Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 588 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 45 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 3 দিনাজপুর 4784 দেশজুড়ে 42 ধর্ম 3414 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2782 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 82 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁ প্রতিনিধি : একুশে পরিষদ নওগাঁ’র আয়োজনে সামাদ দিবস পালিত হয়েছে। শনিবার সকালে হাপানিয়া শহিদ সামাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মুক্তিযুদ্ধে শহিদ সামাদ স্মরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হাপানিয়া ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা সাবেক ইউনিয়ন কমান্ডার ময়েন উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন একুশে পরিষদের উপদেষ্টা বিন আলী পিন্টু, সহ-সভাপতি মুকুল চন্দ্র কবিরাজ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ বেগম, একুশে পরিষদ নওগাঁ’র সাধারণ সম্পাদক এম এম রাসেল প্রমুখ। সভার শুরুতে শহিদ সামাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে শহিদ সামাদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। উল্লেখ্য হাপানিয়ার সন্তান সামাদ মুক্তিযুদ্ধে ৮ ডিসেম্বর পাকবাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে মান্দার মৈনমে শহিদ হন।

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে বরেন্দ্র অঞ্চলের ইতিহাস ও ঐতিহ্য শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। শনিবার বিকেল ৩টায় উপজেলার চকময়রাম মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বরেন্দ্র চর্চা কেন্দ্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বরেন্দ্র ভূমি চর্চার অংশ হিসেবে ধামইরহাট-পতœীতলা ইতিহাস ও ঐতিহ্য শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। এ গ্রন্থেও মোড়ক উন্মোচন করেন বরেন্দ্র চর্চা কেন্দ্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আহবায়ক প্রফেসর ড.মুহম্মদ নুরল আমিন। জাতীয় সংসদের হুইপ নওগাঁ-২ আসনের এমপি মো.শহীদুজ্জামান সরকারের সার্বিক সহযোগিতায় গবেষণামূলক এ গ্রন্থ সংকলন করা হয়। গ্রন্থটি সম্পাদনা করেন প্রফেসর আতাউল হক সিদ্দিকী ও প্রফেসর ড.মুহম্মদ নুরল আমিন। এ উপলক্ষে এক আলোচনা সভা বরেন্দ্র ভূমির কৃতি সন্তান অধ্যাপক আতাউল হক সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিদ্যা বিভাগের  চেয়ারম্যান প্রফেসর ড.এমএকে আজাদ,প্রফেসর ড.কাজি মোস্তাফিজুর রহমান,প্রফেসর ড.গোলাম কবির,প্রফেসর দীপেকেন্দ্রনাথ দাস,প্রফেসর ড.মুর্তুজা খালেদ,ড.সাবরিনা নাজ,ইতিহাসবিদ খসবর আলী,ইতিহাসবিদ মাহবুব সিদ্দিকী,নওগাঁ সরকারী কলেজের অধ্যক্ষ শরীফুল ইসলাম খান,ধামইরহাট এম এম সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ শহীদুল ইসলাম,সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব দেলদার হোসেন,চকময়রাম মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম খেলাল-ই-রব্বানী প্রমুখ। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপজেলার কলেজ,উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসার প্রধান ও সুধীবৃন্দ অংশ গ্রহণ করেন।

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্তে পৃথক দুটি অভিযানে মাদক সহ দুই জনকে অাটক করেছে বিজিবি সদস্যরা। শুক্রবার রাত ৮  টার দিকে বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী সীমান্ত থেকে ৫৯ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ নুরউদ্দিন হোসেন(২৮)নামে এক মাদক ব্যবসায়ীকে অাটক করে বিজিবি।অপর দিকে বেনাপোল পোর্ট থানাধীন গাতিপাড়া পাকা রাস্তা পাশ থেকে বরকত অালী(৪৭) নামে এক মাদক ব্যবসায়ীকে ১৫ বোতল ফেন্সিডিল ৬ বোতল বিহার ও ১ বোতল ভারতীয় মদ সহ তাকে অাটক করতে সক্ষম হয় বিজিবি।

২১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি'র অধিনায়ক ইমরান উল্লাহ সরকার জানান,গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুটি অভিযানে মাদক সহ দুই জনকে অাটক করতে সক্ষম হয়।

আটককৃত আসামী ও মাদকদ্রব্য বেনাপোল র্পোট থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় মা ও মেয়ের রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কাঞ্চন বাজারে এ ঘটনা ঘটে। নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এরা হলেন, নওগাঁ সদর উপজেলার বজরুক আতিথা গ্রামের এবাদত হোসেনের স্ত্রী ফরিদা বিবি (৫৫) ও তার স্বামীর পরিত্যক্তা মেয়ে শাহনাজ পারভীন (২৫)। ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। এরা হলেন, নওগাঁর বদলগাছি উপজেলার বালুভরা ইউনিয়নের দোনইল গ্রামের মৃত খয়বর রহমান সরকারের ছেলে জাহেদুল ইসলাম (৫৫), মান্দা উপজেলার কাঞ্চন গ্রামের আব্দুল করিমের ছেলে মমতাজ হোসেন (৫০) ও তার স্ত্রী লতিফা বিবি (৪৫)। আটক জাহেদুল ইসলাম জানান, গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে নওগাঁর বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে রাজশাহীগামী একটি বাসে মান্দা উপজেলার ঐতিহাসিক কুসুম্বা মসজিদে মানত দিতে রওনা দেন। পথে সতিহাট বাসস্ট্যান্ডে নেমে একটি অটোরিকশায় তারা কাঞ্চন বাজারে আসেন। অটোরিকশা থেকে নেমে বাজারের পাশে মমতাজ হোসেনের বাড়ি যান তারা। তবে, মমতাজ হোসেনের বাড়ি তারা কেন গিয়েছিলেন এ বিষয়ে কোন কথা বলতে রাজি হননি আটক জাহেদুল ইসলাম। স্থানীয়রা জানান, ওই বাড়ি থেকে বের হবার পর-পরই মা ফরিদা বিবি ও মেয়ে শাহনাজ পারভীন বমন করতে শুরু করেন। এর কিছু পরেই তারা অচেতন হয়ে পড়েন। চিকিৎসা ব্যবস্থার আগেই মা ফরিদা বিবি মারা যান। পরে মান্দা হাসপাতালে নেয়ার পথে মারা যান মেয়ে শাহনাজ। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে জাহেদুল ইসলাম, মমতাজ হোসেন ও লতিফা বিবিকে আটক করে। মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন জানান, ঘটনার পুরোটাই রহস্যে ঘেরা। তবে, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। নিহতদের লাশ উদ্ধারসহ তাদের মৃত্যু রহস্য উদঘাটনে তদন্ত শুরু করা হয়েছে বলে জানান ওসি।

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে জেলা ট্রাক, ট্যাংলরী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের মহাদেবপুর লোড পয়েন্টের নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ইউনিয়নের নিজস্ব কার্যালয়ে এ শপথ গ্রহণ ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়। নব-নির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান নওগাঁ জেলা ট্রাক, ট্যাংলরী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি একরামুল হক। এ সময় উপস্থিত ছিলেন জেলা কমিটির সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম, দপ্তর সম্পাদক আল আমিন, ক্রীড়া সম্পাদক আব্দুল মজিদ প্রমূখ। উল্লেখ্য, গত ৫ নভেম্বর অনুষ্ঠিত ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি এনামুল হক, সহ-সভাপতি হাছান আলী, জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক বকুল শেখ, সহ-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, ফারুক হোসেন, কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম খোকা, সাংগঠনিক সম্পাদক মাসুম রেজা, দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন খাঁন, প্রচার সম্পাদক খাদেমুল ইসলাম, ক্রীড়া সম্পাদক দুখু মিঞা, সড়ক সম্পাদক খোরশেদ আলম, কার্যনির্বাহী সদস্য আব্দুস সামাদ, শ্রী সুমল চন্দ্র, আব্দুর রাজ্জাক নির্বাচিত হয়।

এম এম হারুন আল রশীদ হীরা, মান্দা(নওগাঁ: নওগাঁর মান্দায় কৃষি বান্ধব চুলা ‘আখা’ ও প্রচলিত চুলার তুলনামুলক রান্না পরীক্ষার তিনদিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা গতকাল বৃহস্পতিবার সমাপ্ত হয়েছে। সিসিডিবির বিজয়পুরস্থ কার্যালয়ে বায়োচার প্রজেক্টের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সিসিডিবির এরিয়া ম্যানেজার দরকা সেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বায়োচার প্রজেক্টের মার্কেটিং ফ্যাসিলিটেটর আল আমিন, কিচেন কাউন্সিলর আন্দ্রিয়াস কিসলু সজল, কৃষ্ণা রানী, আখা ব্যবহারকারি সভানেত্রী কামরুন নাহার, রুনা বেগম, রিতা রানী, প্রমুখ। কর্মশালায় বড়বেলালদহ, শামুকখোল এবং জোতবাজার গ্রামের ১৩ জন গৃহিনী অংশগ্রহণ করেন।
বায়োচার প্রজেক্টের মার্কেটিং ফ্যাসিলিটেটর আল আমিন জানান, প্রচলিত চুলার তুলনায়‘আখা’ ব্যবহারে ধূয়া কম হয়, জ¦ালানী সাশ্রয় এবং রান্নায় সময় কম লাগে, পরিবেশের তেমন কোন ক্ষতি হয় না। ‘আখা’ ব্যবহারে ধূয়াজনিত রোগ থেকে রক্ষা পান মহিলারা।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget