Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 588 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 45 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 3 দিনাজপুর 4784 দেশজুড়ে 42 ধর্ম 3414 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2782 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 82 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নয়ন বাবু, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায় আনন্দ মিছিল করেছেন সাপাহার উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচন কমিশন (ইসি) কর্তৃক তফসিল ঘোষণা হওয়ার পর তাৎক্ষণিক এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী যুবলীগের ব্যানারে আ’লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে আনন্দ মিছিলটি বের হয়ে সদরের প্রধান প্রধান সড়কগুলো প্রদিক্ষণ শেষে স্থানীয় জিরোপয়েন্টে মুক্তমঞ্চে  আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি সাজেদুল আলম, সদর ইউপি চেয়ারম্যান আকবর আলী, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক গোপাল মন্ডল, উপজেলা মহিলা আ’লীগের সাধারন সম্পাদক ইস্ফাত জেরিন মিনা, উপজেলা যুবলীগের সভাপতি নৈমুদ্দীন, সাধারণ সম্পাদক বকুল হোসেন, উপজেলা ছাত্রলীগের আহŸায়ক রাসেল রানা, কলেজ শাখা ছাত্রলীগের আহব্বায়ক বিপ্লব কর্মকার প্রমুখ।
এ সময় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের বেনাপোলে ভুয়া মেজার পরিচয়ে ১ জনকে আটক করেছে ৪৯ বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)’র আই,সি,পি ক্যাম্পের বিজিবি সদস্যরা।

বৃহস্পতিবার(৮/১১/১৮ইং) তারিখ সন্ধ্যা ৬ টার দিকে এক বাংলাদেশী পাসপোর্ট যাত্রীর মালামালকে কেন্দ্র করে এ ঘটনাটি ঘটে। আন্তর্জাতিক প্যাসেন্জার টার্মনাল এ বিজিবি’র অস্থায়ী চেকপোষ্টে চঞ্চল বিশ্বাস নামে এক পাসপোর্ট যাত্রীর নিকট অতিরিক্ত ৬/৭ পিচ কম্বল পাওয়ায় তাকে আই,সি,পি ক্যাম্পে নিয়ে যাওয়া হলে চেকপোষ্টের মামুন এন্টার প্রাইজ এর কর্মচারী শাওনেওয়াজ তপু ঐ যাত্রী ভুঁয়া মেজর রেজাউল হোসেন(৩৬) এর লোক বলে আই,সি,পি ক্যাম্পের নায়েক সুমন এর কাছে পরিচয় তুলে ধরে। পরে ক্যাম্প কমান্ডার ভুঁয়া রেজাউলের সাথে কথা বলে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের বেনাপোলের খলশি সীমান্ত থেকে ১ কেজি ওজনের  ৫০ লাখ টাকা মূল্যের ১ টি সোনার বার ভারতে পাচারের সময় পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।

শুক্রবার (০৯ নভেম্বর ) দুপুর ১২ টার সময় খলশি বাজারের পাশে একটি ধান ক্ষেত থেকে সোনার বার টি উদ্ধার করা হয়। এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি।

বিজিবি জানায়,  গোপন খবরের ভিত্তিতে জানতে পারি বেনাপোলর খলশি সীমান্ত দিয়ে সোনার একটি বড় চালান ভারতে পাচার করবে পাচারকারীর।এ সময় পুটখালী কোম্পানি কমান্ডার সুবেদার মুন্সি লাবলুর রহমান সংগীয় সদস্য দিয়ে খলশি স্কুলের পাশের একটি ধান ক্ষেতে গোপন অবস্থানে থেকে ওই পাচারকারী সোনার বার নিয়ে সীমান্তের দিকে যাওয়ার সময় ধাওয়া দিলে পাচারকারী সোনার বার টি ফেলে পালিয়ে যায়। এ সময় ১ কেজি ওজনের ১ টি সোনার বার পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। যার বাজার মূল্য আনুমানিক ৫০ লাখ টাকা।


২১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি’র অধিনায়ক ইমরান উল্লাহ সরকার ১ কেজি ওজনের ১টি সোনার বার উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ: “শেখ হাসিনার সরকার, বার বার দরকার” এই শ্লোগানকে সামনে রেখে ৪৯ নওগাঁ-৪ (মান্দা) আসনে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী নওগাঁ জেলা আওয়ামীলীগের সাংস্কৃতি বিষয়ক সম্পাদক এস এম ব্রুহানী সুলতান মামুদ গামা ব্যাপক প্রচার প্রচারণা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরে উপজেলার বিভিন্ন এলাকার গ্রাম-গঞ্জ, হাট-বাজার ও লোকালয়ে সাধারণ জনগণের আস্থা অর্জন করতে এবং প্রার্থীতা জানান দিতে গণসংযোগ করে যাচ্ছেন। বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দলমত নির্বিশেষে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করছেন তিনি। প্রচার প্রচারনার অংশ হিসেবে বিভিন্ন দিবসের শুভেচ্ছা জানিয়ে এবং ভোট প্রার্থনা করতে গামা’র ছবি সংবলিত পোষ্টার, ব্যানার, ফেস্টুন ও সাইনবোর্ডে ছেয়ে গেছে এ উপজেলা। তিনি জানান, জনপ্রিয়তা যাচাই করে মনোনয়ন দেওয়া হলে আমার বিশ্বাস এই আসনে জননেত্রী শেখ হাসিনার নৌকার মাঝি আমিই হব । নৌকা প্রতীকে মনোনয়ন পেলে এই আসন থেকে আমি নিশ্চিত জয় ছিনিয়ে আনব বলে আশা ব্যক্ত করেন গামা।

নয়ন বাবু, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার সরকারী কলেজ একাদশ শ্রেণীর ছাত্রলীগের সম্মেলন শেষে মানবিক শাখার ছাত্র সাব্বির হোসেন কে সভাপতি ও মানবিক শাখার ছাত্র আল আমিন কে সাধারণ সম্পাদক সহ নাজমুল আল শাহরিয়ার, আয়নাল হক কে সহ-সভাপতি ও রায়হান কবির, মেসবাউল হক শুভ কে যুগ্ন সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
বুধবার সকালে কলেজ অডিটরিয়ামে কমিটি গঠন করেন কলেজ শাখা ছাত্রলীগের আহবায়ক বিপ্লব কর্মকার, যুগ্ন আহŸায়ক মাহফুজুর রহমান ও জারজিস হোসেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের আহবায় রাসেল রানা সহ কলেজ ও উপজেলা শাখার নেতাকর্মীরা। সম্মেলন শেষে কলেজ আহবায়ক বিপ্লব কর্মকারের নেতৃত্বে একাদশ শ্রেণীর নবাগত কমিটির সদস্যদের নিয়ে কলেজ ক্যাম্পাসে এক আনন্দ মিছিল বের করা হয়।

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁ-২ আসনের (ধামইরহাট-পতœীতলা) এমপি পদে মনোনয়ন প্রত্যাশী একমাত্র নারী প্রার্থী  ড.আবেদা আখতার কণা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণের লক্ষে ধামইরহাট ও পতœীতলা উপজেলার হাট বাজার,পাড়া মহল্লাহ ব্যাপক পোস্টার সাঁটিয়ে নিজেকে প্রার্থী হিসেবে জানান দিচ্ছেন। আলহাজ্ব সালাউদ্দিন সালুর নেতৃত্বাধীন ন্যাশনাল পিপল্স পার্টি (এনপিপি) এর প্রার্থী হিসেবে সংসদ নির্বাচনে তিনি প্রতিদ্ব›িদ্বতা করবেন। বর্তমান তিনি এনপিপির চেয়ারম্যান আলহাজ্ব সালাউদ্দিন সালুর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ও ঢাকা মহানগর এনপিপির সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। ধামইরহাট উপজেলার আলমপুর ইউনিয়নের অন্তর্গত ছিলিমপুর গ্রামের মৃত ইব্রাহিম হোসেনের মেয়ে আবেদা আখতার। ৪ সন্তানের মধ্যে সে দ্বিতীয় সন্তান। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে দর্শন বিষয় নিয়ে বিএন সম্মান এমএ ডিগ্রী অর্জনের পর তিনি শিক্ষকতা পেশায় জড়িয়ে পড়েন। গত ২০১৫ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ থেকে অধ্যাপক হিসেবে অবসর গ্রহন করেন। ড.আবেদা আখতার কণার স্বামী আবুল হোসেন জেলা ও দায়রা জজ হিসেবে গ্রহণ করেছেন। তার একমাত্র সন্তান ব্যারিষ্টার  হোসাঈন মুঞ্জুর হাইকোর্ট ও সুপ্রীম কোর্টে আইন পেশায় নিয়োজিত রয়েছেন। এব্যাপারে ড.আবেদা আখতার কণা বলেন,ছোট বেলা থেকে আমি মানুষের সেবা করার চিন্তা ভাবনা ছিল। সেই ভাবনার আমার নিজস্ব অর্থায়নে আমার এলাকার মাদ্রাসা,মসজিদের উন্নয়নের জন্য যথা সার্ধ অনুদান দিয়েছি। এছাড়া এলাকার গরীব মানুষের মাঝে স্যানিটেশন সামগ্রী,বিশুদ্ধ পানির জন্য টিউবওয়েল এবং বিদুৎবিহীন গ্রামে সোলার বিতরণ করেছি। এতিমখানার শিক্ষার্থীদেরকে বিভিন্নভাবে সহায়তা দেয়া হয়েছে। বিধবা স্বামী পরিত্যাক্তা মহিলাদের মাঝে গাভী বিতরণ ও কন্যাদায়গ্রস্ত পরিবারকে আর্থিকভাবে অনুদান প্রদান করেছি। আমার জন্মস্থান ছিলিমপুর গ্রামে ২০ শয্যা বিশিষ্ট নারী ও শিশুর স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষে নিজ উদ্যোগে হাসপাতাল নির্মাণের কাজ চলমান রয়েছে। ব্যক্তিগত উদ্যোগে তিনি সব সময় নিজেকে উজার করে জনগণের সেবা করে যাচ্ছেন। আগামীতে নওগাঁ-২ (ধামইরহাট-পতœীতলা) আসনে সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেলে এবং নির্বাচিত হলে পারলে তিনি বৃহৎ পরিসরে মানুষের সেবা অব্যাহত রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি ধামইরহাট-পতœীতলা উপজেলার সর্বস্তরের মানুষের দোয়া প্রার্থী।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget