Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 588 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 45 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 3 দিনাজপুর 4784 দেশজুড়ে 42 ধর্ম 3414 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2782 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 82 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

আবু রায়হান রাসেল, নওগাঁ: গাইবান্দার গোবিন্দগঞ্জ আদিবাসি ও বাঙ্গালীদের উপর হামলা, অগ্নি সংযোগ ভাংচুর, লুটপাট ও তিন সাওতাল হত্যা ও ক্ষতিপূরণেসহ জড়িতদের গ্রেফতারের দাবিতে নওগাঁয় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় আদিবাসি পরিষদ নওগাঁ শাখার উদ্যেগে মঙ্গলবার সকালে শহরের মুক্তিমোড়ে শহীদ মিনারের সামনে এই কর্মসূচী পালন করা হয়েছে।
জাতীয় আদিবাসি পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি সবিন মুন্ডার সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন নওগাঁ শাখার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ময়নুল হক মুকুল, অ্যাডভোকেট শহীদ হাসান সিদ্দিকী স্বপন, এসএম আজাদ হোসেন, ছাত্র পরিষদের নওগাঁ সভাপতি সুধীর পাহান, সমাজকর্মী নাইস পারভিন, মহাদেবপুর শাখার সভাপতি দীলিপ পাহান, সাধারণ সম্পাদক খোগেশ উরাওসহ অন্যরা।
বক্তরা বলেন, সরকার মুখে মুক্তিযুদ্ধের কথা বলছে অথচ সারাদেশে আদিবাসি ও সংখ্যা লঘুদের ঘরবাড়ি ভাংচুর, দখল, অগ্নিসংযোগ, লুটপাট, হত্যা, নারী নির্যাতনকারিদের গ্রেফতার করছে না। এরই ফলশ্রুতিতে হিসেবে উল্লেখ করেন, এই বিচারহীনতায় ২০১৬ সালে গাইবান্দার গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ-বাগদা ফার্মের আদিবাসি ও বাঙ্গালীদের উপর পুলিশী বাহিনী পাহারায় দখলদাররা হামলা, অগ্নি সংযোগ ভাংচুর, লুটপাট চালায়। এ সময় তিন আদিবাসি সাওতালকে হত্যা করে। এ সময় পুলিশ বাহিনীর কিছু সদস্য এই অগ্নিসংযোগে অংশগ্রহণ করে। হত্যাকারিদের বাঁচাতে ক্ষমতাসীন দলে থাকা ক্ষমতাশীল নেতারা প্রশাসনের সহযোহিতায় তৎপর রয়েছে। যার কারণে এই হত্যার হত্যাকারিদের আজও বিচার করা সম্ভব হচ্ছে না। হত্যাকারিদের দ্রæত বিচারের আওয়াতায় নেয়া ও ক্ষতিপূরণের দাবি জানানো হয়।

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: বেনাপোল সীমান্তে দিয়ে বাংলাদেশে পাচারের সময়ে ৪ লাখ ২০ হাজার টাকাসহ হাসানুজ্জামান (৩০) নামে এক হুন্ডি পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

সোমবার বেনাপোল সীমান্তের খলশি বাজার এলাকা থেকে তাকে আটক করে পাঁচভুলট বিজিবি ক্যাম্পের সদস্যরা।
আটক হাসানুজ্জামান শার্শা উপজেলার বসতপুর গ্রামের মৃত আনোয়ার আলীর ছেলে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একটি হুন্ডির চালান বেনাপোলের খলশি বাজারের দক্ষিণে হাফেজি মাদ্রাসার পাশে পাকা সড়ক দিয়ে পাচার হচ্ছে।এমন সংবাদের ভিত্তিরত ২১ ব্যাটালিয়নের সদস্যা সেখানে অভিযান চালিয়ে হাসানুজ্জামান কে আটক করে।

পরে তার লুঙ্গির মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় বাংলাদেশী ৪ লক্ষ ২০হাজার টাকা ও তার ব্যবহৃত মোটরসাইকেল আটক করা হয়।
খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল ইমরান উল্লাহ জানান, আটককৃতের নামে অর্থ পাচারের মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা সোপর্দ করা হয়েছে।

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি : মিথ্যা ঘোষনা দিয়ে ভারত থেকে আমদানী হচ্ছে ইমিটেশন জুয়েলারীর একটি পণ্য চালান। এমন সংবাদের অভিযোগে রবিবার রাত ১১টা ৫৫ মিনিটে কাষ্টমস্ কর্তৃপক্ষের আইআরএম এর একটি প্রতিনিধি দল অভিযান চালিয়ে বেনাপোল বন্দরের জিরো পয়েন্ট এলাকা থেকে পণ্য বোঝাই ২টি ১০ চাকার ভারতীয় ট্রাক জব্দ করেছে । এ সময় আরো জব্দ করা হয়েছে ঐ ট্রাক দুটির চাবিসহ সকল কাগজ পত্র।

জব্দকৃত পণ্য চালানটির আমদানীকারক ঢাকার আনাস এন্টারপ্রাইজ। যার মেনিফেষ্ট নং ৩৯৯৬১/২, তাং-০৪.১১.১৮,। পণ্য চালানটির রপ্তানী কারক প্রতিষ্ঠান ভারতের জেইন এক্সপোর্ট। আমদানীকারক প্রতিষ্ঠান গত ১লা নভেম্বর-২০১৮ ঢাকার মেঘনা ব্যাংক লিমিটেড থেকে একটি এলসি খোলেন পণ্যটি আমদানী করার জন্য। যার এলসি নং০০০০৩২৫২১৮০১০৩৪০ । তাং-০১.১১.১৮। পণ্য চালানটির ইনভয়েজ মুল্য দেখানো হয়েছে ২৬১৬২ মার্কিন ডলার। বেনাপোল কাষ্টমস হাউসের ইনভেষ্টিগেশন রিসার্স এন্ড ম্যানেজমেন্ট গ্রুপের একটি প্রতিনিধি দল জব্দকৃত মালামাল পরিক্ষন করবেন। পরীক্ষনে পণ্যচালানটির মালামাল ঘোষনার সাথে মিল আছে কিনা তাও দেখবেন। তবে পণ্য চালানটিতে আমদানীকৃত পণ্যের ঘোষনায় আছে প্লাষ্টিক বাংলা এন্ড আদার্স।

বেনাপোল কাষ্টম হাউসের সহকারী কমিশনার উত্তম চাকমা জানান গোপন সুত্রে সংবাদ পায় একজন আমদানীকারক ভারত থেকে মিথ্যা ঘোষনার মাধ্যমে একটি পণ্য চালান বেনাপোল বন্দরে নিয়ে আসছে। এমন সংবাদে রবিবার রাতে আইআরএম টিমের প্রতিনিধি সহকারী রাজস্ব কর্মকর্তা মোস্তফা আবদুল্লাহ আল মামুনকে সাথে নিয়ে বন্দরের জিরো পয়েন্ট এলাকা থেকে পণ্য বোঝাই দুটি ভারতীয় ট্রাক জব্দ করি। যার নং ডই-৫১-৭০৮৬, ইি-২৩-ই২৩৭৬)পরে ভারতীয় ট্রাক ২টি বেনাপোল কাষ্টম হাউসে নিয়ে আসা হয়। আজ মঙ্গলবার মালামাল পরীক্ষন করা হবে। মিথ্যা ঘোষনা এবং অমিল পাওয়া গেলে আইনের আওতায় এনে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে। তবে জব্দকৃত ট্রাক ২টির ড্রাইভার দুলাল দাস এবং তপন কুমার প্রাথমিক ভাবে জানান তাদের গাড়ী ২টিতে ইমিটেশন জুয়েলারী জাতীয় পণ্য আছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন সি এন্ড এফ এজেন্ট ও অন্য কোন প্রতিনিধিকে পাওয়া যায়নি।:

মোঃ রাসেল ইসলাম, বেনাপোল(যশোর) প্রতিনিধি: যশোরের শার্শায়  সোমবার রাতে একটি ওয়ান শুটার গান ও ১ রাউন্ড গুলিসহ  বাবর আলী (৩৫) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে  কন্যাদাহ  গ্রামে   থেকে  আটক করেছে শার্শা থানার পুলিশ। আটক অস্ত্র ব্যবসায়ী বাবর আলী শার্শা উপজেলার  কন্যাদাহ গ্রামের দূখের ছেলে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মশিউর রহমান জানান, প্রতিদিনের অভিযানের অংশ হিসাবে শার্শা উলাশী ইউনিয়নের কন্যাদাহ  থেকে এসআই বক্তিয়ার ও এ এস আই কবির  হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চলাকালীন রাত ৭ টায় অস্ত্র ব্যবসায়ী    বাবর আলীকে রাম পুর বাজার অভিমুখে হেঁটে যাওয়ার সময় সন্দেহ হওয়ায় তাকে আটক করে দেহ তল্লাশী করে তার কাছে একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করে।  
আটক বাবর আলী  বিরুদ্ধে শার্শা থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।

আবু রায়হান রাসেল, নওগাঁ: নওগাঁ’র সিনিয়র সাংবাদিক জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি বাংলাদেশ বেতার নওগাঁ জেলা প্রতিনিধি এ্যাড. শেখ আনোয়ার আনোয়ার হোসেনের মা আছিয়া খানম ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহে ওয়া ইন্না ইলাহী রাজেউন। বার্ধক্যজনিত কারনে গত ৫ নভেম্বর সোমবার রাত ৭টা ৪৫ মিনিটে শহরের চকদেব পাড়াস্থ নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন।

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর-বাংলাদেশ, ঢাকা এর সম্মানিত মহাপরিচালক প্রফেসর মো: মাহাবুবুর রহমানের মৃত্যুতে গভীর শোক এবং তাঁর আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান করেন যশোরের শার্শা উপজেলার নাভারণ মহিলা আলিম মাদরাসা। মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাবা আলেয়া পারভীনের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়ো অনুষ্ঠানে এসময় অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক- শিক্ষিকা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget