Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 588 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 45 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 3 দিনাজপুর 4784 দেশজুড়ে 42 ধর্ম 3414 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2782 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 82 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

চলতি বছরের ১ আগস্ট থেকে ডেনমার্কে বোরকা পরে কোনো নারী মুখ ঢেকে জনপরিসরে বের হলে জরিমানা গুনতে হবে। বৃহস্পতিবার দেশটির আইনপ্রণেতারা এই আইন পাস করেন।


আইন অমান্য করে মুখ ঢেকে জনপরিসরে বের হলে একশ ৫৬ ডলার থেকে এক হাজার পাঁচশ ৬০ ডলার পর্যন্ত জরিমানা হতে পারে।


অবশ্য আগে থেকেই বেলজিয়াম, ফ্রান্স, নেদারল্যান্ডস, বুলগেরিয়া এবং সুইজারল্যান্ডেও জনপরিসরে মুখ ঢেকে বের হওয়া নিষেধ। ডেনমার্কে সরকারিভাবে অবশ্য বলা হচ্ছে, কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার মতো ধৃষ্টতা তাদের নেই।


এদিকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, পোশাক পছন্দের ব্যাপারে সকল নারীর অধিকার থাকা উচিত। এ ধরনের নিষেধাজ্ঞার ফলে নেতিবাচক প্রভাব পড়বে তাদের ওপর, যেসব নারী বোরকা পরে মুখ ঢেকে রাখেন। এই আইনের ফলে তাদের অধিকার খর্ব হবে।


তবে দেশটিতে ঠিক কতো সংখ্যক নারী বোরকা পরে মুখ ঢেকে রাখেন তার কোনো পরিসংখ্যান জানা যায়নি।

মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় মাদক বিরোধী অভিযানে টিপু সুলতান (৩০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। আটক টিপু উপজেলার কুশুম্বা ইউপি’র ছোটবেলালদহ গ্রামের মৃত আজিজুল হকের ছেলে। গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার প্রসাদপুর বাজারে এ অভিযান চালানো হয়। এসময় আটককৃত টিপুর কাছ থেকে একশ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং তার পকেটে থাকা ১৪৭০টাকা জব্দ করা হয়। তবে এসময় টের পেয়ে অন্যান্যরা পালিয়ে যায়।
মান্দা থানার পরিদর্শক আনিছুর রহমান জানান, গোপন খবরের ভিত্তিতে উপপরিদর্শক ফহিম উদ্দিন ফাহিম অভিযান চালিয়ে টিপু সুলতানকে আটক করে। আটককৃত টিপু সুলতানের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা নথিভূক্ত করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর মান্দার ৬নং মৈনম ইউপি’র ২০১৮-১৯ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। মৈনম ইউনিয়ন পরিষদ চত্বরে বেলা ১১টায় আয়োজিত বাজেট সভায় ইউনিয়নের যোগাযোগ, কৃষি, সেচ শিক্ষা, স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দিয়ে সাম্ভাব্য ১ কোটি ২৪ লাখ ৭০ হাজার ৮৪০ টাকার আয় সম্বলিত বাজেট উপস্থাপনা করেন ইউপি সচিব ওয়াহিদুল ইসলাম।
মৈনম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইয়াছিন আলী রাজার সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুশফিকুর রহমান প্রধান অতিথি ছিলেন। সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য সাইদুর রহমান, আবদুস সালাম, ঘেরাঙ্গ চন্দ্র সাহা, মোছা. নাছিমা প্রমুখ।

বিনা বিচারে কোন অসহায় আর ফেরৎ যাবে না সরকার সব
ব্যবস্থা করবে --জেলা ও দায়রা জজ এ,কে,এম, শহীদুল ইসলাম


মাহমুদুন নবী বেলাল, নওগাঁ: নওগাঁ জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে গত বুধবার বিকেলে জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান জেলা ও দায়রা জজ এ,কে,এম, শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় লিগ্যাল এইড অফিসার এ,জি,এম, মনিরুল হাসান সরকারের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ শরিফুল ইসলাম, মজিবুর রহমান, সহকারী পরিচালক (সিনিয়র সহকারী জজ) জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার কাজী ইয়াচিন হাবিব, স্থানীয় সরকারের উপ-পরিচালক মজিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল আক্তার সহ সরকারী কৌশলীবৃন্দ, উকিল বারের প্রতিনিধি সহ জেলা লিগ্যাল এইড কমিটির বিভিন্ন সেবা মূলক সংস্থার প্রতিনিধি উপস্থিত ছিলেন।
সভায় জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান জেলা ও দায়রা জজ এ,কে,এম, শহীদুল ইসলাম জানান সরকার আইনের সাম্যতা নিশ্চিত করার জন্য অসহায়, দরিদ্র এবং সুবিধাবঞ্চিত জনগনকে সরকারি খরচে বিনামূল্যে আইনগত সহায়তা প্রদানের লক্ষ্যে ইতোমধ্যে ২০০০ সালে আইনগত সহায়তা প্রদান আইন-২০০০ আইন প্রণয়ন করেন। আইনের বিধান অনুসারে সারাদেশে সরকারি আইনি সহায়তা কার্যক্রম বিস্তারের জন্য জাতীয় আইন গত সহায়তা প্রদান সংস্থা জেলা কমিটি, উপজেলা কমিটির ও ইউনিয়ন কমিটি গ্রঠন ক্রমে তৃনমূল পর্যায়ে আইনের সাম্যতা বাস্তবায়নের পরিকল্পনা গ্রহন করে। এই উদ্দেশ্য বাস্তবায়নে জাতীয় আইন গত সহায়তা প্রদান সংস্থা (উপজেলা ও ইউনিয়ন কমিটির গঠন, দায়িত্ব, কার্যাবলী ইত্যাদী) প্রবিধানমালা, ২০১১’ প্রনয়ন করে। এই কার্যক্রম তৃণমূল পর্যায়ে সরকারি আইনি সহায়তা কার্যক্রমের সুফল পেতে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা ইউনিয়ন পর্যায়ে প্রাপ্ত বিরোধসমূহ জেলা পর্যায়ে রেফার করার সিস্টেম কার্যকর করার লক্ষ্যে ইউএনডিপি বাংলাদেশ এর (জবংঢ়ড়হংরাব ঔঁংঃরপব ওচ) প্রকল্প ও স্থানীয় সরকার বিভাগের গ্রাম আদালত (২য় পর্যায়) প্রকল্পের সাথে যৌথভাবে কাজ করছে। প্রকল্পভূক্ত পাইলট জেলা নওগাঁয় ইতোমধ্যে প্রকল্প বাস্তবায়নের জন্য ইউনিয়ন কমিটি গঠন, কমিটির সদস্যদের প্রশিক্ষন দেয়ার জন্য রিসোর্স পার্সন পুল গঠন ও তাদের ওরিয়েন্টেশন চলমান আছে। প্রকল্পের পরবর্তী প্রয়োজনীয় কর্মসূচী বাস্তবায়নের জন্য ১টি সময় ভিত্তিক কর্ম-পরিকল্পনা বা কালেন্ডার তৈরি করা হয়েছে। ইতো মধ্যে জেলার ১১টি উপজেলায় ৯৯টি ইউনিয়নে ৪০টি ওরিয়েন্টেশন পরিকল্পনা করা হয়েছে এর মধ্যে ২৮টি ওরিয়েন্টেশন প্রোগ্রাম পরিচালনায় ৩৮১ নারী ৪৮৬ পুরুষ সদস্যকে প্রশিক্ষন সম্পন্ন করা হয়েছে। এতে করে তৃণমূল থেকে আইনি সহায়তা গ্রহনের জন্য ব্যাপক সাড়া পরেছে। আইনি সহায়তা পেতে নওগাঁর প্রতিটি ইউনিয়নের কমিটি তাদের এলাকায় বিনা বিচারে আর কোন অসহায় নারী পুরুষ আর ফেরৎ না যায় এই জন্য নির্ধারিত ফরমে নওগাঁ জজ আদালত ভবনের নিচ তলার ১১১নং কক্ষে ভুক্ত-ভুগিদের পাঠানো হচ্ছে। উভয় পক্ষের মধ্যে বিরোধিয় বিষয়ে প্রথমে আপোষ মিমাংসা না হলে মামলার সকল খরচ সরকার বহন করবে।
জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা, ইউএনডিপি বাংলাদেশ এর রেসপন্সিভ জাস্টিস আইপি প্রকল্প এবং স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের গ্রাম আদালত প্রকল্পের সহযোগিতায় পাইলট জেলা নওগাঁর ৯৯টি ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির সদস্য প্রায় ১৫০০ জনকে ৩৩ জন রিসোর্স পার্সন পুল এর মাধ্যমে ৪০টি ওরিয়েন্টেশন প্রোগ্রাম কার্যক্রম চলমান রয়েছে। এই প্রগ্রামের মাধ্যমে সরকারি আইনী সেবা ও নীতিমালা সম্পর্কে পাথমিক ধারনা পদানসহ ইউনিয়ন লিগ্যাল এইড কমিটি/গাম আদালত থেকে আবেদন বা মামলা জেলা লিগ্যাল এইড কমিটিতে রেফার করার পদ্ধতি বিষয়ক ওরিয়েন্টাশন ট্রেনিং সমুহ প্রকল্পের নির্ধারিত ক্যালেন্ডার পাইলট জেলা নওগাঁর উক্ত প্রগ্রামের অংশ হিসেবে জেলা লিগ্যাল এইড কমিটির ওরিয়েন্টেশন জেলা ও দায়রা জজ এবং চেয়ারম্যান, জেলা লিগ্যাল এইড কমিটি, নওগাঁ র সভাপতিত্বে সম্পন্ন করা হয়।

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুর উপজেলার শীবগঞ্জ গ্রামে লোকালয়ে অপরিকল্পিত ভাবে গড়ে উঠেছে এসডি চক ফ্যাক্টরি। কোন নিয়মকানুন ছাড়াই গড়ে উঠা এ ফ্যাক্টরিতে কাজ করেন গ্রামের হতদরিদ্র নারীরা। বিষাক্ত এ ফ্যাক্টরিতে শ্রমিকদের জন্য নেই কোন নিরাপত্তার ব্যবস্থা। ঝুঁকির মধ্যে দিয়ে বিষাক্ত এ ফ্যাক্টরিতে শ্রমিকরা খালি হাতে ও নাক-মুখে নিরাপত্তার কোন কাপড় (মাকস) না বেঁধেই কাজ করেন। অভিযোগ আছে অনুমোদনের আগেই প্রোডাক্টগুলো তৈরী করে বাজারে সরবরাহ করা হচ্ছে।


সরেজমিনে জানা গেছে, গত চার বছর আগে শীবগঞ্জ গ্রামে গড়ে উঠেছে এসডি চক ফ্যাক্টরি। ম্যাজিক আরশুলা মারার চক তৈরী দিয়ে ফ্যাক্টরির কার্যক্রম শুরু হয়। এছাড়া সিরিয়াস চক, নিউ ম্যাজিক চক, ম্যাজিক চক, ওস্তাদ ইনসেক্ট চক, কারেন্ট স্পেশাল চক, ওস্তাদ ইদুর মারার আঠা, ওস্তাদ গাম, দ্বীন ম্যাগ প্লাস, দ্বীন এসওপি সালফেট অব পটাশসহ কমপক্ষে ১০টি প্রোডাক্ট তৈরী করা হয়। যার বেশির ভাগই নেই রেজিষ্ট্রেশন। এছাড়া ফ্যাক্টরিতে প্রশিক্ষিত কোন কেমিস্ট নাই।


অপরিকল্পিত ভাবে গড়ে উঠা ফ্যাক্টরিতে কোন জানালা নাই। ফলে ফ্যাক্টরির ভিতরে মাথা ধরা তীব্র বিষাক্ত গন্ধ। তীব্র গন্ধে যে কেউ মূর্হুতের মধ্যে অসুস্থ হয়ে পড়তে পারে। আর সেখানে কাজ করেন গ্রামের ৩০ জন হতদরিদ্র নারী শ্রমিক। বিষাক্ত এ ফ্যাক্টরিতে শ্রমিকরা ঝুঁকির মধ্যে দিয়ে খালি হাতে ও নাক-মুখে নিরাপত্তার কোন কাপড় (মাকস) না বেঁধেই কাজ করেন। কাজ করার সময় নারী শ্রমিকদের বাচ্চারা এ ফ্যাক্টরিতে অনেক সময় আসা যাওয়া করেন। ভবিষ্যতে স্বাস্থ্য ঝুঁকিসহ প্রানহানির আশঙ্কা রয়েছে এসব শ্রমিকদের।

মো. আবু বকর সিদ্দিক, নওগাঁ: নওগাঁ জেলা কারাগারে বন্দিদের মাঝে বন্দী পুনর্বাসন উপকরণ বিতরণ করা হয়েছে। জেলা কারাগারে বন্দিদের মাঝে পুনর্বাসন উপকরণ বিতরণবৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতির অর্থায়নের জেলা সমাজ সেবা কার্যালয়, নওগাঁর এর সহযোগিতায় নওগাঁ জেলা কারাগারের উদ্যোগে বন্দিদের মাঝে ৪টি সেলাই মেসিন, ২টি রিক্সা, ৪টি ক্যারাম বোর্ড, ৫টি ভলিবল ও ১টি ইলেকট্রিক প্লেনার বিতরণ করা হয়। এ মহতি অনুষ্টানে অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতির সভাপতি ও নওগাঁ জেলা প্রশাসক মো: মিজানুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. ফজলে রাব্বি, জেলা সুপার শাহ আলম, নওগাঁ পৌরসভার মেয়র নাজমুল হক সনি, ডা: ময়নুল হক দুলদুল, নওগাঁ ডায়বেটিক সমিতির সভাপতি আব্দুস সালাম, অতিরিক্ত পুলিশ সুপার কারাগারে বন্দিদের মাঝে পুনর্বাসন উপকরণ বিতরণনওগাঁ সদর সার্কেল লেমন রায়, সমাজ সেবা অফিসার সাইফুল ইসলাম, বিশিষ্ট সবাজ সেবক আলহাজ্ব আব্দুল খালেক, নওগাঁ জেলা মহিলালীগের সভানেত্রী মিসেস শাহনাজ মালেক, নওগাঁ সিভিল সার্জন অফিসের ডা: আশিষ কুমার সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget