Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 588 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 45 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 3 দিনাজপুর 4784 দেশজুড়ে 42 ধর্ম 3414 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2782 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 82 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার নাভারণে একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে তরিকুল ইসলাম বাবু (৩৮) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান নাভারণ ইলেকট্রিকস ওয়ার্কস থেকে পুলিশ মৃত দেহটি উদ্ধার করে। নিহত তরিকুল ইসলাম বাবু শার্শা উপজেলার পাড়িয়ার ঘোপ গ্রামের তোতা মীরের ছেলে।
নিহতের স্বজনরা জানান, তরিকুল ইসলাম বাবুর বৃহস্পতিবার রাতে বাড়িতে ফিরতে দেরি দেখে তার মোবাইল ফোনে যোগাযোগ করলে ফোনটি বন্ধ দেখায়। তখন বাজারে এসে তার ব্যবসা প্রতিষ্ঠানে অনেক ডাকাডাকি করে দোকানের শার্টার না খুললে তাদের সন্দেহ হলে শার্টার ভেঙ্গে ভিতরে ঢুকে বাবুর ঝুলন্ত লাশ দেখতে পায়। এরপর পুলিশ ও এলাকাবাসীর সহযোগীতায় লাশটি উদ্ধার করা হয়। এবিষয়ে শার্শা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
প্রতিবেশি ব্যবসায়ীদের নিকট জানতে চাইলে তারা বলেন, আমাদের ধারনা অনেক টাকা ঋনগ্রস্থ হওয়ায় পাওনাদারদের টাকা পরিশোধ করতে না পারায় বাবু আত্মহত্যার পথ বেছে নিয়েছে।

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় দাদন ব্যবসায়ীর প্রহারে মনোরঞ্জন মন্ডল (৫৫) নামে এক ঋণগ্রস্থ ব্যক্তি মারা যাওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার সকাল ৯টার দিকে সদর উপজেলার র্কীত্তিপুর ইউনিয়নের সালেবাজ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মনোরঞ্জন মন্ডল র্কীত্তিপুর ইউনিয়নের দাশকান্দি গ্রামের মৃত মনি মন্ডলের ছেলে এবং দাদন ব্যবসায়ী মকছেদ আলী অরুফে মন্ত্রী (৬৬) সালেবাজ গ্রামের মৃত তমেজ উদ্দিনের ছেলে।


নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মনোরঞ্জন মন্ডল গরীব ও অসহায়। সাংসারিক কাজে গত ৬/৭ মাস আগে পার্শ্ববর্তী গ্রামের দাদন ব্যবসায়ী মকছেদ আলীর কাছ থেকে উচ্চ সুদে নয় হাজার টাকা নেয়। এরমধ্যে চার হাজার পরিশোধ করেন। কিন্তু পাঁচ হাজার টাকা মনোরঞ্জন পরিশোধ করতে পারছিলনা। এনিয়ে বিভিন্ন সময় দাদন ব্যবসায়ী মকছেদ আলী তাকে চাপ সৃষ্টি করেন।

শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে দাদন ব্যবসায়ী মকছেদ আলী তার ব্যাটারি চালিত চার্জার ভ্যান নিয়ে মনোরঞ্জন মন্ডলের বাড়িতে যান। এসময় মনোরঞ্জন মন্ডলের বাড়ি থেকে বেরিয়ে আসলে মকছেদ আলী তাকে জোর পূর্বক জামার কলার ধরে চার্জার ভ্যানে উঠায়। পরে মকছেদ আলী তার গ্রামের বাড়ী সালেবাজে নিয়ে আসে। ঘন্টাখানেক পর মকছেদ আলীর স্ত্রী দাশকান্দি গ্রামে মনোরঞ্জন মন্ডলের বাড়িতে তড়িঘড়ি করে ছুটে যান। মনোরঞ্জন মন্ডলের স্ত্রী পুতুলকে তার স্বামীর অবস্থা খারাপ বলে সংবাদ দেয়। এরপর দুজনেই আবার সালেবাজ গ্রামে মকছেদ আলীর বাড়িতে আসেন।


পুতুল তার স্বামীর অবস্থা খারাপ দেখে ভ্যানে করে র্কীত্তিপুর বাজারে পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যান। পল্লী চিকিৎসক ডা: মোস্তাফিজুর রহমান রোগীর অবস্থা বেগতিক দেখে নওগাঁ সদর হাসপাতালে নেয়ার পরামর্শ প্রদান করেন। সেখান থেকে মনোরঞ্জন মন্ডলকে নওগাঁ সদর হাসপাতালে নেয়ার পথেই তিনি মারা যান।


নিহত মনোরঞ্জন মন্ডলের স্ত্রী পুতুল অভিযোগ করে বলেন, নয় হাজার টাকার মধ্যে চার হাজার টাকা শোধ করা হয়েছে। বাকী টাকার জন্য দাদন ব্যবসায়ী মকছেদ আলী বিভিন্ন ভাবে চাপ সৃষ্টি করে। কিছুদিনের মধ্যে স্বামী বাঁকী টাকা পরিশোধ করার জন্য সময় নিয়েছিল। কিন্তু তার আগেই দাদন ব্যবসায়ী মকছেদ আলী ধরে নিয়ে যায়। অসুস্থতার সংবাদ পাওয়ার পর তার বাড়িতে গিয়ে দেখি আমার স্বামী আঙিনায় গড়াগড়ি করছিল। সুস্থ মানুষকে ধরে নিয়ে আসার পর কিভাবে অসুস্থ হয়ে পড়ে। আমার স্বামীকে তারা পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। আমি এর বিচার চাই।


নিহত মনোরঞ্জন মন্ডলের প্রতিবেশী ফুপা নারায়ন বলেন, সকালে আমার সামনে থেকেই সুস্থ মানুষকে জোর পূবর্ক ধরে ভ্যানে করে নিয়ে যায় দাদন ব্যবসায়ী মকছেদ আলী। এরপর তার বাড়িতে নিয়ে গিয়ে কি হয়েছে তা আর বলতে পারব না।


নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই বলেন, লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে ধারনা করা হচ্ছে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ (স্ট্রোক) হয়ে মারা গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। থানায় একটি হত্যা মামলা নেয়ার প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।

মাহমুদুন নবী বেলাল, নওগাঁ: নওগাঁয় সুস্থ্য জীবনের জন্য মানুষকে হাঁটতে উৎসাহিত করা এবং সেই সাথে শহরকে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে সকলকে সম্পৃক্ত করে এক কর্মসূচী হাতে নেয়া হয়েছে।


প্রতি শুক্রবার শহরের বিভিন্ন এলাকায় হাঁটার পাশাপাশি শহরের রাস্তাঘাট ও জনপদ পরিস্কার পরিচ্ছন্ন করতে জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান এই ব্যতিক্রমী কর্মসূচী হাতে নিয়েছেন।


এই কর্মসূচীর আওতায় প্রথমদিন শুক্রবার সকাল ৬টায় শহরের মুক্তির মোড় থেকে হাঁটা শুর করে কাজিরমোড়, বলিহার হাউস হয়ে উুিকলপাড়া সড়ক ধরে বিহারী কলোনী গিয়ে শেষ হয়।


এ সময় রাস্তার দু’পাশে পড়ে থাকা ময়লা আবর্জনা পরিস্কার করা হয়। সুন্দর পরিবেশ সুস্থ্য জীবন এই শ্লোগানে আয়োজিত এই অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান। এ সময় পৌর মেয়র মোঃ নজমুল হক সনি, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের উপ-পরিচালক মোঃ মুজিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট গোলাম মোহাম্মদ শাহনেওয়াজ, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা মোঃ কামরুজ্জামান, সদর উপজেলার নির্বাহী অফিসার মুশতানজিদা পারভীন, সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ শরিফুল ইসলাম খান, জেলঅ প্রেসক্লাবের সভাপতি মোঃ কায়েস উদ্দিনসহ সহ জেলা পর্যায়ের সকল সরকারী কর্মকর্তা কর্মচারী, পৌরসভার কাউন্সিলর, সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন সংগঠনের সদস্যরা অংশগ্রহন করেন।


উল্লেখ্য নওগাঁ শহরে প্রতি শুকবার এই কর্মসূচী পালন করা হবে। হাঁটার পাশাপাশি একেক দিনে পৌরসভার একেক ওয়ার্ডে অভিযান পরিচালিত হবে বলে জেলা প্রশাসক জানিয়েছেন।

মাহমুদুন নবী বেলাল, নওগাঁ: যুবমহিলালীগের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নওগাঁয় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১টায় জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে যুবমহিলালীগ জেলা শাখার আয়োজনে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু সহ জাতীয় নেতার প্রতিকৃতে পুস্পমাল্য অর্পন শেষে আলোচনা সভা ও কেক কেটে দিবসটি পালন করা হয়।যুব মহিলালীগের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
জেলা যুবমহিলালীগের সভাপতি নাতিশা আলমের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ফেন্সি চৌধূরীর সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবমহিলালীগের আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক খাদিজা আক্তার শিল্পী, সদস্য কামরুনাহার লিপি, ঢাকা মহানগর যুবমহিলালীগের যুগ্ন সম্পাদক উছমিন আরা লিপি, সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ বাদল, জেলা আ:লীগ নেতা ইলিয়াছ তুহিন রেজা, পৌর আ’লীগের সভাপতি দেওয়ান ছেকার আহমেদ শিষাণ, যুৃগ্ন সাধারন সম্পাদক কাজী জিয়াউর রহমান বাবলু, সাংগঠনিক সম্পাদক জামেদ আলী, জেলা কৃষক লীগের সভাপতি জামেদ আলী, জেলা যুবমহিলালীগের সহ-সভাপতি নিভা আকতার ও রিনা বেগম, সাংগঠনিক সম্পাদক পারুল বেগম, সদস্য মৌসুমি সুলতানা শান্ত, পৌর যুবমহিলালীগের আহব্বায়ক লাবনী আক্তার সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


 ভিডিও সংবাদ:- নওগাঁয় যুব মহিলালীগের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : বাংলাদেশ যুব মহিলা লীগের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নওগাঁর আত্রাইয়ে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে যুব মহিলা লীগ উপজেলা শাখার আয়োজন শোভাযাত্রা বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে যুব মহিলা সাধারণ সম্পাদক মিতু মনির সঞ্চালনায় এক আলোচনা সভায় সভাপতিত্বে করেন যুব মহিলা লীগ সভাপতি রাবেয়া সুলতানা সেতু। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত, সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, প্রচার সম্পাদক আফছার প্রাং, সহ-সভাপতি গায়ের আলী, নওগাঁ জেলা পরিষদ সদস্য ফেরদৌসী চৌধুরী, শ্রমিক লীগ সহ-সভাপতি হামিদুল ইসলাম তোতা শ্রমিক লীগ নেতা রফিকুল ইসলামসহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন ছিলেন। এর আগে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে ভটভটি নিয়ন্ত্রন হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এঘটনায় অন্তত সাতজন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে জয়পুরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে উপজেলার উকিলের মোড় নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটে।


নিহতরা হলেন, দিনাজপুর জেলার কাওসার হোসেন (৪০) ও চাঁপাইনবাবগঞ্জ জেলার মানিক হোসেন (২৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজশাহী থেকে গরু নিয়ে ভটভটি যোগে নয়জন গরু ব্যবসায়ী দিনাজপুরের হিলি হাকিমপুর যাচ্ছিলেন। পথিমধ্যে ধামুইরহাট উকিলের মোড়ের কাছে ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই কাওসার হোসেন মারা যান। আহতদের উদ্ধার করে জয়পুরহাট সদর হাসপাতালে নেয়া হলে সেখানে মানিক হোসেন মারা যান। আহতদের বর্তমানে জয়পুরহাট সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম দূর্ঘটনায় দুইজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। লাশ উদ্ধারের প্রক্রিয়া চলছে। আহতরা জয়পুরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget