Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 588 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 45 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 3 দিনাজপুর 4784 দেশজুড়ে 42 ধর্ম 3414 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2782 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 82 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল: অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের পর বেনাপোলের পূটখালী সীমান্ত থেকে রোববার সকালে দুই নাইজেরিয়ান নাগরিককে আটক করেছে বিজিবি। আটক নাইজেরিয়ানরা দীর্ঘদিন ধরে ভারতের কলকাতায় অবস্থান করছিল। দালাল চক্রের মাধ্যমে বাংলাদেশের একটি ক্লাবে ফুটবল খেলতে তারা বাংলাদেশে প্রবেশ করে। অবৈধ পথে প্রবেশের পর বেনাপোলে দুই নাইজেরিয়ান নাগরিক আটক
খুলনা ২১ বিজিবির অধিনায়ক লে কর্ণেল ইমরান উল্লাহ সরকার জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে পূটখালী বিজিবি ক্যাম্পের টহলদল সীমান্তে অভিযান চালায়। এসময় ২ জন নাইজেরিয়ান নাগরিককে আটক করতে সক্ষম হয়। আটক কৃতরা হলো ওলাতুন্ডে তিমোথি (৩৪) ও ভিতাস ইয়েনা (৪১)। তারা নাইজেরিয়ার ইকেজা শহরের স্টেট লাগম ডি ৬ এর ৩ নং ফ্লাটের বাসিন্দা। তাদের কাছ থেকে ৬টি পাসপোর্ট সহ বিভিন্ন প্রকার জীনিসপত্র জব্দ করা হয়েছে। আটক নাইজেরিয়ানদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মো: আশরাফ (৫৫) নামে এক ব্যক্তি গুরুত্বর আহত হয়েছে। রবিবার বেলা ১২টার দিকে উপজেলার জামগ্রাম সোনার পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত আশরাফ উপজেলার জামগ্রাম গ্রামের পঁচায় প্রামানিকের ছেলে।

এ ব্যাপারে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আশরাফ রবিবার বেলা ১২টার দিকে বাড়ির পাশের খেজুর গাছের পাতা কাটতে গাছে ওঠে। পাতা কাটার এক পর্যায়ে অসাবধানতার কারণে পাশে থাকা বিদ্যুৎতের মেইন লাইনের তারের সাথে স্পৃষ্টে দি্যুতায়িত হয়ে আটকে পরে। এলাকাবাসী দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে বিদ্যুৎ অফিসে খবর দিয়ে সংযোগ বন্ধ করে এবং তাকে গাছের উপর থেকে মাটিতে নামিয়ে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত আহতের স্বজনরা জানায় আশরাফ রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আছে এবং তার শারীরিক অবস্থার অনেকটা উন্নতি হয়েছে।

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগর থানাপুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযান চলাকালীন সময়ে ২৬ পুড়িয়া গাঁজাসহ মাদক ব্যবসায়ী শ্রী উপেন (৩৫) নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। গত শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই হুমায়ন কবীর সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার কাশিমপুরক ঋষি পাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রয়ের সময় শ্রী উপেনকে গ্রেফতার করে। এসময় তার কাছে থাকা ২৬পুড়িয়া গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতর বিরুদ্ধে রাণীনগর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে শনিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। শ্রী উপেন উপজেলার কাশিমপুরক ঋষি পাড়া গ্রামের মৃত জতিনের ছেলে বলে রাণীনগর থানার এসআই হুমায়ন কবীর জানান।

রিফাত হোসাইন সবুজ.নওগাঁ: নওগাঁয় কমিউনিটি সম্প্রচারকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে বাংলাদেশ ব-দ্বীপ পরিকল্পনা ২১০০ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বরেন্দ্র রেডিও নওগাঁর উদ্দ্যেগে রবিবার বেলা ১১টায় রেডিও”টির কনফারেন্স রুমে এ কর্মশালার আয়োজন করা হয়।


এতে সভাপতিত্ব করেন বরেন্দ্র রেডিও’র ষ্টেশন ম্যানেজার সুব্রত সরকার। কর্মশালায় জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগজনিত ঝুঁকি মোকাবেলায় প্রায় শত বর্ষব্যাপী ব-দ্বীপ পরিকল্পনা-২১০০ নামে দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন করছে সরকার। এ পরিকল্পনায় বন্যা, নদী ভাঙ্গন, নদী শাসন, নদী ব্যবস্থাপনা, নগর ও গ্রামে পানি সরবরাহ এবং বর্জ্য ব্যবস্থাপনা, নগর বন্যা নিয়ন্ত্রণ ও নিস্কাশন ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদি কৌশল নির্ধারণ করা হয়েছে। নতুন নতুন প্রকল্প বাস্তবায়ন এবং বিদ্যমান অবকাঠামো উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের মাধ্যমে ব-দ্বীপ পরিকল্পনা বাস্তবায়নে সরকারের গৃহীত এসব প্রদক্ষেপের বিভন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।


এসময় উপস্থিত ছিলেন নওগাঁ কেডি সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক হাসমত আলী, বরেন্দ্র রেডিও’র চীফ প্রোগ্রাম প্রডিউসার ও সিনিয়র রিপোর্টার রিফাত হোসাইন সবুজ, সহকারি অনুষ্টান প্রযোজক শারমিন শশী, নিউজ এডিটর মো. আরাফাত রহমান, রিপোটার সুব্রত হালদার, টেকনিক্যাল ইনচার্জ কাজী রাকিব, টেকনিশিয়ান ফজলে রাব্বি, চাষী সঞ্জয় বর্মণসহ বরেন্দ্র রেডিও’র কলা-কুশলীবৃন্দ।

নওগাঁ জেলা প্রতিনিধি: মৎস্যমানব বলে খ্যাত মিজানুর রহমান চৌধুরী। তিনি দীর্ঘ সময় পানির নিচে অক্সিজেন না নিয়ে থাকতে পারেন। তার এ কৃতিত্বপূর্ন নৈপুণ্য প্রদর্শন করে নওগাঁবাসীকে দেখিয়ে এক প্রকার তাক লাগিয়ে দিয়েছেন। নওগাঁর একটি স্থানীয় সামাজিক সংগঠন ‘এলকুশে পরিষদ’ এর ২৫ বছর পূর্তিতে মৎস্যমানবের ডুব প্রদর্শণ করা হয়। গত শুক্রবার বিকেল সাড়ে ৪ টা থেকে সন্ধ্যা সাড়ে ৬ টা পর্যন্ত নওগাঁ শহরের ড্যাফোডিলস স্কুলের পাশে গাঁজা সোসাইটি পুকুরে ডুব প্রদর্শনের আয়োজন করা হয়। পুকুরে সাঁতার প্রতিযোগিতা শেষে তিনি একটানা দুই ঘন্টা অক্সিজেন ছাড়াই পানির নিচে এ নৈপুণ্য প্রদর্শন করেন। তবে পানির নিচে বাঁশের একটি খুঁটিতে বাঁধা চেয়ারে দীর্ঘসময় বসে ছিলেন। কিছু সময় পর পর হাত উচু করে সবার দৃষ্টি কাড়ছিলেন এবং হাত তালি দিতে বলছিলেন। ডুবে থাকা অবস্থায় আগত অনেকেই টাকাসহ বিভিন্ন কিছু দিয়ে সম্মানিত করছিল। পানির থেকে ডাকা হলে তিনি বুঝতে পেরে হাত বাড়িয়ে দিতে টাকা নেন এবং করমর্দন করেন। আর চেয়ারে বসেই তিনি আপেল সহ অন্যান্য খাবার গ্রহন করেন। ডুব প্রদর্শণ দেখতে পুকুরের চারধারে কয়েক হাজার নারী-পুরুষ, শিশু ও বৃদ্ধের আগমণ ঘটে। এ উপলক্ষে সেখানে এক গ্রামীণ মেলা বসে। দীর্ঘ সময় মিজানুর রহমান চৌধুরীর পানিতে ডুবে থাকায় আগতদের মনে নানান প্রশ্ন দেখা দেয়। এনিয়ে বিভিন্ন জন বিভিন্ন কথা বলেন। অলৌকিক ক্ষমতা ছাড়া এতো সময় অক্সিজেন না নিয়ে কেউ পানির নিচে থাকতে পারবে না বলেও মন্তব্য করেন।
ডুব প্রদর্শণ শেষে সাতারুদের মাঝে পুরস্কার বিতরণ ও মিজানুর রহমান চৌধুরীকে সংবর্ধনা প্রদান করা হয়। এসময় সংগঠনের সভাপতি অ্যাডভোকেট ডিএম আব্দুল বারীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা প্রশাসক মো: মিজানুর রহমান, পুলিশ সুপার ইকবাল হোসেন, পরিষদের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য ওহিদুর রহমান, সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম খান, ডাক্তার ময়নুল হক, বিন আলী পিন্টু, রফিকুদ্দৌলা রাব্বি, মনোয়ার হোসেন লিটন, নাইচ পারভিন, বিষ্ণ কুমার দেবনাথ, সাধারন সম্পাদক এমএম রাসেল, জেলা প্রেসক্লাবের সভাপতি কায়েস উদ্দিন, ড্যাফোডিলস স্কুলের অধ্যক্ষ মাহবুব আলম সানাসহ গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


মৎস্যমানব মিজানুর রহমান চৌধুরী বলেন, দীর্ঘক্ষণ পানির নিচে ডুবে থাকলেও আজ পর্যন্ত কোন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়নি। আমার ডুবে থাকা দেখে মানুষ আনন্দ পায়। জীবনে অনেক কিছুই পেয়েছি। এখন জনগণের সেবা করা এবং শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত থেকে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করা। সেই সাথে ‘গিনেস বুকে’ নাম লেখানো এবং এক ডুব দিয়ে ইংলিশ চ্যানেল পার হওয়ার ইচ্ছা পোষণ করেন।
মিজানুর রহমান চৌধুরীর সংক্ষিপ্ত জীবনি: চাঁদপুর জেলার কচুয়া উপজেলার অতিশ্বর গ্রামে চৌধুরী বাড়িতে ১৯৭১ সালের ১২ নভেম্বর তিনি জন্মগ্রহণ করেন। পাঁচ ভাই-বোনের মধ্যে তিনি দ্বিতীয়। ১৯৯১ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিয়ে ২০১৪ সালে অবসর গ্রহণ করেন। বর্তমানে কুমিল্লার দেবিদ্বার উপজেলার মোহাম্মদপুর এআর উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন। ২০০০ সালের মে মাসে চাঁদপুরের মতলব উপজেলায় কচুয়া সরকারি হাইস্কুল মাঠ সংলগ্ন পুকুরে সর্বোচ্চ ৭২ ঘণ্টা পানিতে ডুবে থাকায় তাকে মৎস্যমানব আখ্যায়িত করা হয়। তিনি চৌধুরী ফাউন্ডেশন আতিশ্বর কচুয়া, চাঁদপুরের প্রতিষ্ঠাতা এবং জাতিসংঘ শান্তিরক্ষা শিশনের সদ্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। চাঁদপুরে জন্মগ্রহন করলেও নানা দায়িত্ব পালন শেসে এখন তিনি কুমিল্লায় বসবাস করেন।

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁ সরকারি মেডিকেল কলেজের অনুমোদন দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমকে অভিনন্দন জানিয়ে বর্ণাঢ্য আনন্দ র‌্যালী করেছে নওগাঁ সরকারি কলেজের শিক্ষার্থীবৃন্দ। শনিবার বেলা ১১টায় কলেজ চত্বর থেকে র‌্যালীটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালীটির উদ্বোধন করেন কলেজের ভাইস প্রিন্সিপাল মানিক কুমার সাহা।
এসময় উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রেজভী, সাধারণ সম্পাদক আমানুজ্জামান সিউল, সাবেক সাংগঠনিক সম্পাদক একরামুল বারী ডলার, রিয়াজ খান, কলেজ ছাত্রলীগ নেতা এসএম বিশাল সরদার, ফাহিম হোসেন, আসিফ হোসেন, হিমেল সহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget