আদমদীঘি সান্তাহারে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানী সপ্তাহ পালিত
তরিকুল ইসলাম জেন্টু, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সান্তাহারে বিদ্যুৎ বিক্রয় ও বিতরন কেন্দ্র নেসকো লিমিটেড এর উদ্যেগে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানী সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহসপ্রতিবার সকাল ১০টায় বিদ্যুৎ বিক্রয় ও বিতরন কেন্দ্র চত্বরে বেলুন ও পায়ড়া উড়িয়ে কর্মসূচীর উদ্বোধন করা হয়। পরে একটি র্যালী সান্তাহার শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্বাধীনতা মঞ্চে আলোচনা সভা অনুষ্টিত হয়। সান্তাহার বিদ্যুৎ বিক্রয় ও বিতরন কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী জিললুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার সাদেকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম খাঁন রাজু, পৌর আওয়ামীলীগের সভাপতি আবুল কাশেম,ছতিয়ানগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল হক আবু,আওয়ামীলীগ নেতা নিসরুলর হামিদ ফুতু,উপজেলা যুবলীগ সভাপতি শাহিনুর রহমান মন্টি, সান্তাহার বিদ্যুৎ বিক্রয় ও বিতরন কেন্দ্রর সহকারী প্রকেীশলী মামুনুর রশিদ,উপ-সহকারী রেজানুর ইসলাম,আতিক,ময়নুল,স্বজন প্রমূখ।