নওগাঁয় সরকারী আইনগত সহায়তা প্রদান কমিটি, প্যানেল আইনজীবী এবং মানবাধিকার সঙ্গে লিগ্যাল এইড বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় সরকারী আইনগত সহায়তা প্রদান কমিটি, প্যানেল আইনজীবী এবং মানবাধিকার আইনজীবী পরিষদ এর সঙ্গে কির্ত্তিপুর ইউনিয়ন পরিষদে লিগ্যাল এইড বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ মোঃ তাজউল ইসলাম। প্রধান অতিথি বলেন যে সকল দুস্থ্য অসহায় মানুষ টাকার অভাবে সঠিক ন্যায় বিচার থেকে বঞ্চিত তাদের জন্য বর্তমান সরকার বিনা পয়সায় মামলা পরিচালনার ভার গ্রহন করে ন্যায় বিচার দেওয়ার ব্যবস্থ গ্রহন করেছে। এছাড়া তিনি আরও বলেন এই আইনগত সহায়তা প্রদান আইন ও নীতিমালার আওতায় ইউনিয়ন লিগ্যাল এইড কমিটি গ্রাম আদালত থেকে আবেদন বা মামলা জেলা লিগ্যাল এইড কমিটিতে নিয়মিত রেফার করে জনসচেতনতা সৃষ্টি করতে হবে এবং জেলা লিগ্যাল অফিস কর্তৃক বিকল্প বিরোধ নিস্পত্তি পদ্ধতির সফলতার বিষয় সাধারণ মানুষের মাঝে তুলে ধরলেই এই প্রগ্রামের সাফলতা আসবে।
নওগাঁ সদর উপজেলার কির্ত্তিপুর ইউনিয়ন পরিষদের হল রুমে শনিবার সকালে মানবাধিকার আইনজীবী পরিষদ এর সভাপতি এ্যাডভোকেট খোদাদাদ খাঁন পিটুর সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন কির্ত্তিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান, মাবাধিকরের এ্যাডভোকেট আব্দুল বারী, আব্দুস সালাম, সামিউল নবী শামিম, আঞ্চলিক পল্লী উন্নয়ন সংস্থা (আপোস) সংস্থার নির্বাহী পরিচালক শহিদুল ইসলাম, আইন ও শালিসী কেন্দ্রের প্রোগ্রাম অফিসার জাকারিয়া আল-মামুন মাবাধিকরের সমাজকর্মী জাননাতুল ফেরদৌস মুন্নি(প্যনেল মেয়র নওগাঁ পৌর সভা),পারুল, মর্জিনা, লাকি প্রমূখ সামজ সেবী সহ কয়েকশ নারী পুরুষ উপস্থিত ছিলেন।