Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 588 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 45 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 3 দিনাজপুর 4784 দেশজুড়ে 42 ধর্ম 3414 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2782 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 82 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্প ২য় পর্যায় এর আওতায় ভাড়া ভিত্তিক কৃষি যন্ত্র সেবা কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। রোববার সকাল ১১টায় উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে জাহানপুর ইউনিয়নের অন্তর্গত মসলাপাড়া আইসিএম ক্লাব প্রাঙ্গনে ধান কাটা মাড়াই, হালচাষ ও রোপন মেশিনের সেবা কার্যক্রম উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ শহীদুজ্জামান সরকার এমপি। এ উপলক্ষে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাহানপুর ইউপি চেয়ারম্যান ওসমান আলী। বিভিন্ন মেশিনের কারিগরি দিক তুলে ধরে বক্তব্য প্রদান করেন কৃষি প্রকৌশলী মাজহারুল ইসলাম। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেলিম রেজা, উপসহকারি উদ্ভিদ সংরক্ষন অফিসার আলেফ উদ্দিন, ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, আইসিএম ক্লাবের মুক্তার হোসেন প্রমুখ।

হাসেম আলী, জেলা প্রতিনিধি ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁওয়ে ভারতীয় গরু না আসলেও দেশীয় গরু দিয়েই জমে উঠেছে তিনটি বড় বড় কোরবানির পশুর হাট। খামারীরা সারা বছর অনেক কষ্ট করে ভালো দামের আশায় গরুগুলো এ সব হাটে তুলেছে।

ক্রেতারাও তাদের পছন্দের গরুটি কেনার জন্য পশুর হাটে ভীড় করছেন। এ বছর ভারতীয় গরু না আসায় দেশীয় খামারীরা ভালো দামের আশা করছেন। এবারে ঈদে হাটে যে সব গরু আসছে তার সবগুলোই প্রাকৃতিক ভাবে মোটাতাজা করন করা হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে,উপজেলার মধ্যে গড়েয়া, বড় খোঁচাবাড়ি ও চৌধুরী হাট এসব পশু হাটে গরু পাওয়া যাচ্ছে। এর মধ্যে সব চেয়ে বড় পশুর হাট হল গড়েয়া হাট। দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসা মৌসুমী ব্যবসায়ীদের ভিড়ে জমে উঠেছে এ সকল পশুর হাট। ছোট ও মাঝারি সাইজের গরুর সরবরাহই সবচেয়ে বেশি। ২০ হাজার থেকে ১ লাখ টাকার মধ্যেই মিলছে পছন্দের গরু।

আজ রবিবার দুপুরে গড়েয়া হাট ও গতকাল শনিবার বড় খোঁচাবাড়ি হাটে  গিয়ে দেখা গেছে, কোন প্রকার ভারতীয় গরুর দেখা মেলেনি। শুধুই দেশীয় গরু দিয়ে জমে উঠেছে পুরো হাট। ক্রেতা-বিক্রেতাদের ঢলে মুখরিত বালাহাট বাজার।

হাট শেষে রাত ৯ টায় ইজারাদার জানান, কোন ঝামেলা ছাড়াই পশুর হাটে ক্রেতা- বিক্রেতারা আনন্দ উৎসবের মাঝে তাদের পছন্দের গরু ও ছাগল কিনেছেন। তিনি জানান হাটে ১৫৭ টি গরু ও ১১৫ টি ছাগল কেনা বেচা হয়েছে।

গরু বিক্রেতা আবুল বাশার বলেন, তিনি কোন ঝামেলা ছাড়াই বাড়ীর একটি দেশীয় গরু ৭৫ হাজার টাকায় বিক্রি করেছেন। ভারতীয় গরু না আসায় এ বছর কোরবানির ঈদে গরুর দাম ভালই পেলাম।


এ ব্যাপারে সদর উপজেলার প্রাণী সম্পদ অফিস সুত্র জানায়, আসন্ন কোরবানি ঈদকে সামনে রেখে ২২৮ জন খামারি ৪৩০ টি গরু ও ৫০ টি ছাগল ছাড়াও আরোও অনেক খামারীরা গরু-ছাগল প্রাকৃতিক উপায়ে প্রস্তুত করেছেন। অনেক আগে থেকেই উপজেলার খামারীরা যাতে কোন প্রকার ঔষুধ ব্যবহার না করে সে বিষয়ে তাদের পরামর্শ প্রদানসহ সরেজমিনে গিয়ে তদারকি করা হয়েছে। সেই সাথে উপজেলা প্রাণী সম্পদ অফিস থেকে কোরবানির পশুর হাট গুলোতে প্রতিনিয়ত মনিটরিং করা হচ্ছে।

এ ব্যাপারে ঠাকুরগাঁও সদর থানার ওসি আব্দুল লতিফ জানান, পশু হাটগুলোতে  জাল টাকা সনাক্তকরণ টিম রয়েছে এবং কোরবানী পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের টহল জোরদার করা হয়েছে।

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের বেনাপোল শিকড়ি মাঠ থেকে পরিত্যাক্ত অবস্হায় ভারতীয় ৫৪০ পিচ জামদানী সিল্ক শাড়ী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

রবিবার (১৯ আগস্ট) রাত ২.৩০ মিনিটে বেনাপোলে শিকড়ি সীমান্তের একটি মাঠ থেকে শাড়ীর চালানটি জব্দ করা হয়। তবে কাউকে আটক করা যায়নি বলে জানান বিজিবি সদস্যরা।


৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের আই সিপি ক্যাম্পের নায়েক সুবেদার আবুল কাসেম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় ভারত থেকে একদল চোরাচালানী বিপুল পরিমান ভারতীয় শাড়ী পাচার করে বাংলাদেশে নিয়ে আসবে। এমন সংবাদে বেনাপোল আই সিপি ক্যাম্পের  নায়েক সুবেদার আবুল কাসেমের নেতৃত্বে বিজিবি’র একটি টহল দল শিকড়ী  মাঠ এলাকায় অবস্হান নেয়। এ সময় সেখান থেকে পরিত্যাক্ত প্যাকেট ভর্তি শাড়িড় চালান জব্দ করে। ঘটনাস্থল থেকে প্যাকেট গুলো তল্লাশি করে  ৫৪০ পিচ ভারতীয় শাড়ি জব্দ করা হয়।যার আনুমানিক মূল্য ২৫ লক্ষ থেকে ৩০ লক্ষ টাকা।


জব্দকৃত শাড়ির চালানটি  বেনাপোল কাস্টমসে আটক শাখায় জমা করা হবে বলে তিনি জানান।

শান্তিতে নোবেল জয়ী জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার ৮০ বছর বয়সে সুইজারল্যান্ডে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জাতিসংঘের সপ্তম এই মহাসচিব।


মৃত্যুর খবর প্রকাশের পর এক শোক বার্তায় রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবকল্যান ও বিশ্বশান্তি প্রতিষ্ঠায় কফি আনানের অগ্রণী ভূমিকার কথা স্মরণ করেন।


এছাড়া মিয়ানমারের নিপীড়িত জনগোষ্ঠি রোহিঙ্গাদের সমস্যা সমাধানে কফি আনানের নেতৃত্বে গঠিত কমিশনের কথা উল্লেখ করে তার আত্মার শান্তি কামনা করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।


উল্লেখ্য, জাতিসংঘের প্রধান হিসেবে মানবিক কাজের জন্য বিশ্বজুড়ে সুপরিচিত ঘানান বংশোদ্ভূত কফি আনান শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন।


কফি আনানই প্রথম কোনো আফ্রিকান; যিনি বিশ্বের শীর্ষ এই সংগঠনের নেতৃত্ব দিয়েছেন ১৯৯৭ থেকে ২০০৬ সাল পর্যন্ত।


১৯৩৮ সালের ৮ এপ্রিল সাবেক ব্রিটিশ কলোনি ঘানায় জন্মগ্রহণ করেন তিনি। ২০০১ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান। কফি আনান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা তিনি।


১৯৬২ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার জেনেভা অফিসে কাজ শুরুর মাধ্যমে জাতিসংঘে প্রবেশ করেন কফি আনান। এরপর আর তাকে পেছন ফিরে তাকাতে হয়নি। এই সংস্থাতেই বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেন।


এ ছাড়া মিয়ানমারের রোহিঙ্গা সমস্যা সমাধানে তার নেতৃত্বে একটি কমিটি গঠন করে জাতিসংঘ। আনান কমিশন দীর্ঘদিনের এই সমস্যা সমাধানে বেশ কিছু সুপারিশ করেছে। যা বাস্তবায়িত হলে রোহিঙ্গা বর্তমান পরিণতি ভোগ করতে হতো না।


২০০১ সালে জাতিসংঘের মহাসচিব কফি আনান বাংলাদেশে সফর করেন।

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে শনিবার বেলা ১২টায় আত্রাই মৎস অধিদপ্তরের উদ্যোগে মৎস্য অভয়ারন্যে দেশীয় প্রজাতির বিভিন্ন প্রকার মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

উপজেলা পরিষদ পকুর, আত্রাই থানা পকুর, কাশিয়াবাড়ি গুচ্ছগ্রাম পকুর, নৈদিঘী গুচ্ছোগ্রাম পকুর, আকবরপুর আদর্শগ্রাম পকুরে দেশীয় প্রজাতির ৩৩৫ কেজি বিভিন্ন মাছের পোনা অবমুক্ত করেন।

মাছের পোনা অবমুক্ত করন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ছানাউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা মৎস কর্মকর্তা ফিরোজ আহম্মেদ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মসৎ কর্মকর্তা মো: আনোয়ারুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান একরামুল বারী রঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোবারক হোসেন, আত্রাই প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নাজমুল হক নাহিদ প্রমূখ।

সুকুমল কুমার প্রামানিক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: আর কয়েকদিন বাদে ঈদ-উল আজহা। গো খাদ্যের দাম বাড়ার কারণে নওগাঁর রাণীনগরের পশু খামারি, ব্যবসায়ি ও গৃহস্থরা বিপাকে পড়েছেন। পশুর হাটগুলোতে এতোদিনেও পশুর আমদানি ভালো না হলেও ঈদের দিন যতই ঘনিয়ে আসছে ততই হাটগুলো জমতে শুরু করেছে। তবে ভারত থেকে তেমন গরু না আসায় অনেকটাই শঙ্কা মুক্ত গরুর মালিকরা।


আসন্ন ঈদ-উল আজহাকে ঘিরে রাণীনগরে দুইটি হাট-বাজার রয়েছে। রাণীনগর উপজেলার ঐতিহ্যবাহী ত্রিমোহানী ও আবাদপুকুর হাট। দেশের প্রতিটি স্থানে এবার গরুর পরিমাণ অনেক বেশি হওয়ায় উপজেলার হাটগুলোতে এখনো বহিরাগত ব্যবসায়ীদের আগমন তেমন ঘটেনি। তবে বেশ কিছুদিন পূর্ব থেকে সকল প্রকার গো খাদ্যের দাম বাড়ার কারণে উপজেলার খামারী, গরু ব্যবসায়ী ও ক্ষুদ্র খামারীরা চরম বিপাকে পড়েছেন। তবুও ঈদে গরু বিক্রেতারা লাভের আশা করছেন। উপজেলার প্রতিটি হাটে কঠোর নিরাপত্তার দিচ্ছে পুলিশ।


ত্রিমোহানী হাটে গরু বিক্রি করতে আসা মো: আব্দুস সালাম, রহিম, আলমসহ অনেকেই বলেন, প্রতি বছর ঈদ-উল আজহাকে সামনে রেখে আমরা বাড়িতে দুই একটি করে গরু মোটাতাজা করণ করে থাকি। কিন্তু এ বছর সকল প্রকারের গো খাদ্যের দাম বাড়ার কারণে লোকসানের আশঙ্কা করছি। তবে বাজারে যেহেতু এখনও বিদেশী গরু বিশেষ করে ভারতীয় গরুর তেমন কোন আমদানি নেই সেহেতু ঈদের আগ মুহুর্তে গরু-ছাগলের দাম বাড়বে বলে তারা আশা করছেন।


ঐতিহ্যবাহী আবাদপুকুর ও ত্রিমোহানী হাটে গরু কিনতে আসা মো: জব্বার আলী, রাসেল, রাইমসহ অনেকেই বলেন, হাটে পর্যাপ্ত পরিমাণ পশুর আমদানি রয়েছে। তবে গত বছরের তুলনায় এবছর একটু দাম কম। তাই সকল পর্যায়ের মানুষরা তাদের সাধ্যের মধ্যে কোরবানীর জন্য পশু কিনতে পারছে। তবে শেষ সময়ের দিকে আরো দাম বাড়বে বলে মনে করছেন তারা।


ঐতিহ্যবাহী আবাদপুকুর হাটের ইজারাদার শ্রী সুনিল কুমার সাহা ও ত্রিমোহানী হাটের ইজারাদার মো: বেদারুল ইসলাম বলেন, সপ্তাহের রবিবার ও বুধবার আবাদপুকুর হাট, শনিবার ও মঙ্গলবার করে ত্রিমোহনী এই হাট বসে। এবার হাটে প্রচুর গবাদী পশুর আমদানি হচ্ছে এবং দামও অনেকটা কম। তাই ক্রেতারা তাদের সাধ্যের মধ্যে কোরবানীর জন্য পছন্দ মতো পশু কিনতে পারছেন। হাটের নিরাপত্তার জন্য রয়েছেন পুলিশ। এছাড়াও আমার লোকজনেরা সার্বক্ষনিক হাটে আসা ক্রেতা-বিক্রেতাদের সকল প্রকারের সার্বিক সহযোগিতা করে যাচ্ছে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget