মান্দায় শিশু মেলার সমাপনী অনুষ্ঠানে বস্ত্র ও পাটমন্ত্রী, শিশুদের কল্যাণে নানামুখী কাজ করছে সরকার
মাহমুদুন নবী বেলাল, নওগাঁ: বস্ত্র ও পাটমন্ত্রী মুহা. ইমাজ উদ্দিন প্রামানিক এমপি বলেছেন, শিশুদের কল্যাণে নানামুখী কাজ করছে সরকার। বছরের প্রথমদিনেই বিনা পয়সার বই তুলে দেওয়া হচ্ছে তাদের হাতে। দেওয়া হচ্ছে উপবৃত্তি। বিনোদনের জন্য আলাদাভাবে গড়ে তোলা হচ্ছে শিশু পার্ক। সরকারের বিভিন্ন বিশেষ দিবসে শিশুরা যেন সার্বিক বিনোদন পায় সে বিষয়েও কাজ করছে সরকার।
গত বুধবার বিকেলে মান্দা উপজেলা পরিষদ চত্বরে দুইদিন ব্যাপি শিশু মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, সরকারের এসব কাজের পাশাপাশি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানও কাজ করছে। সরকারের পক্ষ থেকে আমার প্রচেষ্টা থাকবে মান্দা উপজেলাকে শিশুবান্ধব হিসাবে গড়ে তোলা। শিশুদের লেখাপড়ার পাশাপাশি মেধা বিকাশে খেলাধূলা ও বিনোদনের সমান সুযোগ দিতে হবে। কারণ আজকের শিশুরাই আগামি দিনের উজ্জ্বল নক্ষত্র।
উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রশিদ, জেলা তথ্য অফিসার আতিকুর রহমান শাহ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোল্লা এমদাদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক সরদার জসিম উদ্দিন, থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম, উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রামানিক, উপজেলা প্রকৌশলী মোরশেদুল হাসান, উপজেলা চেয়ারম্যান ফোরামের সভাপতি আব্দুল আলিম, প্রেসক্লাব সভাপতি নজরুল ইসলাম, প্রভাষক নিরঞ্জন বাগচি নিরু, উপসহকারী কৃষি কর্মকর্তা হাফিজুর রহমান প্রমুখ।
শেষে কবিতা আবৃতি, চিত্রাঙ্কণ, রচনা ও গান প্রতিযোগিতায় অংশ নেয়া বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।