Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 588 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 45 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 3 দিনাজপুর 4784 দেশজুড়ে 42 ধর্ম 3414 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2782 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 82 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ : নওগাঁর রাণীনগরে ঘোষগ্রাম উচ্চ বিদ্যালয় স্কুল মাঠে অবৈধ লটারীর র‌্যাফেল ড্র-তে গুলি, স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় থানায় মামলা। এঘটনায় গত শনিবার রাতে উপজেলার শহর থেকে স্থানীয় গোনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল হাসনাত খাঁন হাসানকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।


রাণীনগর থানার ওসি এএসএম সিদ্দিকুর রহমান জানান, শনিবার রাতেই গুলিবিদ্ধ রোবায়েত এর বাবা জাবেদ আলী বাদী হয়ে রাণীনগর থানায় অজ্ঞাতদের আসামি করে মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করছেন জেলা গোয়েন্দা পুলিশ। মামলার পর ওই এলাকা থেকে আশিকুজ্জামান রাব্বী নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তারকৃত দুইজনকে রবিবারে জেল হাজতে পাঠানো হয়েছে।


ওসি আরো জানান, ঘোষগ্রাম-বেতগাড়ী উদয়ন ক্রীড়া সংসদ কর্তৃক আয়োজিত ঘোষগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে অবৈধ লটারী র‌্যাফেল ড্র প্রশাসনের অনুমতি ছাড়াই ওই কমিটি লটারীর র‌্যাফেল ড্র চালিয়েছে। রাব্বীর রবিবারে আদালতে দেওয়া স্বীকারোক্তি মূলক জবানবন্দিতে গুলির ঘটনায় জড়িত থাকাসহ সে বিষয়ে গুরত্বপূর্ণ তথ্য দিয়েছে বলে সোমবারে জানান মামলার তদন্ত কর্মকর্তা নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আব্দুল্লাহ হেল জামান।


উল্লেখ্য, প্রতি বছরের ন্যায় শুক্রবার ঘোষগ্রাম কফিলিয়া উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় ঘোষগ্রাম-বেতগাড়ী উদয়ন ক্রিড়া সংসদ কর্তৃক এক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। এদিন বিকালে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে সন্ধ্যার পর খেলা উপলক্ষে অবৈধ র‌্যাফেল ড্র (লটারী) ছাড়া হয়। র‌্যাফেল ড্র চলাকালিন সময়ে রাত অনুমান ১১টার সময় কে বা কাহারা অর্তকিত ভাবে গুলি ছোড়ে। এতে ভবানীপুর মন্ডলপাড়া গ্রামের জাবের মন্ডলের ছেলে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী রোবায়েত হোসেনের মাথায় গুলি লেগে গুরুত্বর আহত হন। রোবায়েতকে বগুড়া জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। রোবায়েত হোসেন ঘোষগ্রাম কফিলিয়া উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র। আহত অপর ২জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে অবস্থান করছে।

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। নওগাঁর রাণীনগরে গনসংযোগ ও প্রচার-প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরা। ইতিমধ্যেই বড় দুই দলের মনোনয়ন প্রত্যাশী নেতারা শুরু করেছেন গনসংযোগ, উঠান বৈঠক, সভা, সমাবেশসহ নানা কার্যক্রম।


এরই ধারাবাহিকতায় সোমবার রাণীনগর উপজেলার সিম্বা, লোহাচুড়া, গহেলাপুর, কাটরাশইন, করজগ্রাম (খাঁনপুকুর), মাধায়মুড়ি, আবাদপুকুরসহ আশেপাশের এলাকায় বিএনপি থেকে নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে মনোনয়ন প্রত্যাশী বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মো: আনোয়ার হোসেন বুলু গনসংযোগ করেছেন। গনসংযোগ শেষে এদিন বিকেলে আবাদপুকুর বাজারের চারমাথায় এক পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবি জানান তারা।


এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সভাপতি এসএম আল ফারুক জেমস, যুগ্ন সাধারণ সম্পাদক প্রভাষক একেএম মো: জাকির হোসেন, এইচএম নয়ন খাঁন লুলু, সহ-দপ্তর সম্পাদক মো: মতিউর রহমান উজ্জ্বল, উপজেলা যুবদলের সভাপতি মো: এমদাদুল হক, সাধারণ সম্পাদক মো: মোজ্জাকির হোসেন, যুবদলের সাংগঠনিক সম্পাদক মো: ফরহাদ হোসেন মন্ডল, উপজেলা ছাত্রদলের আহŸায়ক শরিফ মাহমুদ সোহেল, যুগ্ন আহŸায়ক মশিউর রহমান রাজু, নাছির উদ্দিন টনি, আজাদুল হক আজাদসহ উপজেলা বিএনপি ও কালিগ্রাম, একডালা ইউনিয়ন বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রানীনগরে ঘুমের ঘরে স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন এক গৃহবধু। শনিবার রাত ২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের লোহাচুড়া দক্ষিনাপড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর আহত স্বামী চন্দন হোসেনকে (৩০) ঢাকায় এক হাসপাতালে ভর্তি করা হয়েছে। চন্দন উপজেলার সদর ইউনিয়নের লোহাচুড়া দক্ষিণাপড়া গ্রামের নাছির উদ্দিন ফকিরের ছেলে।


চন্দনের পরিবার সূত্রে জানা যায়, এদিন রাতে খাবার খেয়ে আমরা বাড়ির সবাই ঘুমিয়ে পড়ে। হঠাৎ করে রাত ২টার দিকে চন্দন চিৎকার শুরু করে। তার চিৎকার শুনে ঘরের দরজায় ধাক্কাদিলে ভিতর থেকে দরজার বন্ধ পাওয়া যায়। এসময় চন্দন দরজা খুলে রক্তাত্ত অবস্থায় বাহিরে আসে এবং স্ত্রী গোপনাঙ্গ কেটে দিয়েছে। গুরত্বতর আহতবস্থায় প্রথমে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। এরপর সেখান থেকে ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসা নেয়া হচ্ছে। চন্দনের স্ত্রী আর স্বামীর সংসার করবে না বলেও জানা গেছে। অথচ স্ত্রী আট মাসের অন্ত:স্বত্তা।


রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম সিদ্দিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চন্দনের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে দুইকেজি গাঁজাসহ আলম হোসেন (৩৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের সদস্যরা। রোববার রাত ১০ টার দিকে বদলগাছী উপজেলার বালুভরা হিন্দুপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক আলম হোসেন নওগাঁ সদর উপজেলার পাইকপাড়া গ্রামের লবির উদ্দিনের ছেলে।


নওগাঁ জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম শামসুদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিত্বে রাতে বদলগাছী উপজেলার বালুভরা হিন্দুপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের সদস্যরা। এসময় তার কাছে থাকা একটি ব্যাগ থেকে দুইকেজি গাঁজা উদ্ধারসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে বদলগাছী থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে।

এম এম হারুন আল রশীদ হীরা, মান্দা (নওগাঁ):  নওগাঁর মান্দা উপজেলার ঐতিহাসিক পাকুড়িয়া গণহত্যা দিবস আজ ২৮ আগস্ট। ১৯৭১ সালে সারাদেশের মানুষ যখন মুক্তিযুদ্ধের চেতানায় জেগে ওঠে। তখন নওগাঁর সদর উপজেলার নিচ পাকুড়িয়া গ্রামে রাজাকার আলবদর ও পাকিস্তানীদের উপর অপারেশন চালানোর পরিকল্পনায় ভুলবশত বর্তমানে মান্দা উপজেলা সদর হতে ৭ কিলোমিটার দূরে পাকুড়িয়া গ্রামে ২৮ আগষ্ট সকালে পাকিস্থানী হানাদার বাহিনী বাড়ি বাড়ি তল¬াশী চালিয়ে স্থানীয় জনসাধরনকে একে একে ধরে নিয়ে সভা উপলক্ষে বর্তমান পাকুড়িয়া ইউনাইটেড স্কুল মাঠে একত্রিত করে। এরপর সেখানে জমায়েতকৃত ১২৮ পরিবারের ১৪৬ জনকে সারিবদ্ধভাবে দাঁড় করে কয়েক দফা মেশিনগানের গুলি চালিয়ে নিরাপরাধ স্বাধীনতাকামী বাংলাদেশীকে নির্মম ভাবে হত্যা করে। মৃত্যু নিশ্চিত করতে শত্র“রা খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করে। তবে এ সময় গায়ে রক্ত মেখে নিঃশ্বাস চেপে রেখে মৃত্যুর ভান করে ভাগ্যবলে বেঁচে যান ১৯ জন। পরে কয়েক দিনের ব্যবধানে মারা যান আহতদের মধ্যে অনেকেই। সে সময় পাকুড়িয়া পরিণত হয়েছিল যেন এক বিধবাদের পল¬ীতে। যারা শরীরে বুলেটের চিহ্ন নিয়ে বেঁচে আছেন তারাসহ সেই সময়কার এলাকার স্থানীয় লোকজন আজো সেই দিনের স্মৃতির কথা মনে করে আঁতকে উঠেন। আজো কেঁদে ওঠেন হারানো স্বজনদের কথা মনে করে। এটি দেশের ইতিহাসে অন্যতম নির্মম পৈশাচিক গণহত্যার ঘটনা। অথচ সে ঘটনার ইতিহাস আজও যথাযথ সংরক্ষণ করা দুরের কথা তেমন কোন উদ্যোগও নেয়া হয়নি। ৪৫ বছর যাবত এই দিনে শহীদদের আত্মার শান্তি কামনায় স্থানীয়ভাবে অনুষ্ঠান করা হলেও সরকারীভাবে তেমন কোন উদ্যোগ গ্রহণ করা হয় না। অবিলম্বে সরকারী ভাবে পাকুড়িয়া গণহত্যার ইতিহাস, শহীদদের কথা মুক্তিযুদ্ধের দলিলে লিপিবদ্ধ, স্মৃতি রক্ষার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ এবং দিনটিকে সরকারীভাবে পালনের জোর দাবী জানিয়েছেন শহীদ পরিবার এলাকাবাসি । বিষয়টি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সুদৃষ্ঠি কামনা করেন মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা পরিবার ও স্থানীয় সচেতন মহল।
এ উপলক্ষে প্রতি বছরের মতো এবারো মুক্তিযুদ্ধে শহীদ পরিবার ও স্থানীয় এলাকাবাসী ও পাকুড়িয়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের যৌথ উদ্যোগে আজ রোববার সকালে স্মৃতিচারণ,আলোচনা সভা মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে বলে পাকুড়িয়া মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সভাপতি আব্দুল লতিফ মন্ডল জানান।
এছাড়া এ উপলক্ষে সেই দিনের স্মৃতিচারণ করে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বস্ত্র ও পাট মন্ত্রী ইমাজ উদ্দিন প্রামানিক, এমপি। দুপুরে এলাকাবাসীর আয়োজনে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।

এম এম হারুন আল রশীদ হীরা, মান্দা (নওগাঁ): নওগাঁর মান্দার গোটগাড়ী শহীদ মামুন হাইস্কুল ও কলেজ, এর এসএসসি ব্যাচ ৯১ এর শিক্ষার্থীরা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধা আব্দুল¬াহ আল মামুন (শহীদ মামুন) কে মুক্তিযুদ্ধে অসামান্য বীরত্বপূর্ণ অবদান রেখে জীবন উৎসর্গের জন্য বাংলাদেশের যে কোন একটি রাষ্ট্রীয় উপাধীতে ভূষিত করার দাবী জানিয়েছে। এ দাবী জানিয়ে এসএসসি ব্যাচ ৯১ এর শিক্ষার্থীদের পক্ষে মান্দা মমিন শাহানা সরকারি কলেজ এর পরিসংখ্যান বিভাগের প্রভাষক গোলাম মোঃ রফিকুল ইসলাম লিখিত আবেদন প্রধানমন্ত্রী, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়, স্থানীয় এমপি, নওগাঁ-৪ মান্দা, (মন্ত্রী, বস্ত্র ও পাট মন্ত্রণালয়) বরাবর পাঠানো হয়েছে।


আব্দুল¬াহ আল মামুন সম্ভবত ২৫ আগষ্ট শাহজামান (অ্যাডভোকেট নওগাঁ বার) কে সঙ্গে নিয়ে নিয়ামতপুরের উদ্দেশ্যে রওনা হন এবং পরানপুর ও হরিপুরে শেল্টার তৈরি করে নিয়ামতপুরে যোগাযোগ স্থাপন করে মান্দায় ফিরে আসার পরিকল্পনা করেন। সে মোতাবেক ১৯৭১ সালের ২৬ আগষ্ট সকালে সতীহাট বাজারের রেড়িও মেকার বনিজের নিকট হতে পুরাতন রেডিও সংগ্রহ করে রেড়িওর মধ্যে দুটি গ্রেনেড পুরে শহীদ মামুন তা বহন করেন এবং শাহজামান নেন ওষুধের প্যাকেটে দুটি গ্রেনেড। মান্দায় আসার পর তাঁরা সিদ্ধান্ত পরিবর্তন করে দুজন দুদিকে যাবেন বলে সিদ্ধান্ত নেন। শাহজামান সোনাপুর হয়ে পরানপুর-হরিপুর, অপর দিকে শহীদ মামুন সাহাপুর হয়ে কালিকাপুরে। কালিকাপুরে নদীর ধারে পিচ কমিটির সদস্যদের মিটিং করা অবস্থা দেখতে পেয়ে কিশোর মামুন তাদের উপর গ্রেনেড চার্জ করেন। কিন্তু দুর্ভাগ্যবশতঃ গ্রেনেডটি বিস্ফোরিত না হওয়ায় ২য় গ্রেনেডটি নিক্ষেপ করেন। ২য় গ্রেনেডটিও বিস্ফোরিত না হলে পিচ কমিটির সদস্যরা তাঁকে দেখতে পেলে নিজেকে আড়াল করার কৌশল হিসেবে এক আখ ক্ষেতে মনান্তরে কাঁশফুলের ঝোঁপের মধ্যে লুকিয়ে যান। পিচ কমিটির লোকজন তাঁকে ধরার জন্য খুঁজতে থাকলে আখ ক্ষেতে (কাঁশফুলের ঝোঁপের) মধ্যে থাকা একজন মহিলা তাঁর সন্ধান দিলে শত্রæরা তাকে ধরার জন্য তাড়া করে। কিশোর মামুন দৌড় দিলে শত্রæরা তার পিছু নেয় এবং সূর্য নারায়নপুর গ্রামে শত্রæরা তাকে ধরে ফেলে। ধরা পড়লে প্রথমে শত্রæরা তাকে নির্যাতন করে এবং পাশে মান্দা পাকসেনা ক্যাম্পে নিয়ে গিয়ে অমানবিক নির্যাতন করার পর তাঁর পায়ে রশি বেঁধে গাড়ির পিছনে ঝুলিয়ে মহাদেবপুর আর্মি ক্যাম্পে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে তার দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে নির্মমভাবে শাহাদত বরণ করেন। আর এভাবেই তিনি দেশের জন্য জীবন উৎসর্গ করেন। দিনটি ছিল সম্ভবত ১৯৭১ সালের ২৭, ২৮ অথবা ২৯ আগষ্ট। আর এভাবেই দেশের জন্য সম্ভবত ১৯৭১ সালের ২৭, ২৮ অথবা ২৯ আগষ্ট তিনি নিঃস্বার্থভাবে জীবন উৎসর্গ করেন। তাঁর এ মহান আত্মত্যাগের কথা নওগাঁ জেলাবাসি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। স্বাধীনতা যুদ্ধে তাঁর এই করুণ আত্মত্যাগের স্বীকৃতি হিসেবে তাঁকে যদি উপরোক্ত যে কোন উপাধিতে ভূষিত করা হয় তাহলে তাঁর আত্মত্যাগের যথার্থ মূল্যায়ন করা হবে বলে আমরা মনে প্রাণে বিশ্বাস করি। তাই অবিলম্বে আমাদের প্রাণের দাবি শহীদ আব্দুল্লাহ আল মামুন (শহীদ মামুন) কে বীর শ্রেষ্ঠ/বীর উত্তম/বীর বিক্রম/বীর প্রতীক যে কোন একটি বীরত্বপূর্ণ রাষ্ট্রীয় উপাধিতে ভূষিত করা হোক।


কে এই আব্দুল¬াহ আল মামুন ?


জন্ম পরিচয়: আব্দুল¬াহ আল মামুন (শহীদ মামুন) ১৯৫৫ সালে ৩০ আগষ্ট নওগাঁ মহকুমার নিয়ামতপুর থানার রামকুড়া গ্রামে জন্ম গ্রহন করেন। তাঁর পিতা ডাঃ নজরুল ইসলাম এবং মাতা বেগম জোবায়দা ইসলাম। পিতা মাতার ৮ম সন্তানের মধ্য তিনি ছিলেন তৃতীয়।


শিক্ষা জীবন: তিনি ১৯৬১ সালে নওগাঁ পিটিআই স্কুলে ভর্তি হয়ে পড়াশুনা শুরু করেন এবং সেখান থেকে ১৯৬৬ সালে ৬ষ্ঠ শ্রেণিতে নওগাঁ কে.ডি সরকারী স্কুলে ভর্তি হন। সেখান থেকে ১৯৬৭ সালে ৭ম শ্রেণিতে রাজশাহী ক্যাডেট কলেজে ভর্তি হন। তাঁর নম্বর সি-২৫৭।


মুক্তিযুদ্ধে অংশগ্রহণের আকুলতা: নওগাঁ পিটিআই স্কুলে নবম শ্রেণিতে অধ্যয়নরত অবস্থায় বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধ শুরু হলে মুক্তিযুদ্ধে অংশগ্রহনের জন্য তাঁর বড় ভাই মোজাহিদের সঙ্গে মার্চ মাসে নওগাঁ ইপিআই প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ গ্রহন করেন। জুন মাসের মাঝামাঝি আসামের হাফলং ক্যাম্পে মুজিব বাহিনীতে অংশ গ্রহন করেন। এই ক্যাম্পে তিনি লিখিত পরীক্ষায় ৫০০ জনের মধ্যে ১ম হয়েছিলেন। প্রশিক্ষণ শেষে জুলাইয়ে দেশে ফিরেন এবং বীরমুক্তিযোদ্ধা জনাব মোঃ ইব্রাহিম হোসেন (প্রাক্তন প্রসাদপুর ইউপি চেয়ারম্যান) এবং প্রয়াত অধ্যক্ষ বাবু বিমল কৃষ্ণ রায় এর দলে অন্তুর্ভূক্ত হন। পরে তিনি মান্দা উপজেলাধীন প্রসাদপুর ইউপি ও গণেশপুর ইউপির বিভিন্ন স্থানে মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ প্রদানুুুুু করেন। শহীদ মামুন এদের দলের উপনেতা ছিলেন। সে সময় শহীদ মামুন তাঁর টিমসহ আশ্রয় ও সহযোগিতা পেয়েছেন আজাদ মাস্টার, লয়েজ মাস্টার, আছির মাস্টার, হাফিজ মাস্টার, মোয়াজ্জেম হোসেন, বিশ্বনাথ, হাফিজ জোয়ার্দ্দার, নমীর উদ্দীনসহ অনেকের বাড়িতে। তাঁর আত্মত্যাগকে চির স্মরণীয় করে রাখার জন্যই তাঁর সহযোদ্ধারা ১৯৭২ সালে গোটগাড়ী শহীদ মামুন স্কুল প্রতিষ্ঠা করেন। কালের পরিক্রমায় সেটি হাইস্কুল এবং গোটগাড়ী শহীদ মামুন হাইস্কুল ও কলেজ এ পরিণত হয়েছে। ২০১৮ সালে সদ্য ঘোষিত সরকারিকরণের তালিকাভূক্ত হয়েছে। অনেকে মনে করছেন এটিও সেই মহান আত্মারই অর্জন।


জীবন উৎসর্গ: ১৯৭১ সালের ২৭, ২৮ অথবা ২৯ আগষ্ট দেশের জন্য তিনি নিঃস্বার্থভাবে জীবন উৎসর্গ করেন।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget