নওগাঁর সাপাহারে মুক্তিযোদ্ধা সংসদের মতবিনিময় সভা
প্রতিনিধি, সাপাহার: মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে নওগাঁর সাপাহারে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সাপাহার নবাগত মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবনে বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব ওমর আলীর সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় সেখানে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা)’র অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হারুন অল রশিদ, সাবেক ডেপুটি কমান্ডার আফজাল হোসেন, সাদেক উদ্দীন আহাম্মেদ, সাপাহার উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী, ভাইস চেয়ারম্যান ওয়াহেদ আলী, তিলনা ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, নজরুল ইসলাম, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুল আলম, সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মানিক প্রমুখ। এ সময় সেখানে উপজেলার সকল মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, সন্তান কমান্ডের সকল সদস্যসহ অনেকেই উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, আগামীর সমৃদ্ধশালী উন্নত বাংলাদেশ গড়তে হলে মুক্তিযুদ্ধের লক্ষ্য ও আদর্শেকে সামনে রেখে এগিয়ে যেতে হবে।
সাপাহার নবাগত মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবনে বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব ওমর আলীর সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় সেখানে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা)’র অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হারুন অল রশিদ, সাবেক ডেপুটি কমান্ডার আফজাল হোসেন, সাদেক উদ্দীন আহাম্মেদ, সাপাহার উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী, ভাইস চেয়ারম্যান ওয়াহেদ আলী, তিলনা ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, নজরুল ইসলাম, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুল আলম, সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মানিক প্রমুখ। এ সময় সেখানে উপজেলার সকল মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, সন্তান কমান্ডের সকল সদস্যসহ অনেকেই উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, আগামীর সমৃদ্ধশালী উন্নত বাংলাদেশ গড়তে হলে মুক্তিযুদ্ধের লক্ষ্য ও আদর্শেকে সামনে রেখে এগিয়ে যেতে হবে।