মেডিকেল কলেজ চালুর ঘোষণায় উচ্ছ¡সিত নওগাঁবাসী
নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় সরকারি মেডিকেল কলেজ চালুর উদ্যোগের ঘোষণার পর আনন্দে উচ্ছ¡সিত নওগাঁবাসী। গত রোববার সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এক সংবাদ সম্মেলনে নওগাঁসহ নতুন করে আরও চারটি মেডিকেল কলেজ চালুর উদ্যোগের কথা জানান।
স্বাস্থ্যমন্ত্রী জানান, নওগাঁ, নেত্রকোনা, মাগুরা ও নীলফামারীতে নতুন চারটি মেডিকেল কলেজ হবে। আসন্ন ২০১৮-১৯ শিক্ষাবর্ষে নতুন অনুমোদিত চার মেডিকেল কলেজে শিক্ষার্থীরা ভর্তি হওয়ার সুযোগ পাবেন।
নওগাঁবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা অবশেষে পূরণ হতে যাওয়ায় নওগাঁর সকল স্তরের মানুষ সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মী, প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।
নওগাঁ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম খান বলেন, নওগাঁয় মেডিকেল কলেজ চালুর ঘোষণা অনেক আনন্দের। এখানে একটি মেডিকেল করার দাবি নওগাঁবাসীর দীর্ঘদিনের। অবশেষে তা সত্যি হতে যাচ্ছে।
চিকিৎসাসেবার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরা সরকারি এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তবে তাঁরা মেডিকেল চালুর আগে প্রয়োজনীয় অবকাঠামো, প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক ও অনুষঙ্গিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবি জানান।
নওগাঁ সদর আধুনিক হাসপাতালের তত্ত¡াবধায়ক রওশন আরা খানম বলেন, নওগাঁ একটি বড় জেলা। এখানে প্রায় ৩০ লাখ লোকের বসবাস। এখানে মেডিকেল কলেজ চালুর ঘোষণায় আমরা সরকারের প্রতি কৃতজ্ঞ। নতুন মেডিকেল কলেজ হলে আরও বেশি সংখ্যক শিক্ষার্থী মেডিকেল কলেজে পড়াশোনার সুযোগের পাশাপাশি চিকিৎসাসেবার মান বাড়বে। মেডিকেল কলেজ হলে নতুন নতুন বিভাগ হবে প্রায় সব ধরনের রোগের চিকিৎসাসেবা দেওয়া সম্ভব হবে।
জেলা প্রশাসক মিজানুর রহমান বলেন, ‘গত মাসে (জুলাই) জেলা প্রশাসক সম্মেলনে আমি নওগাঁয় একটি মেডিকেল কলেজ ও পাহাড়পুরে একটি বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবি জানিয়েছিলাম। মেডিকেল কলেজ করার দাবি পূরণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জানাই।’
জেলা আওয়ামী লীগের সভাপতি ও নওগাঁ-৫ (সদর) আসনের সাংসদ আব্দুল মালেক ও সাধারণ সম্পাদক ও নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা ও সাপাহার) আসনের সাংসদ সাধন চন্দ্র মজুমদার এ ঘোষণায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।