Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 588 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 45 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 3 দিনাজপুর 4784 দেশজুড়ে 42 ধর্ম 3414 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2782 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 82 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

প্রাপ্তবয়স্ক মুসলমান ইচ্ছাকৃত রমজানের রোজা না রাখা মারাত্মক অপরাধ ও গুনাহের কাজ। কেননা রমজানের একটি রোজা ছুটে যাওয়া অনেক বড় কল্যাণ থেকে বঞ্চিত হওয়ার নামান্তর। হাদিস শরিফে এসেছে, রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন, ‘যে ব্যক্তি শরিয়তসম্মত কারণ বা অসুস্থতা ছাড়া রমজানের একটি রোজা ভাঙে, তার ওই রোজার বিপরীতে সারা জীবনের রোজাও রমজানের একটি রোজার সমমর্যাদা ও স্থলাভিষিক্ত হবে না।’ (সুনানে তিরমিজি, হাদিস : ৭২৩)


তবে অসুস্থতা বা অন্য ওজর থাকলে ভিন্ন কথা, সে ক্ষেত্রে অন্যদিন পালনের সুযোগ রয়েছে। মহান আল্লাহ বলেন, ‘তোমাদের মধ্যে যে মাসটিতে (রমজানে) উপস্থিত হবে, সে যেন তাতে সিয়াম পালন করে। আর যে ব্যক্তি অসুস্থ বা মুসাফির হয়, সে অন্য দিনে সংখ্যা পূরণ করে নেবে, আল্লাহ তোমাদের জন্য সহজটাই চান, কঠিন করতে চান না।’ (সুরা বাকারা, আয়াত : ১৮৫)


রোজার কাজার বিধান : কোনো সুস্থ প্রাপ্তবয়স্ক মুসলমান ইচ্ছাকৃত রমজানের রোজা না রাখলে বা অনিচ্ছায় ভেঙে ফেললে অথবা কোনো ওজরের কারণে ভেঙে ফেললে পরে ওই রোজার কাজা আদায় করতে হবে। মুসাফির ও অসুস্থ ব্যক্তি রোজা রাখতে কষ্ট হলে, অনুরূপ গর্ভবতী বা দুগ্ধদানকারী নারী যদি নিজের বা বাচ্চার ক্ষতির আশঙ্কা করে, তাহলে রমজানে রোজা না রেখে পরে তা কাজা করে নিতে পারবে, এ ক্ষেত্রে কাফফারা দিতে হবে না। (দেখুন : সুরা বাকারা, আয়াত ১৮৫, সুনানে তিরমিজি হাদিস : ৭১৫)


মাসিক ঋতুস্রাব ও সন্তান প্রসবের স্রাবের সময় রোজা রাখা জায়েজ নেই। তবে ওই দিনগুলোর রোজার কাজা দিতে হবে, কাফফারা দিতে হবে না।


রোজা রাখার পর দিনের বেলায় যদি কোনো নারীর মাসিক শুরু হয়, ওই নারীর জন্য খাওয়াদাওয়ার অনুমতি আছে। তবে লোকজনের সামনে না খেয়ে নির্জনে খাওয়াদাওয়া করবে। আর যে নারী মাসিকের কারণে রোজা রাখেনি, দিনের যে সময়ে তার রক্ত বন্ধ হবে, তখন থেকেই খাওয়াদাওয়া বন্ধ করে রোজাদারের মতো দিনের অবশিষ্ট অংশ অতিবাহিত করবে এবং পরে ওই দিনের রোজা কাজা করে নেবে। (আললুবাব : ১/১৭৩)


নারীদের জন্য কৃত্রিম উপায়ে সাময়িক ঋতুস্রাব বন্ধ রাখা অনুচিত। এতে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। তা সত্ত্বেও এ পদ্ধতিতে ঋতুস্রাব বন্ধ থাকা অবস্থায় রোজা-নামাজ করলে তা আদায় হয়ে যাবে। (ফাতাওয়ায়ে রহিমিয়া : ৬/৪০৪, আপকে মাসায়েল আওর উনকা হল : ৩/২৭৮)


যেসব কারণে কাফফারা দিতে হয় : শরিয়তসম্মত কোনো কারণ ছাড়া ইচ্ছাকৃত পানাহার বা সহবাসের মাধ্যমে রমজানের রোজা ভেঙে ফেললে তার কাজা ও কাফফারা অর্থাৎ লাগাতার ৬০ দিন রোজা রাখতে হবে। পানাহার ও সহবাস ছাড়া অন্য পদ্ধতিতে ইচ্ছাকৃত ভাঙলেও কাফফারা দিতে হবে না, তবে কাজা করতে হবে। (মাবসুতে সারাখসি : ৩/৭২)


কাফফারা আদায়ের ক্ষেত্রে লাগাতার ৬০ দিন রোজা রাখার সময় যদি এক দিনও বাদ যায়, তাহলে আবার শুরু থেকে গণনা আরম্ভ হবে, আগেরগুলো বাদ হয়ে যাবে। (মাবসুতে সারাখসি : ৩/৮২)


কোনো ব্যক্তির ইচ্ছাকৃতভাবে একাধিকবার একই রমজানের রোজা ভাঙার কারণে এক কাফফারাই যথেষ্ট হবে। অর্থাৎ ভেঙে ফেলা সব রোজার জন্য ৬০ জন মিসকিনকে দুবেলা খানা খাওয়াবে, অথবা প্রতি মিসকিনকে এক ফিতরা পরিমাণ সম্পদ সদকার মাধ্যমেও কাফফারা আদায় করা যাবে। (বাদায়েউস সানায়ে : ২/১০১, রদ্দুল মুহতার : ২/৪১৩)


৬০ মিসকিনকে দুবেলা খানা খাওয়ানোর পরিবর্তে প্রত্যেককে এক ফিতরা পরিমাণ অর্থাৎ এক কেজি (৬৩৫ গ্রামের কিছু বেশি) গম বা তার সমপরিমাণ অর্থ দেওয়া যেতে পারে। তবে শর্ত হলো, ওই টাকা দ্বারা মিসকিনকে খানা খাওয়ানোর ব্যবস্থা করতে হবে। একজন গরিবকে প্রতিদিন এক ফিতরা পরিমাণ করে ৬০ দিন দিলেও আদায় হবে। ৬০ দিনের ফিতরা পরিমাণ একত্রে বা এক দিনে দিলে আদায় হবে না। (ফাতাওয়ায়ে হিন্দিয়া ১/৫১৩, রদ্দুল মুহতার ৩/৪৭৮)

নগরজীবনের অনেকেই সারা সপ্তাহের বাজার একবারেই করে রাখেন। কিন্তু সপ্তাহের শেষে সেই শাকসবজি নষ্ট হয়ে যায় অথবা চুপসে যায়। তাই শাকসবজি কীভাবে তাজা রাখবেন সেটা জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন অনেকে। সবজি তরতাজা রাখার বেশকিছু টিপস জেনে নেব তাই।

১) লেটুস, পালং শাক, সেলেরির মতো সবুজ সবজি পরিষ্কার করে ধুয়ে পোর্সেলিনের কন্টেইনারে ভরে ফ্রিজে স্টোর করুন। একসপ্তাহের মতো ফ্রেশ থাকবে।
২) লেটুস পাতার তাজাভাব বজায় রাখার জন্য ধোয়ার সময় পানির মধ্যে অল্প লেবুর রস মিশিয়ে নিন।
৩) লেবু বেশিদিন তাজা রাখতে চাইলে লবণের কৌটার মধ্যে রাখুন।
৪) কাঁচামরিচের বোঁটা ছাড়িয়ে নিতে মাঝখানে সামান্য চিরে রাখুন, তারপর এতে লবণ-হলুদ মেখে রোদে শুকিয়ে নিয়ে স্টোর করুন। বেশিদিন তাজা থাকবে।
৫) ব্রাউন পেপার ব্যাগে টমেটো স্টোর করুন, ভালো থাকবে। একইভাবে মাশরুম স্টোর করতে পারেন।
৬) লেটুসের মতো সবুজ শাক-সবজি পাতাসহ প্লাস্টিকের ব্যাগে স্টোর করুন। সঙ্গে ভেজা পেপার টাওয়েল রাখুন। সবজির অতিরিক্ত ময়েশ্চার শুষে নিয়ে সবজিকে তাজা রাখতে সাহায্য করবে। জিপ লক ব্যাগেও সবজি স্টোর করতে পারেন, এতে তাজা থাকবে।
৭) আলু বেশি দিন ভালো রাখার জন্য আলুর সঙ্গে ব্যাগে ভরে একটা আপেল রাখুন। আলু সহজে পচে যাবে না।
৮) পেয়াজ, বেগুন, স্কোয়াশের মতো সবজি ফ্রিজের বাইরে রাখুন। ভালো থাকবে, ফ্রিজের বাইরে পরিষ্কারে কন্টেনারে স্টোর করুন।
৯) টমেটো ফ্রিজে পলিথিন প্যাকে স্টোর করবেন না। বাইরে স্টোর করতে পারেন। ভালো থাকবে।
১০) কাঁচামরিচের বোঁটা ছাড়িয়ে রাখুন। আদা ফ্রিজে রাখতে পারেন। বেশিদিন তাজা থাকবে।
১১) ক্যাপসিকাম অর্ধেক কেটে ফেলে না রাখতে পারলেই ভালো। তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

শুক্রবারের সবজির বাজারে অন্যান্য সবজির দাম স্থিতিশীল হলেও মরিচের দাম কিছুটা বেড়েছে। কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৫০-৭০ টাকা কেজি। যা গত সপ্তাহে ছিল ৩০ থেকে ৪০ টাকা। বাজার ভেদে এই দাম কোথাও কোথাও আরও বেশি। স্বস্তির বাজারে এখন অস্থির মরিচের দাম।


ব্যবসায়ীরা দাবি করছেন, বৃষ্টিতে কিছু কিছু ক্ষেতের মরিচ নষ্ট হয়েছে। এজন্য সরবরাহ কমে যাওয়ায় মরিচের দাম কিছুটা বাড়তি।
সকালে রাজধানীর কারওয়ান বাজার ঘুরে বাড়তি দাম সম্পর্কে জানা যায়। বাজার ঘুরে দেখা যায়, মরিচের দাম বাড়লেও অন্যান্য পণ্যের দাম গত সপ্তাহের মতই রয়েছে। তবে বাজারভেদে দামের কিছুটা ভিন্নতা রয়েছে।
দাম কমার সম্ভাবনা আছে কিনা এমন প্রশ্নের উত্তরে ব্যবসায়ীরা জানান, দুই একদিন যাওয়ার পর বোঝা যাবে দাম পড়বে কিনা?


কারওয়ান বাজার ঘুরে দেখা যায়, বরবটি ৩০ থেকে ৪০ টাকা, বেগুন ৪০, পটল ৪০, কাকরোল ৪০, করলা ৪০, মরিচ ৫০-৬০, শসা ৩০ থেকে ৪০, ঢেঁড়স ৩৫-৪০ টাকা, ধুন্দল, ঝিঙা, চিচিঙা ৪০ থেকে ৪৫ ও পেঁপে ৩০ টাকায় বিক্রি হচ্ছে। আলু ২০, পেঁয়াজ ২৫ থেকে ৪০ টাকা, আদা ও রসুন ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে।


কারওয়ান বাজারে মোহাম্মদ আলিম আল হাসান একসঙ্গে অনেক সবজি কিনলেন। তিনি বলেন, একটু বেশি করে কিনে রাখলাম। এখন দাম একটু কম। ঈদের মৌসুম, দু-দিন পরেই দেখা যাবে আবার বেড়ে যাবে।
মাংসের বাজার ঘুরে দেখা যায়, বয়লার প্রতি কেজি ১৪০-১৫০ টাকা, প্রতি কেজি কর্ক ৩১০ থেকে ৩২০ টাকা, প্রতি কেজি লেয়ার ১৯৫ থেকে ২০০ টাকা। এদিকে গরুর মাংস বিক্রি হচ্ছে ৪৮০ থেকে ৫শ টাকা কেজিতে।

অভিনেত্রী জয়া আহসান এবার চলচ্চিত্র প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে ‘দেবী’ নামের ছবিতে মিসির আলী চরিত্রে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী। এটুকু তথ্য অনেকেই জানেন। নতুন খবর হলো, আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পাবে ‘দেবী’।


অভিনেতা চঞ্চল চৌধুরীর জন্মদিন আজ (১ জুন)। এই বিশেষ দিনেই জানা গেল ‘দেবী’ মুক্তির তারিখ। জয়া আহসান বলেন, `আজ আমাদের ‘মিসির আলি’ চঞ্চল চৌধুরীর জন্মদিন। তাকে জানাই অফুরন্ত শুভেচ্ছা। সেইসঙ্গে চঞ্চল চৌধুরী তার ভক্ত-দর্শকদের এই বিশেষ দিনে দিয়েছেন এক বিশেষ উপহার।’


দেবী’র প্রযোজক জয়া আরও বলেন, `সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে চঞ্চল চৌধুরী জানিয়েছেন বহুল প্রতীক্ষিত ‘দেবী’ ছবির সম্ভাব্য মুক্তির তারিখ। হুমায়ূন আহমেদের ‘দেবী’ নিয়ে প্রথম চলচ্চিত্র যারা দেখতে চান। অনম বিশ্বাসের প্রথম চলচ্চিত্র পরিচালনা যারা দেখতে চান। আমার প্রযোজিত প্রথম চলচ্চিত্র যারা দেখতে চান, তাদের অপেক্ষার পালা শেষ।’
চঞ্চল বলেন, `শিল্প এমনি এমনি বাঁচে না। শিল্প বাঁচে পৃষ্ঠপোষকতায়। আর দর্শক যেকোনো শিল্পের পৃষ্ঠপোষক। আশা করা যায় সব শ্রেণির দর্শক দলে দলে ৭ সেপ্টেম্বর থেকে ‘দেবী’ দেখতে প্রেক্ষাগৃহে আসবেন। ’


এই অভিনেতা আরও বলেন, ‘আমরা একটি খারাপ সময়ে দাঁড়িয়ে আছি। সব সম্পর্কগুলো ভেঙে যাচ্ছে। দূরত্ব তৈরি হচ্ছে। পাশের মানুষগুলোকে ভালোবাসতে হবে। পাশের মানুষ যেন দূরে সরে না যায়। সবাইকে ভালোবাসতে হবে, দেশকে ভালোবাসতে হবে, আত্মকেন্দ্রিক চিন্তা থেকে বেরিয়ে এসে যেটা করলে পরিবারের মঙ্গল হয়, দেশের মঙ্গল হয়, সেটিই করতে হবে।’


প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জনপ্রিয় উপন্যাস ‘দেবী’ অবলম্বনে অনম বিশ্বাস পরিচালিত ‘দেবী’ বাংলাদেশ সরকারের আর্থিক অনুদানে নির্মিত হয়েছে। এ ছবির অন্যতম প্রযোজক জয়া আহসান এ মুহূর্তে ভারতে অবস্থান করছেন কৌশিক গাঙুলি পরিচালিত ‘বিজয়া’ চলচ্চিত্রের শুটিংয়ে।


সেখান থেকে তিনি বলেন, ‘দেবী’ এমন একটি চলচ্চিত্র, যে চলচ্চিত্রের ওপর দর্শকের অনেক বেশি আশা। এটি খুব স্বাভাবিক। আর এ কারণেই ‘দেবী’ মুক্তি নিয়ে আমরা কোনো তাড়াহুড়ো করতে চাই না। সবকিছু ঠিক থাকলে কোরবানি ঈদের ঠিক পরপরই ‘দেবী’ মুক্তি দেবার ইচ্ছে রাখি। আশা করছি আমার প্রিয় ভক্ত-দর্শকরা ‘দেবী’র সঙ্গে থাকবেন।’
‘দেবী’ চলচ্চিত্রে চঞ্চল চৌধুরী, জয়া আহসান ছাড়াও অভিনয় করেছেন অনিমেষ আইচ, ইরেশ যাকের, শবনম ফারিয়া প্রমুখ।

সিরিজ শুরুর আগে আফগানদের ফেভারিটের তকমা দিয়েছিলেন সাকিব আল হাসান। এবার কার্যক্ষেত্রেও তাই ঘটল। আফগানিস্তান এ দলের বিপক্ষেই বৃষ্টিবিঘ্নিত প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ ৮ উইকেটের বিশাল ব্যবধানে হেরেছে। অথচ দলে তামিম ছাড়া স্কোয়াডের প্রধান সব খেলোয়াড়ই ছিলেন।


শুক্রবার দেরাদুনের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। বাংলাদেশের বেঁধে দেওয়া ১৪৫ রানের টার্গেটে খেলতে নেমে দুই উইকেট হারিয়ে ১৬ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় আফগানরা।


ওপেনিংয়ে আবার ব্যর্থ সৌম্য সরকার। তামিমের অনুপস্থিতিতে ওপেনিংয়ে হোঁচট খেল বাংলাদেশ। সৌম্যের আউটের পরে দলের হাল ধরেন অভিজ্ঞ মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। মুশফিক ২৭ রানে আউট হওয়ার পর ব্যাট হাতে নামেন মাহমুদউল্লাহ। তিনিও দ্রুত ফিরে গেলে আরো বিপদে পড়ে বাংলাদেশ। পরে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে বাংলাদেশ ১৪৫ রান সংগ্রহ করে।


১৪৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই বেশ রক্ষণাত্মক খেলতে থাকেন আফগানরা। প্রথম ওভারেই আবু জায়েদ রাহি ভেঙে দেন ওপেনিং পার্টনারশিপ। পঞ্চম ওভারে ২২ রানের মাথায় পড়ে আরো একটি উইকেট, নেন আবু হায়দার রনি। এরপর আর বাংলাদেশের বলার মতো কিছু নেই। শেষে ১৭ ওভারে, ১৬ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে আফগানরা।


এ হার একটি বিশেষ বার্তাও বটে বাংলাদেশের জন্য। আগামী ৩ তারিখ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দেরাদুনে মুখোমুখি হবে আফগানিস্তান ও বাংলাদেশ। এই হারের ক্ষত সেদিন না ভোগালেই হলো। কিন্তু তরুণ এই আফগানিস্তান অত্যন্ত শক্তিশালী। টি-টোয়েন্টি র‍্যাংকিংয়েও বাংলাদেশের থেকে আফগানিস্তান এগিয়ে। সব মিলে বাংলাদেশের জন্য এই সিরিজ এক কঠিন পরীক্ষা। সেটা বলে যেতেই পারে।

ব্রাক্ষণবাড়িয়া (আখাউড়া): আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এড. আনিসুল হক বলেছেন গনতন্ত্র হল একটি দেশের উন্নয়নের মূলমন্ত্র। কোন দেশে যদি গনতন্ত্র না থাকে তাহলে দেশে উন্নয়ন হয় না। বাংলাদেশের জনগন গনতন্ত্র চাই। আর গণতন্ত্রেই থাকবে। আমরা গনতন্ত্রের ধারা অব্যাহত রাখব।


সেই গণতন্ত্রের ধারাবাহিকতায় নির্বাচন কমিশন আছে। সেই নির্বাচন কমিশনার সুষ্ঠ নির্বাচন করবে। বাংলাদেশ সরকারের নেতৃত্বে তখন থাকবে গণতন্ত্রের ধারাবাহিকতায় নির্বাচিত শেখ হাসিনার সরকার। সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। সংবিধান নিয়ে কাউকে ফুটবল খেলতে দেয়া হবে না।


রোববার বিকালে উপজেলার মোগড়া ইউনিয়নের নয়াদিল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শীতবস্ত্র বিতরণ উপলক্ষে আয়োজিত এক সভায় প্রধান অতিথি হিসাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সামনে নির্বাচন সজাগ থাকবেন। আর সেই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে। নির্বাচনে অংশ গ্রহন না করতে অনেক তালবাহানা চলছে। আপনারা সেই ষড়যন্ত্রকে প্রত্যাখ্যান করবেন।


বাংলাদেশের জনগন যদি আগামী নির্বাচনে আমাদেরকে জয়ী করেন তাহলে আমরা আবার উন্নয়নের ধারা অব্যাহত রাখব। বিএনপির সমালোচনা করে মন্ত্রী বলেন আমরা দেশে উন্নয়নের চাকা অব্যাহত রাখতে চাই। আর বিএনপি ষড়যন্ত্রের চাকা অব্যাহত রাখছে। তারা আগুন সন্ত্রাস নিরহজনকে হত্যা করা বাসে পেট্রোল মারা বোমা ফেলা এটা হচ্ছে তাদের রাজনীতি। আর আমরা উন্নয়নের কাজে শেখ হাসিনার নেতৃত্বে নিজেদেরকে নিয়োজিত রেখেছি। যে কোন মূল্যেআমরা গনতন্ত্রের ধারা অব্যাহত রাখব।


মোগড়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো. নওয়াব মিয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের আহবায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন, আখাউড়া পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, আইন মন্ত্রীর একান্ত সচিব মো. রাশেদুল কায়সার জীবন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মো. আবুল কাশেম ভূইয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পিয়ারা আক্তার পিওনা, ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মো. মনির হোসেন, সাবেক মেম্বার মো. মতি মিয়া, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মো. শহিদুল হক উপজেলা ছাত্রলীগ সভাপতি সৈয়দ তানজিল শাহ ,সাধারণ সম্পাদক মো. শরীফুল ইসলাম প্রমূখ।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget