মুক্তি পেল সুস্মির প্রথম সিনেমা
জনপ্রিয় নায়ক বাপ্পি চৌধুরী ও নবাগত নায়িকা সুস্মি রহমান অভিনীত ‘আসামানী’ ছবিটি সারাদেশের প্রায় ৪০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। নাট্য নির্মাতা সাখাওয়াত হোসেনের প্রথম চলচ্চিত্র এটি।ঢাকার মধ্যে অভিসার, জোনাকী, চিত্রমহল, আনন্দ, সেনা, মতিমহল, পূরবী, পুনম ও নিউ গুলশানে চলছে ছবিটি।ঘাসফড়িং প্রযোজিত এ ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, শম্পা রেজা, অরুণা বিশ্বাস, এসএম মহসিনসহ অনেকে।নবাগত নায়িকা সুস্মি আরটিভি অনলাইনকে বলেন, গল্পে কখনও গ্রামের সাধারণ মেয়ে, কখনও বয়স্কা মহিলা, কখনও আবার পতিতা। আমার চরিত্রে অনেকগুলো শেড রয়েছে। অভিনয় করার সুযোগ পেয়েছি। কাজটি করার সময় অনেক কিছু শেখার সুযোগ হয়েছে। এক কথায় অসাধারণ দর্শকরা আসমানীকে গ্রহণ করবেন বলে আমার বিশ্বাস।নায়ক বাপ্পির বিপরীতে কাজ প্রসঙ্গে সুস্মি বলেন, তিনি দেশীয় চলচ্চিত্রের জনপ্রিয় একজন নায়ক। আর এটি আমার প্রথম চলচ্চিত্র। ভেবেছিলাম সিঙ্ক করতে অসুবিধা হবে। কিন্তু একদমই না। কাজটি আমরা বন্ধুর মতোই করেছি। বাপ্পির কাছে অনেক সহযোগিতা পেয়েছি। শুধু বাপ্পি নয় ছবিতে অনেক সিনিয়র অভিনেতা কাজ করেছেন। শতাব্দী ওয়াদুদ, জয়ন্ত চট্টোপাধ্যায় সবার কাছেই সহযোগিতা পেয়েছি।উল্লেখ্য, র্যাম্পের মাধ্যমে মিডিয়ায় পথচলা শুরু সুস্মির। সেটি ২০০৪ সালে। ২০০৯ সালে মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোনের সঙ্গে কাজের সুযোগ আসে তার। এরপর নিয়মিতভাবে প্রতিষ্ঠানটির বিজ্ঞাপন ও বিলবোর্ডে কাজ করেন ২০১৫ সাল পর্যন্ত। তখন থেকেই পরিচিতি পান সুস্মি।