Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 588 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 45 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 3 দিনাজপুর 4784 দেশজুড়ে 42 ধর্ম 3414 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2782 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 82 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে ২৩ বোতল বাংলামদসহ শ্রী: কাঞ্চন কুমার (২০) নামে এক কলেজ ছাত্রকে আটক করেছে রাণীনগর থানা পুলিশ। সোমবার উপজেলা সদরের রেলষ্টেশনের সিএনজি ষ্ট্র্যান্ড থেকে তাকে আটক করা হয়।


আটককৃত কাঞ্চন কুমার সদর ইউনিয়নের খট্টেশ্বর হাদিপাড়া গ্রামের শ্রী: রতন চন্দ্রের ছেলে ও রাণীনগর শেরে বাংলা কলেজের একাদশ শ্রেণীর দ্বিতীয় বর্ষের ছাত্র।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম সিদ্দিকুর রহমান জানান, কাঞ্চন কুমার মাদক ব্যবসা করে। এমন গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে বাংলামদসহ তাকে আটক করা হয়। এ সময় তার ব্যাগ থেকে ২৩ বোতল বাংলামদ উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ: আসন্ন ঈদুল আযহাকে ঘিরে কোরবানির পশু জবাইয়ের সময় যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে কামারদের ব্যস্ততা। একদিকে হাপরে আগুনের শিখা অন্যদিকে হাতুড়ি পেটানোর টুংটাং শব্দে তৈরি হচ্ছে দা, বঁটি, ছুরি, চাপাতি, হারকাটি। শহর-গ্রাম সবখানেই কামাররা সমান ব্যস্ত পুরোনো দা, ছুরি এবং বঁটিতে শাণ দিতে। আবার মোটর চালিত মেশিনে শান দেয়ার কাজ চলছে পুরানোগুলোর। কেউবা ব্যস্ত নতুন নতুন দা-ছুরি তৈরিতে। তাই দম ফেলার যেন সময় নেই তাদের। সারা বছর অনেকটা অলস সময় পার করা কামাররা ব্যস্ততার ভিড়ে এখন অতিরিক্ত দরদাম করে সময় নষ্ট করতেও আগ্রহী নন। মান্দা এবং মহাদেবপুর উপজেলার বিভিন্ন কামারদের দোকান ঘুরে দেখা যায়, কোরবানিদাতারা কোরবানির পশু কাঁটাছেড়া করার জন্যে পরিবারের ব্যবহৃত ও অব্যবহৃত সবক’টি দা ছুরি অার বটি শাণ দেয়ার জন্যে নিয়ে আসছে কামারদের কাছে। ফলে সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে কামারদের বিরামহীন ব্যস্ততা। উপজেলার বিভিন্ন বাজারে কামারের দোকানগুলো ঘুরে দেখা গেছে, অনেকেই এসব দোকানে আসছেন। মমহাদেবপুর উপজেলার কচুকুড়ি গ্রামের তকিমদ্দিনের ছেলে রেজাউল নামের একজন ক্রেতা জানান, কয়েক দিন আগে একটা চাপাতি এবং বড় চাকু দিয়েছি। তা তৈরি না হওয়ায় ১ঘন্টা বসে থেকে তা তৈরী করে নিলাম। হার্ডওয়্যারের দোকানগুলোতে এবং কামার পট্টিতে ক্রেতাদের ভিড় বেড়েছে। অন্য সময়ের চেয়ে দোকানে মৌসুমি কর্মচারীর সংখ্যাও বেড়েছে। পোড়া কয়লার গন্ধ, হাপরের হাঁসফাঁস আর হাতুড়ি পেটানোর টুংটাং শব্দে তৈরি হচ্ছে চকচকে ধারালো দা, চাপাতি, ছুরি, বঁটিসহ নিমিষে মাংস কাটা-কুটার উপকরণ। জেলা সদর ও উপজেলার কামারের তৈরীকরা দা,ছুরি,বটি, হারকাটির (হার্ডওয়্যারের) দোকানগুলোতে কারিগরদের যেমন ব্যস্ততা বেড়েছে তেমনি বেচাবিক্রি করতে গিয়েও গলদগর্ম হয়ে পড়ছেন বিক্রেতারা। মান্দা উপজেলার সতীহাটে গনেশপুর গ্রামের নরেশ কর্মকারের ছেলে নয়ন কর্মকার এবং তার ছেলে প্রদীপ কর্মকারের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় ৩০ বছর যাবৎ নয়ন কর্মকার এই পেশায় নিয়োজিত। তিনি অারো জানান,স্প্রিং লোহা ও কাঁচা লোহা সাধারণত এ দুই ধরনের লোহা ব্যবহার করে এসব উপকরণ তৈরি করা হয়। সতীহাটে মেশিনে শান দেয়ার কাজে ব্যস্ত কুলিহার গ্রামের মৃত হাফেজের ছেলে অাশরাফুল জানান, বাবার মৃত্যুর পর হতে তিনি দীর্ঘ ১৮বছর যাবৎ বাবার পেশা কাঁচিতে দড়িটানা শান দেয়ার পাশাপাশি বর্তমানে মেশিনে দা,বটি,চাকু,ছুরি, হারকাটিতে শান দিয়ে জীবিকা নির্বাহ করতিছেন। সতীহাটের দিলিপ হার্ডওয়্যারের মালিক দিনেন্দ্রনাথ এবং রুস্তম অালী জানান,স্প্রিং লোহা দিয়ে তৈরি উপকরণের মান ভালো, দামও বেশি।#

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় রেজা আহমেদ (৪০) নামে এক ভ‚য়া ডিজিএফআই সদস্যকে আটক করেছে থানা পুলিশ। গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে শহরের মুক্তিরমোড় এমপির অফিস থেকে তাকে আটক করা হয়। আটক রেজা আহমেদ শহরের খাস-নওগাঁ মহল্লার মৃত নাজিম উদ্দিনের ছেলে। গ্রামের বাড়ি জেলার আত্রাই উপজেলার শাহাগোলা ইউনিয়নের চাপড়া গ্রামে। ঘটনায় নওগাঁ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ বাদল বাদী হয়ে রবিবার থানায় একটি মামলা করেন।


জানা গেছে, শনিবার রাত সাড়ে ১০টার দিকে নওগাঁ সদর আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেকের অফিসে যান রেজা আহমেদ। এসময় আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন বিষয়ে এমপির সাথে কথা বলেন। আগামীতে এমপির অবস্থান খারাপ এমন মন্তব্য করে উপর মহলে একটি রিপোর্ট পাঠাবেন বলে জানান। তবে রিপোর্টটি এমপির পক্ষে করে দিবে এমন শর্তে মোটা অংকের টাকা দাবী করেন রেজা আহমেদ। এসময় এমপির মনে সন্দেহ জাগে এবং মোবাইলে সদর থানায় বিষয়টি অবগত করেন। পরে থানা পুলিশ গিয়ে তাকে আটক করে।


আরো জানা যায়, রেজা আহমেদ বিভিন্ন সময় নিজেকে বিভিন্ন গোয়েন্দা বিভাগের কর্মকর্তার পরিচয় দিয়ে সাধারন মানুষের মাঝে ভয়ের সৃষ্টি করেন। গোয়েন্দা পরিচয় দিয়ে বিভিন্ন সরকারি অফিস, প্রতিষ্ঠান ও ব্যাক্তির কাছ থেকে চাঁদা আদায় করত। দীর্ঘদিন থেকে এ প্রতারনা করে আসছেন। এক সময় ডিজিএআই এর সোর্স হিসেবে কাজ করত বলেও জানা গেছে।


তবে নওগাঁ সদর আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক ও মামলার বাদী জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ বাদল এ বিষয়ে কোন মন্তব্য করতে চান না।


নওগাঁ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার আয়ু আব্দুল আনাম বলেন, ডিজিএফআই এর ভ‚য়া পরিচয় দিয়ে দীর্ঘদিন থেকে রেজা আহমেদ প্রতারনা করে আসছিল। নওগাঁ সদর আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেকের অফিসে গিয়ে চাঁদা চাওয়ায় তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলা দিয়ে নওগাঁ জেল হাজতে পাঠানো হয়।

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় ৯৫ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।  ররিবার সকাল ১০টার দিকে শহরের বাইপাস মলফেলা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন, সদর উপজেলার রজাকপুর গ্রামের আসলাম হোসেনের ছেলে রাজু (২৯) ও পাঁচবাড়িয়া গ্রামের মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে (৫২)।


নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই বলেন, গোপন সংবাদে জানা যায় একটি মোটরসাইকেলের ট্যাংকির ভিতর করে জেলার ধামইরহাট উপজেলার সীমান্ত থেকে মাদক বহন করে শহরের দিকে আসছে। এ তথ্যের উপর ভিত্তি করে শহরের বাইপাস মলফেলা এলাকায় পুলিশ অবস্থান করে। তাদের দেখে সন্দেহ হওয়ায় রাস্তার উপর থামিয়ে মোটরসাইকেল তল্লাসি করা হয়। এসময় ট্যাংকির ভিতরে অভিনব কায়দায় ৯৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় এবং তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে জেলহাজতে পাঠানো হয়।

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। রবিবার বেলা ১২টায় বিএনপির দলীয় কার্যালয় কেডির মোড় থেকে একটি র‌্যালী বের করতে চাইলে পুলিশি বাধা দেয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।


জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শামিম হোসেনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা লে: কর্নেল অব: আব্দুল লতিফ খান, জেলা বিএনপির সভাপতি নজমুল হক সনি, সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, যুগ্ম সম্পাদক আমিনুল হক বেলাল, সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান রিপন ও শফিউল আজম ওরফে ভিপি রানা, জেলা যুবদলের সভাপতি বায়েজিদ হোসেন পলাশ, সাধারন সম্পাদক খায়রুল আলম গোল্ডেন, প্রচার সম্পাদক শহীদুল আলম পবলু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক শফিউল আজম টুটুল, পৌর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক গুলজার হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি রুবেল হোসেন ও সাধারন সম্পাদক মামুন বিন ইসলাম, দপ্তর সম্পাদক ফরহাদ হোসেনসহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। পরে স্বেচ্ছাসেবক দলে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

নওগাঁ (মান্দা) প্রতিনিধি: নওগাঁর মান্দায় ট্রাক-মোটরবাইক মুখোমুখি সংঘর্ষে জাকিরুল ইসলাম (৩৫) নামে এক-মোটরবাইক আরোহী নিহত হয়েছেন। তিনি রাজশাহীর তানোর উপজেলার বাউরি বিল্লি গ্রামের সামসুদ্দিদের ছেলে। রোববার সকাল সাড়ে ৯ টার দিকে মান্দাঁ-নিয়ামতপুর সড়কের উপজেলার বালুবাজার মোড় নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার দিন সকালে জাকিরুল নিয়ামতপুরে কাজ শেষে নিজ বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন। পথিমধ্যে মান্দাঁ-নিয়ামতপুর সড়কের উপজেলার বালুবাজার মোড় নামক স্থানে পৌঁছলে নওগাঁ থেকে ছেড়ে আসা বেপরোয়া গতিতে চলা ট্রাকের সাথে-মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই তার মর্মান্তিকভাবে মৃত্যু ঘটে। খবর পেয়ে উপপরিদর্শক ফহিম উদ্দিন ও সঙ্গীয় পুলিশ সদস্যরা লাশ উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে। তবে ট্রাকটি ফেলে চালক ও তার সহযোগীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে পুলিশ ট্রাকটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে।


মান্দা থানার চলতি দায়িত্বে পরিদর্শক (তদন্ত) মাহবুব আলম জানান, লাশ উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়েছে। বালুবাজার এলাকা থেকে ট্রাকটি জব্দ করে থানা হেফাজতে নেয়া হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget