Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 588 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 45 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 3 দিনাজপুর 4784 দেশজুড়ে 42 ধর্ম 3414 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2782 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 82 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল (যশোর) প্রতিনিধি: বেনাপোল-পুটখালী সীমান্ত পথে কোরবানির পশুর চামড়া ভারতে পাচার হওয়া প্রতিরোধে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির পাশাপাশি পুলিশেরও থাকছে বাড়তি নিরাপত্তা।


মঙ্গলবার (২১ আগস্ট) সকালে নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেন বিজিবি ও পোর্টথানা পুলিশ কর্মকর্তারা। ঈদের দিন থেকে পরবর্তী প্রায় একমাস পর্যন্ত এই নিরাপত্তা
জোরদার থাকবে বলে জানান তারা।


২১ ব্যাটালিয়ন বর্ডার গার্ড বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সৈয়দ সোহেল আহম্মেদ বলেন, বেনাপোলের পুটখালী সীমান্ত ও এর অধীনস্থ এলাকা দিয়ে যেন কোরবানির পশুর চামড়া ভারতে পাচার হতে না পারে তার জন্য সীমান্তে বিজিবি সতর্ক অবস্থায় থাকবে।এদিকে চামড়া পাচার প্রতিরোধে ঈদের দিন থেকে পুলিশের আলাদা ডিউটি থাকবে হবে বলে জানিয়েছেন বেনাপোল পোর্টথানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ করিম।


জানা যায়, প্রতিবছর যশোরের ভারত সীমান্তবর্তী বেনাপোলের পুটখালী এলাকা দিয়ে চামড়া পাচারের আশঙ্কা থাকে। এর আগে পাচারের সময় পুটখালী সীমান্তে বিজিবির হাতে বেশকিছু চামড়ার চালান আটকও হয়েছে। তবে এ বছর এ সীমান্তে ক্রাইম ফ্রি জোন উদ্বোধন ও বিজিবি-বিএসএফের যৌথ টহলে চোরাচালান অনেকাংশে কমে এসেছে বলে জানা যায়।

হাসেম আলী ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের সরকার পাড়ায় চাচার দায়ের কোপে নৃশংসভাবে খুন হয়েছে ভাতিজি বনবাসী বর্মন(৪৫)। এঘটনায় পুলিশ খুনি চাচা ধর্ম বর্মনকে আটক করেছে।
মঙ্গলবার ভোর ৫টায় এ ঘটনা ঘটে। জমি সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে ধারনা করছে পুলিশ।
নিহত বনবাসীর স্বামী জগেশ বর্মন জানায়, ভোরে ঘর থেকে বেরিয়ে স্বামী-স্ত্রী পাশের একটি বাঁশঝাড়ের নিচে বসে ছিল। এসময় পিছন থেকে অতর্কিত ধারালো দা দিয়ে হামলা চালায় চাচা ধর্ম বর্মন। এতে ঘটনাস্থলেই নৃশংস ভাবে খুন হয় ভাতিজি বনবাসী।
এ সময় তাকে বাঁধা দিতে গেলে বনবাসীর স্বামী জগেশ, ছেলে গৌরব দায়ের কোপে জখম হয়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
এ ঘটনার তদন্তকারী কর্মকর্তা এসআই দৌলা ঠাকুরগাঁওয়ের খবর ডট কমকে জানান, ঘটনাস্থল থেকে হত্যা কাজে ব্যবহৃত দা ও আসামী ধর্ম বর্মনকে আটক করা হয়েছে।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা (পিপিএম) সত্যতা নিশ্চিত করেছেন।

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে নওযোয়ান সমিতির মাঠে। জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে ঈদের প্রধান জামাত সুষ্ঠুভাবে সম্পাদনের যাবতয়ি ব্যবস্থা গ্রহন করেছে। ইতিমধ্যে মাঠে সুদৃশ্য প্যান্ডেল নির্মান করা হয়েছে। শহরের প্রধান প্রধান সড়কে বাংলা ও আরবীতে ঈদ মোবারক খচিত ব্যনার টানানো হয়েছে। সরকারী, বেসরকারী ও স্বায়ত্ত¡শাসিত ভবনসমূহে আলোকসজ্জা করনরে কাজ সম্পন্ন হয়েছে। বুধবার সকাল সাড়ে ৮টায় এই মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। মওলানা আলহাজ্ব আব্দুল মজিদ এই জামাতে ইমামতি করবেন।


আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উৎযাপনকে কেন্দ্র করে নওগাঁ জেলা পুলিশ শহরে বিশেষ ব্যবস্থা গ্রহন করেছে। সাধারন মানুষ, ক্রেতা এবং ব্যবসায়ীরা যাতে নিরাপদে চলাচল এবং নিশ্চিন্তে ক্রয় বিক্রয় করতে পারে সে জন্য শহরে ব্যপক সতর্কতামুলক ব্যবস্থা নেয়া হয়েছে। পুলিশ সুপার মো. ইকবাল হোসেনের নির্দেশে এবং তাঁরই নেতৃত্বে এই বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে।


অতিরিক্ত পুলিশ সুপার সতর্কতামুলক ব্যবস্থার অংশ হিসেবে নওগাঁ শহরের মুক্তিরমোড়, ডিগ্রি কলেজের মোড়, তাজ সিনেমা হলের মোড়, ঢাকা বাস টার্মিনাল, কালিতলা মোড়, বালুডাঙ্গা বাস টার্মিনাল, ব্রীজের মোড়, গীতাঞ্জলী শপিং কমপ্লেক্স মোড়, বাজার এলাকা, গোস্ত হাটির মোড়সহ মোট ১৫টি স্থানে পুলিশের অবস্থান সুদৃঢ় করা হয়েছে।


প্রতিটি পয়েন্টে যে কোন একজন অফিসারের নেতৃত্বে পুলিশের এই টীম রাস্তার পার্শ্বে অবস্থান নিয়ে সতর্ক দৃষ্টি রাখছে। সন্দেহজনক কোন ব্যক্তি বা গাড়িতে তল্লাশী চালানো হচ্ছে। দ্রতগতিতে মোটর সাইকেল বা গাড়ী চালানো হচ্ছে কি না তা দেখা হচ্ছে। এ ছাড়াও অবৈধ কোন মোটরসাইকেল বা যে কোন ধরনের যানবাহন চলাচল করছে কি না তাও গুরুত্বে সাথে দেখা হচ্ছে।


অতিরিক্ত পুলিশ সুপার মো. রাশিদুল হক জানান আসন্ন ঈদের সকল আয়োজনে এবং সকল কর্মকান্ডে যাতে সাধারন মানুষ নিরাপদে নির্বিঘেœ চলাফেরা করতে পারে এবং ঈদকে কেন্দ্র করে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য এই ব্যবস্থা। তিনি আশা করেন এ বছর জেলায় কোনরকম অপ্রীতিকর ঘটনা ঘটবেনা। মানুষ অত্যন্ত শান্তিপূর্নভাবে ঈদ উদযাপন করবেন।

নওগাঁ জেলা প্রতিনিধি: বস্ত্র ও পাটমন্ত্রী মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক এমপি বলেছেন, সমাজে কোনো জাতিগোষ্ঠী পিছিয়ে থাকলে দেশের সার্বিক উন্নয়ন করা সম্ভব হবে না। এ কারণে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পিছিয়ে থাকা জাতিগোষ্ঠীর মানুষদের ভাগ্য উন্নয়নের কথা ভাবছেন এবং সেই লক্ষে কাজ করে যাচ্ছেন। তাদেরকে এগিয়ে নিতে অর্থ সহায়তার হাত প্রশস্ত করে রেখেছেন প্রধানমন্ত্রী। শিক্ষা, স্বাস্থ্য ও আবাসন বিষয় নিশ্চিত করতে তিনি আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংস্কৃতিচর্চারও নির্বিগ্ন সুযোগ করে দিয়েছেন তিনি।
সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও উপবৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের দেশ গড়ার লক্ষে পথ চলছে সরকার। এই জন্য অনেকদিনের অব্যবস্থাপনা ভেঙে নতুন করে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। স্বল্প ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা গ্রহণ করে তা বাস্তবায়ন করা হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার জসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ জহুরুল ইসলাম, দপ্তর সম্পাদক অনুপ কুমার মহন্ত, মান্দা মমিন শাহানা সরকারি কলেজ অধ্যক্ষ বেদারুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মনোরঞ্জন মন্ডল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, মহিলা বিষয়ক কর্মকর্তা ফজলুর রহমান, ইউপি চেয়ারম্যান ইব্রাহীম আলী বাবু প্রমুখ।
মন্ত্রী একই অনুষ্ঠানে ধর্ম মন্ত্রণালয়ের বরাদ্দকৃত মসজিদ ও মন্দিরে চেক ও হতদরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে বিদ্যুতের নতুন সংযোগ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। মন্ত্রী এর আগে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাষ্টাররোলে নিয়োগকৃত কর্মচারীদের মাঝে বেতন ও উৎসবভাতা প্রদান করেন।

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে ২৩ বোতল বাংলামদসহ শ্রী: কাঞ্চন কুমার (২০) নামে এক কলেজ ছাত্রকে আটক করেছে রাণীনগর থানা পুলিশ। সোমবার উপজেলা সদরের রেলষ্টেশনের সিএনজি ষ্ট্র্যান্ড থেকে তাকে আটক করা হয়।


আটককৃত কাঞ্চন কুমার সদর ইউনিয়নের খট্টেশ্বর হাদিপাড়া গ্রামের শ্রী: রতন চন্দ্রের ছেলে ও রাণীনগর শেরে বাংলা কলেজের একাদশ শ্রেণীর দ্বিতীয় বর্ষের ছাত্র।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম সিদ্দিকুর রহমান জানান, কাঞ্চন কুমার মাদক ব্যবসা করে। এমন গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে বাংলামদসহ তাকে আটক করা হয়। এ সময় তার ব্যাগ থেকে ২৩ বোতল বাংলামদ উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ: আসন্ন ঈদুল আযহাকে ঘিরে কোরবানির পশু জবাইয়ের সময় যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে কামারদের ব্যস্ততা। একদিকে হাপরে আগুনের শিখা অন্যদিকে হাতুড়ি পেটানোর টুংটাং শব্দে তৈরি হচ্ছে দা, বঁটি, ছুরি, চাপাতি, হারকাটি। শহর-গ্রাম সবখানেই কামাররা সমান ব্যস্ত পুরোনো দা, ছুরি এবং বঁটিতে শাণ দিতে। আবার মোটর চালিত মেশিনে শান দেয়ার কাজ চলছে পুরানোগুলোর। কেউবা ব্যস্ত নতুন নতুন দা-ছুরি তৈরিতে। তাই দম ফেলার যেন সময় নেই তাদের। সারা বছর অনেকটা অলস সময় পার করা কামাররা ব্যস্ততার ভিড়ে এখন অতিরিক্ত দরদাম করে সময় নষ্ট করতেও আগ্রহী নন। মান্দা এবং মহাদেবপুর উপজেলার বিভিন্ন কামারদের দোকান ঘুরে দেখা যায়, কোরবানিদাতারা কোরবানির পশু কাঁটাছেড়া করার জন্যে পরিবারের ব্যবহৃত ও অব্যবহৃত সবক’টি দা ছুরি অার বটি শাণ দেয়ার জন্যে নিয়ে আসছে কামারদের কাছে। ফলে সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে কামারদের বিরামহীন ব্যস্ততা। উপজেলার বিভিন্ন বাজারে কামারের দোকানগুলো ঘুরে দেখা গেছে, অনেকেই এসব দোকানে আসছেন। মমহাদেবপুর উপজেলার কচুকুড়ি গ্রামের তকিমদ্দিনের ছেলে রেজাউল নামের একজন ক্রেতা জানান, কয়েক দিন আগে একটা চাপাতি এবং বড় চাকু দিয়েছি। তা তৈরি না হওয়ায় ১ঘন্টা বসে থেকে তা তৈরী করে নিলাম। হার্ডওয়্যারের দোকানগুলোতে এবং কামার পট্টিতে ক্রেতাদের ভিড় বেড়েছে। অন্য সময়ের চেয়ে দোকানে মৌসুমি কর্মচারীর সংখ্যাও বেড়েছে। পোড়া কয়লার গন্ধ, হাপরের হাঁসফাঁস আর হাতুড়ি পেটানোর টুংটাং শব্দে তৈরি হচ্ছে চকচকে ধারালো দা, চাপাতি, ছুরি, বঁটিসহ নিমিষে মাংস কাটা-কুটার উপকরণ। জেলা সদর ও উপজেলার কামারের তৈরীকরা দা,ছুরি,বটি, হারকাটির (হার্ডওয়্যারের) দোকানগুলোতে কারিগরদের যেমন ব্যস্ততা বেড়েছে তেমনি বেচাবিক্রি করতে গিয়েও গলদগর্ম হয়ে পড়ছেন বিক্রেতারা। মান্দা উপজেলার সতীহাটে গনেশপুর গ্রামের নরেশ কর্মকারের ছেলে নয়ন কর্মকার এবং তার ছেলে প্রদীপ কর্মকারের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় ৩০ বছর যাবৎ নয়ন কর্মকার এই পেশায় নিয়োজিত। তিনি অারো জানান,স্প্রিং লোহা ও কাঁচা লোহা সাধারণত এ দুই ধরনের লোহা ব্যবহার করে এসব উপকরণ তৈরি করা হয়। সতীহাটে মেশিনে শান দেয়ার কাজে ব্যস্ত কুলিহার গ্রামের মৃত হাফেজের ছেলে অাশরাফুল জানান, বাবার মৃত্যুর পর হতে তিনি দীর্ঘ ১৮বছর যাবৎ বাবার পেশা কাঁচিতে দড়িটানা শান দেয়ার পাশাপাশি বর্তমানে মেশিনে দা,বটি,চাকু,ছুরি, হারকাটিতে শান দিয়ে জীবিকা নির্বাহ করতিছেন। সতীহাটের দিলিপ হার্ডওয়্যারের মালিক দিনেন্দ্রনাথ এবং রুস্তম অালী জানান,স্প্রিং লোহা দিয়ে তৈরি উপকরণের মান ভালো, দামও বেশি।#

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget