প্রতিনিধি নওগাঁ: শুরু হয়েছে নওগাঁ-আত্রাই-নাটোর মহাসড়কের অসমাপ্ত কাজ। দীর্ঘ প্রায় ১৪ বছর পর অসমাপ্ত কাজ সমাপ্তকরণ প্রকল্প কাজের উদ্বোধন করা হয়েছে। এতে জেলার রানীনগর-আত্রাই উপজেলাবাসীর মনের আশা পূরণ হতে চলেছে। রাজধানী ঢাকার সাথে নওগাঁ দূরত্ব প্রায় ৪৮ কিলোমিটার কমবে। সেই সাথে সময় বাঁচবে প্রায় দেড় ঘন্টা। পাশাপাশি দক্ষিণাঞ্চলের সাথে যোগাযোগ ব্যবস্থা আরো সহজ এবং এলাকার অর্থসামাজিক উন্নয়ন হবে।
গত বুধবার বিকেলে নওগাঁ সড়ক ও জনপদ বিভাগের তত্ত¡বধানে রানীনগর উপজেলা আওয়ামীলীগ অফিসের সামনে অসমাপ্ত কাজ (১৯ কিলোমিটার নওগাঁর অংশ) সমাপ্ত করণের এ কাজের উদ্বোধন করেন, নওগাঁ-৬ (রানীনগর-আত্রাই) আসনের সংসদ সদস্য মো. ইসরাফিল আলম।
নওগাঁ সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা যায়, নওগাঁ-আত্রাই-নাটোর মহাসড়কের জন্য ২০০৫ সালে যোগাযোগ মন্ত্রণালয় ৯৮ কোটি টাকার প্রকল্প উন্নয়ন প্রস্তাব (ডিপিপি) অনুমোদন দেয়। কিন্তু পরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সীমিত আকারে ৫০ কোটি টাকার অনুমোদন দেয়। ওই বছরের ২৮ ডিসেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া নাটোরের নলডাঙ্গায় নির্মাণ কাজ উদ্বোধন করেন।
এই অর্থায়নে ২০০৭ সালের জুন পর্যন্ত নওগাঁ-সান্তাহার রোডের ঢাকার মোড় থেকে নাটোরের নলডাঙ্গা পর্যন্ত সাড়ে ৪৮ কিলোমিটার রাস্তার মাটি ভরাটের কাজ শেষ হয়। মহাসড়কের নওগাঁ অংশের ২৬ কিলোমিটারের মধ্যে মাত্র সাড়ে ৭ কিলোমিটার রাস্তা পাকা হয়। আর নাটোর অংশের সাড়ে ২২ কিলোমিটার রাস্তার মধ্যে ১৬ কিলোমিটার রাস্তা পাকা হয়। নতুন করে অর্থায়ন না হওয়ায় মোট ২৩ কিলোমিটার রাস্তা পাকা হওয়ার পর হাইড্রোলজি সমীক্ষার নামে বন্ধ হয়ে যায় সড়কটির নির্মাণ কাজ। সড়কটি পাকা না হওয়ায় বাঁকি সাড়ে ২৫ কিলোমিটার রাস্তা এলাকাবাসীর গোচারণভূমিতে পরিণত হয়।
রানীনগর-আত্রাই উপজেলার মাঝখানে শাহাগোলা রেল ষ্টেশন। এই এলাকায় যোগাযোগ ব্যবস্থা সহজ পথ একমাত্র ট্রেন। ট্রেনের সময় না থাকায় শাহাগোলা রেল ষ্টেশনের এলাকায় বহলা, ঝুনঝুনিয়া, মাধাইমুড়ি, বেড়াহাসান, শিমলিয়াসহ প্রায় ১০/১২ টি গ্রামের লোকজানের চরম ভোগান্তি পোহাতে হয়। এলাকায় উৎপাদিত প্রধান ফসল ধানের তেমন মূল্য পাননা কৃষকরা। এই সড়কের নিমার্ণ কাজ শেষ হলে এখানকার উৎপাদিত ফসলাদি কৃষকরা সরাসরি বগুড়া, রাজশাহী ও রাজধানী সহ যশোর, বেনাপলে সরবরাহ করতে পারবে। এমনকি দিনাজপুরের হিলি স্থল বন্দর হয়ে সরাসরি ভারতেও আমদানি করতে পারবে। এতে সময় ও শ্রম দুটোই বাঁচবে।
নওগাঁ সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ হামিদুল হক বলেন, নওগাঁ থেকে নাটোর জেলার দুরত্ব প্রায় ৫১ কিলোমিটার। মাঝখানে প্রায় সাড়ে ২৫ কিলোমিটার সড়কের কোথায় মাটি আছে। আবার কোথায়ও কার্লভার্ট ও ব্রীজ নাই। নওগাঁবাসীকে নাটোর যেতে হলে রাজশাহী অথবা বগুড়া দিয়ে ঘুরে যেতে হতো। নওগাঁ-আত্রাই-নাটোর মহাসড়কের প্রায় ২০১ কোটি ২৯ লাখ টাকা ব্যয়ে রাস্তাটির অসমাপ্ত কাজ সমাপ্ত করা হবে।
নওগাঁ-৬ (রানীনগর-আত্রাই) আসনের সংসদ সদস্য মো. ইসরাফিল আলম বলেন, প্রায় ১৪ বছর পর অসমাপ্ত কাজ সমাপ্তকরণ প্রকল্প কাজের উদ্বোধনের মধ্য দিয়ে রানীনগর-আত্রাই উপজেলাবাসির মনের আশা পূর্ণ হতে চলেছে। গ্রামীণ অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা ভাল হলে ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন সহ স্থানীয়দের জীবন-যাত্রার মানও উন্নত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। বিশ্ব দরবারে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল।
উদ্বোধনীতে রানীনগর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল বারিক মোল্লা’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, নওগাঁর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ হামিদুল হক, উপজেলা নির্বাহী অফিসার আল-মামুন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান পিন্টু প্রমুখ।
রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা: নওগাঁর রাণীনগরে তাইওয়ানের টিএক্স ফাউন্ডেশনের অর্থায়নে টিএক্স-ইসরাফিল ফাউন্ডেশনের শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার রাণীনগর মহিলা অনার্স কলেজ সংলগ্ন নব-নির্মিত টিএক্স-ইসরাফিল ফাউন্ডেশন ভবনের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে টিএক্স-ইসরাফিল ফাউন্ডেশনের সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় পল্লী উন্নয়ন ও সমবায় ফেডারেশনের সভাপতি মো: ইসরাফিল আলম। এছাড়াও উপস্থিত ছিলেন টিএক্স ফাউন্ডেশনের প্রেসিডেন্ট লিসা লিন, টিএক্স ফাউন্ডেশনের আন্তর্জাতিক উপদেষ্ঠা ফ্রিদা মিরিক্লিস, টিএক্স ফাউন্ডেশনের সেক্রেটারী ইরু লাই, ওয়ারবি’র চেয়ারম্যঅন সৈয়দ সাইফুল ইসলাম, নিরাপদ অভিবাসী সংক্রান্ত জাতীয় নের্টওয়াকের (বোয়াফ) চেয়ারম্যান নাজমুল আহসান, সাপ্তাহিক প্রজন্মের আলো পত্রিকার সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী, ইসরাফিল আলম পলিটেকনিক ইন্সটিটিউটের উপাধ্যক্ষ মাসুদ পারভেজ, রাণীনগর মহিলা অনার্স কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ চন্দন কুমার মোহন্ত প্রমুখ।
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) : নওগাঁর আত্রাইয়ে শ্রী রতন কুমার সরকার (৬২) নামে এক বৃদ্ধ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
বৃহস্পতিবার বিকালে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত রতন কুমার সরকার উপজেলার পায়কড়া নামাপাড়া গ্রামের শ্রী রবি সরকারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সবার অজান্তে তার নিজ বাড়ির বারান্দার বাঁশের সাথে চাদর পেঁচিয়ে সে আত্মহত্যা করে। পরিবারের লোকজন বাড়ির বারান্দার বাঁশের সাথে গলায় চাদর পেঁচানো ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়।
এ ব্যাপারে ঘটনার সত্যতা নিশ্চিত করে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: মোবারক হোসেন জানান, আত্মহত্যার খবর পেয়ে বৃহস্পতিবার বিকালে লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
আবু রায়হান রাসেল, নওগাঁ: নওগাঁয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৪তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বাংলাদেশ শিশু একাডেমী নওগাঁ জেলা শাখা শিশুদের আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনাসভা, পুরস্তার বিতরন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
বৃহস্পতিবার সকাল ১১টা থেকে শিশু একাডেমী প্রাঙ্গনে শিশুদের তিনটি বিভাগে আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বেলা সাড়ে ১২টায় জেলা প্রশাসক মোঃ মিজানুযর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী শিশুদের মধ্যে পুরস্কার বিতরন করেন। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত আলোচনা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নওগাঁস্থ ১৪ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল খাদেমুল বাশার, জেলা তথ্য অফিসার মোঃ আতিকুর রহমান শাহ এবং জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ কায়েস উদ্দিন।
পরে শিশু একাডেমী নওগাঁ শাখার শিক্ষার্থীদের পরিবেশনায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য ও সংগীত পরিবশেন করা হয়।
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে এক অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার করে করেছে থানা পুলিশ। ধামইরহাট থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ধামইরহাট থানার উপপরিদর্শক গোলাম মোস্তফার নেতৃত্বে পুলিশের দল উপজেলার আড়ানগর ইউনিয়নের অন্তর্গত ফতেপুর বাজার থেকে হাফ কিলোমিটার দক্ষিণে ধামইরহাট-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের পার্শ্ব থেকে পরিচয়হীন এক মহিলার লাশ উদ্ধার করে। এব্যাপারে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো.জাকিরুল ইসলাম বলেন,নিহত মহিলাকে এলাকাবাসী পাগলী হিসেবে জানতো। তার বয়স আনুমানিক ৬৫ বছর। ময়না তদন্তের জন্য লাশ নওগাঁ মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপার পুলিশের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরী অন্তর্ভুক্ত করা হয়েছে।