Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 588 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 45 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 3 দিনাজপুর 4784 দেশজুড়ে 42 ধর্ম 3414 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2782 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 82 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

রিপোর্ট : ইমাম বিমান: ঝালকাঠিতে ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে এক কোটিপতি পরিবারের সন্তান পূর্ব চাদকাঠি এলাকার বহু অপকর্মের হোতা মাদক সেবী মো: মামুন হোসেন (৫০) কে আটক করেছে ডিবি পুলিশ। শুক্রবার বিকালে সাধনার মোড় এলাকার পারিবারিক বানিজ্যিক মার্কেট ভবন থেকে ডিবি পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়েছে। শহরের বারোচালায় পান-সুপারী বিক্রেতা বর্তমানে অঢেল টাকার মালিক আলহাজ্ব মতিউর রহমান এর পুত্র মো: মামুন হোসেন কে ইয়াবা সেবনেসর সরঞ্জামসহ গ্রেপ্তার করা হলেও এসময় তার সাথে থাকা পলিথিনে মোড়ানো বেশ কিছু ইয়াবার একটি পোটলা মুখে দিয়ে গিলে ফেলতে সক্ষম হয়েছে বলে জানাগেছে।


ঝালকাঠিতে ডিবি পুলিশের একটি সূত্র জানায়, দীর্ঘ দিন নজরদারীতে রাখার পর শুক্রবার বিকালে সাধনার মোড় এলাকায় মতি মার্কেটে ডিবি পুলিশের এসআই হেলালের নেতৃত্বে অভিযানকারী টিমের সদস্যরা অবস্থানরত মামুনের কক্ষে ঝটিকা অভিযান চালায়। এসময় তার কাছ থেকে ইয়াবা সেবনের পাইপ, গ্যাসলাইট, ফয়েল পেপার ও সরঞ্জামসহ মামুনকে আটক করলেও সেবনের জন্য আনা বেশকিছু ইয়াবা টেবলেট মুখে পুড়ে গিলে ফেলায় তা জব্দ করতে পারেনি।


এ ব্যাপারে ঝালকাঠি গোয়েন্দা পুলিশ ডিবির ওসি মো: কামরুজ্জামান মিয়া জানায়, মাদক সেবী মামুন হোসেন কে ইয়াবা সেবনের জরঞ্জামসহ আটক করা হলেও মাদক না পাওয়ায় তার অভিভাবকের সঙ্গে আলোচনা করে আমরা মাদক নিরাময় কেন্দ্রে প্রেরণের সিদ্ধান্ত নিয়েছি। তবে প্রভাবিত হওয়ার কোন বিষয় নেই। অন্যদিকে আটক মামুনের প্রতিবেশী একটি সূত্র জানায়, মামুনকে গ্রেপ্তারের সংবাদ ছড়িয়ে পরলে তার পরিবারের সদস্যরা মোটাঅংকের অর্থ নিয়ে বিভিন্ন মহলে দেনদরবার শুরু করে। যে কারনে তারা মোটা অংকের অর্থের বিনিময়ে মাদক নিয়ন্ত্রন আইনে মামলার পরিবর্তে পুনর্বাসন কেন্দ্রে প্রেরনে সক্ষম হয়।

নওগাঁ প্রতিনিধি: র‌্যালী ও আলোচনা সভা ও পুরষ্কার বিতরনের মধ্যে দিয়ে নওগাঁয় আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস পালিত হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে শহরের জিলা স্কুল মাঠ থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মিজানুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমান, পুলিশ সুপার ইকবাল হোসেন, সিভিল সার্জন ডাঃ মুমিনুল হক, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক মনোজিত কুমার মল্লিক, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী হামিদুর রহমান, সাবেক অধ্যক্ষ প্রফেসর শরীফুল ইসলাম খান প্রমুখ।

নওগাঁ প্রতিনিধি: ভুল করে বাংলাদেশে আসা ভারতীয় সুমনা (১৫) নামে এক তরুণীকে পতাকা বৈঠকের মাধ্যমে তার বাবা মায়ের কাছে ফেরত দেওয়া হয়েছে। শুক্রবার বিকেল ৩টায় নওগাঁর সাপাহার উপজেলার বামনপাড়া সীমান্তের ২৪৬/৭ এস পিলার এলাকায় বিজিবি ও বিএসএফ এর কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।


এতে বিজিবি-১৬ ব্যাটালিয়নের আদাতলা কম্পানী কমান্ডার সুবেদার সামশুল আলম ও ভারতের ১২২ বিএসএফ কোম্পানীর কাতরইল ক্যাম্পের কমান্ডার এসিবিএ ডোগরা নেতৃত্ব দেন। সুমনা ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার গোপাল নগর গ্রামের বাসিন্দা শরিফুল ইসলামের মেয়ে।


জানা গেছে, সুমনা ১৭ জুন সকাল ১০ টার দিকে ভারতের ছত্রহাটি বিএসএফ এর কাছে তার পরিচয় পত্র জমা দিয়ে কাঁটা তারের বাইরে জমিতে কাজ করতে আসেন। সন্ধ্যায় তার অন্যান্য সঙ্গীরা নিজ নিজ বাড়িতে ফিরে গেলেও সুমনা পথ ভুলে বামনপাড়া সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশের মধ্যে চলে আসে পথ হারিয়ে ফেলেন। সুমনা ওই দিন তার নিজ দেশ ভারতে প্রবেশ না করায় ছত্রহাটি বিএসএফ ক্যাম্প থেকে বিজিবি ১৬ ব্যাটালিয়নের আদাতলা ক্যাম্পে তাদের পক্ষ থেকে পত্র প্রেরণ করেন। পত্রে সুমনাকে উদ্ধারের সহযোগিতা কামনা করেন। এরপর বিজিবির সদস্যগণ ওই তরুণীকে উদ্ধারে ব্যাপক তৎপরতা চালান। গত ২১ জুন রাত ৯টায় আদাতলা বিজিবির কোম্পানী কমান্ডার সুবেদার সামশুল আলমের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সাপাহার সদরের জিরো পয়েন্ট এ অবস্থিত নিউ মার্কেট এর সামনে থেকে ওই তরুণীকে উদ্ধার করেন।


আদাতলা বিজিবির কোম্পানী কমান্ডার সুবেদার সামশুল আলম জানান, সুমনাকে উদ্ধারের পর ছত্রহাটি বিএসএফ ক্যাম্পে যোগাযোগ করা হয়। শুক্রবার বিকেলে পতাকা বৈঠকের মাধ্যমে সুমনাকে ফেরত দেয়া হয়েছে। ফিরে দেয়ার ফলে সুমনা ফিরে পেলেন তার বাবা মাকে এবং তার নিজ দেশ।

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে পারইল ইউনিয়নের রাতলাই গ্রামের মৃত আবুল কালাম আজাদের রেখে যাওয়া সম্পদই কাল হলো তার স্ত্রী চায়নার জীবনে। আবুল কালামের পরিবারের লোকজন শুক্রবার রাতে চায়নাকে হত্যার চেষ্টা করলেও বেঁচে যায় চায়না। বর্তমানে চায়না বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। মোছা: চামেলী আক্তার চায়না (৩৫) পাশের আদমদীঘি উপজেলার উজ্জ্বলতা গ্রামের আব্দুল হামিদের মেয়ে।


চায়নার মা মোছা: আমিজা বেগম বলেন, চায়নার কোন সন্তান ছিলো না। সে বর্তমানে দুই মাসের অন্ত:সত্বা। আমার জামাই আবুল কালাম গত ১জুন তারিখে মারা যায়। গত বৃহস্পতিবার আমার জামাইসহ তার পরিবারের মৃতদের উদ্দেশ্যে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। আমার জামাই তার বাবার ১০বিঘা জমি ভাগ পায়। এছাড়াও জামাই বিদেশ থাকাকালীন অবস্থায় আমার মেয়ের নামে ব্যাংকে প্রায় অর্ধকোটি টাকা জমা রাখে। আর এই সব সম্পদই আমার মেয়ের জীবনে কাল হয়ে দাঁড়িয়েছে। আমার জামাই মারা যাবার পর থেকে আমার মেয়ের কাছে থাকা সোনার অলংকার, টাকা ও জমিগুলো হাতিয়ে নেওয়ার জন্য মেয়ের ননদ শাকিলা ইয়াসমিন ও তার স্বামী আব্দুস সালাম পিন্টু, দেবর আলীম ও তার স্ত্রী রিনাসহ এই পরিবারের সবাই আমার মেয়েকে নানা ভাবে চাপ প্রয়োগ করতে থাকে।


এই বিষয়ে তারা আমাকেসহ আমার মেয়েকে একাধিকবার মারপটিও করেছে। ঘটনার দিন শুক্রবার দিবাগত রাতে আমি ও আমার মেয়ে চায়না একই ঘরে ঘুমিয়ে পড়ি। কিন্তু ভোর রাতে বাহিরের হট্টগোলে আমার ঘুম ভেঙ্গে গেলে দেখি আমার ঘরের দরজা বাহির থেকে লাগানো এবং আমার কাছে আমার মেয়েও নেই। এরপর শুনতে পাই বাড়ির পাশে পুকুরে বস্তাবন্দি অবস্থায় আমার মেয়ে চায়না। এই পরিবারের লোকজন আমার মেয়েকে রাতের আধাঁরে নিয়ে গিয়ে মারপিট করে হত্যার উদ্দ্যেশ্যে বস্তাবন্দি করে পুকুরে ফেলে দেয়। কিন্তু আল্লাহ আমার মেয়েকে বাঁচিয়ে রেখেছে। এখন আমার মেয়ে হাসপাতালের শয্যায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আমি এই পরিবারের সকল নরপশুদের দৃষ্টান্তর মূলক শাস্তি চাই।

প্রত্যক্ষদর্শীরা বলেন, এদিন সকালে মসজিদ থেকে নামাজ পড়ে পুকুরের পাশ দিয়ে আসার সময় মুসল্লিরা দেখতে পায় যে পুকুরের পাশে বস্তার মধ্যে কি যেন নড়াচড়া করছে। এরপর বস্তা খুলে তারা দেখতে পান যে বস্তার মধ্যে আধা মরা অবস্থায় গৃহবধূ চায়না। এসময় চায়নার হাত,পা ও মুখ বাধা ছিলো। চায়নার মুখ দিয়ে ফেনা উঠছিলো। তার শরীরে মারপিটের একাধিক চিহ্নও দেখা গেছে। তখন আমরা চায়নাকে প্রথমে আদমদীঘি স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাই। বর্তমানে চায়না সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।


স্থানীয়রা বলছেন, চায়না শান্তশিষ্ট একজন গৃহবধূ। এই পরিবারের লোকজন তার স্বামীর রেখে যাওয়া সম্পদগুলো গ্রাস করার জন্য পূর্বপরিকল্পিত ভাবেই চায়নাকে হত্যা করতে চেয়েছিলো। তারা মারপিট করে চায়নার পেটের সন্তানসহ তাকে মেরে ফেলতে চেয়েছিলো কিন্তু তারা চায়নাকে মেরে ফেলতে পারেনি। এই পরিবারের লোকজন চায়নাকে অনেক আগে থেকেই বিভিন্ন ভাবে অত্যাচার করে আসছিলো। আমরা এই পরিবারের সবার দৃষ্টান্তর মূলক শাস্তি চাই।


রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলার ভান্ডাগ্রামে রফিজান অটিষ্ট্রিক ও প্রতিবন্ধি উন্নয়ন সংস্থার উদ্যোগে দুইদিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। জেলা প্রতিবন্ধি সেবা ও সাহায্য কেন্দ্র এই মেডিকেল ক্যাম্পে সার্বিক সহযোগিতা করছে। শনিবার সকালে রফিজান মেমোরিয়াল অটিষ্ট্রিক ও প্রতিবন্ধি স্কুল প্রাঙ্গনে এই ক্যাম্পের উদ্বোধন করা হয়। ক্যাম্পে রফিজান মেমোরিয়াল অটিষ্ট্রিক ও প্রতিবন্ধি স্কুলের শতাধিক শিক্ষার্থীসহ এলাকার প্রতিবন্ধি, বাত, ব্যথা, প্যারালাইসিসসহ বিভিন্ন রোগে আক্রান্ত মানুষের মাঝে বিনামূল্যে এই ফ্রি চিকিৎসা প্রদান করা হয়।


এসময় উপস্থিত ছিলেন, রফিজান অটিষ্ট্রিক ও প্রতিবন্ধি উন্নয়ন সংস্থার সভাপতি ও সাবেক অধ্যক্ষ মো: আফজাল হোসেন, সাধারণ সম্পাদক মো: সামছুল আলম, স্কুলের প্রধান শিক্ষক আব্দুর রউফ, সদস্য এনামুল হক রানা, ডা: আজগর আলী, মুক্তিযোদ্ধা সরদার আব্দুল মতিন, আনোয়ারুল ইসলাম, নকিব উদ্দিন, ডা: ফজলুর বারী প্রমুখ।


ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন প্রতিবন্ধি সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালট্যান্ট ডা: মো: আসাদুজ্জামান, থেরাপী সহকারি ওছিম উদ্দিন, টেকনিশিয়ান সুমি আক্তার, কম্পিউটার অপারেটর জাহাঙ্গির হোসেন।

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় শহীদ পুলিশ সুপার নাজমুল হক পাঁচদিন ব্যাপী গাদল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেলে নওগাঁ সদর উপজেলার লখাইজানি গ্রামের মাঠে গাদল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ওয়ান স্টার গাদল দল মহাদেবপুর গাদল দলকে ৪-০ পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ মোফাজ্জল এবং ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হন জাহাঙ্গীর।
খেলায় প্রধান অ্যাম্পেয়ার প্রফেসর শরিফুল ইসলাম খান এবং সহকারী অ্যাম্পেয়ার হিসেবে অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, প্রতাপ চন্দ্র সরকার, আশিষ সাহা, মোশাররফ হোসেন, রন্্জু আহমেদ, ফিরোজ হোসেন, রায়হান, হিরো দায়িত্ব পালন করেন।


এসময় একুশে পরিষদ লখাইজানি শাখার সভাপতি ফিরোজ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল আক্তার, একুশে পরিষদের উপদেষ্টা প্রফেসর শরিফুল ইসলাম খান, একুশে পরিষদ নওগাঁর সাধারণ সম্পাদক এম এম রাসেল, একুশে পরিষদ লখাইজানি শাখার সাধারণ সম্পাদক আজিজুর রহমান স্বপন, রফিকুদ্দৌলা রাব্বি প্রমূখ। খেলা শেষে অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল আক্তার পুরস্কার বিতরণ করেন। খেলা শুরুর আগে শহীদ পুলিশ সুপার নজমুল হকের অত্মার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। গত ১৮ জুন খেলাটি শুরু হয়। এতে ১৬টি দল অংশগ্রহণ করে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget