নওগাঁর সাপাহারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দু’মহিলার মৃত্যু
সাপাহার(নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই মহিলার মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুর ২টার দিকে সাপাহার-পোরশা সড়কের তাজপুর গোহাটির নিকট এ মর্মান্তিক সড়ক দুর্ঘনাটি ঘটে। নিহত দুই মহিলা উপজেলার তিলনা ইউনিয়নের ভাগপারুল গ্রামের হাজের উদ্দীনের স্ত্রী মমতাজ বেগম ওরফে কিনারবি (৫০) ও তার ছোট ভাই আনারুল ইসলামের স্ত্রী মনোয়ারা বেগম (৪৫)
নিহতদের পারিবারিক ও প্রত্যক্ষ দর্শী সূত্রে জানা গেছে তারা দু’জনে তাদের এক নিকটতম এক অসুস্থ্য আতœীয়কে দেখার জন্য দুপুরে বাড়ী হতে বের হয়ে সাপাহার উপজেলা সদরে আসে। এর পর তারা একটি অটো চার্জার ভ্যান যোগে উপজেলার আলীনগর গ্রামে যাওয়ার জন্য রওয়ানা দেন। তাদের কে নিয়ে অটো ভ্যানটি উক্ত স্থানে পৌঁছিলে ইঞ্জিন চালিত গরু বোঝাই একটি ভুটভুটির সাথে মুখোমুখী সংঘর্ষ বাধে। এসময় ভ্যান থেকে ছিটকে পড়ে বড় জা’ মমতাজ বেগম (কিনারবি) ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। ছোট জা’ মনোয়ারা বেগম কে গুরুত্বর অসুস্থ্য অবস্থায় সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের নেয়ার পথে রাস্তায় তার মৃত্যু হয়। একই পরিবারের দু’জা’এর মর্মান্তিক এই মৃত্যুতে মহুর্তে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এ রিপোর্ট লেকা পর্যন্ত মামলা হয়নি তবে থানা পুলিশ হাসপাতালে গিয়ে মৃত দুই মহিলার লাশ পরিদর্শন করেছে।
নিহতদের পারিবারিক ও প্রত্যক্ষ দর্শী সূত্রে জানা গেছে তারা দু’জনে তাদের এক নিকটতম এক অসুস্থ্য আতœীয়কে দেখার জন্য দুপুরে বাড়ী হতে বের হয়ে সাপাহার উপজেলা সদরে আসে। এর পর তারা একটি অটো চার্জার ভ্যান যোগে উপজেলার আলীনগর গ্রামে যাওয়ার জন্য রওয়ানা দেন। তাদের কে নিয়ে অটো ভ্যানটি উক্ত স্থানে পৌঁছিলে ইঞ্জিন চালিত গরু বোঝাই একটি ভুটভুটির সাথে মুখোমুখী সংঘর্ষ বাধে। এসময় ভ্যান থেকে ছিটকে পড়ে বড় জা’ মমতাজ বেগম (কিনারবি) ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। ছোট জা’ মনোয়ারা বেগম কে গুরুত্বর অসুস্থ্য অবস্থায় সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের নেয়ার পথে রাস্তায় তার মৃত্যু হয়। একই পরিবারের দু’জা’এর মর্মান্তিক এই মৃত্যুতে মহুর্তে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এ রিপোর্ট লেকা পর্যন্ত মামলা হয়নি তবে থানা পুলিশ হাসপাতালে গিয়ে মৃত দুই মহিলার লাশ পরিদর্শন করেছে।