Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 588 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 45 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 3 দিনাজপুর 4784 দেশজুড়ে 42 ধর্ম 3414 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2782 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 82 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধিঃ সারাদেশের ন্যায় দেশের দক্ষিন- পশ্চিম সীমান্ত বেনাপোল চলছে ট্রাফিক সপ্তাহ। পুলিশের সাথে স্কুলের ছেলে মেয়েরা যশোর - বেনাপোল মহাসড়কে গাড়ির কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করে।
বুধবার বেলা সাড়ে ১০টা থেকে বেনাপোলÑ–যশোর মহাসড়কের দিঘিরপাড় নামক স্থানে বেনাপোল হাইস্কুল ও মরিয়াম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা পুলিশের সাথে গাড়ির কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করে।
স্কুলের শিক্ষার্থীরা যশোর থেকে বেনাপোল ও বেনাপোল থেকে যশোর যাতায়াতের সকল ধরনের যানবাহনের কাগজপত্র দেখে। যে সকল গাড়ির কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স নাই তাদের গাড়িতে নিয়ম অনুযায়ী বেনাপোল পোর্ট থানা পুলিশ ও ট্রাফিক পুলিশ মামলা দিচ্ছে।
তবে যশোর থেকে বেনাপোলের দিকে বেনাপোল কাস্টমস কমিশনার বেলাল হোসাইনের গাড়ি ছাত্র/ছাত্রীরা দাঁড় করালে কাগজপত্র চাইলে কোন কাগজপত্র দেখাতে পারে নাই। স্থানীয় কিছু পরিচিত লোক কাস্টমস কমিশনারের গাড়ি বলে ছাত্র/ছাত্রীদের অনুরোধ করায়ে ছেড়ে দেয়।
ট্রাফিক ইন্সপেক্টর মান্নান বলেন এ ভাবে অভিযান চললে সরকার ও রাজস্ব পাবে আর গাড়ির কাগজপত্র ও ঠিক করবে মালিকরা। তিনি বলেন বেলা ১ টা পর্যন্ত ট্রাফিক পুলিশ ও বেনাপোল পোর্ট থানা পুলিশ যৌথভাবে ২৭ টি গাড়ির মামলা দেয়। এসব গাড়ির ভিতর অধিকাংশ মোটর সাইকেল ও বাস।
বেনাপোল পোর্ট থানার সেকেন্ড অফিসার শরীফ হাবিবুর রহমান বলেন, এ ভাবে মাস খানেক গাড়ির কাগজ পত্র দেখা হবে। কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করলে শেষ পর্যন্ত সকল মোটরসাইকেল পরিবহন বাস ট্রাকের কাগজপত্র ঠিক হবে।
তবে শিক্ষার্থীরদের শত স্ফুর্ত ভাবে ট্রাফিক সপ্তায় গাড়ির কাগজপত্র পরীক্ষা করতে দেখা গেছে। বাদ পড়েনি পুলিশের মোটরসাইকেল ও । তারা পুলিশের মোটরসাইকেল দাঁড় করায়ে মানিব্যাগ থেকে কাগজ বের করে কাগজপত্র পরীক্ষা নিরিক্ষা করে। তবে শিক্ষার্থীদের দেখা গেছে তারা প্রতিটি মোটর সাইকেল চালকের কাগজপত্রের সাথে হেলমেট আছে কি না তা দেখে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সালেহ মাসুদ করিম বলেন, পুলিশ কোন গাড়ির ড্রাইভার মালিককে হয়রানি না করে তাদের কাগজপত্র ঠিক আছে কিনা তা পরীক্ষা করে নিয়ম আইন অনুযায়ী ব্যবস্তা নিবে।

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল (যশোর)প্রতিনিধি : যশোরের শার্শা সীমান্ত থেকে ২৯ লাখ টাকার বিপুল পরিমান ভারতীয় শাড়ি জব্দ করেছে বিজিবির সদস্যরা।

বুধবার সকালে শার্শা উপজেলার পুটখালী অভয়বাশ হাওড়পাড় থেকে শাড়িগুলো উদ্ধার করা হয় বলে খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সৈয়দ সোহেল আহমেদ জানান।

সাংবাদিকদের কে সোহেল আহমেদ জানান, পুটখালি সীমান্ত দিয়ে ভারতীয় শাড়ির একটি চালান প্রবেশ করেছে এমন সংবাদের ভিক্তিতে খবর পেয়ে সেখানে অভিযান চালায় বিজিবির সদস্যরা এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারিরা শাড়ীর চালানটি ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে ৫৮১টি ভারতীয় শাড়ি পাওয়া যায়, যার বাজার মূল্য আনুমানিক ২৯ লাখ ৩৩ হাজার ৫০০ টাকা বলে এ বিজিবি জানায়। এ ঘটনায় থানায় একটি মামলার রুজু করার প্রক্রিয়া চলছে।

হাসেম আলী, জেলা প্রতিনিধি ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে গরু চুরি করে পালানোর সময় বীরগঞ্জে গরু সহ আটক ১ জন। ৬-৭ জনের বিরুদ্ধে থানায় মামলা ১ জন জেল হাজতে।


মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুর রাজ্জাক জানান, সোমবার দিবাগত রাতে উপজেলার সেনুয়া গ্রামের আব্দুল মালেক এর ছেলে ইসলাম ও নুর ইসলাম নামের দুই ভাই গোয়াল ঘর থেকে ২টি ষাড় গরু চুরি হয়। ঐ দিন ভোর রাতে পঞ্চগড় -ন- ১১-০০১৩ নম্বর পিকাপে করে চরাইকৃত গরু নিয়ে পিকাপ যোগে পালানোর সময় দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার গাংডারা গ্রামের চেংডাঙ্গা নামক ব্রীজে পিকাপ নষ্ট হলে গরু রেখে পালিয়ে যাওয়ার সময় এলাকার লোকজন তাদের পিকাপসহ ঠাকুরগাঁও সদর উপজেলার হরিহরপুর গ্রামের পিকাপ চালক হাবিবুর আলম হাবিব নামের ১ জনকে আটক করে বীরগঞ্জ থানায় জমা দেয়।


পরে পীরগঞ্জ থানা পুলিশ-বীরগঞ্জ থানায় আটক চোরাইকৃত গরুসহ পিকাপ চালককে থানায় নিয়ে আসে। রাতে গরু মালিক ইসলাম বাদী হয়ে পিকাপ চালক সহ অজ্ঞাত নামা ৬-৭ জনের বিরুদ্ধে গরু চুরির মামলা করেন। পরদিন পুলিশ পিকাপ চালককে ঠাকুরগাঁও জেলহাজতে প্রেরণ করেন।

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ): নওগাঁর আত্রাইয়ে পারভিন সুলতানা (৩৫) নামে এক মহিলা গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।


সোমবার সকালে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত পারভিন সুলতানা উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের সোনায়ডাঙ্গা গ্রামের জাফর ফকিরের মেয়ে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত পারভিন সুলতানা রবিবার গভীর রাতে সবার অজান্তে তার নিজ শয়ন কক্ষের ঘরের তীরের সাথে গলায় ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করে। পরে সকালে তার পরিবারের লোকজন তার কোন সাড়া শব্দ না পেলে দরজা খুলে দেখে ঘরের তীরের সাথে সে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।


এ ব্যাপারে ঘটনার সত্যতা নিশ্চিত করে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: মোবারক হোসেন জানান, আত্মহত্যার খবর পেয়ে সোমবার সকালে লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে প্রেরণ করা হয়েছে। সোমবার থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: বেনাপোল পোর্ট থানাধীন দুর্গাপুরের কবি কাজী নজরুল ইসলাম সড়কের“হাছিনা মহল” এ ডাকাতি হয়।


সোমবার আনুমানিক বেলা ১১টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। দোতলা বিশিষ্ট ওই বিল্ডিং এর বর্তমান মালিক বেনাপোল মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জনাবা হাছিনা বেগম ডালিয়া(৫০) পরিদর্শনে আসা স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন। শার্শা উপজেলা পরিষদ নির্বাহী কর্মকর্তার কার্য্যলয়ে এক জরুরী সভার তলবে (হাছিনাবেগম) সকাল ৮টার সময় বাড়ী থেকে বের হয়ে শার্শায় চলে যান।


বেলা ১১টা কিংবা সাড়ে ১১ টার দিকে পাশের বাড়ীর এক পর্শ্বী সৈয়দ আব্দুল মজিদ মোবাইল ফোনে প্রধান শিক্ষিকার সাথে কথা বলে বাসায় আসতে বলেন, সভাস্থল ত্যাগকরে হাছিনা বেগম তৎক্ষনাত বাসায় ফেরেন। উৎসুক মানুষের ভীড় ঠেলে প্রধান ফটকের তালা খুলে বাড়ীর ভেতরে প্রবেশ করে দেখেন কলপ্সেবল গেটের তালা ভাঙ্গা,সিড়ি দিয়ে উপরে উঠেই দেখেন শোবার ঘরের দরজার তালাও ভাঙ্গা,ঘরে ডুকেই আলমারীটি খোলা অবস্থায় দেখে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন কিছুক্ষন পর সুস্থ হয়ে তিনি তার গচ্ছিত নগদ ৪৫/(পয়তাল্লিশ) হাজার টাকা এবং ৫০(পঞ্চাশ)ভরি ওজনের স্বর্নলংকার খোয়ানোর কথা উপস্থিত সকলকে জানান।


গত এক বছর যাবৎ হাছিনা বেগমের স্বামী মারা যাওয়ার পর থেকে ঐ বাড়িতে (হাছিনা বেগম) একাই বসবাস করেন। ৩ছেলে এবং মেয়ে তারা সকলেই ঢাকায় থাকেন। ঘটনার পর পরই বেনাপোল পোর্ট থানার পুলিশ পরিদর্শক আবু সালেহ মাসুদ করিম ঘটনা স্তল পরিদর্শন করেন।

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর) প্রতিনিধি: নিরাপদ সড়ক নিশ্চিত করনের লক্ষে যশোরের নাভারন সাতক্ষীরা মোড়ে ঝটিকা অভিযান চালান শার্শা উপজেলার নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল।
রবিবার দুপুরের দিকে শার্শা থানার পুলিশের সহযোগীতায় এই অভিযান চালানো হয়।
মটরযান অধ্যাদেশ ১৯৮৩ ইং আইনে বেশ কয়েকটি মটর সাইকেল এবং ভারী যানবহন এর কাগজ পত্র পরীক্ষান পুর্বক বিভিন্ন অভিযোগে তাদের কাছ থেকে নগদ ২৭০০(দুই হাজার সাতশত টাকা) জরিমানা আদায় করা হয়। এর মধ্যে একজনের বিরুদ্দে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং৬/২০১৮ই।


নির্বাহী কর্মকর্তার এধনের অভিযানকে সময়োপযোগী বলে এলাকার মানুষ সাধুবাদ জানিয়েছেন।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget