Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 588 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 45 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 3 দিনাজপুর 4784 দেশজুড়ে 42 ধর্ম 3414 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2782 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 82 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

বেনাপোল(যশোর)প্রতিনিধি: বেনাপোল পাটবাড়ী মন্দির সংলগ্ম এক গ্রহবধুর বিষপানে আত্মহত্যার চেষ্টাকে কেন্দ্র কওে ঐ এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার তথ্য সন্ধানে জানা গেছে রবিবার(২/৯/১৮ইং) তারিখ সন্ধ্যার দিকে ময়না খাতুন(১৯)নামের ঐ গৃহবধুর পার্শবর্ত্তী বাড়ীর পাশে মোড়লের পুত্র সজন হোসেন (২৪) কর্ত্তৃক ধর্ষিত হয়। ধর্ষন কালে ঐ গৃহবধুর শ্বশুর নুর ইসলাম ও শা¦শুড়ী নাজমা বেগম হাতে নাতে ধরে ফেলে। বিষয়টি জানাজানি হলে পরিবারের মধ্যে অশান্তি সৃষ্টি হতে থাকে।


এক পর্যায়ে গ্রহবধু ময়না খাতুন গত বৃহস্পতিবার (৬/৯/১৮ইং) বিষপানে আত্মহত্যার চেষ্টা চালায়,ত্যক্ষনাত তার শ্বশুর শা¦শুড়ী ময়না খাতুনকে স্থানীয় এক ক্লিনিকে নিয়ে চিকৎসা প্রদান করায়। মৃত্যুর হাত থেকে বেঁচে গেলেও বর্তমানে ময়না খাতুননের অবস্থা আশঙ্কাজনক সে এখন শ্বশুর বাড়ীতেই মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এদিকে ঘটনার পর থেকে ধর্ষক সজন পলাতক রয়েছে। ধর্ষককে আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা চেয়ে গ্রামবাসী জোর দাবী জানিয়েছেন।


উল্লেখ্য,বিষয়টি নিয়ে এলাকার টেনা মেম্বার একটি শালিশ বিচার করলেও ধর্ষক প্রভাব শালি হওয়ায় ধর্ষিতার পরিবার সঠিক বিচার পাইনি বলে গ্রহবধু ময়না খাতুনের শ্বশুর ও শ্বাশুড়ী জানিয়েছেন।

গৌতম চন্দ্র বর্মন ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়ায় দশ ও এগারো,সেপ্টেম্বর সোম ও মঙ্গলবার গড়েয়া বাজারে সকাল নয়টা টা থেকে বিকেল পাঁচ টা পর্যন্ত খাদ্য অধিদপ্তর পরিচালিত হত দরিদ্রদের মাঝে দশ টাকা কেজিতে জনপ্রতি ত্রিশ কেজি চাল বিতরণ করা হয়েছে।


প্রকল্প ডিলার রবীন্দ্র নাথ মোদক বলেন, হতদরিদ্র যাদের নামের তালিকা ও কার্ড আছে তারাই এই সুবিধা ভোগ করতে পারবে আমরা নয় সেপ্টেম্বর চাল উত্তোলন করেছি দশ ও এগারো সেপ্টেম্বর সুষ্ঠুভাবে হতদরিদ্রদের মাঝে স্বল্পমূল্যে চাল বিতরণ করেছি ,আমাদের চাল বিতরণ এখনো শেষ হয়নি হয়তো বারো থেকে পনেরো তারিখের মধ্যে সমাপ্ত করতে পারবো ।


গড়েয়ায় স্বল্প মূল্যে চাল বিতরণের সময় উপস্থিত ছিলেন গড়েয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইউনুস আলী সাধারণ সম্পাদক রবীন্দ্র নাথ মোদক গড়েয়া পাঁচ নং ওয়ার্ড ইউপি সদস্য আজিজুল ইসলাম সাবেক ইউপি সদস্য আঃ মজিবর মেম্বার হাসিবুল ইসলাম সহ স্থানীয় ব্যক্তিবর্গ ।

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় বি. এন. বি আইডিয়াল কলেজের উদ্যোগে ব্যাতিক্রমধর্মী মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  শনিবার দুপুরে অত্র কলেজ হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বাংলা প্রভাষক জিয়াউর রহমানের সঞ্চালনায় এবং আব্দুস সালাম মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কীটনাশক ব্যাবসায়ী দুলাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল সিক্স বাংলার নওগাঁ জেলা প্রতিনিধি সাংবাদিক মাহবুবুজ্জামান সেতু। সমাবেশে বক্তব্য প্রধান করেন কলেজের প্রভাষক মিজানুর রহমান এবং নুরশাদ। উল্লেখ্য, গত ১৫ ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে কলেজ কর্তৃক আয়োজিত রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদেরকে আজকের মা সমাবেশে ওই দিনের প্রতিযোগিতায় ১ম পুরস্কার বিজয়ী দ্বাদশ শ্রেণীর ছাত্রী রুজিনা আক্তারকে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের অসমাপ্ত আত্ম জীবনী বই, ২য় পুরস্কার দ্বাদশ শ্রেণীর ছাত্র শামিম হোসেনকে বেগম রোকেয়ার লেখা বই এবং ৩য় পুরস্কার হিসেবে ২ জন কলেজ ছাত্রীকে চাচা কাহিনীর বই সৌজন্য পুরস্কার হিসেবে হাতে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি এবং বিশেষ অতিথিকেও কলেজের পক্ষ থেকে সম্মাননা স্বরূপ পুরস্কৃত করা হয়। অতিথিদের সম্মাননা এবং বিজয়ীদেরকে পুরস্কৃত করেন অত্র কলেজের অধ্যক্ষ গোলাম রাব্বানী। মা সমাবেশের পর অত্র কলেজ মাঠে সকল ছাত্র-ছাত্রীকে তাদের নিজ নিজ মায়েদের দুই পা পানি দিয়ে ধুয়ে-মুছে পরিস্কার করে নেল কাটার দিয়ে পায়ের নখ কেটে দিতে নির্দেশ দেওয়া হয়, যেন ভবিষ্যতে তারা তাদের বাবা-মার যত্ন নিতে ভূল না করে। শেষে শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে প্রধান অতিথির পক্ষ থেকে অত্র কলেজে বৃক্ষ রোপন করা হয়। সমাবেশে কুরআন তেলাওয়াত করেন কলেজের গ্রন্থাগারিক গুলবর রহমান, গীতা পাঠ করেন দ্বাদশ শ্রেণীর ছাত্র প্রশান্ত কুমার। মা সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অত্র কলেজের সকল শিক্ষক-কর্মচারী, ছাত্র-ছাত্রী ও অবিভাবক এবং কমিটির সদস্য বৃন্দ।#

তন্ময় ভৌমিক, নওগাঁ: ঠাঠা বরেন্দ্র ভূমিতে পোরশা, সাপাহার, নিয়ামতপুর, মহাদেবপুর, বদলগাছী, ধামইরহাট, নওগাঁ সদরসহ নওগাঁয় মাল্টা চাষে ঝুঁকছে পরেছেন কৃষকরা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতা ও ব্যক্তিগত উদ্যোগে গত দুই বছরে প্রায় একশ’ বিঘা জমিতে মাল্টার বাগান গড়ে উঠেছে। এ দিকে মাল্টা চাষি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে সহযোগিতা না পাওয়ার অভিযোগ করেছেন। মাল্টা চাষে লাভ হলে আগামিতে ঠাঠা বরেন্দ্র ভূমিতে মাল্টা চাষের বিপ্লব হবে এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।
বদলগাছী হর্টিকালচার সূত্রে জানিয়ে, অন্যান্য ফসলের চেয়ে কম চাহিদা সম্পন্ন মাল্টা চাষে বিপ্লব ঘটানো ও বিদেশ থেকে আমদানির চাপ কমাতে হর্টিকালচারে ২০১৫ সাল থেকে বারি-১ জাতের মাল্টার গাছ তৈরী শুরু হয়। ইত্যে তিন হাজার বিক্রি করা হয়েছে। হর্টিকালচারে সহযোগিতায় জেলায় গত তিন বছরে একশ’টি মাল্টার প্রদর্শণীয় প্লট তৈরী করা হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, পানির স্তর নীচে হওয়ায় বর্ষ মৌসুমে ধানের আবাদ ছাড়া তেমন কোন ফসল চাষ হয় না ঠাঠা বরেন্দ্র ভূমি পোরশা, সাপাহার, নিয়ামতপুর, বদলগাছী উপজেলায়। বছরের অধিকাংশ সময় পতিত থাকা জমিতে কৃষকরা গড়ে তোলেন আম বাগান। আমে অনেক সময় লোকসান হওয়ায় আমের পরিবর্তে অন্যান্যে ফসল চাষের চিন্তা শুরু করেন কৃষকরা। এমতাবস্তায় টেলিভিশনে মাল্টা চাষের প্রতিবেদন দেখে দেড় বছরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতা ও ব্যক্তিগত উদ্যোগে মাল্টা চাষ শুরু করেছেন কৃষকরা।
পোরশা উপজেলার তেঁতুলিয়া গ্রামের ওবাইদুল্লাহ শাহ জানান, আম বাগানের পাশাপাশি বারি-১ জাতের ৬শ’টি মাল্টা গাছ লাগান। ৬শ’টি গাছের মধ্যে ২শ’টি গাছে মাল্টা ধরেছে। ২শ’টি গাছে প্রায় ৩০ থেকে ৭০টি করে মাল্টা ধরেছে। মাল্টা বিক্রি করে ৭০ হাজার থেকে ৮০ হাজার টাকা বিক্রি হবে বলে আশা করছেন মাল্টা চাষি।
পোরশা উপজেলার ছাউল গ্রামের আবু বক্কর মন্ডল জানান, দুই বছর আগে মাল্টা চাষে করতে প্রথমে মাটি খনন করে বিভিন্ন সার মিশ্রণ করে এক মাস রেখে দেয়ার পর ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আম বাগানের মধ্যে ৭শ’ টি চারা আমের বাগানে এনে লাগান। এর মধ্যে ভিয়েতনাম দেশের ৫শ’ এবং বাঁকি ২শ’টি বারি-১ জাতের মাল্টা ফলের গাছ লাগান। প্রায় ৪শ’টি মাল্টা গাছে মাল্টা ধরেছে। বারি-১ জাতের চেয়ে ভিয়েতনাম দেশের মাল্টার ফল তুলনামূলক বড় এবং মিষ্টি। গত কয়েক মাস আগে মাল্টা গাছের পাতা পচে কুঁকড়ে মরে যাচ্ছিল। কৃষি বিভাগকে জানালে তারা পাতা নিয়ে যায়। এরপর তারা কোন প্রতিকার দেয়নি বা কোন সহযোগিতা করেনি। এতে হতাশা দেখা দিয়েছিল। স্থানীয় ভাবে পরিচর্যা করে উপকার পেয়েছেন। মাল্টা চাষে লাভজনক হলে আম বাগান কেটে ফেলবেন এমনটাই জানালেন এই মাল্টা চাষি।
ছাউল গ্রামের আশরাফ আলী মন্ডল জানান, এলাকার অনেকেই মাল্টা চাষে উদ্বুদ্ধ হলেও মাল্টা চাষিদের মাল্টা গাছে রোগবালাই দেখা দেয়া। কৃষি বিভাগ থেকে তেমন সহযোগিতা না পাওয়া স্থানীয়ভাবেই নিম গাছের রস দিয়ে রোগবালাই দমন করা হয়েছে। মাল্টা চাষে দেখে অনেকেই পরামর্শ নেয়ার পাশাপাশি উদ্বুদ্ধ হচ্ছেন।
সাপাহার উপজেলা সদরের সোহেল রানা। তার বাগান পতœীতলা উপজেলার রূপগ্রামে তার বাগানে বদলগাছী হর্টিকালচার থেকে দুই বছর আগে ২০টি মাল্টা পান। এরপর সিলেট থেকে আরো ৬০টি মাল্টা এনে লাগান। গাছগুলোর মধ্যে ৪২টি গাছে ৩০ থেকে ৪৫টা পর্যন্ত মাল্টা ধরেছে। উপজেলা কৃষি বিভাগ থেকে বিভিন্ন সময় তাকে পরামর্শ দেয়া গাছগুলো বেশ ভালো হয়েছে।
পতœীতলা উপজেলার কৃষি কর্মকর্তা প্রকাশ কুমার জানান, সোহেল রানাকে সব সময় সহযোগিতা করা হচ্ছে। সোহেল রানার মতো অনেক যুবক মাল্টা চাষে পরামর্শ নিয়ে যাচ্ছেন। গত দেড় বছরের মধ্যে উপজেলায় প্রায় ২৫টি মাল্টার প্রদর্শনীয় প্লট গড়ে তোলা হয়েছে।
পোরশা উপজেলার উপ-সহকারি কৃষি কর্মকর্তা সেলিম রেজা জানান, বরেন্দ্রভ‚মির এসব জমিতে বর্ষাকালে শুধু মাত্র আমন ধান চাষ করা হতো। আমন ধানের চেয়ে আম চাষে লাভবান হওয়ায় কৃষকরা ঝুঁকে পরেছেন। আম চাষের চেয়ে মাল্টা চাষে ঝুঁকি কম এবং কম সেচ লাগে এ জন্যেই কৃষকদের মাল্টা চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে।
পোরশা উপজেলা কৃষি কর্মকর্তা মাহফুজ আলম জানান, কৃষি বিভাগ থেকে দেড় বছর আগে উপজেলায় কৃষদের মাঝে মাল্টার ২০টি প্রদশনীয় প্লট তৈরী করা হয়। ওই প্রদর্শনীয় প্লট দেখে এলাকার অনেক কৃষক মাল্টা চাষে আগ্রহী হয়ে উঠেছেন। গত দেড় বছরে উপজেলায় ৫০ বিঘা জমিতে মাল্টার বাগান গড়ে উঠেছে। আগামীতে মাল্টা চাষে কৃষকদের আরো উদ্বুদ্ধ করা হবে।
মাল্টা চাষিরা কৃষি বিভাগ থেকে পরামর্শ না পাওয়ার অভিযোগ অস্বীকার করে মাহফুজ আলম বলেন, কৃষি বিভাগে জনবল সংকট থাকায় হয়তো অনেক সময় শতভাগ সেবা দেয়া সম্ভব হয় না। তবে চাহিদা মোতাবেক জনবল থাকলে শতভাগ সেবা দেয়া সম্ভবের আশার কথা শুনালেন।
বদলগাছী হর্টিকালচারে সিনিয়র উদ্যানতত্ত¡ বিদ আ.ন.ম. আনারুল হাসান জানান, মাল্টা চাষে বিপ্লব ঘটানো ও বিদেশ থেকে আমদানির চাপ কমাতে মাল্টা-১ জাতের তিন হাজার গাছ বিক্রি করা হয়েছে। জেলায় গত তিন বছরে একশ’টি মাল্টার প্রদর্শণীয় প্লট তৈরী করা হয়েছে। প্রতি প্লটে মাল্টার গাছ লাগানো হয়েছে ৩০ থেকে ৩৫টি। প্রায় ৯৫টিই গাছই বেঁচে রয়েছে। জেলার মাটির গুণাগুণ পরীক্ষা নিরীক্ষা করে দেখা মাল্টা-১ জাতের ফল মিষ্টি। টক হওয়ার কোন সুযোগ নেই। তিনি আরো জানান, জেলায় মাল্টা চাষের বিপ্লব ঘটানো পরিকল্পনা রয়েছে। একারণেই হর্টিকালচার কাজ করে যাচ্ছে। প্রতিটি মাল্টা বিক্রি হয় বিশ টাকা থেকে পঁচিশ টাকায়।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মনোজিত কুমার মল্লিক জানান, পোরশা, সাপাহার, নিয়ামতপুর, মহাদেবপুর, বদলগাছী, ধামইরহাট ঠাঠা বরেন্দ্র ভ‚মি হিসেবে পরিচিত। এই উপজেলাগুলোর মধ্যে পোরশা, সাপাহার, নিয়ামতপুরের অধিকাংশ জমিতে আমন ধান ছাড়া অন্য কোন ফসল উৎপাদন হয় না। এ কারণে আম বাগান গড়ে তুলছেন। কম পানি চাহিদা সম্পন্ন মাল্টা চাষে বর্তমানে জেলার ১১টি উপজেলার মধ্যে বিশেষ করে পোরশা, সাপাহারে কৃষকদের উদ্বুদ্ধ করতে কৃষি বিভাগ কাজ করছে। ইত্যে মধ্যে জেলায় একশ’ বিঘারও উপর জমিতে মাল্টা চাষ করা হয়েছে।
নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার সেলিম জানান, তার গ্রামের বাড়ি চেরাগপুর গ্রাম এক বিঘার জমির উপর অন্যান্যে ফলের পাশাপাশি একশ’টি মাল্টার গাছ দেড় বছর আগে লাগান। ইত্যে মধ্যে প্রায় ৭০টি গাছে মাল্টা ধরেছে। এলাকার অনেক লোকই মাল্টার বাগান দেখেতে আসেন। সাংসদ আরো আশা ব্যক্ত করেন, আগামিতে মাল্টা চাষে নওগাঁ জেলা দেশে একটি রোল মডেল হবে। এ জন্যে মাল্টা চাষে কৃষি বিভাগের সার্বক্ষণিক সহযোগিতা অব্যাহত রাখতে হবে।
জেলা প্রশাসক মিজানুর রহমান জানান, মাল্টা চাষ জেলায় অপারসম্ভাময় থাকায় কৃষি বিভাগকে মাল্টা চাষিদের সার্বক্ষণিক সহযোগিতা দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। গত বছর দুইয়ের মধ্যে যে ভাবে মাল্টা চাষ করা শুরু হয়েছে। এই ধারাবাহিকতা বজায় থাকলে মাল্টা চাষে নওগাঁয় বিপ্লব ঘটানো যাবে। এতে বিদেশ থেকে মাল্টা আমদানি করার প্রয়োজন হবে না।

নওগাঁ জেলা প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সু-চিকিৎসা ও শর্তহীন মুক্তির দাবিতে নওগাঁয় জাতীয়তাবাদী দল (বিএনপি) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির আয়োজনে সোমবার দুপূরে নওগাঁ শহরের বিভিন্ন এলাকা থেকে বিএনপির নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল বের করে মুক্তির মোড় নওজোয়ান মাঠে এসে মানববন্ধনে অংশ গ্রহন করে।


জেলা বিএনপির সভাপতি ও নওগাঁ পৌর মেয়র নজমুল হক সনির সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, চেয়ারপার পারসনের উপদেষ্টা লে. কর্ণেল আব্দুল লতিফ, জেলা বিএনপির সহসভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, যুগ্ন সম্পাদক আমিনুল ইসলাম বেলাল, নাসির উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান রিপন ও শফিউল আজম ভিপি রানা, জেলা বিএনপির সদস্য রবিউল ইসলাম বুলেট, নওগাঁ সদর উপজেলা চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক নান্নু, ভাইস চেয়ারম্যান শবনম মোস্তারি কলি, জেলা যুবদলের সভাপতি বায়েজিদ হোসেন পলাশ, সাধারন সম্পাদক খায়রুল আলম গোন্ডেন, যুগ্ন সম্পাদক জেডএইচ খান মানিক, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শামিম আহমেদ, সিনিয়র সহ সভাপতি শহিদুল ইসলাম পবলু, সাধারন সম্পাদক শফিউল আযম টুটুল, দেওয়ান কামরুল আক্তার নাহিদ, জেলা ছাত্রদলের সভাপতি রুবেল হোসেন, সাধারন সম্পাদক মামুন বিন ইসলাম দোহা সহ জেলার ১১ উপজেলার বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর): সীমান্তবর্তী উপজেলা শার্শার গিলাপোল গ্রামে চাঁদার দাবিতে কুখ্যাত মিলন বাহিনীর সদস্যরা শনিবার রাতে সংখ্যালঘু খ্রিষ্টান সম্প্রদায়ের সলোমন দাসের (৪৩) বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করেছে। এ সময় বাড়ির মহিলা ও বৃদ্ধদের পিটিয়ে আহত করেছে। পুলিশ এ ঘটনায় ৮ জনকে আটক করেছে।


স্থানীয় কুখ্যাত মিলন বাহিনী দীর্ঘদিন ধরে সলোমানের কাছে মোটা অংকের চাঁদা দাবি করে আসছিল। সলোমন চাঁদা দিতে রাজি না হওয়ায় শনিবার রাত সাড়ে দশটায় কুখ্যাত মিলন বাহিনী তার দলবল নিয়ে বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও মারপিট করে। এসময় স্বর্ণালংকার, মোবাইল সেট ও টাকা লুট করে নিয়ে যায়। গ্রামের লোকজন ভয়ে তাদের সাহায্যে কেউ এগিয়ে আসেনি। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ঘটনার সাথে জড়িত ৮ জনকে আটক করেছে। এর আগে ২০১৬ সালে এই বাহিনীর সদস্যরা আমার শালি মায়া মারিয়া কর্মকারকে আগুন ধরিয়ে মারার চেষ্টা করেছে। ঐ মামলায় এখনও কোন আসামী ধরা না পড়ায় তারা ্ ধরনের হামলা ও লুটপাট করতে সাহস পায়।


এব্যাপারে শার্শা থানার (তদন্ত)ওসি তাসমীম আলম তুষার বলেন, শার্শা থানায় মামলা হয়েছে। বাকি আসামীদের ধরার প্রক্রিয়া চলছে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget