নওগাঁর ধামইরহাটে বিনামূল্যে ছাদ বাগান উপকরণ বিতরণ
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে বিনামূল্যে ছাদ কৃষি সম্প্রসারণে প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেল ৩টায় উপজেলা পরিষদ চত্ত¡রে ১০জনের মাঝে ছাদ কৃষি উপকরণ বিতরণ করেন জাতীয় সংসদের হুইপ মো. শহীদুজ্জামান সরকার এমপি। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ধামইরহাটের বাস্তবায়নে এবং ধামইরহাটের ঐতিহ্যবাহী মায়া কানন নার্সারীর সহযোগিতায় এ কর্মসূচী বাস্তবায়ন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেলিম রেজা, উপজেলা প্রকৌশলী আলী হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আসাদুজ্জামান, এড.আইয়ুব হোসেন, সাংবাদিক হারুন আল রশীদ, সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আলেফ উদ্দিন, উপসহকারী কৃষি কর্মকর্তা রেজাউল করিম, মাইনুর ইসলাম প্রমুখ।