Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 588 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 45 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 3 দিনাজপুর 4784 দেশজুড়ে 42 ধর্ম 3414 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2782 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 82 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে মোটরসাইকেল আরোহী ডা.আসাদুল ইসলাম আসাদ নামে এক ক্লিনিক মালিকের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার সকালে নওগাঁ শহরের বাইপাস ইকড়তাড়া গ্রামের নওগাঁ-বগুড়া সড়কে এ দূর্ঘটনা ঘটে। নিহত আসাদুল ইসলাম বগুড়া জেলার আদমদীঘি উপজেলার ছাতিয়ান গ্রাম ইউনিয়নের বলিরঘাট গ্রামে বাড়ি এবং নওগাঁ প্রত্যাশা ক্লিনিকের মালিক। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নওগাঁ শহরের বাইপাস সড়ক দিয়ে মোটরসাইকেল চালিয়ে আসাদুল ইসলাম নওগাঁয় ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে মোটরসাইকেল আরোহী নিহতসান্তাহারের দিকে যাচ্ছিলেন। ওই রাস্তায় ইকড়তাড়া গ্রামের নওগাঁ-বগুড়া সড়কে ট্রাফিক পুলিশরা গাড়ি চেকিং করছিলেন। ট্রাফিক পুলিশ দেখে আসাদুল ইসলাম দ্রæত চলে যাওয়ার চেষ্টা করলে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার ডান পাশে চলে যান। অপরদিকে পিছন দিক থেকে আসা একটি ট্রাক (ঢাকা-মেট্টো-ট-১৪-৪০২৪) তাকে চাপা দিলে ট্রাকের পিছনের চাকায় আসাদুল পৃষ্ঠ হন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘটনার পর বিক্ষুদ্ধ এলাকাবাসী রাস্তা অবরোধ করে রাখে। পরে নওগাঁ ফায়ার সার্ভিসের একটি ইউনিট লাশ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই ঘটনাস্থলে গিয়ে বিক্ষুদ্ধ এলাকাবাসীদের বুঝিয়ে শান্ত করলে যান চলাচল স্বাভাবিক হয়। ঘটনাস্থল পরিদর্শন করেন নওগাঁ অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক, সদর সার্কেল লিমন রায়, সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা মুশতানজিদা পারভীন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল হাই বলেন, গতকাল মঙ্গলবার আসাদ সান্তাাহার থেকে মোটরসাইকেল নিয়ে নওগাঁ যাওয়ার সময় বিপরীত দিকে থেকে আসা একটি ট্রাকের সাথে সরাসরি ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মুত্যু হয়। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ীতে ২৪ মাদকসেবীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিমুল আকতার এদের প্রত্যেককে ছয় মাসের করে বিনাশ্রম কারাদণ্ড দেন।


আইনি প্রক্রিয়া শেষে পরে তাদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়। এর আগে রোববার বিকেল থেকে রাত পর্যন্ত বিশেষ অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ওই ২৪ জনকে গ্রেফতার করে র্যাব।


সোমবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৪ মাদকসেবীকে গ্রেফতার করা হয়। এরা উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। প্রকাশ্যে মাদক সেবন ও গণউপদ্রব সৃষ্টির দায়ে তাদের গ্রেফতার করে র্যাব।


অভিযানে ৬২৩ গ্রাম গাঁজা, ১০টি কলকি এবং ৯টি দিয়াশলাই উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে নেয়া হয় গ্রেফতারকৃতদের। এ সময় আদালত প্রত্যেককে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন।


আইনি প্রক্রিয়া শেষে তাদের রাজশাহী কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া উদ্ধারকৃত গাঁজাসহ অন্যান্য উপকরণ ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: বছরের পর বছর দেশের আবহাওয়া পরিবর্তনের ছাপ পড়তে শুরু করেছে নওগাঁর আত্রাই উপজেলার পাট চাষিদের ওপর। বর্তমানে বিলুপ্ত প্রায় এক সময়ের এদেশের প্রধান অর্থকারী ফসল সোঁনালী আঁশ হিসাবে খ্যাত পরিবেশ বান্ধব পাটের চাষ। বর্তমানে এই পাট চাষে উপজেলার কৃষক দিন দিন আগ্রাহ হারিয়ে ফেলছে। ফলে এবার পাটের ভরা মৌসুমেও পাট মিলেনি উপজেলার হাট বাজার গুলোতে। এদিকে পাট চাষে আগ্রহ হারনোর পেছনে প্রতি বছর বাজারে পাটের মূল্য দরপতনকেও এর জন্য দায়ী করছেন চাষিরা।


সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে কৃষকের সাথে আলাপচারিতায় জানাযায়, বিভিন্ন সময়ে পাটের মূল্য দরপতন, উৎপাদন খরচ বেশি ও পাট পচানো পানির অভাবেই কৃষকরা পাট চাষে আগ্রাহ হারিয়ে ফেলেছে। ৬০ এর দশকে দেশের খ্যাতমান পাটক্রয় কেন্দ্র ছিল নওগাঁর আত্রাই উপজেলায়। এক সময় উপজেলার র‌্যালী বাদ্রার্স নামে বিখ্যাত সেই পাটক্রয় কেন্দ্রে পাটক্রয় করে তা আবার নৌপথে পাঠানো হতো দেশ বিদেশের বিভিন্ন জুটমিলে। সে সময় সরকারী ও বেসরকারী ব্যবস্থাপনায় প্রতিদিন শত শত টন পাট ক্রয় করা হতো চাষীদের নিকট থেকে। ন্যায্যমূল্য প্রাপ্তির নিশ্চয়তা নিয়ে কৃষকেরাও ঝুঁকে পড়তো ব্যাপকহারে পাটচাষে। আত্রাই থেকে এ পাটগুলো দেশের দক্ষিণঅঞ্চলের জেলা খুলনা, যশোর সহ বিভিন্ন জুটমিলে নৌপথে ও রেলপথে নিয়ে যাওয়া হতো।


জনস্ত্রæতি আছে শুধু দেশেই নয় বরং দেশের চাহিদা মিটিয়ে আকাশ পথে আত্রাই এর পাট রপ্তানি করা হতো সেই ইংল্যান্ডে। সেই সময় মালবাহী উড়জাহাজ যোগে আত্রাই পাটক্রয় কেন্দ্র থেকে সরাসরি এই পাট লন্ডনে রপ্তানি করা হতো বলে তথ্যঅনুসন্ধানে জানাগেছে। বর্তমানে আর এ উপজেলার কৃষকেরা আগের মতো পাট চাষও করেনা।


উপজেলা কৃষি অফিস সূত্রে জানা, এবার এ উপজেলায় মাত্র ১২০ হেক্টর জমিতে পাট চাষ করা হয়েছে। পাটের মূল্য কমসহ নানাবিধ সমস্যার কারণে কৃষকেরা পাট চাষে এবার আগ্রহ হারিয়ে ফেলেছেন। এদিকে পাটের চাষ কম হওয়ায় জ্বালানীকাজে ব্যবহার্য পাটখড়ির মূল্য আকাশচুম্বি হয়েছে। ফলে মধ্যম আয়ের পরিবারে সৃষ্টি হয়েছে চরম ভোগান্তি।


উপজেলার ভবানীপুর গ্রামের কৃষক রফিকুল ইসলাম জানান, ৬০ এর দশকে উত্তরাঞ্চলের মধ্যে আত্রাই ছিল পাটের জন্য বিখ্যাত। সে সময় আমরা ব্যাপকহারে পাট চাষ করতাম। পাটের ন্যায্যমূল্য ও পেতাম। বর্তমানে উৎপাদন খরচ বেশি , মূল্য কম এ জন্য আমরা পাট চাষে আগ্রহ হারিয়ে ফেলেছি।


উপজেলার বজ্রপুর গ্রামের কৃষক আব্দুল মজিদ মন্ডল বলেন, গত দু বছর থেকে পাট চাষ করে পাট পচানো পানির অভাবে আমাদের চরম বিপাকে পড়তে হয়েছে। এ জন্য এবার আমি পাট চাষ করিনি। ওই জমিগুলোতে এবার ধান সহ অন্যান্য আবাদ করে আমি লাভবান হচ্ছি।


এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কে এম কাউছার হোসেন জানান, বিগত বছরগুলোতে পাটের বাজার মন্দ থাকায় এই ফসলের প্রতি চাষিদের আগ্রহ কমে গিয়েছিল বর্তমান সরকার খাদ্যদ্রব্যসহ বিভিন্ন পণ্য পরিবেশ বান্ধব পাটের মোড়ক বহুবিদ ব্যবহার করায় বর্তমান পাটের উৎপাদন ও বাজার দর ঘুরে দাঁড়াতে শুরু করায় এবার প্রান্তিক পর্যায়ে চাষিদেরও পাট চাষের আগ্রহ বৃদ্ধির লক্ষে চলতি খড়িপ মৌসুমে চাষীদের রোগ প্রতিরোধ সম্পর্কে কৃষকদের গঠনমূলক পরামর্শ দেয়া হচ্ছে বলেও জানান তিনি।

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে একটি পুকুরে আফ্রিকান মাগুরকাপ মাছ ছেড়ে দিয়ে বিভিন্ন প্রজাতির রেনু মাছ নষ্ট করেছে দুর্বৃত্তরা। সোমবার সকালে মাছ চাষী মো: মশিউর আলম টুকু পুকুরে মাছ মারতে গিয়ে তা জানতে পারে। জানা গেছে, উপজেলার পারইল ইউনিয়নের বড়গাছা গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে মো: মশিউর আলম টুকু প্রায় ৭ বছর ধরে বাড়ির পার্শ্বে একটি পুকুর লিজ নিয়ে মাছ চাষ করে আসছিলো। পুকুরে বিভিন্ন প্রাজাতির রেনু মাছ ছিল প্রায় ৮ লক্ষ টাকার। তিনি সোমবার সকালে মাছ গুলো বিক্রি করার জন্য মাছ মারতে গেলে পুকুর থেকে বেশ কিছু আফ্রিকান মাগুরকাপের মাছ পায়। কে বা কাহারা শত্রæতা করে এই আফ্রিকান মাগুরকপের মাছ গুলো পুকুরে ছেড়ে দিয়ে রেনু মাছ গুলো খাইয়ে ফেলে প্রায় ৬ লক্ষ টাকার ক্ষতি করেছে তার। মাছ চাষী মো: মশিউর আলম টুকু জানান, সকলের অজান্তে কে বা কাহারা আমার সাথে শত্রæতা করে আমার লিজকৃত পুকুরে আফ্রিকান মাগুরকাপের বড় মাছ ছেড়ে দিয়ে রেনু মাছ খাইয়ে ফেলে আমার প্রায় ৬ লক্ষ টাকার বিভিন্ন প্রজাতির রেনু মাছ নষ্ট করেছে। এব্যাপারে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম সিদ্দিকুর রহমান বলেন, এবিষয়ে আমার জানা নেই বা কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

আতিকুর হাসান সজীব (আদমদীঘি) বগুড়া: কেন্দ্রীয়  জাতীয়তাবাদী  নির্মান  শ্রমীক দলের সাঃ সম্পাদক লায়ন ফরিদআহমেদ এর শুশুর বীর মুক্তি যোদ্ধা হারুনুর রশীদ ইন্তেকাল করিয়াছেন। (ইন্না লিল্লাহ - ওয়া- রাজিউন) মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭০  বছর । তিনি  রবিবার  ভোর  ৪ টায় স্থানীয় এক ক্লীনিকে মারা যান। বগুড়া সদরের ফুলবাড়ি গোরস্থানে রাষ্ট্রীয় মর্যাদা জানাযা  শেষে  বাদ  আছর  পারিবারিক গোর স্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংঘটন গভীর শোক প্রকাশ করেছেন।

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে পুকুরের পানিতে ডুবে তাইব হোসেন (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার সকালে উপজেলার বড়গাছা ইউনিয়নের মালশন গ্রামের এই মৃত্যুর ঘটনাটি ঘটে। তাইব হোসেন উপজেলার মালশন গ্রামের জমির উদ্দিনের ছেলে।


জানা গেছে, রোববার সকালে তাইব হোসেন তার সহপাঠিদের সাথে বাড়ির পাশের্^ পুকুর পাড়ে খেলা-ধুলা করছিল। এ সময় পা পিছলে পুকুরে পরে যায় তাইব। তার সহপাঠিরা তাইবের বাড়িতে খবর দিলে বাড়ির লোকজন এসে পুকুরে খোঁজা খুঁজি করে তাকে মৃত অবস্থায় পায়।


রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম সিদ্দিকুর রহমান তাইব হোসেনের পানিতে ডুবে মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget