Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 588 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 45 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 3 দিনাজপুর 4784 দেশজুড়ে 42 ধর্ম 3414 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2782 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 82 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলা প্রেস ক্লাবের নতুন (অস্থায়ী) কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকেলে আনুষ্ঠানিক ভাবে রাণীনগর উপজেলা প্রেস ক্লাব কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়।


রাণীনগর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) মো: গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে প্রেস ক্লাবের নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম আল ফারুক জেমস। পরে রাণীনগর উপজেলা প্রেস ক্লাব কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


এসময় উপস্থিত ছিলেন, রাণীনগর উপজেলা প্রেস ক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক মো: আখেরুজ্জামান উজ্জল, কোষাধ্যক্ষ মো: ছানোয়ার জাহান আল মামুন, দফতর সম্পাদক মো: বুলেট হোসেন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সুকুমল কুমার প্রামানিক, সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সদস্য মো: আওরঙ্গজেব হোসেন রাব্বী, সদস্য তন্ময় ভৌমিক, মো: আব্দুল খালেক, মো: আব্দুল মালেক, মনোরঞ্জন চন্দ্র, মো: আব্দুল মতিন চৌধুরী, মো: সাইদুল ইসলাম, মো: আব্দুর রহমান রাজু, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মো: রোস্তম আলী মন্ডলসহ প্রেস ক্লাবের সকল সদস্য বৃন্দ।

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর) প্রতিনিধি: যশোর ৪৯বিজিবি ব্যাটালিয়নের বেনাপোলের শিকারপুর ক্যাম্পের সদস্যরা সোমবার দুপুরে সীমান্তবর্তী একটি মাঠ থেকে ২ কেজি গাঁজাসহ খ্য়ারুল ইসলাম (২৪)নামে এক মাদক পাচারকারীকে আটক করেছে। আটক খ্য়ারুল ইসলাম বেনাপোল পোর্ট থানার বেদে বাহাদুরপুর গ্রামের আইযুব আলীর ছেলে।
বিজিবি শিকারপুর ক্যাম্প কমান্ডার হাবিলদার মোঃ মুকুল হোসেন হোসেন জানান,গোপন সংবাদে জানতে পারি চোরাচালানীরা ভারত থেকে বিপুল পরিমান গাঁজা নিয়ে ২৮এর ২ এস পিলারের নিকট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এমন সংবাদে সঙ্গীয় ফোর্স নিয়ে শিকারপুর পশ্চিমপাড়া মাঠে অভিযান চালিয়ে কেজি গাঁজাসহ খায়রুল ইসলামকে আটক করা হয়।আটক খায়রুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

এবাদুল হক, নওগাঁ : পাল্টে গেছে দৃশ্যপট। অবিস্বাশ্য হলেও সত্য টাকা ছাড়াই সকল রকমের সেবা পাচ্ছে নওগাঁ সদর মডেল থানায় সেবা নিতে আসা জনসাধারন। জিডি, অভিযোগ ও মামলা লেখাতে বা অন্তর্ভূক্ত করতে কোন রকম টাকা দিতে হয়না। সম্প্রতি যোগদানকৃত সৎ ও নিষ্ঠাবান (ওসি) মো. আব্দুল হাইয়ের নির্দেশনা মোতাবেক বন্ধ হয়েছে এই টাকার খেলা।
জানা গেছে, ইতিপূর্বে থানায় একটি জিডি লিখতে লেখককে দিতে হতো ১০০ টাকা ওই জিডি অনর্ভূক্ত করতে ডিউটি অফিসারকে কমপক্ষে ১০০ টাকা। অভিযোগ লিখতে ১০০/২০০ টাকা লিখিত অভিযোগটি অফিসার ইনচার্জের অনুমতি সাপেক্ষে কোন এস, আই কে দায়িত্ব দেয়াতে কমপক্ষে ২ হাজার টাকা। এজাহার লিখতে ১০০/২০০ টাকা মামলা রেকর্ড করাতে কমপক্ষে ৪ থেকে ৫ হাজার টাকা। বর্তমান অফিসার ইনচার্জ আব্দুল হাই নওগাঁ সদর মডেল থানার দায়ীত্ব গ্রহন করার পর থেকে কোন রকম টাকা পয়সা দিতে হচ্ছে না সেবা নিতে আসা ভূক্তভোগীদের। এছাড়া থানা দালালমূক্ত করার সর্বময় প্রচেষ্টা অব্যাহত রেখেছেন মো. আব্দুল হাই।
পাবনা জেলার সুজানগর থানার তাঁতীবন্দ গ্রামের স্কুল শিক্ষক হাসান আলীর ঘরে পহেলা জুন ১৯৭৪ সালে জন্ম গ্রহন করেন মো. আব্দুল হাই। পিতা-মাতার ৮ ভাইয়ের মধ্যে সপ্তম নম্বর ভাই তিনি। তাঁতীবন্দ সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাইমারী পাশ করে সুজানগর হাইস্কুল থেকে ১৯৯১ সালে এসএসসি পাশ করেন। ১৯৯৩ সালে পাবনা এডওয়াড কলেজ থেকে এইচএসসি পাশ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিনে এমএ পাশ করেন। ১৯৯৮ সালে এসআই হিসেবে পুলিশের চাকুরীতে জয়েন্ট করেন। তার কর্ম দক্ষতা ও মেধায় ২০১০ সালে পুলিশের ওসি হিসেবে পদোন্নতী লাভ করেন। সম্প্রতি নাটোর জেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবির) অফিসার ইনচার্জ হিসেবে কর্মরত থাকা অবস্থায় তার বদলীর অর্ডার হয় নওগাঁ সদর মডেল থানায়। গত ২৭ মে/১৮ তারিখে যোগদান করেন নওগাঁ সদর মডেল থানায়। পারিবারিক জিবনে দুই সন্তানের জনক তিনি। স্ত্রী শামীমা ইয়াসমিন গৃহীনি অর্থনিতীতে মাষ্টার্স, ছেলে হাসিব বিন আব্দুল হাই নওগাঁ সরকারী কেডি স্কুলের ১০ম শ্রেনীর ছাত্র ও মেয়ে হুমায়রা মারইয়াম নওগাঁ শাহিন স্কুলের প্লে শ্রেনীতে পাড়াশুনা করছেন। শৈশব কাল থেকেই মো. আব্দুল হাইয়ের স্বপ্ন ছিল লেখাপড়া শিখে বড় হয়ে চাকুরী করে দেশ ও জনগণের সেবা করবেন তিনি।
নওগাঁ সদর উপজেলার শিকারপুর ইউনিয়নের ব্যবসায়ী রহিদুল ইসলাম জানান, দির্ঘদিন পর নওগাঁ সদর মডেল থানায় একটি অভিযোগ করতে যাই। আমার বিষয়টি ওসি আব্দুল হাই স্যারকে অবহিত করলে মনোযোগ সহকারে তিনি শুনে অভিযোগ লিখে নিয়ে আসতে বলেন। থানায় ডিউটিরত একজন অভিযোগ লিখে দেওয়ার পর লেখার জন্য টাকা দিতে চাইলে বলেন লাগবে না। পরবর্তীতে অভিযোগের বিষয়ে এসআই হরেন্দ্রনাথকে তাৎক্ষনিক ঘটনাস্থলে পাঠালে দুই লক্ষ টাকাসহ আসামীর স্ত্রী ও শ্যালককে আটক করে থানায় নিয়ে এসে দুই দিনের মধ্যে ট্রাক্টরটি বের করে দেয়ার মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেন। তাদের নিকট গচ্ছিত আমার দুই লক্ষ টাকা আমাকে ফেরত দেওয়ার পর আমি ওসি স্যারকে কিছু সম্মানী দিতে চাইলে তিনি বলেন আপনাদের সেবা দেওয়ার জন্য সরকার আমাকে বেতন দেয় আপনার সম্মানী দেওয়ার কোন প্রয়োজন নেই।
শৈলগাছী ইউনিয়নের রামরায়পুর গ্রামের কৃষক আনোয়ার হোসেন জানান, তার মেয়েকে নিয়ে পার্শ্ববর্তী এক ছেলে পালিয়ে গেলে নওগাঁ সদর মডেল থানার ওসি স্যারের নিকট গিয়ে জানালে তিনি একটি লিখিত অভিযোগ করতে বলেন। রাত্রী অনুমান ১টার সময় অভিযোগপত্র ডিউটি অফিসার এএসআই আয়নুলের নিকট জমা দিয়ে আসি। পরদিন বিকেলে এসআই মামুন ঘটনাস্থল তদন্ত করে অভিযোগের ৪৪ ঘন্টার মধ্যে কোন রকম মামলা রেকর্ড ছাড়াই আমার মেয়েকে উদ্ধার করে দেন। এব্যাপারে থানা পুলিশকে কোন রকম টাকা দিতে হয়নি। আমাদের মতো গরিব মানুষ পুলিশকে টাকা না দিয়ে এত ভালো সেবা পাবো এটা ভাবতেই পারিনি।
থানায় জিডি করতে আসা একেএম ফজলুল হক জানান, বগুড়া ক্যান্টনমেন্ট কলেজ থেকে ট্রান্সপার হয়ে নওগাঁ ডিগ্রী কলেজে ভর্তি হওয়ার জন্য তার থানায় একটি জিডি করার প্রয়োজন হওয়ায় থানায় একটি জিডি করাতে এসেছিলেন তিনি। থানা মানেই টাকা খরচ না করলে কোন কাজ হবে না এমনটাই ধারনা ছিল তার। জিডি লিখতে বা অন্তর্ভূক্ত করতে যে একটি টাকাও খরচ হয় না এ্টা তার জানা ছিলো না।
এ ব্যাপারে নওগাঁর পুলিশ সুপার ইকবাল হোসেন জানান, ওসি মো. আব্দুল হাইয়ের পূর্ববতী রেকর্ড যাচাই করে ডিআইজি স্যারের অনুমতি সাপেক্ষে তাকে সদর থানায় পোষ্টিং দেয়া হয়েছে। এই ওসির সেবাদানের ব্যাপারে এখনও পর্যন্ত কোন রকম অভিযোগ পাওয়া যায়নি। পুলিশ জনগণের সেবক। পুলিশ সুপার হিসেবে জনগণের সর্বোচ্চ সেবা নিশ্চিত করাই আমার কাজ।

মো: কায়েস উদ্দিন, নওগাঁ: নওগাঁয় নিরাপদ খাদ্য আইন ২০১৩ এবং খাদ্য নিরাপত্তা বিষয়ক এক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাত সাড়ে ৯টা থেকে স্থানীয় একটি হোটেলে জেলা হোটেল ও রেঁ¯েতারা মালিক সমিতির সহযোগিতায় জেলা খাদ্য বিভাগ, জেলা প্রশাসন ও জেলা খাদ্য নিরাপত্তা ব্যবস্থাপনা কমিটি’র উদ্যোগে জেলার হোটেল ও রেঁস্তোরা মালিক ও শ্রমিকদের সাথে এই মতবিনিময়সভার আয়োজন করা হয়।
জেলা খাদ্য কর্মকর্তা মোঃ আব্দুস সালামের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময়সভায় প্রধান অতিথি হিসেবে উপ¯িহত ছিলেন জেলা প্রশাসক ও জেলা খাদ্য নিরাপত্তা ব্যবস্থপনা কমিটির সভাপতি মোঃ মিজানুর রহমান।
মতবিনিময়সভায় সিভিল সার্জন ডাঃ মোঃ মুমিনুল হক, জেলা স্যানেটারী ইন্সপেক্টর মোঃ শামসুল হক, জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ কায়েস উদ্দিন এবং জেলা হোটেল রেঁস্তোরা মালিখ সমিতির সভাপতি কাজী জিয়াউর রহমান বাবলু বক্তব্য রাখেন।
এ সভায় স্বাস্থ্য বিভাগ, খাদ্য বিভাগ, ভোক্তা অধিকার বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, হোটেল মালিক ও শ্রমিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় হোটেলসমুহে মানুষের নিরাপদ খাদ্য ব্যবস্থা নিশ্চিত করতে হোটেল শ্রমিকদের প্রশিক্ষনের উপর গুরুত্ব আরোপ করা হয়। জেলা প্রশাসক অবিলম্বে হোটেল শ্রমিকদের প্রশিক্ষনের আয়োজন করার কথা উল্লেখ করেন।

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় গ্রাম আদালত পারফরম্যান্স অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়িত বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করন (২য় পর্যায়) প্রকল্পের আওতায় নওগাঁ জেলায় ৬টি উপজেলার ৪৯টি ইউনিয়নে এ ব্যপারে প্রচার ও সচেতনতামুলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। এসব ইউনিয়নের মধ্যে সংশ্লিষ্ট কার্যক্রম পর্যালোচনা করে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। গত জানুয়ারী’১৮ থেকে জুন’১৮ পর্যন্ত ৬ মাসের কার্যক্রমের উপর ভিত্তি করে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত এক সভায় সভাপতিত্ব করেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ মুজিবুর রহমান। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান। এসময় সংশ্লিষ্ট উপজেলা চেয়ারম্যানবৃন্দ, উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ এবং সরকারী কর্মকর্তাকর্মচারীগণ উপস্থিত ছিলেন।


যেসব উপজেলায় এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে সেগুলো হচ্ছে, পোরশা উপজেলার ৬টি ইউনিয়ন, সাপাহার উপজেলার ৬টি ইউনিয়ন, বদলগাছি উপজেলার ৮টি ইউনিয়ন, মহাদেবপুর উপজেলার ১০টি ইউনিয়ন, পতœীতলা উপজেলার ১১টি ইউনিয়ন এবং নিয়ামতপুর উপজেলার ৮টি ইউনিয়ন।


পারফরম্যান্স অনুযায়ী উপজেলাভিত্তিক শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদগুলো হচ্ছে পোরশা উপজেলার ছাওড় ইউনিয়ন পরিষদ, সাপাহার উপজেলার সাপাহার ইউনিয়ন পরিষদ, বদলগাছি উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদ, মহাদেবপুর উপজেলার রাইগাঁ ইউনিয়ন পরিষদ, নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউনিয়ন পরিষদ এবং পতœীতলা উপজেলার ঘোষনগর ইউনিয়ন পরিষদ। নওগাঁ পুরো জেলার মধ্যে শ্রেষ্ঠ ইউনিয়ন হয়েছে সাপাহার উপজেলার সাপাহার ইউনিয়ন পরিষদ।


স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ মুজিবুর রহমান বলেছেন, জেলার ৬টি উপজেলার ৪৯টি ইউনিয়নে এ সময়ে ৩ লাখ ২৬ হাজার ৬৫০ জন মানুষকে গ্রাম আদালত সম্পর্কে অবহিত করা হয়েছে। এই সময়ে প্রকল্পের অধীনে মোট মামলা লিপিবদ্ধ হয়েছে ৩ হাজার ৫৪৮টি। মোট নিষ্পত্তিকৃত মামলার সংখ্যা ২ হাজার ৬০৩টি। সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে ২ হাজার ৪১২টি। এর মধ্যে ১০২ জন নারী আবেদন করেছেন। প্যানেল সদস্য হিসেবে নারীর অংশগ্রহন ৩৯ জনের। এই সময়ে মোট ১ কোটি ৭২ লাখ ৭৯৯ টাকা ক্ষতিপুরন আদায় করা হয়েছে।

বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনের ট্যুইটারের বিশাল পরিবার থেকে রাতারাতি চার লাখ ৪০ হাজারের বেশি ফলোয়ার বিদায় নিল। একই ঘটনা ঘটল শাহরুখ খান এবং সালমান খানের ক্ষেত্রেও। তাঁদেরও রাতারাতি যথাক্রমে তিন লাখ ৬২ হাজার ১৪১ এবং তিন লাখ ৪০ হাজার ৮৮৪ ফলোয়ার কমে গেল।

ট্যুইটার স্যানিটেশন বা শুদ্ধিকরণের উদ্দেশ্যে দীর্ঘদিন বন্ধ থাকা কিংবা আটক হয়ে যাওয়া অ্যাকাউন্ট ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে বহু তারকা এবং সিনেমা জগতের বহু বিখ্যাত ব্যক্তিত্বের ফলোয়ারদের সংখ্যায় ভাটা দেখা দিয়েছে।

সোশালব্লেড.কম, যারা নিয়মিত ট্যুইটার অনুরাগীদের সংখ্যা মাপে তারা জানিয়েছেন আমির খান তিন লাখ ১৬ হাজারের বেশি ফলোয়ার হারিয়েছেন এবং অন্যদিকে প্রিয়াঙ্কা চোপড়া তিন লাখ ৫৪ হাজার ৮৩০ জন ফলোয়ার হারিয়েছেন এবং দীপিকা পাডুকোন হারিয়েছেন দুই লাখ ৮৮ হাজার ২৯৮ জন ফলোয়ার।

এই সপ্তাহের শুরুতেই ট্যুইটারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল তারা সমস্ত লক হয়ে যাওয়া অ্যাকাউন্ট মুছে ফেলবে। এই পদক্ষেপ হাই-প্রোফাইল বিভিন্ন মানুষদের মধ্যে বেশি সমস্যা সৃষ্টি করবে বলেই মনে করা হয়েছে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget