নওগাঁয় সুজনের উদ্যেগে একাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০১৮ উপলক্ষে নাগরিক সংলাপ অনুষ্ঠিত
নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সুজনের উদ্যেগে সুষ্ঠু, শান্তিপূর্ণ গ্রহনযোগ্য নির্বাচন অনুষ্ঠানের আহবানে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সুজন-সুশাসনের জন্য নাগরিক নওগাঁ জেলা কমিটির আয়োজনে শনিবার বিকেল ৪ টায় জাতীয় সংগীতের মধ্যদিয়ে শহরের বাটার মোড়স্থ হোটেল আয়োজনে নাগরিক সংলাপ কার্যক্রম শুরু হয়। সুজন নওগাঁ জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে ও সুজনের নওগাঁ জেলা সাধারণ সম্পাদক মাহমুদুন নবী বেলাল এর সঞ্চালনায় নাগরিক সংলাপ সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ কায়েশ উদ্দিন, মানবাধিকার কমিশন নওগাঁর সাধারণ সম্পাদক চন্দন কুমার দেব, জাতীয় মাবাধিকার পরিষদ নওগাঁর সভাপতি উত্তম সরকার, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি কায়েস উদ্দিন, নওগাঁ চেম্বারের পরিচালক ও বিশিষ্ট ব্যবসায়ি দিপক সরকার, পৌর সভার কাউনসিলর নাসিমা খাতুন চায়না, জান্নাতুন ফেরদৌস মুন্নি, মাবাধিকার নাট্য পরিষদ নওগাঁর উত্তম সরকার, সুলতানপুর সমাজ উন্নয়ন সংস্থা নওগাঁর সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহীন মন্ডল, জহির রায়হান চলচিত্র সংসদ এর সাধারন সম্পাদক রায়হান বাহাদুর, বিশিষ্ট ব্যবসায়ী বনফুল, বিকাশিত নারী নেটওয়ার্ক নওগাঁর সভানেত্রী ডলি আজাদ, জাতীয় মানবাধিকার কমিশন নওগাঁর সভানেত্রী লায়লা আঞ্জুমান্দ আরা, সুজন নওগাঁর সমন্বয়কারি আছির উদ্দিন আর টি আই একটিভিষ্ট মাহমুদ হাসান রাসেল প্রমুখ। এসময় নাগরিক সংলাপে আমন্ত্রিত অতিথিবৃন্ধ তরুন প্রজন্মের ভোটারদের মধ্য থেকে তাদের মতামত ও প্রশ্ন শোনেন এবং সেগুলোর উত্তর প্রদান করেন। বক্তারা সুষ্ঠু, শান্তিপূর্ণ গ্রহনযোগ্য নির্বাচন অনুষ্ঠানের আহবানে নাগরিক সংলাপে বলেন প্রতি পাঁচ বছর পর পর যখনই জাতীয় নির্বাচন সামনে আসে, জতিগতভাবে তখনই আমরা সংকটের মুখোমুখি হই। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুজন নওগাঁ জেলা কমিটির যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার, পারুল আক্তার, মাসুদ রানা দোলন, ধর্ম সম্পাদক ইউনুছ আলী, দপ্তর সম্পাদক হাসান আলী, ফারজানা হোসেন, আকরাম হোসেন, সুজিত কুমার, আরিফুজ্জামান প্রমুখ।