর মধ্যে একেবারে নতুন মুখ নৌকার মাঝি কনিষ্ঠ প্রার্থী জেলা আ’লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং জেলার ইয়াং বাংলা অর্গানাইজার ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন (২৭)। তিনি সাবেক বাণিজ্যমন্ত্রী মরহুম আব্দুল জলিলের ছেলে। তিনি নওগাঁ-৫ সদর আসন থেকে নৌকা প্রতীকে নির্বাচন করছেন।
জানা গেছে, ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন ‘ও’ লেভেল স্কলাসটিকা স্কুল এবং ‘লন্ডন কলেজ অফ লিগ্যাল স্ট্যাডিজ’ থেকে ‘এ’ লেভেল সম্পন্ন করেন। ২০১৪ সালে তিনি ‘সিটি ল স্কুল’ থেকে ব্যারিস্টার পড়াশুনা শেষ করেন। এরপর ঢাকাতে আইন পেশায় মনোনিবেশ করেন। তারা দুই বোন ও দুই ভাই।
গত ২৫ নভেম্বর নিজাম উদ্দিন জলিল জনকে আ’লীগ থেকে মনোনীত একটি চিঠি দেয়া হয়। তাকে মনোনিত করায় আ’লীগের নেতাকর্মীরা নওগাঁ শহরের বিভিন্ন স্থানে মিষ্টি মুখ এবং আনন্দ উল্লাস করে। কিন্তু পরদিন মুক্তিযোদ্ধা আব্দুল মালেক এমপিকে একই আসন থেকে আ’লীগের মনোনয়নের চিঠি দেয়া হয়। গত ২ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই তাদের দু’জনের কাগজপত্র সঠিক বলে ঘোষণা করেন জেলা রির্টানিং কর্মকতা ও জেলা প্রশাসক মিজানুর রহমান।
তবে শেষ পর্যন্ত এ আসন থেকে আ’লীগের টিকিট পাবেন জলিলপুত্র এবং তিনি নৌকার মাঝি হয়ে বিজয়ের মালা গলায় পরবেন বলে মনে করছেন নেতাকর্মীরা। মনোনয়নের পর থেকে নিজাম উদ্দিন জলিল জন তৃনমূল পর্যায়ের নেতাকর্মীদের সাথে যোগাযোগ করছেন। তার বাবা আব্দুল জলিল ছিলেন নওগাঁর সর্বস্তরের মানুষের ভালবাসার পাত্র। দলমত নির্বিশেষে তিনি মানুষকে ভালবেসেছেন এবং কাছে টেনে নিয়েছেন।
সে দিক থেকে বিবেচনা করেই বাবার অবর্তমানে নওগাঁবাসী জলিলপুত্র নিজাম উদ্দিন জলিল জনকে আগামীতে নৌকার মাঝি হিসেবে দেখতে চাইছেন। দলমত বির্নিশেষে তাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন বলে মনে করছেন নওগাঁবাসী।
নিজাম উদ্দিন জলিল জন বলেন, বাবা সারাজীবন মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তিনি নওগাঁবাসীর জন্য অনেক উন্নয়ন করেছেন। এখনও নওগাঁর উন্নয়নে অনেক কাজ অসমাপ্ত রয়েছে।
তিনি বলেন, আমি রাজনৈতিক পরিবারের সন্তান। সাধারন জনগণ আমাকে চাইছেন। তাদের ভালবাসায় আমি এগিয়ে যেতে চাই। জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনিত করেছেন। আমি নির্বাচনে বিজয়ী হতে পারলে বাবার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করব ইনশাআল্লাহ এবং তার ইচ্ছাগুলো পূরন করতে চাই।
উল্লেখ্য, এ আসন থেকে বিএনপি মনোনিত প্রার্থী জেলা বিএনপির সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম ধলু নির্বাচন করছেন।

মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় ৮০ বোতল ফেনসিডিল ও ১৭০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ সবুজ আলী সোনার (২৬) নামে এক মাদক ব্যবসায়িকে আটক করেছে পুলিশ। আটক সবুজ আলী উপজেলার বড়পই গ্রামের মনসুর আলী সোনার ওরফে মুনোর ছেলে। গত বৃহস্পতিবার রাতে সবুজের বাড়িতে অভিযান চালিয়ে ফেনসিডিল ও ইয়াবা ট্যাবলেটগুলো উদ্ধার করা হয়।
মান্দা থানার পরিদর্র্শক (ওসি) মোজাফফর হোসেন জানান, গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে গোপন খবরের উপর ভিত্তি করে থানার উপপরিদর্শক আমিরুল ইসলাম, এমদাদুল হক, আরিফুল ইসলাম সঙ্গীয় পুলিশ সদস্যসহ বড়পই গ্রামের মাদক ব্যবসায়ি সবুজ হোসেনের বাড়িতে ঝটিকা অভিযান পরিচালনা করেন। এসময় তল্লাশি চালিয়ে সবুজের গোয়ালঘর থেকে ৮০ বোতল ফেনসিডিল ও ১৭০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ মাদক বহনের কাজে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়।
ঘটনায় আটক সবুজসহ তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। পরদিন গত শুক্রবার দুপুরে সবুজকে নওগাঁ জেলহাজতে পাঠানো হয়েছে।

সুকুমল কুমার প্রামানিক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী দুইজনের নাম ঘোষণা করা হয়েছিল। গত শুক্রবার সন্ধ্যায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে আবার বিএনপির দলীয় মনোনয়ন চুড়ান্ত ঘোষণা করা হয়েছে।

এতে নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনে শেখ রেজাউল ইসলাম রেজুকে বাদ দিয়ে এ আসনে সাবেক প্রতিমন্ত্রী মো: আলমগীর কবির এর নাম চুড়ান্ত ঘোষণা করা হয়। বিএনপির চুড়ান্ত মনোনয়ন তালিকার ঘোষণা দেশের বিভিন্ন টিভি চ্যানেল ও বিভিন্ন গনমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এর আগে ২৬ নভেম্বর সোমবার সন্ধ্যায় এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী দুইজনের নাম ঘোষণা করা হয়েছিলো। এনিয়ে এলাকায় মানুষের মাঝে চলছিল নানা জল্পনা কল্পনা। এখন এ আসনে সাবেক প্রতিমন্ত্রী মো. আলমগীর কবির এর নাম ঘোষণা করায় বিএনপির নেতা কর্মীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে বলে অনেক বিএনপির নেতা কর্মীরা জানিয়েছেন। নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম ধলু এ আসনের প্রার্থীর নাম নিশ্চিত করেছেন।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget