Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 588 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 45 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 3 দিনাজপুর 4784 দেশজুড়ে 42 ধর্ম 3414 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2782 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 82 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

প্রতিনিধি নওগাঁ: নওগাঁয় শান্তিপূর্নভাবে প্রাথমিক ও এবতেদায়ী শিক্ষা সমাপনি পরীক্ষা শুরু হয়েছে। গত রবিবার বেলা সাড়ে ১০টা থেকে পরীক্ষা শুরু হয়ে দুপুর ১টায় শেষ হয়। জেলায় ৪০ হাজার ৪৫০ জন প্রাথমিক ও ৪ হাজার ৮৯৬ জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ গ্রহন করেন।
নওগাঁ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আমিনুল ইসলাম জানান, সারাদেশের ন্যায় নওগাঁ জেলায় রবিবার সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রাথমিক ও এবতেদায়ী শিক্ষা সমাপনি পরীক্ষা নেয়া হয়। শান্তিপূর্নভাবে অনুষ্ঠিত পরীক্ষায় প্রাথমিক ৪০ হাজার ৪৫০ জনের মধ্যে ১৯ হাজার ২৮৩ জন ছেলে ও ২১ হাজার ১৬৬ জন মেয়ে এবং এবতেদায়ী ৪ হাজার ৮৯৬ জনের মধ্যে ২ হাজার ৫২৩ জন ছেলে ও ২ হাজার ৩৭৩ জন মেয়ে শিক্ষার্থী অংশ গ্রহন করেন। পরীক্ষায় কোন রকম অপ্রিতীকর ঘটনা ঘটেনি।

প্রতিনিধি নওগাঁ: নওগাঁর আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় মো. হাবিব (৩ বছর) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৯ নভেম্বর) সকালে দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশু হাবিব উপজেলার ভোঁপাড়া ইউনিয়নে জামগ্রামের মিজান রহমানের ছেলে।

আত্রাইয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন জানান, সকালে বাবা মার সাথে নিজ গ্রাম থেকে চার্চার ভ্যানে চড়ে উপজেলার সদর আসছিল হাবিব। পথে উপজেলার রেলষ্টেশন সংলগ্ন আমতলী এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা আরেকটি ভ্যানের সাথে সরাসরি ধাক্কা লাগে। এতে পাকা রাস্তার উপর পড়ে গিয়ে গুরুতর আহত হয় হাবিব। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনে সাবেক ডেপুটি স্পীকার প্রয়াত আখতার হামিদ সিদ্দিকী নান্নুর পুত্র পারভেজ আরেফিন সিদ্দিকী জনির পক্ষে মহাদেবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আব্দুস ছাত্তার নান্নু সোমবার মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এদিন বিকেলে উপজেলা নির্বাচন অফিসার নজরুল ইসলামের উপস্থিতিতে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নিবাহী কর্মকর্তা মোবারক হোসেন পারভেজের কার্যালয় থেকে এ মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ স্বপন, সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান সাজ্জাদ হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা আক্তার, উপজেলা যুবদলের সহ-সভাপতি লিয়াকত আলী বাবলু, উপজেলা শ্রমিক দলের আহবায়ক জাহাঙ্গীর আলম, উপজেলা জাসাস সভাপতি এম সাখাওয়াত হোসেন প্রমূখ।

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে এবার চলতি আমন মওসুমে ১৯ হাজার ৭শত ৯০ হেক্টর জমির ধান কাটা মাড়াই মওসুম পুরোদমে শুরু হয়েছে। এবার ধানের ফলন সর্বকালের রেকর্ড ভঙ্গ করে আশাতীত ফলন হয়েছে। ধানের দাম কম থাকলেও ফলন বেশি হওয়ায় কৃষকের মুখে হাসির ঝিলিক।
উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে,এবার এ উপজেলায় ১৯ হাজার ৭শত ৯০ হেক্টর জমিতে আমন ধান চাষ করা হয়েছে। সঠিক সময়ে পানি সেচ,পরিচর্চা ও সার কীটনাশকের প্রয়োগ করার ফলে ধান গাছগুলো লকলকে ও তরতাজার পরিণত হয়েছিল। অধিকাংশ জমিতে সরু চাল হিসেবে পরিচিত জিরাশাইল ধান রোপন করেছে কৃষকগণ। এছাড়া ব্রিধান-৪৭,৪৯,৬২, বিনা-৭,স্বর্ণা-৫,ত্বরা স্বর্ণ জাতের ধান রোপন করেছে। অন্যান্য বছরের তুলনায় এবার ধান গাছে রোগ বালাই কম এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের নিরলস পরিশ্রম ও কৃষকদের বিভিন্ন সতর্কতা মুলক ব্যবস্থা গ্রহণের পরামর্শ প্রদান করায় রোগ বালাই তেমন ছিল না বললেই চলে। বর্তমানে উপজেলার সর্বত্র ধান কাটা মারা মওসুম পুরো দমে শুরু হয়েছে। কৃষকরা এবার ফলন বেশি পেয়ে বেশ খুশি খুশি ভাব লক্ষ্য করা গেছে। উপজেলার উমার ইউনিয়নের বিহারীনগর গ্রামের কৃষক মো.উজির উদ্দিন বলেন,তার জমিতে স্বর্ণা-৫ জাতের ধান কর্তন করা হয়েছে। একর প্রতি প্রায় ৭৫-৭৮ মণ হারে ফলন হয়েছে। ধানতাড়া গ্রামের কৃষক মো. হাসান আলী 
বলেন,তাদের এলাকায় অধিকাংশ জমিতে স্বর্ণা-৫ ধান রোপন করা হয়েছে। একর প্রতি প্রায় ৮০ মণহারে ফলন হয়েছে। ধানতাড়া গ্রামের কৃষক আবুল হাসান বলেন, ধানী গোল্ড ধান একর প্রতি ৮৫ মণ এবং স্বর্ণা-৫ জাতের ধান একর প্রতি ৮০ মণহাওে ফলন ভালো হয়েছে। অন্যান্য বারের তুলনার এবার ধানের ফলন একর প্রতি প্রায় ১৫ থেকে ২০ মণ হারে বৃদ্ধি পেয়েছে।বর্তমানে ধামইরহাটের সর্বত্র আমন ধান কেনা বেচা শুরু হয়েছে। প্রতি মণ ধান বাজারে প্রকার ভেদে ৬৩০ টাকা থেকে ৬৫০ টাকা দরে কেনা বেচা চলছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার উমার ইউনিয়নের বিহারীনগর মাঠে আমন ধানের নমুনা শস্য কর্তন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেলিম রেজা,উপসহকারী কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ,গণমাধ্যম কর্মী হারুন আল রশীদ ও এলাকার কৃষক-কৃষাণীগন। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো.সেলিম রেজা বলেন,আবহাওয়া অনুকূল ও ধান গাছকে রোগ বালাই থেকে রক্ষার জন্য কৃষকদের আগাম সর্তকতা হিসেবে উপজেলা কৃষি বিভাগের পক্ষ থেকে বিভিন্ন ধরনের ব্যবস্থা গ্রহণ করায় এর সুফল কৃষকরা পেয়েছে। রোগ বালাই তেমন ছিল না বললেই চলে। সঠিক সময়ে পোকা মাকড় দমনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করায় এবার ধানের ফলন ভালো হয়েছে। তাছাড়া রাতে শীত ও দিনে রোদের তেজ বেশি থাকায় পোকা মাড়কের আক্রমণ নেই বললেই চলে। তিনি আরও বলেন,প্রাকৃতিক কোন দূর্যোগ না থাকায় এ উপজেলায় এবার রেকর্ড পরিমাণ ধান উৎপাদন হয়েছে। হেক্ট্র প্রতি প্রায় সাড়ে ৭ মেট্রিক টন ধান উৎপাদন হয়েছে।



মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের বেনাপোল পুটখালি ও পাঁচভুলোট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে এক নাইজেরিয়ান নাগরিক ও দুই হুন্ডি ব্যাবসায়িসহ১৫জনকে আটক করেছে বিজিবি। এসময় হুন্ডির ৫লাখ টাকা,৭৫০বৈদেশিক ডলার ও ২টি মটর সাইকেল জব্দ করেছে তারা। তবে এক হুন্ডি ব্যাবসায়ি পালিয়ে গেছে বলে জানায় বিজিবি।

খুলনা ২১ বিজিবি ব্যাটলিয়নের অতিরিক্ত পরিচালক মেজর সোহেল আহম্মেদ জানান,সোমবার ভোরে বেনাপোল পুটখালি ও পাচভুলোট সীমান্ত দিয়ে হুন্ডির টাকা ও নারী শিশু বাংলাদেশে অনুপ্রবেশ করছে জানতে পারে বিজিবি। সকালে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে পুটখালি থেকে আটক করা হয় নাইজেরিয়ান নাগরিক ইকোচিকো সিডনীসহ ১৩ বাংলাদেশী নাগরিককে। এদের মধ্যে ২নারী ২শিশু ও ৯জন পুরুষ রয়েছে। তাদের বাড়ায় যশোর খুলনা গোপালগজ্ঞ, বরিশাল ও নড়াইল জেলায়। নাইজেরিয়ান নাগরিকের কাছ থেকে উদ্ধার করা হয় ৭৫০ডলার সহ মূল্যবান কাগজপত্র। সে ফুটবল প্লেয়ার বলে জানায় বিজিবি।  


অপরদিকে পাটভুলোট থেকে দুইটি মটর সাইকেল সহ আটক করা হয় আয়ুব ও হারুনার রশিদ নামে দুই হুন্ডি ব্যাবসায়িকে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় হুন্ডর পাঁচলাখ টাকা ও দুই মটর সাইকেল। আটক আয়ুব হোসেন পাটভুলোট গ্রামের নুর আলীর ছেলে। হারুনার রশিদ একই গ্রামের জামাল হোসেনের ছেলে।

অপরদিকে অগ্রভুলোট সীমান্ত থেকে গাজা ও ইয়াবা সহ এক মুরাদ হোসেন নামে এক পাচারকারীকে আটক করা হয়েছে বলে জানান তিনি। আটককৃতদেরকে বেনাপোল ও শার্শা থানায় সোপর্দ করা হযেছে বলে জানায় বিজিবি।     

নাইজেরিয়ান নাগরিক ও দুই হুন্ডি ব্যাবসায়িসহ আটক

ইউসুফ আলী সুমন, মহাদেবপুর (নওগাঁ)  : পৃথিবী এক আজব জায়গার নাম। এখানে চলছে অতীত-বর্তমানের রেষারেষি। এই রেষারেষির যাতাকলে পড়ে অনেক কিছু সৃষ্টি হচ্ছে আর অনেক কিছু হচ্ছে ধ্বংস। ষড়ঋতুর দেশ আমাদের বাংলাদেশ। বছরে একেক সময় একেক রূপ ধারণ করে এদেশ। কালের পরিক্রমায় প্রতি বছরই হাজির হয় শীতকাল। সকালে ঘাসের ডগায় শিশির ভেজা মুক্তকণা জানান দিচ্ছে শীতের। বছরে এ সময় বিভিন্ন রকমের প্রকৃতিক উপাদান নিয়ে হাজির হয় এই ঋতু। তার মধ্যে অন্যতম খেজুর রস। কিন্তু নওগাঁর মহাদেবপুরে কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার চিরচেনা খেজুর রস। শীতের সাথে রয়েছে খেজুর রসের এক অপূর্ব যোগাযোগ। শীত মৌসুমের শুরুতেই গ্রাম গঞ্জের মনুষেরা খেজুর গাছ ছিলানো (কাটা) নিয়ে ব্যস্ত হয়ে পড়তেন, কে কার আগে রস সংগ্রহ করতে পারে। বিশেষ করে শীত মৌসুম এলে গাছিদের আনন্দের সীমা থাকত না। শীতের ভোরে খেজুর রস সংগ্রহের জন্য গাছিরা মহাব্যস্ত হয়ে পড়ত। কোমরে মোটা রশি বেঁধে গাছে ঝুঁলে ঝুঁেেল রস সংগ্রহ  করত গাছিরা। খেজুর রস সংগ্রহ করে নতুন আমন ধানের পিঠা, ভাপা, পুলি ও পায়েশ তৈরির ধুম পড়ে যেতো গ্রামে গ্রামে। তাছাড়া খেজুরের গুড় দিয়ে মুড়ির মোয়া, চিরার মোয়া ও মুড়ি খাওয়া, প্রায় সর্বস্তরের মানুষের কাছে অতি প্রিয় হয়ে উঠতো। শীত যতো বাড়তে থাকতো খেজুর রসের মিষ্টতাও ততো বাড়তো। এক সময় খেজুর রসের মনমাতানো গন্ধে মৌ মৌ করত পল্লী গ্রামের অলি-গলি। শীতের সকালে খেজুর রসে ভিজিয়ে মুড়ি না খেলে গ্রাম গঞ্জের মানুষদের যেন দিনটাই ভালভাবে শুরু হতনা। শীতের সকাল মানেই গ্রামের অলি-গলিতে চলত রস মুড়ির আড্ডা। সময় বয়ে চলার সাথে সাথে রস-মুড়ি খাওয়ার সকালের সেই পারিবারিক আড্ডা বর্তমানে আর দেখা যায়না। কারণ হিসেবে জানা যায়, বাড়ি-ঘর নির্মাণ আর নির্বিচারে গাছ কাটার ফলে খেজুর গাছের সংখ্যা পল্লী-গ্রামে অস্বাভাবিক ভাবে কমে গেছে। যে হারে গাছ কাটা হয়েছে সে হারে রোপন করা হয়নি। এছাড়া একশ্রেণীর অসাধু ইটভাটা ব্যবসায়ী জ্বালানী হিসেবে খেজুর গাছ ব্যবহার করার কারণে ক্রমেই কমে যাচ্ছে গাছের সংখ্যা বলে জানিয়েছেন স্থানীয়রা। যা আছে তাও সঠিকভাবে পরিচর্যা না করা এবং গাছ ছিলানোর (কাটা) পদ্ধতিগত ভুলের কারণে প্রতিবছর অসংখ্য খেজুর গাছ মারা যাচ্ছে। প্রতি বছরের ন্যায় এ বছরও পেশাদার গাছির সংকট। তারপরেও উপজেলার কয়েকটি এলাকায় ইতিমধ্যে শখের বশতঃ গাছিরা নামমাত্র রস সংগ্রহ করছে।  উপজেলার কর্ণপুর গ্রামের গাছি কুদ্দুস জানান, ‘শীত মৌসুম এলে গাছ ছাটাই করে, রস বিক্রির টাকায় ভালোভাবে সংসার চালাতে পারতাম। আগে প্রতি বছর শীত মৌসুমে নিজের গাছ ছাড়াও নির্ধারিত অর্থ বা গুড় দেয়ার চুক্তিতে অন্যের ১০-১৫ টি গাছ ছিলতাম (কাটা)। কিন্তু এখন গাছ মরে যাওয়া এবং গাছ বিক্রি করার কারনে মাত্র একটি গাছ কাটি। গাছ কম থাকায় গ্রামবাসী খেজুরের রস থেকে বঞ্চিত হচ্ছে।’ একই গ্রামের আছির আলী জানান, ‘শীত মৌসুম এলেই সারা বছর অযতেœ অবহেলায় পড়ে থাকা খেজুর গাছের কদর বেড়ে যেত। আমার নিজস্ব খেজুর গাছ না থাকলেও আমি মালিকদের গাছ ছাটাই করে সংগ্রহীত রসের একটি অংশ প্রদান করতাম।’ উপজেলার এনায়েতপুর গ্রামের কফিল উদ্দিন নামে এক প্রবীণ জানান, ‘এক সময় আমাদের এলাকায় প্রায় প্রতিটি বাড়িতে, জমির আইলে, রাস্তার পার্শ্বে, পতিত জমিতে সারি সারি খেজুর গাছ ছিল। বর্তমানে খেজুর গাছ মরে যাওয়া এবং বিক্রি করার কারনে খেজুর গাছ নেই বল্লেই চলে। বর্তমানে খেজুর গাছের সংখ্যা কমতে কমতে বিলুপ্ত প্রায়।’ হয়ত সেদিন খুব বেশি দূরে নয় যেদিন খেজুর রসের কথা মানুষের মন থেকে হারিয়ে যাবে। আগামী প্রজন্মের কাছে খেজুর রস রূপকথার গল্পের মত মনে হবে। তবে সচেনরা মনে করছেন, বাড়ির আনাচে-কানাচে, রাস্তার পার্শ্বে, পরিত্যক্ত স্থানে পর্যাপ্ত পরিমাণে খেজুর গাছ রোপন করলে ভবিষ্যৎ প্রজন্মকে খেজুর গাছের রস ও গুড় সম্পর্কে কোন গল্পকথা বলতে হবে না।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget