Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 588 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 45 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 3 দিনাজপুর 4784 দেশজুড়ে 42 ধর্ম 3414 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2782 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 82 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

প্রতিনিধি: নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, জোট নয় ভোটের রাজনীতি করুন; দেখবেন নতুনধারা বাংলাদেশ এনডিবির মত করে সারাদেশের মানুষ সাধুবাদ জানাবে আপনাদেরকেও। তা না হলে অতিতের অনেকের মত ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হবেন। নতুন প্রজন্ম যেমন নিবেদিত নেতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ কোন জাতীয় বীরকেকই ভোলেনি, তেমনি ভোলেনি জাতির খলনায়ক খন্দকার মোস্তাকদের মত বেঈমানদেরকেও। আর তাই সারাদেশে স্বাধীনতার স্বপক্ষের ভোটের রাজনীতি, গণমানুষের মৌলিক অধিকার রক্ষার রাজনীতি করতে হবে। জোট নয় ভোটের রাজনীতি করুন : মোমিন মেহেদী


যশোরের ঝিকরগাছা, চৌগাছা, সাতক্ষীরা, শ্যামনগর, কালিগঞ্জ-এর রাজনতিক সফর শেষে ঢাকায় এসে গণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে তিনি উপরোক্ত কথা বলেন। ৯ সেপ্টেম্বর বিকেল ৩ টায় তোপখানা রোডস্থ চেয়ারম্যানের কার্যালয়ে এসময় নতুনধারা বাংলাদেশ এনডিবির সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, ভাইস চেয়ারম্যান মাামুদ হাসান তাহের, মহাসচিব হাসিবুল হক পুনম, সিনিয়র যুগ্ম মহাসচিব ইব্রাহিম খলিল প্রধান প্রমুখ উপস্থিত ছিলেন।

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় মাইক্রোবাসের ধাক্কায় বাইসাইকেল আরোহী মমতাজ হোসেন (৪৮) নিহত হয়েছেন। ঘটনায় মাইক্রোবাসটি জব্দ করা হযয়েছে এবং চালক বিপ্লব হোসেনকে আটক করা হযয়েছে। বিপ্লব হোসেনের বাড়ি বগুড়া জেলা শহরে।  শনিবার বেলা ১১টার দিকে নওগাঁ-রাজশাহী সড়কের জয় বাংলার মোড়ে এ দুর্ঘটনা ঘটেছে। মমতাজ মান্দা উপজেলার বড় মল্লুক গ্রামের মৃত মহীর উদ্দিনের ছেলে।


মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মাহাবুব আলম জানান, মমতাজ বাইসাইকেল যোগে গ্রামের বাড়ি থেকে দেলুয়াবাড়ি বাজারে যাচ্ছিলেন। পথে জয় বাংলা মোড়ে একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি।


সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘাতক মাইক্রোবাস জব্দ ও চালক বিপ্লব হোসেনকে আটক করা হয়েছে।

আব্দুর রউফ রিপন, রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা: নওগাঁর রাণীনগর উপজেলায় দীর্ঘদিন ধরে ৪০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় চলছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। এতে করে অভিভাবকরা ওই সব বিদ্যালয়ে পাঠদান চরম ভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে অভিভাবকহীন এই সব বিদ্যালয়গুলো।


প্রধান শিক্ষক না থাকার সুযোগে সহকারি শিক্ষকদের স্বেচ্ছাচারিতায় বিদ্যালয়গুলোর সঠিক পাঠদান পরিবেশ হারিয়ে গেছে বলে অনেকের অভিযোগ। দীর্ঘদিন যাবত প্রধান শিক্ষক বিহীন উপজেলার কিছু কিছু ঐতিহ্যবাহী বিদ্যালয় বছরের পর বছর তাদের ধরে রাখা সুনাম হারাতে বসেছে।


উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা, উপজেলাতে মোট ১শতটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে দীর্ঘদিন যাবত ৪০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে চলছে এই সব বিদ্যালগুলোর পাঠদান কার্যক্রম। তবে বিদ্যালয়গুলো প্রধান শিক্ষক না থাকার কারণে পাঠদানে কোন সমস্যা হবে না বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


নাম প্রকাশে অনিচ্ছুক অনেক অভিভাবকরা অভিযোগ করে বলেন, পড়ালেখা শেখার ক্ষেত্রে শিশুদের প্রথম হাতে খড়ি হয় এই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে। সরকারি এই সব বিদ্যালয়গুলো পড়ালেখা প্রদানের সুনাম অনেক আগেই হারিয়ে ফেলেছে। যার কারণে গ্রাম পর্যায়ের অনেক অভিভাবকরা বর্তমানে তাদের সন্তানদের প্রাইভেট (কেজি) বিদ্যালয়গুলোতে ভর্তি করে দিচ্ছে। তার উপর অধিকাংশ বিদ্যালয়গুলোতে দীর্ঘদিন যাবত প্রধান শিক্ষক নেই। প্রধান শিক্ষক হচ্ছে একটি বিদ্যালয়ের অভিভাবক আর এই অভিভাবক না থাকায় ওই সব স্কুলের প্রশাসনিক কার্যক্রম ভেঙ্গে পড়েছে এবং সহকারি শিক্ষকরাও সঠিক ভাবে পাঠদান করায় না। অভিভাবক ছাড়া এই সব বিদ্যালয়ের সহকারি শিক্ষকরা নামকা ওয়াস্তে আসে আর যায় কারণ দেখার কেউ নেই। তাই বিদ্যালয়গুলোর পাঠদানের সুষ্ঠ পরিবেশ ভেঙ্গে পড়েছে চরম ভাবে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম।


অভিভাবকসহ অনেকেই বলেন উপজেলায় প্রাথমিক পর্যায়ে মান সম্মত শিক্ষা প্রদান ও সুস্থ্য পাঠদানের পরিবেশ পুনরায় ফিরিয়ে আনতে হলে প্রধান শিক্ষকবিহীন এই সব বিদ্যালয়গুলোতে অতিদ্রæত প্রধান শিক্ষক নিয়োগ প্রদান করতে হবে। তা নাহলে দিন দিন উপজেলার প্রাথমিক পর্যায়ের পাঠদান চরম ভাবে ব্যাহত হবে।


উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আতোয়ার রহমান বলেন, আমি অনেক বার প্রধান শিক্ষকবিহীন এই সব বিদ্যালয়গুলোর তালিকা উপর মহলে পাঠিয়েছি। বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক খুব জরুরী। তবে বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক না থাকার কারণে পাঠদানের কোন সমস্যা হবে না। কারণ ওই সব বিদ্যালয়গুলোতে সংশ্লিষ্ট অফিসের কঠোর নজরদারী রয়েছে।

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী,শিক্ষক ও সূধীমহল ও কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে এক র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচন সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সফিউজ্জামান ভুইয়া। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো.মঈন উদ্দিন,মাধ্যমিক শিক্ষা অফিসার মাহফুজুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে ভিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু হয়েছে। জানা গেছে, গত শুক্রবার সকাল ১০টায় উপজেলার ধামইরহাট ইউনিয়নের অন্তর্গত নেউটা গ্রামের মহির উদ্দিন (৮০) বাড়ীর খলিয়ানের দেওয়ালে রাখা বাঁশের বাতা নেয়ার জন্য যায়। বাাঁশের বাতার এক প্রান্তে ভিমরুলের বাসা ছিল। কিন্তু বৃদ্ধ মহির উদ্দিন না বুঝে বাতার অপর প্রান্ত ধরে টান দিলে সঙ্গে সঙ্গে অসংখ্য ভিমরুল তাকে কামড় দেয়। তাৎক্ষনিক তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে রোগির অবস্থায় অবনতি হলে জয়পুরহাট আধুনিক হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

বিএমএসএফ নওগাঁ, ৮ সেপ্টেম্বর ২০১৮: ভারতের দু’সাংবাদিক বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ কেন্দ্রীয় কার্যালয়ে পরিদর্শন করেছেন। এরা হলেন আসামের সিনিয়র সাংবাদিক ও কলকাতা বিশ^বিদ্যালয়ের গণমাধ্যম বিভাগের আবু নছর আব্দুল হাই সিদ্দিকী ও আসামের ব্লগার আনোয়ার জাহিদ রুদ্র। এ সময় তারা বাংলাদেশ ও ভারতের গণমাধ্যম অঙ্গনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। বিএমএসএফ’র পক্ষ থেকে ১৪ দফা দাবি সম্বলিত লিফলেট প্রদান করা হয়।
এ সময় সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর, সহ-সভাপতি হেদায়েত উল্লাহ মানিক, স্থায়ী কমিটির সদস্য জালাল উদ্দিন জুয়েল, দফতর সম্পাদক পিনাকি দাস, সহ-সম্পাদক রাবেয়া আখতার, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী সুমন, এহসানুল হক মিলন, অডিও সম্পাদক জিএম সালাহউদ্দিন কাদের, ঢাকা জেলা কমিটির সভাপতি মুসা মোরশেদ, সহ-সভাপতি একে তালুকদার টিটো, সিলেটের কবি এসপি সেবু প্রমুখ।
এ সময় বাংলাদেশ-ভারতের গণমাধ্যমের নানাদিক নিয়ে আলোচনা করা হয়। বাংলাদেশে অব্যাহত সাংবাদিক নির্যাতন-হত্যা ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে সাংবাদিক নির্যাতন বন্ধে আইন প্রণয়নের ওপর গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি ভারত সরকার কর্তৃক সাংবাদিক সহায়তার চিত্র তুলে ধরে বাংলাদেশ সরকারকে আরো সাংবাদিক বান্ধব হওয়া উচিত বলেও মনে করেন। তারা বলেন, ভারতে কোন সাংবাদিক আহত কিংবা নিহত হলে সরকার সহায়তা করে থাকেন। এছাড়া সাংবাদিকদের জন্য রয়েছে আলাদা বীমা ব্যবস্থা। বাংলাদেশের সাংবাদিকদের জন্য বীমা ব্যবস্থা চালু করা উচিত বলে তারা মন্তব্য করেন।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget