সাংবাদিক সুবর্ণা নদীসহ সকল সাংবাদিক হত্যা ও নির্যাতনকারিদের শাস্তির দাবিতে নওগাঁয় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
নওগাঁ প্রতিনিধি: আনন্দ টিভির পাবনা প্রতিনিধি সুবর্ণা নদীসহ সকল সাংবাদিক হত্যা ও নির্যাতনকারীদের গ্রেপ্তার করে শাস্তির দাবিতে নওগাঁয় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১ টায় শহরের মুক্তির মোড়ে এর আয়োজন করে নওগাঁ সাংবাদিক ইউনিয়ন। সাংবাদিক হত্যা ও নির্যাতনকারিদের গ্রেপ্তার করে শাস্তির দাবিতে একাত্মতা ঘোষণা করে মানবন্ধনে অংশ গ্রহন করেন নওগাঁর বিভিন্ন সামাজিক সংগঠন।
নওগাঁ সাংবাদিক ইউনিয়নের সদস্য সচিব তন্ময় ভৌমিকের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন বাসদের সমন্বায়ক জয়নাল আবেদিন মুকুল, বাসদের (মার্কসবাদী) সমন্বায়ক হাবিবুর রহমান চৌধুরী, একুশে পরিষদের যুগ্ম আহবায়ক আতিকুর রহমান, সুজনের সাধারন সম্পাদক মাহমুদুন নবী বেলাল, জাহির রায়হান চলচ্চিত্র সংসদের সদস্য সচীব রহমান রায়হান বাহাদুর, সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সদস্য সচিব আশরাফুল নয়ন, রিফাত হোসাইন সবুজ, সদস্য ওমর ফারুক। এ ছাড়া ইউনিয়নের সদস্যবৃন্দ, সামাজিক সংগঠন ও বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অংশগ্রহণ করেন।
বক্তারা এ সময় বলেন, সাংবাদিকরা দায়িত্ব পালন করতে গিয়ে সারাদেশে বিভিন্ন সময় রাজনৈতিক ব্যক্তি ও সন্ত্রাসী গোষ্ঠীর হাতে নির্যাতন ও হত্যা হয়ে থাকে। আইনের বেড়াজালের ফাঁকে এই নির্যাতনকারী ও হত্যাকারীরা বেঁচে যায়। তাদের সঠিকভাবে বিচার করা হলে সারাদেশে সাংবাদিক হত্যা বা নির্যাতনের শিকার বন্ধ হবে। এ ছাড়াও বক্তরা আরো উল্লেখ করেন, রাজনৈতিক ব্যক্তি ও সন্ত্রাসী গোষ্ঠী ছাড়াও প্রশাসন ও রাজনৈতিক ব্যক্তিদের তোষামোদকারী কিছু নামধারী সাংবাদিক রয়েছে; যাদের কারণে প্রকৃত ঘটনা তুলে ধরায় সাংবাদিকরা এ ভাবে নির্যাতন ও হত্যার শিকার হয়ে থাকে। প্রশাসনের কাছে ওই নামধারী সাংবাদিক, হত্যাকারীদের তালিকা করে প্রশ্রয় না দেয়া ও তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবি জানানো হয়েছে।