Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 588 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 45 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 3 দিনাজপুর 4784 দেশজুড়ে 42 ধর্ম 3414 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2782 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 82 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

মোঃ রাসেলণ ইসলাম,বেনাপোল(যশোর): খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্প্যের সদস্যরা সোমবার সকাল ১০ টার সময় ৩০ বোতল ফেন্সিডিল সহ এক নারীকে পুটখালী মসজিদ বাড়ী পোস্টের পাকা রাস্তার উপর থেকে আটক করেছে ।আটকৃত নাসিমা আক্তার (৫০) শার্শা থানার পোতা পাড়া গ্রামের মোঃ জামাল উদ্দিনের স্ত্রী।
বিজিবি জানায়,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বিপুল পরিমান ফেন্সিডিলের একটি চালান পাচার হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে পুটখালী ক্যাম্পের কোম্পানী কমন্ডার সুবেদার লাবলু রহমান সংঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে এক নারীকে আটক করে। পরে তার দেহ তল্লাশী করে ৩০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।
খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ ইমরান উল্ল্যাহ সরকার (পিবিজিএমএস) জানায়, আটক ভারতীয় ফেন্সিডিল সহ পাচারকারীকে বেনাপোল পোর্ট থানায় সোর্পদ করা হবে।

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় বাংলাদেশ ছাত্রলীগের সদর উপজেলা, পৌর ও নওগাঁ সরকারী কলেজ শাখার বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ২টায় শহরের নওজোয়ান মাঠে উদ্বোধক হিসাবে জাতীয় ও দলীয় পতাকা উওোলন, ফেষ্টুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে এর উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চেীধুরী শোভন। এতে প্রধান অতিথি ছিলেন নওগাঁ জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মালেক এমপি। পৌর ছাত্রলীগের আহবায়ক আহসানুল হক শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যের মধ্যে জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাধন চন্দ্র মুজুমদার এমপি, সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ বাদল, জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রেজভী, সাধারন সম্পাদক আমানুজ্জামন শিউলসহ কেন্দ্রীয় ছাত্রলীগ, স্থানীয় আওয়ামীলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। এ রিপোর্ট লেখা পর্য়ন্ত সম্মেলন চলছিল।

নওগাঁ জেলা প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলার প্রহসন মূলক রায় মানি না মানবো না” এই দাবীতে নওগাঁয় জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমবার বেলা ১২টায় শহরের পৌরসভার গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বিএনপির দলীয় কার্যালয় কেডির মোড়ে গিয়ে শেষ হয়। পরে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শামীম আহম্মেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব নাজমুল হক সনি, সাবেক সাংসদ রায়হান আক্তার রনি, সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান রিপন, ও শফিউল আজম ভিপি রানা, যুবদলের সভাপতি বায়েজিদ হোসেন পলাশ, সাধারন সম্পাদক খায়রুল আলম গোল্ডেন, সহ সাংগঠনিক সম্পাদক শামিনুর রহমান শামিম, জেলা মহিলা দলের সদস্য সচিব ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান শবনম মোস্তারী কলি, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম পবলু, সাধারন সম্পাদক শফিউল আজম টুটুল, যুগ্ন সাধারন সম্পাদক আব্দুল কাহহার মোল্লা (তুফান), রুহুল কুদ্দুস পলাশ, সাংগঠনিক কামরুল আখতার রনি সহ-সাংগঠনিক দেওয়ান সবুজ হোসেন সহ নূরনবী, কুরবান, প্লাবণ, সূজন প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সভাপতি রুবেল হোসেন, সাধারন সম্পাদক মামুন বিন ইসলাম জোহা, যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম সোহাগ সহ অঙ্গ সংগঠনের প্রমুখ নেতৃবৃন্দরা।

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাট সীমান্তে ৩৩০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ মাহবুব আলম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। জানা গেছে, গত রবিবার সন্ধ্যায় দিকে উপজেলার কালুপাড়া বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়ক সুবেদার মো. ফিরোজ হোসেনের নেতৃত্বে বিজিবির টহল দল সীমান্ত পিলার ২৭১/৩ এর ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তওে উত্তর চশরহমতপুর গ্রামের মাহাবুব আলম বাবুর বাড়ীতে অভিযান চালায়। অভিযানে বাবুর বাড়ীর ভেতওে মাটিতে পুঁতে রাখা অবস্থায় ৩৩০ বোতল ফেন্সিডিল ও ১ বোতল ভারতীয় কীটনাশক উদ্ধার করে। যার বাজার মূল্য আনুমানিক ১ লক্ষ ৩২ হাজার ৫০০ টাকা। এ ব্যাপারে ১৪ বিজিবি পতœীতলার অধিনায়ক লে: কর্ণেল মো. জাহিদ হাসান বলেন, বিজিবি বাদী হয়ে ধামইরহাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং আাসামী মাহাবুব আলম বাবুসহ আটককৃত মালামাল ধামইরহাট থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : ‘টেকসই উন্নয়ন স্বাস্থ্যসম্মত স্যানিটেশন, হাত ধোব নিয়মিত থাকবো সবাই স্বাস্থ্যসম্মত’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর মহাদেবপুরে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর-২০১৮ ও বিশ্ব হাত ধোয়া দিবস পালন করা হয়েছে। ব্রাক ওয়াশ কর্মসূচীর সার্বিক সহযোগিতায় উপজেলা প্রশাসন ও মহাদেবপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। এ উপলক্ষে সোমবার সকালে উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোবারক হোসেন পারভেজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুস ছাত্তার নান্নু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী জিল্লুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাহাঙ্গীর আলম প্রামাণিক, নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ডিজিএম শাহিনুর ইসলাম তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাবিবুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাজহারুল ইসলাম, ব্রাক ওয়াশ কর্মসূচীর ফিল্ড সংগঠক আজিম হোসেন প্রমূখ।

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল (যশোর): সীমান্ত ব্যবস্থাপনা প্রশিক্ষণে অংশ নিতে ১১দিনের জন্য ভারত থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ২৫ সদস্যের একটি প্রতিনিধিদল বাংলাদেশে প্রবেশ করেছে।


সোমবার (১৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় বিএসএফের প্রতিনিধিদলটি পাসপোর্টের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল চেকপোস্টে এসে পৌঁছায়। বিএসএফের কমান্ডার সুনীল কুমারের নেতৃত্বে ২৫ সদস্যের প্রতিনিধিদলে ১০জন কর্মকর্তা ও ১৫ সদস্য রয়েছেন।


তারা চট্টগ্রাম বিজিবি ট্রেনিং স্কুল অ্যান্ড কলেজে বিজিবি ও বিএসএফের মধ্যে সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে ১১ দিনের প্রশিক্ষণে অংশ নেবেন। এর আগে বিএসএফের প্রতিনিধিরা বেনাপোল চেকপোস্ট শূন্য রেখায় এলে ফুল দিয়ে অভ্যর্থনা জানান ৪৯ বর্ডার গার্ড বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক। পরে প্রতিনিধিদলকে বিজিবি ও পুলিশের নিরাপত্তা বেস্টনির মধ্য দিয়ে গন্তব্যের উদ্দ্যেশে নিয়ে যাওয়া হয়।


বিজিবি সূত্রে জানায়, দু'দেশের সীমান্তে বিজিবি-বিএসএফের মধ্যে সু-সম্পর্ক বজায় রেখে কীভাবে যৌথভাবে মাদক, অস্ত্র, অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার বন্ধ করা যায় সেলক্ষ্যে উভয়দেশের সীমান্তরক্ষীদের এই উন্নত প্রশিক্ষণের আয়োজন। ১১দিনের প্রশিক্ষণ শেষে বিএসএফ প্রতিনিধি দলটি আগামী ২৭ অক্টোবর বেনাপোল দিয়ে ভারতে ফিরবেন বলে জানা গেছে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget