Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 588 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 45 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 3 দিনাজপুর 4784 দেশজুড়ে 42 ধর্ম 3414 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2782 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 82 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

হাসেম আলী, ঠাকুরগাঁও প্রতিনিধি: বেশ কয়েক বছর ধরে ধান, গমসহ অন্যান্য ফসলে বার বার লোকসান গুনছেন ঠাকুরগাঁওয়ে চাষিরা। এ কারণে সেসব ফসল থেকে মুখ ফিরিয়ে নিয়ে এখন আম বাগান করার দিকে ঝুঁকে পড়েছেন। আম্রপালি আমের চাহিদা ও দাম ভালো থাকায় কৃষকেরা লিচু বাগান কেটেও আম বাগান স্থাপন করছেন।


জেলায় ৫ বছরে আবাদি জমি কমে গিয়ে আম বাগান হয়েছে প্রায় দ্বিগুণ। ঠাকুরগাঁও জেলার মাটি তুলনামূলক উচু। এ মাটিতে ধান, গম, পাট ও আলুসহ বিভিন্ন ফসলের আবাদ করে আসছেন এ জেলার প্রান্তিক চাষিরা। কিন্তু ওইসব ফসল উৎপাদন করে নায্যমূল্য না পেয়ে চাষিরা প্রতি বছর লোকসান গুনছেন।


এ কারণে চাষিরা খাদ্যশস্য উৎপাদন থেকে ক্রমেই সরে আসছেন। সেক্ষেত্রে চাষিরা জমিতে আম বাগান স্থাপন শুরু করেছে। ফল বিক্রি করে মোটা অংকের টাকা লাভবান হওয়ায় চাষিরা দিনদিন আমের বাগান স্থাপনে ঝুঁকে পড়ছেন। আমের বাগান হতে বিষমুক্ত আম ও সাথী ফসল হিসেবে বিভিন্ন ফসল চাষ করে কৃষকেরা দুদিক দিয়ে লাভবান হয়ে আসছেন।


এ জেলায় সুর্যাপুরী, আম্রপালি, গোপালভাগ, হিমসাগর, ফজলী, হাড়িভাঙ্গা, মল্লিকা, খিরসাপাতি, আশ্বিনা, বান্দিগড়, লেংড়া ও মিশ্রিভোগ আম উৎপন্ন হয়। তবে সবার শেষে বাজারে আসে আম্রপালি জাতের আমটি। যাদের নিজস্ব জমি-জমা নেই, তারাও অন্যের জমি ১০/১২ বছরের জন্য লিজ নিয়ে সেখানে আম্রপালি জাতের রুপালি আমের চাষ করে আসছেন।


পীরগঞ্জ উপজেলার চাঁদপুর গ্রামের মনোয়ার হোসেন জানান, তিনি ৩৫ একর জমিতে আম্রপালি জাতের আমবাগান স্থাপন করেছেন। একই গ্রামের আব্দুর রাজ্জাক নামে অপর একজন চাষি জানান, এক বিঘা জমিতে আম্রপালি জাতের গাছ লাগানো যায় কমপক্ষে ১৬০টি।


৩ বছরের মাথায় প্রতিটি গাছ থেকে এক ক্যারেট (২০ কেজি) আম পাওয়া যায়। প্রতি কেজি ৫০ টাকা হারে এক ক্যারেটের দাম ১ হাজার টাকা। সে হিসেবে একবিঘা জমিতে প্রাপ্ত আম বিক্রি হয় ১ লাখ ৬০ হাজার টাকা। আর প্রথম বছর যে আম পাওয়া যায় পরের বছর পাওয়া যায় তার দ্বিগুণ। এভাবে প্রতি বছর আম ও লাভের পরিমাণ বাড়তে থাকে ৯ বছর পর্যন্ত। পরবর্তীতে টপ অরকিং করা হলে আমের ফলন আবারও বাড়ানো সম্ভব।


শাহ আলম নামে একজন বাগান মালিক বলেন, আম্রপালির আম গাছ বেশি বড় না হওয়ায় গাছের মাঝামাঝি ফাঁকা জায়গায় ধান গম পাট, আলু, মরিচসহ বিভিন্ন ফসল সাথী ফসল হিসেবে চাষ করা যায়। ফল মৌসুমে নিজেরাও বিষমুক্ত মিষ্টি আম ভোগ করতে পারি। এমনকি নিকট আত্মীয় ও বন্ধু-বান্ধবকে বাগানের আম দিতে পারলে তারা বেশ খুশি হয়।


আব্দুর রাজ্জাক নামে আরেক চাষি বলেন, আগে তার বেশ কয়েকটি লিচুর বাগান ছিল। কিন্তু লিচুতে মাঝে মাঝে পোকা দেখা গেলে দামের বিপর্যয় ঘটে বলে লোকসান দিতে হয়। তাই আমি আমার লিচুর বাগান কেটে আমের বাগান করেছি।


ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, সারা জেলার মধ্যে একমাত্র পীরগঞ্জ উপজেলায় আম বাগান করার নিবর বিপ্লব শুরু হয়েছে। ওই উপজেলায় ৫ বছর পূর্বে আমের বাগান ছিল ৫৫০ হেক্টর। বর্তমানে আম বাগানের পরিমাণ দাঁড়িয়েছে ৯৮০ হেক্টর।


কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো. আফতাব হোসেন জানান, ঠাকুরগাঁও জেলার ৫ বছর পূর্বে যে আম বাগান ছিল বর্তমানে হয়েছে দ্বিগুণ। বর্তমানে জেলায় ১ হাজার ৫১৪টি আমবাগান রয়েছে যার জমির পরিমাণ ৮ হাজার ২৯ হেক্টর।


তিনি আরো জানান, এ জেলার বিখ্যাত আম সুর্যাপুরী। কিন্তু আম্রপালি জাতের আমটি যখন বাজারে উঠে তখন দেশের বেশিরভাগ এলাকায় আম থাকে না। তাই এখানকার আম্রপালি জাতের আম বিক্রি করে বেশি লাভবান হতে পারে।

আবু রায়হান রাসেল, নওগাঁ:
মোছা: আরিফা আমার মেয়ে যাহার বয়স ৬ মাস বর্তমানে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়েছে। তার চিকিৎসার জন্য প্রচুর অর্থের প্রয়োন। আমি একজন ইলেকট্রিক মিস্ত্রি। আমার পক্ষে কন্যারে ব্যয়বহুল চিকিৎসা কোনোভাবেই সম্ভবপর নয় তাই আপনাদের দোয়া ও আর্থিক সাহায্যের জন্য আবেদন করছি সাহায্য পাঠানোর ঠিকানা ইসলামী ব্যাংক লিমিটেড নওগাঁ শাখা, হিসাব নং-০২৫০১৪৪২০৪১৩২৮১৫ সরাসরি যোগাযোগের জন্য মো: আরিফ, নওগাঁ। মোবাইল নং-০১৭৯৯-৮৯০৩৬২, ০১৯৪৩-৩১৩১৫৭


ব্লাড ক্যান্সারে আক্রান্ত আরিফার চিকিৎসায় সাহায্যের আবেদন

আমরা লাইলী-মজনু, শিরি-ফরহাদের প্রেমের কথা শুনেছি, দেবদাস-পার্বতীর প্রেমের কথা শুনেছি। কিন্ত আওয়ামী লীগ সরকার প্রধান শেখ হাসিনা ও ভারতের সঙ্গে প্রেম ইতিপূর্বের সকল প্রেমকে হার মানিয়েছে বলে মন্তব্য করেছেন রুহুল কবির রিজভী। পশ্চিমবঙ্গ সফর নিয়ে বুধবার প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে দেয়া বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ কথা বলেন। আজ বৃহস্পতিবার নয়াপল্টনের দলীয় কার্যালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছিলেন রিজভী।


প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের মধ্যকার প্রেম রয়েছে দাবি করে রুহুল কবির রিজভী বলেছেন, এটি প্রেম নিয়ে নানা লোক কাহিনিকে হার মানিয়েছে। তিনি (প্রধানমন্ত্রী) বলেছেন ভারতকে সব দিয়ে দিয়েছেন। অদ্ভুত কথা। এত প্রেম এর আগে আমরা দেখিনি। তারা না চাইতেই সবকিছু উজাড় করে দিয়ে দেন। তার (শেখ হাসিনা) প্রেম এত গভীর ভারতের জন্য। গত ২৫ ও ২৬ মে পশ্চিমবঙ্গ সফর করেন প্রধানমন্ত্রী। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ভবন এবং কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যোগ দিয়ে সম্মানসূচক ডিলিট ডিগ্রি নেন শেখ হাসিনা।


সফরে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রী। মোদির সঙ্গে বৈঠকে শেখ হাসিনা প্রতিদান চেয়েছেন বলে কলকাতার দৈনিক আনন্দবাজার যে খবর প্রকাশ করেছে তাকেও উড়িয়ে দেন তিনি। এক প্রশ্নে বলেন, আমি কোনো প্রতিদান চাই না। প্রতিদানের কী আছে? আর কারও কাছে চাওয়ার অভ্যাস আমার একটু কম। দেয়ার অভ্যাস বেশি।


ভারত থেকে এক বালতি পানিও আনতে পারেননি বলে বিএনপি নেতা রুহুল কবির রিজভীর বক্তব্যের জবাবে তাকে প্রথমে এক বালতি ও পরে ১০ বোতল পানি পাঠানোর কথাও বলেন প্রধানমন্ত্রী। আর পাল্টা সংবাদ সম্মেলনে রিজভী প্রতিদান না চাওয়ায় প্রধানমন্ত্রীর সমালোচনা করলেও তাকে পানি পাঠানোর বিষয়ে দেয়া বক্তব্যের প্রতিক্রিয়া জানাননি।

চলতি বছরের ১ আগস্ট থেকে ডেনমার্কে বোরকা পরে কোনো নারী মুখ ঢেকে জনপরিসরে বের হলে জরিমানা গুনতে হবে। বৃহস্পতিবার দেশটির আইনপ্রণেতারা এই আইন পাস করেন।


আইন অমান্য করে মুখ ঢেকে জনপরিসরে বের হলে একশ ৫৬ ডলার থেকে এক হাজার পাঁচশ ৬০ ডলার পর্যন্ত জরিমানা হতে পারে।


অবশ্য আগে থেকেই বেলজিয়াম, ফ্রান্স, নেদারল্যান্ডস, বুলগেরিয়া এবং সুইজারল্যান্ডেও জনপরিসরে মুখ ঢেকে বের হওয়া নিষেধ। ডেনমার্কে সরকারিভাবে অবশ্য বলা হচ্ছে, কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার মতো ধৃষ্টতা তাদের নেই।


এদিকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, পোশাক পছন্দের ব্যাপারে সকল নারীর অধিকার থাকা উচিত। এ ধরনের নিষেধাজ্ঞার ফলে নেতিবাচক প্রভাব পড়বে তাদের ওপর, যেসব নারী বোরকা পরে মুখ ঢেকে রাখেন। এই আইনের ফলে তাদের অধিকার খর্ব হবে।


তবে দেশটিতে ঠিক কতো সংখ্যক নারী বোরকা পরে মুখ ঢেকে রাখেন তার কোনো পরিসংখ্যান জানা যায়নি।

মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় মাদক বিরোধী অভিযানে টিপু সুলতান (৩০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। আটক টিপু উপজেলার কুশুম্বা ইউপি’র ছোটবেলালদহ গ্রামের মৃত আজিজুল হকের ছেলে। গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার প্রসাদপুর বাজারে এ অভিযান চালানো হয়। এসময় আটককৃত টিপুর কাছ থেকে একশ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং তার পকেটে থাকা ১৪৭০টাকা জব্দ করা হয়। তবে এসময় টের পেয়ে অন্যান্যরা পালিয়ে যায়।
মান্দা থানার পরিদর্শক আনিছুর রহমান জানান, গোপন খবরের ভিত্তিতে উপপরিদর্শক ফহিম উদ্দিন ফাহিম অভিযান চালিয়ে টিপু সুলতানকে আটক করে। আটককৃত টিপু সুলতানের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা নথিভূক্ত করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর মান্দার ৬নং মৈনম ইউপি’র ২০১৮-১৯ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। মৈনম ইউনিয়ন পরিষদ চত্বরে বেলা ১১টায় আয়োজিত বাজেট সভায় ইউনিয়নের যোগাযোগ, কৃষি, সেচ শিক্ষা, স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দিয়ে সাম্ভাব্য ১ কোটি ২৪ লাখ ৭০ হাজার ৮৪০ টাকার আয় সম্বলিত বাজেট উপস্থাপনা করেন ইউপি সচিব ওয়াহিদুল ইসলাম।
মৈনম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইয়াছিন আলী রাজার সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুশফিকুর রহমান প্রধান অতিথি ছিলেন। সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য সাইদুর রহমান, আবদুস সালাম, ঘেরাঙ্গ চন্দ্র সাহা, মোছা. নাছিমা প্রমুখ।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget