আইসিটি ডেভেলপমেন্ট ফোরাম আত্রাই উপজেলা শাখার সভা অনুষ্ঠিত
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে আইসিটি ডেভেলপমেন্ট ফোরাম আত্রাই উপজেলা শাখার প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে আইসিটি ডেভেলপমেন্ট ফোরাম আত্রাই উপজেলা শাখার সভাপতি ও আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সানাউল ইসলামের সভাপতিত্বে উপজেলা কমিটির প্রথম সভা বুধবার তার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে ফোরামের সাধারণ সম্পাদক ও রহমান স্কিল ডেভেলপমেন্ট ইন্সটিটিউটের চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী, নর্থবেঙ্গল স্কিল ডেভেলপমেন্ট ইন্সটিটিউটের ইন্সট্রাকটর প্রভাষক আবু রেজা, আত্রাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও আপন আইটি লিমিটেডের পরিচালক নাজমুল হোসাইন সেন্টু, নেটিজেন আইটি লিমিটেডের পরিচালক শান্ত, আরএস কম্পিউটারস অ্যান্ড ট্রেনিং সেন্টার পরিচালক মোঃ রফিকুজ্জামান (মানিক) সহ উপজেলার কম্পিউটার হার্ডওয়ার ও সফটওয়ার নিয়ে কজ করেন এমন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় আত্রাই উপজেলাকে নওগাঁ জেলার শ্রেষ্ঠ ই-উপজেলা হিসেবে গড়ার লক্ষে উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল বিভাগে শত ভাগ তথ্য প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহন করা হয়।