বেনাপোলে বাড়ির ছাদে গাঁজার বাগানের খোঁজ পেল র্যাব-৬ আটক ১
মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর): যশোরের বেনাপোল সীমান্তে বসত বাড়িতে গাঁজার বাগানের সন্ধ্যান পেয়েছে র্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন(র্যাব)-৬ সদস্যরা। এসময় গাঁজা গাছ উদ্ধার ও চাষের সাথে জড়িত মুজিবর রহমান বিশ^াস(৪০) নামে এক জনকে আটক করেছে।
শনিবার(১৩ অক্টোবর) রাত ৮ টায় বেনাপোল সীমান্তের পুটখালী গ্রামে এই গাঁজা চাষের সন্ধান পায় র্যাব সদস্যরা।
যশোর র্যাব ৬ এর ক্যাম্প কমান্ডার সুরোত আলী জানান, তাদের কাছে গোপন খবর আসে ভারত সীমান্ত বর্তী এলাকা বেনাপোলের পুটখালী গ্রামের জৈনক এক ব্যাক্তির বাড়ির ছাদে দির্ঘদিন ধরে গাঁজার চাষ হচ্ছে। পরে র্যাব সদস্যরা ওই বাড়ির ছাদে অভিযান চালিয়ে দুই কাটা জাইগার উপর চাষ করা গাঁজা গাছ উদ্ধার করে। এসময় গাঁজা চাষের সাথে জড়িত বাড়ির মালিক মুজিবরকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাক দ্রব নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হবে বলে জানান তিনি।