সান্তাহারের মাদক সম্রাট শাকিল গ্রেফতার: হেরোইন উদ্ধার
সান্তাহার (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সান্তাহারে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা অভিযান চালিয়ে প্রায় ৫ লক্ষাধিক টাকা মূল্যের ৫০ গ্রাম হেরোইনসহ মাদক সম্রাট শাকিল হাসান (২২) কে ফের গ্রেফতার করেছে। শাকিল সান্তাহার নতুন বাজার এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী হজরত আলীর ছেলে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সূত্রে জানাযায়, গত বৃহস্পতিবার সন্ধ্যার পর মাদক ব্যবসায়ী শাকিল হাসান নতুন বাজার এলাকার এলজি শোরুমের সামনে হেরোইন বিক্রি কালে গোপন সংবাদের ভিত্তিকে তাকে ৫০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়েছে।