নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক আইন শৃংখলা সভা অনুষ্ঠিত হয়। সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলানায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মোঃ মাহফুজুল আলমের সভাপতিত্বে মাসিক আইন শৃংখলা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৪৬, নওগাঁ-১ আসনের সংসদ সদস্য, উপজেলা পরিষদের প্রধান উপদেষ্টা, বীরমুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এনামূল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লিয়াকত আলী, মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, সহকারী কমিশনার (ভূমি) আফরোজা খাতুন, অফিসার ইন চার্জ তোরিকুল ইসলাম। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সেলিম উদ্দিন, উপজেলা প্রকল্প কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নূরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ আলম শেখ, নওগাঁ পলী বিদ্যুৎ সমিতি নিয়ামতপুর জোনের ডেপুটি জেনারেল ম্যানেজার আবু উমাম মোঃ মাহবুবুল হক, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর (ইউডিএফ) মোঃ বাচ্চু মিয়া, উপজেলা মৎস্য অফিসার কামরুজ্জামান, উপজেলা কৃষি অফিসার আমীর আব্দুলাহ মোঃ ওয়াহেদুজ্জামান, উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য মঞ্জুয়ারা খাতুন, পারুল আক্তার, হাসনারা বিবি, উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা (খাদ্য গুদাম) আতিকুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আমিনুল কবির, পলী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক আসাউর রহমান, নওগাঁ জেলা আওয়ামীলীগের কার্য নির্বাহী কমিটির সদস্য আবেদ হোসেন মিলন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বাবু ঈশ্বর চন্দ্র বর্মন, হাজিনগর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, চন্দননগর ইউপি চেয়ারম্যান বদিউজ্জামান বদি, ভাবিচা ইউপি চেয়ারম্যান ওবাইদুল হক, নিয়ামতপুর সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান নইম, রসুলপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, পাড়ইল ইউপি চেয়ারম্যান সৈয়দ মুজিব গ্যান্দা, বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক জনি আহমেদ, ডিষ্ট্রিক স্পেশাল ব্রাঞ্চ (ডিএসবি) নাজমূল ইলাম প্রমুখ। একই সাথে উপজেলা পরিষদ চেয়ারম্যানের সভাপতিত্বে উপজেলা পরিষদের সমন্বয় সভা, ভোক্তা অধিকার দিবস উপলক্ষ্যে সেমিনার, মাদক নিয়ন্ত্রন ও মানব পাচার প্রতিরোধ সভা, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ সভা অনুষ্ঠিত হয়। সভায় নিয়ামতপুর উপজেলায় আইন শৃংখলা সন্তাষজনক থাকায় প্রধান অতিথি অফিসার ইন চার্জ কে ধন্যবাদ জানান। পাশাপাশি উপজেলাবাসীকে আগাম শারদ্বীয় শুভেচ্ছা জানান।