পাবনায় আনন্দ টিভির সাংবাদিককে কুপিয়ে হত্যার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
আবু রায়হান রাসেল, নওগাঁ: আনন্দ টিভির পাবনা প্রতিনিধি এবং অনলাইন পোর্টাল ‘দৈনিক জাগ্রত বাংলার’ সম্পাদক ও প্রকাশক সুবর্ণা নদীকে কুপিয়ে হত্যার প্রতিবাদে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে নওগাঁয় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে আনন্দ টিভি পরিবার এবং নওগাঁ জেলা প্রেসক্লাবের যৌথ আয়োজনে জেলা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্রেস ক্লাবের সভাপতি কায়েস উদ্দিনের সভাপতিত্বে প্রেসক্লাবের সাধারন সম্পাদক মীর মোশারফ হোসেন জুয়েল, সহ-সভাপতি শফিকুল ইসলাম খোকন, যুগ্ম-সম্পাদক শফিক ছোটন, কার্যকরী নবির উদ্দিন, ‘দৈনিক ভোরের পাতা’ পত্রিকার জেলা প্রতিনিধি ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরম কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. মোফাজ্জল হোসেন, আসাদুর রহমান জয়, রায়হান আলম, শাহজাহান আলী, মামুনুর রশিদ বাবু এবং আনন্দ টিভির জেলা প্রতিনিধি কাজী কামাল হোসেন বক্তব্য রাখেন।
বক্তারা এ ঘটনার সাথে জড়িত দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়েছেন। ইতোমধ্যে পুলিশ এ ঘটনায় সুবর্ণার সাবেক শ্বশুর শিমলা ডায়াগনোস্টিক কমপ্লেক্স ও হাসপতালের মালিক আবুল হোসেনকে আটক করেছে।